User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
নীলগঞ্জ গার্লস স্কুলের বিএসসির শিক্ষক নলীনী বাবুর সাথে হুমায়ুন আহমেদের কাটানো সময়গুলো নিয়ে এক স্মৃতি যা তিনি লিখে আমাদের সাথে শেয়ার করলেন। আমার ভালো লেগেছে কারন লেখাটা যে হুমায়ুন আহমেদের।
Was this review helpful to you?
or
খুব একটা ভালো লাগেনি। মনে হলো লেখক নিজের অন্যান্য লেখা মিলিয়ে মিশিয়ে এই বইটা লিখেছেন।
Was this review helpful to you?
or
মোটামুটি ভালো
Was this review helpful to you?
or
nice books...
Was this review helpful to you?
or
হূমায়ূন আহমেদ এর বই সব সময়ই ভালো লাগার দলে।
Was this review helpful to you?
or
Good one.
Was this review helpful to you?
or
সব কটি বই খুব ভাল লেগেছে
Was this review helpful to you?
or
অসাধারণ
Was this review helpful to you?
or
হুমায়ূন আহমেদ স্যারের লিখিত বই গুলোর মধ্যে সেরা একটি বই। এক কথায় অসাধারন
Was this review helpful to you?
or
নীলগঞ্জ গার্লস হাইস্কুলের বি এস সির শিক্ষক নলিনী ভট্টাচার্য্য। ছোটখাটো দেখতে এই প্রবীন ভদ্রলো্কের জীবনে জমা হয়ে আছে শৈশবের কিছু ভয়ঙ্কর স্মৃতি, নীলগঞ্জের বাড়ির কুয়াতলার স্মৃতি এর মধ্যে উল্লেখযোগ্য। নলিনীবাবুর বাবা শ্রীকান্ত ভট্টাচার্য্য ছিলেন ময়মনসিংহ জর্জকোটের পেশকর। এমন কোন খারাপ অভ্যাস নেই যা তার ছিলনা। মদ, গাজা ও নারীদেহে আকন্ঠ ডুবে ছিলেন অতি সুদর্শন এই লোক। ললিতা নামের একটা রক্ষিতাও ছিল তার। প্রতি মাসে একবার দুদিনের জন্য তিনি বাড়ি (নীলগঞ্জ) আসতেন, সাথে থাকতো ললিতা। সেই দুইদিন নলিনীবাবুর মা বকুল বালা ভয়ে জড়পদার্থের আকার ধারন করতেন। এছাড়া বাকি সময়টা তাদের মা-ছেলের জন্য আনন্দময়ই বলা যায়। নলিনীবাবুর সমস্যার শুরু তার মায়ের মৃত্যুর ঠিক ১৩ দিন পর। তাঁর বয়স তখন নয় কি দশ। নিয়মভঙ্গ অনুষ্ঠানের পর মাতৃশোকে বিভোর হয়ে মেঝেতেই ঘুমিয়ে পড়লেন তিনি, ঘুম ভাঙ্গার পর দেখতে পান এক সম্পূর্ণ আলাদা পরিবেশ। স্থান, কাল, পাত্র ঠিক থাকলেও ঘটনাগুলো বদলে গেছে, সেই সাথে বদলে গেছে তার আশেপাশের মানুষও। এখানে তার বাবা একজন অতি ভাল মানুষ। তাই এই জগৎটা নলিনীবাবুর জন্য আনন্দদায়ক হওয়ার কথা। তবে সেটা পুরোপুরি আনন্দদায়ক ছিলনা, তার কারন বকুলবালা। এখানে বকুলবালার অবস্থান বাড়ির দাসী, আর ললিতা হল শ্রীকান্তবাবুর স্ত্রী, নলিনীর মা। এই জগতে নলিনীর অবস্থানের মেয়াদ ৩ বছর্। তার পর তিনি আবার তার আগের জগতে প্রত্যাবর্তন করেন। এর পর থেকে মাঝে মাঝেই চলতে থাকে এই জগত পরিবর্তনের খেলা। কিন্তু এই খেলার আদৌ কি কোন ভিত্তি আছে?? নাকি সবটাই নলিনীবাবুর কল্পনা??
Was this review helpful to you?
or
লেখক যখন উত্তরায় একটা বাসা ভাড়া নিয়ে থাকতেন, তখন হঠাৎ একদিন তার বাসায় নীলগঞ্জ হাইস্কুলের একজন শিক্ষক আসলেন দেখা করতে। তার নাম নলিনী ভট্টাচার্য। সে লেখকের জন্যে টাটকা মাছ নিয়ে আসে, এবং সে চাচ্ছে বাবুর্চিকে রান্নার পদ্ধতি বলে যেতে।নতুন বাসায় বাবুর্চি নেই বলে সে নিজেই হাড়ি পাতিল কিনে এনে রান্না শুরু করে দেয়। যাইহোক, সে অবশ্য শুধু রান্না করে খাওয়াতে আসেনি। সে এসেছে লেখককে তার জীবনের একটা ঘটনা বলতে। তার ভাষ্যমতে সে একই সময়ে দুইটা জগতে বসবাস করে। প্যারালাল ওয়ার্ল্ড সম্পর্কে আমরা যতটুকু জানি যে, একই সাথে একই মানুষ কয়েকটা জগতে বাস করে।কিন্তু, এক জগতের কেউ আরেক জগতে যেতে পারেনা। কিন্তু নলিনী বাবু যা বললেন, এবং লেখক নিজে তার বাড়িতে গিয়ে যা জানলেন সেটা সত্যিই অবিশ্বাস্য।এমন কিছু প্রমাণ লেখক পান তার ব্যাপারে যেটা তাকে বিশ্বাস করাতে বাধ্য করে। কি সেই প্রমাণ,যা দেখে লেখক বিশ্বাস করেছিল? ব্যক্তিগত মতামতঃ হুমায়ূন আহমেদের বই মানেই এক নিশ্বাসে শেষ করা, এটাও তার ব্যতিক্রম নয়। খুব ভালো লেগেছে বইটা। তবে পাঠককে অনুরোধ করব শুধু মজা পাওয়ার জন্যই পড়বেন বইটা, কিছু শেখার জন্য নয়।
Was this review helpful to you?
or
ধরন-সমকালীন উপন্যাস ”কা তব কান্তা কাস্তে পুত্রঃ ”কা তব কান্তা কাস্তে পুত্রঃ সংসারোহয় মতিব বিচিত্রঃ।। কস্য ত্বং বা কুত আয়াতঃ। তত্ত্বৎ চিন্তায় তদিদং ভ্রাতঃ।।’ কে তোমার স্ত্রী এবং কে তোমার পুত্র? এই সংসারের ব্যাপার অতিশয় বিচিত্র। তুমি কাহার এবং কোথা হইতেই বা আসিয়াছ, হে ভ্রাতঃ! এই নিগূঢ় তত্ত্ব চিন্তা কর। ভূমিকা বিচিত্র বিষয় নিয়ে লিখতে আমার ভালো লাগে। সম্পর্কের গল্পের পাশাপাশি, সম্পর্কের বাইরের গল্প, ভূত-প্রেম, অশরীরী, ভিনগ্রহের মানুষ এইসব। আমাকে হাবিজাবি লেখক অবশ্যই বলা যেতে পারে। নলিনী বাবু B.Sc তে আমাদের অতি পরিচিতি কাঠামোর মোড়কে সম্পূর্ণ ভিন্ন এক অদেখা ভূবনের গল্প বলতে চেয়েছি। সালভাদর দালি নিশি স্বপ্নকে ছবিকে নিয়ে এসেছেন, আমি চেষ্টা করেছি নিশি স্বপ্ন গদ্যে নিয়ে আসার। তবে এই রচনা অবশ্যই সুররিয়েলিস্টিক রচনা না। সুররিয়েলিস্টিক জগতের ছায়ায় রিয়েলিস্টিক রচনা। আমি কি বলতে চেয়েছি তা কি বুঝাতে পেরেছি? মনে হয় না। যাই হোক, কি আর করা। চেষ্টা তো করেছি। নলিনী বাবু B.Sc.র জগতে সবাইকে নিমন্ত্রণ। হুমায়ূন আহমেদ নুহাশ পল্লী, গাজীপুর ১ ফেব্রুয়ারী, ২০১০ লেখক তখন সবেমাত্র বিবাহ বিচ্ছেদ করছেন। দ্বিতীয় বিয়ে করেননি। একাকি বাসা ভাড়া নিয়ে থাকতেন উত্তরায়। সেখানেই একদিন এসে হাজির হয় এক শিক্ষক। নীলগঞ্জ গার্লস হাইস্কুলের বিএসসি শিক্ষক। নাম নলিনী ভট্টাচার্য। লেখকের জন্য ধোপখোলা বাজার থেকে ইলিশ, মিঠাপানির গলদা চিংড়ি, টেংরা মাছ কিনে এনেছেন। ভদ্রলোক মিসির আলী পড়ে এই মাছগুলোর কথা জানতে পেরেছেন। উদ্দেশ্য লেখককে রেধে খাওয়াবেন। তবে আরও একটি উদ্দেশ্য আছে। তার জীবনের গল্প শোনাবেন লেখককে। সমস্যাটা মিসির আলির বইতে পাওয়া সমস্যার মতই প্রায়। নলিনী বাবু একই সাথে দুইটা জগতে বাস করেন। এক জগতের সাথে আরেক জগতে সামান্য মিল থাকলেও অনেক কিছু আলাদা। গল্প শেষ হওয়ার আগেই নলিনী বাবুর প্রস্থান। লেখক বের হলেন নলিনী বাবুর খোজে। নলিনী বাবু B.Sc মিসির আলির গল্পের মত রহস্য থাকলেও এখানে সমাধানের জন্য মিসির আলি নেই। একই সাথে লেখকের ব্যাক্তিগত জীবনের খুটিনাটি খুচরা আলাপও আপনাকে আনন্দ দিবে। সময় কাটানোর জন্য পারফেক্ট একটা বই ।অনেক বৈজ্ঞানিক কথাবার্তা আছে। লেখকের ব্যাক্তিগত আলাপ-সালাপ আছে, যার মাধ্যমে লেখকের ব্যক্তিসত্তা জানা সম্ভব।
Was this review helpful to you?
or
লেখক তখন সবেমাত্র বিবাহ বিচ্ছেদ করছেন। দ্বিতীয় বিয়ে করেননি। একাকি বাসা ভাড়া নিয়ে থাকতেন উত্তরায়। সেখানেই একদিন এসে হাজির হয় এক শিক্ষক। নীলগঞ্জ গার্লস হাইস্কুলের বিএসসি শিক্ষক। নাম নলিনী ভট্টাচার্য। লেখকের জন্য ধোপখোলা বাজার থেকে ইলিশ, মিঠাপানির গলদা চিংড়ি আর টেংরা মাছ কিনে এনেছেন। ভদ্রলোক মিসির আলী পড়ে এই মাছগুলোর কথা জানতে পেরেছেন। উদ্দেশ্য লেখককে রেধে খাওয়াবেন। তবে আরও একটি উদ্দেশ্য আছে। তার জীবনের গল্প শোনাবেন লেখককে। সমস্যাটা মিসির আলির বইতে পাওয়া সমস্যার মতই প্রায়। নলিনী বাবু একই সাথে দুইটা জগতে বাস করেন। এক জগতের সাথে আরেক জগতে সামান্য মিল থাকলেও অনেক কিছু আলাদা। গল্প শেষ হওয়ার আগেই নলিনী বাবুর প্রস্থান। লেখক বের হলেন নলিনী বাবুর খোজে। পাঠপ্রতিক্রিয়াঃ হুমায়ূন আহমেদের জন্মদিনে শাওন ম্যাডামের বক্তৃতায় তিনি এই বইটার কথা বলেন। ওইদিনই স্যারের জন্মদিন উপলক্ষে দুইটা বই কিনি যার একটা নলিনী বাবু B.Sc. মিসির আলির গল্পের মত রহস্য থাকলেও এখানে সেটা সমাধানের জন্য মিসির আলি নেই। একই সাথে লেখকের ব্যাক্তিগত জীবনের খুটিনাটি খুচরা আলাপও আপনাকে আনন্দ দিবে। খুব আহামরি বই না। তবে সময় কাটানোর জন্য পারফেক্ট। অনেক বৈজ্ঞানিক কথাবার্তা আছে যা আমার মাথার উপর দিয়ে গেছে। ব্যাক্তিগত আলাপ-সালাপ সিরিয়াসলি না নিয়ে গল্প হিসেবে পড়লে সময়টা চমৎকার কাটবে। বইটা ২০১০ সালের ফেব্রুয়ারিতেই চারবার মুদ্রিত হয়েছে। বর্তমানে ৭ম মুদ্রন আছে বাজারে। বুছতেই পারছেন ব্যাপারটা!
Was this review helpful to you?
or
Extra ordinary Parallel Universe concept based science fiction book. This is basically based on theoretical Physics and Pure Mathematics. Not as a regular robot-spaceship type. It is uncommon.
Was this review helpful to you?
or
লেখক যখন উত্তরায় একটা বাসা ভাড়া নিয়ে থাকতেন, তখন হঠাৎ একদিন তার বাসায় নীলগঞ্জ হাইস্কুলের একজন শিক্ষক আসলেন দেখা করতে। তার নাম নলিনী ভট্টাচার্য। সে লেখকের জন্যে টাটকা মাছ নিয়ে আসে, এবং সে চাচ্ছে বাবুর্চিকে রান্নার পদ্ধতি বলে যেতে।নতুন বাসায় বাবুর্চি নেই বলে সে নিজেই হাড়ি পাতিল কিনে এনে রান্না শুরু করে দেয়। যাইহোক, সে অবশ্য শুধু রান্না করে খাওয়াতে আসেনি। সে এসেছে লেখককে তার জীবনের একটা ঘটনা বলতে। তার ভাষ্যমতে সে একই সময়ে দুইটা জগতে বসবাস করে। প্যারালাল ওয়ার্ল্ড সম্পর্কে আমরা যতটুকু জানি যে, একই সাথে একই মানুষ কয়েকটা জগতে বাস করে।কিন্তু, এক জগতের কেউ আরেক জগতে যেতে পারেনা। কিন্তু নলিনী বাবু যা বললেন, এবং লেখক নিজে তার বাড়িতে গিয়ে যা জানলেন সেটা সত্যিই অবিশ্বাস্য।এমন কিছু প্রমাণ লেখক পান তার ব্যাপারে যেটা তাকে বিশ্বাস করাতে বাধ্য করে। কি সেই প্রমাণ,যা দেখে লেখক বিশ্বাস করেছিল? ব্যক্তিগত মতামতঃ হুমায়ূন আহমেদের বই মানেই এক নিশ্বাসে শেষ করা, এটাও তার ব্যতিক্রম নয়। খুব ভালো লেগেছে বইটা। তবে পাঠককে অনুরোধ করব শুধু মজা পাওয়ার জন্যই পড়বেন বইটা, কিছু শেখার জন্য নয়