
User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
amazing......
Was this review helpful to you?
or
It is easy to understand.
Was this review helpful to you?
or
বৈজ্ঞানিক কল্পকাহিনীর পাঠকদের নিয়ে অবহেলার দৃষ্টিতে তাকানোর নিয়ম আছে। পাঠক সমাজে এরা সর্বনিম্নে অবস্থান করে। ধরা হয়ে থাকে সাহিত্যের মহানবোধ ... ইত্যাদি ইত্যাদি থেকে এরা বঞ্চিত। কোনো পাঠক একবার বৈজ্ঞানিক কল্পকাহিনী পড়া শুরু করলে ভাঙ্গা গ্রামোফোন রেকর্ডের মতো সেখানেই আটকে থাকে। পাঠক আর বেড়ে ওঠেন না। আমার জন্যে এটা বিরাট দুঃসংবাদ কারণ আমি বৈজ্ঞানিক কল্পকাহিনীর অতি ভক্ত পাঠক। অন্বেষা লেখকের বৈজ্ঞানিক কল্পকাহিনীর সব লেখা একত্র করেছে। সিরিয়াস পাঠকদের বলছি এই বইটি পড়তে পারেন। একবার পড়তে শুরু করলে সিরিয়াস পাঠকের আগ্রহ জাগবে। আর যারা আমার মতো পাঠক তাদের বলছি- ‘কেঁও মি ছিয়া’ (ভীন গ্রহের প্রাণীর ভাষা। এর অর্থ পাঠের নিমন্ত্রণ।)
Was this review helpful to you?
or
‘সায়েন্স ফিকশন গল্পসমগ্র’ বইটি বিংশ শতাব্দীর বাঙালী জনপ্রিয় কথাসাহিত্যিকদের মাঝে অন্যতম হুমায়ূন আহমেদ এর লেখা কয়েকটি সায়েন্স ফিকশন গল্পকে একত্রিত করে সম্পাদন করা একটি বই । লেখক হুমায়ূন আহমেদ বাংলাদেশের লেখক দের মাঝে সবচেয়ে জনপ্রিয় লেখক । তিনি কিছু বিখ্যাত উপন্যাস চরিত্রের স্রষ্টা । তার সৃষ্ট চরিত্র হিমু, মিসির আলী, শুভ্র ইত্যাদি পাঠক দের মাঝে অত্যান্ত জনপ্রিয় । লেখক হুমায়ূন আহমেদ ১৯৪৮ সালের ১৩ নভেম্বর নেত্রকোনা জেলায় জন্মগ্রহন করেন । তিনি একাধারে একজন লেখক , নাট্যকার গীতিকার ছোটগল্পকার । তিনি তার কর্মক্ষেত্রের সবখানেই তার প্রতিভার ছাপ রেখে গেছেন । তিনি তার জীবনে তিন শতাধিক বই লিখেছেন । তার অনেক গ্রন্থই অন্য ভাষায় ছাপা হয়েছে । তার সকল গ্রন্থেই তার প্রতিভা বোঝা যায় । তার লেখা উপন্যাস গুলো বিশেষ করে আমাদের দেশের যুবসমাজ কে গভীরভাবে উদ্বেলিত করেছে । তার লেখা নিয়ে সম্পাদিত এ বইতি প্রথম প্রকাশিত হয় ২০১৭ সালের জানুয়ারি মাসে । বইটি প্রকাশিত হয় অনুপম প্রকাশনী থেকে এবং এর প্রকাশক মিলন নাথ । প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ । হুমায়ুন আহমেদ তার জীবনে প্রায় সকল ধরনের বই লিখে গিয়েছেন , সায়েন্স ফিকশন ও রয়েছে এর মধ্যে । তিনি সকল ক্ষেত্রেই তার প্রতিভার ছাপ রেখেছেন । তার লেখা সায়েন্স ফিকশন এর মধ্য থেকে বাছাই করে দশটি সেরা সায়েন্স ফিকশন গল্প কে নিয়ে প্রকাশিত হয়েছে এই বইটি , তাহারা, পরেশের হইলদা বাড়ি , আয়না , নিউটনের ভুল সুত্র সহ আরো কয়েকটি জনপ্রিয় গল্প এতে স্থান পেয়েছে । অসাধারন এ বইটি সকলের নিকটই অনেক ভালো লাগবে ।




