
User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
“১৯৭১” উপন্যাসে হুমায়ুন আহমেদ ভয়, আশা, প্রেম, পরিবার, দেশপ্রেম এবং যুদ্ধের নির্মম বাস্তবতাকে এক অবিশ্বাস্য সংবেদনশীলতায় ফুটিয়ে তুলেছেন। গল্পের চরিত্ররা একেবারেই সাধারণ মানুষ—যারা যুদ্ধ শুরু হলে হঠাৎ করে অসাধারণ হয়ে ওঠে, কারণ পরিস্থিতি তাদের বাধ্য করে দাঁড়াতে। পাকিস্তানি সেনাদের বর্বরতা যেমন এখানে স্পষ্টভাবে উঠে এসেছে, তেমনই উঠে এসেছে গ্রামবাংলার মানুষদের নিঃস্বার্থ সাহস, সাহায্য, আর স্বাধীনতার জন্য জীবন বাজি রাখার মানসিকতা। হুমায়ুনের সহজ ভাষা, সংলাপভিত্তিক বর্ণনা, এবং ছোট ঘটনার মধ্যেই বড় অনুভূতি ধরার ক্ষমতা এই বইটিকে যুদ্ধ-সাহিত্যের একটি অনন্য দলিল করে তুলেছে। বইটি পড়তে পড়তে পাঠক যেমন আতঙ্কে কেঁপে ওঠে, তেমনি দেশ নিয়ে গর্বও অনুভব করে; আর মনে হয়—স্বাধীনতার যে মূল্য, তা ঠিক এরকম রক্ত, অশ্রু এবং অমানবিক যন্ত্রণার মধ্য দিয়ে আসে। “১৯৭১” শুধু একটি উপন্যাস নয়; এটি আমাদের collective pain, courage এবং identity–র সাহিত্যিক স্মারক।
Was this review helpful to you?
or
তাঁর বইকে মূল্যায়ন করা বা রিভিঊ দেয়ার মতো স্পর্ধা আমার মতো ছোট মানুষের নেই আর হওয়া উচিৎ ও না। সৃষ্টিকর্তা তাঁর আত্মাকে শান্তি দিন এবং তাঁর মঙ্গল করুন।
Was this review helpful to you?
or
😍💓💔
Was this review helpful to you?
or
I purchased this book
Was this review helpful to you?
or
অত্যন্ত সাবলীল ভাষায় ও অভিনব কায়দায় নাটকটি রচনা করেছেন হুমায়ুন আহমেদ স্যার। মুক্তিযুদ্ধের তৎকালীন বাস্তবতা ফুটে উঠেছে এখানে। আপনারা চাইলে অবশ্যই নিতে পারেন।
Was this review helpful to you?
or
সত্যিই অসাধারণ বইটা আমি মনে করি সবার পড়ার উচিত। কারণ অনেক কিছুই জানার আছে।
Was this review helpful to you?
or
বইটির শুরুটা অসাধারণ। ভালো লাগার মতো একটা নাটক। এছাড়া যারা নাটক লিখতে আগ্রহী এবং কখনো নাটক লেখেনি তাদের জন্য এই বইটি পড়া খুবই জরুরি। হুমায়ূন আহমেদ তার এই নাটকের সংলাপ সহজভাবে উপস্থাপন করেছেন যা পাঠককে গল্পের পটভূমিতে মনোনিবেশে বাধ্য করে। নাটকের বিষয় মুক্তিযুদ্ধ হলেও কাহিনীর দৃঢ়তা স্থাপনের পূর্বে তিনি এই নাটকের চরিত্রগুলোর সুন্দর প্রতিচ্ছবি স্থাপন করেছেন। এধরনের নাটক/চিত্রনাট্য পড়লে নাট্যকার হতে ইচ্ছুক ব্যক্তিরা নাটক থেকে গভীর কিছু বিষয় শিখতে পারবেন।




