
User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
সুলতান কাহিনি বইটি উসমানী সালতানাতের ইতিহাসের উপর সংকলিত। উসমানী সালতানাতের সাথে কিন্তু উসমান রাঃ এর নেসবত নেই। উসমানী সালতানাতের সম্পর্ক মূলত আমীর উসমান এর সাথে। যিনি আরতুগরুল গাজীর ছেলে ছিলেন। তিনি উসমানী সালতানাত প্রতিষ্ঠা করেন নি বা শাসনব্যবস্থার এই নাম দেন নি।তিনি মূলত ইমারত কায়েম করেছিলেন। এর নামকরণ করেছিলেন তার ছেলে উরহান বা উরখান। সুলতান কাহিনি পড়ে জানতে পারবেন,উসমানী সালতান তিন ধাপে প্রতিষ্ঠিত। প্রথম ধাপ ইমারত। এর আমীর ছিলেন প্রথমে উসমান তারপর উরখান তারপর মুরাদ। দ্বিতীয় ধাপ সালতানাত। এটি সুলতান প্রথম সালীমের আগ পর্যন্ত। এই সময়ের উসমানী শাসককে সুলতান বলা হতো। তৃতীয় ধাপে খিলাফত। মিশরের আব্বাসী খিলাফতের পতনের পর সুলতান প্রথম সালীম বা তার পরের সুলতান থেকে সর্বশেষ সুলতান দ্বিতীয় আব্দুল মাজীদ পর্যন্ত সালতানাতকে খিলাফতে উসমানিয়াহ বলা হয়। তবে সম্ভবত শুধু সুলতান আব্দুল হামীদ খান সানী রহঃ খলিফা হিসেবে সবচেয়ে প্রসিদ্ধ ছিলেন। তিনি আমার পছন্দের মানুষের মধ্যে একজন।রহিমাহুল্লাহ। উসমানীদের শাসনব্যবস্থা প্রায় সাড়ে ছয়শো বছরের একটু কম সময় পর্যন্ত দীর্ঘ হয়েছিলো। সুলতান বায়েজিদ খান ইয়ালদিরিম এর পর উসমানী সালতানাত দ্বিতীয় বার প্রতিষ্ঠিত হয়েছিলো। সে এক তিক্ত অধ্যায়। সুলতান কাহিনি বইয়ের সবচেয়ে আকর্ষণীয় গল্পটির শিরোনাম হচ্ছে, "ধরো আমি খেয়েছি মসজিদ"। গল্পটা অবশ্যই পড়বেন।সাথে সামুনজী বাবা গল্পটিও পড়তে বলবো। "ধরো আমি খেয়েছি মসজিদ" শিরোনামের অংশটি পড়ার পর থেকে আমিও "ধরো আমি খেয়েছি/ভ্রমণ করেছি বই" সংগ্রহ করতে শুরু করেছি। মানে বিভিন্ন খাবারের দাম জেনে ঐ টাকা দিয়ে কিতাব কিনি। কোথাও ঘুরতে যাওয়ার খরচ জেনে সেই পরিমাণ টাকার কিতাব কেনার ইচ্ছে লালন করি। উসমানী খিলাফতকে অনেকে খিলাফত হিসেবে মানতে চায় না।আমরা দেওবন্দীরা উসমানী খিলাফতকে খিলাফতই মনে করি।বৃটিশরাও উসমানী খিলাফতকে খিলাফতই মানতো।অন্যরাও। শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দী রহঃ ও তার অনুসারীরা খেলাফত আন্দোলন করেছিলেন। নতুন খিলাফত প্রতিষ্ঠা করার জন্য না।নিজে খলীফা হওয়ার জন্যও না।খিলাফতব্যবস্থা টিকিয়ে রাখার জন্য আন্দোলন করেছিলেন। যা-ই হোক, বইটি আমি দ্বিতীয় বার পড়লাম। 🖋️ জহির বিন আইয়ুব ০৪/১২/২০২৫ বৃহস্পতিবার
Was this review helpful to you?
or
Very very good book
Was this review helpful to you?
or
#রকমারি_বইপোকা_বুক_রিভিউ_প্রতিযোগিতা বই:সুলতান কাহিনি লেখক:তামিম রায়হান প্রকাশনা :নবপ্রকাশ প্রকাশন মূল্য :২৭১ রিভিউ :সাইদ আজাদ লেখক পরিচিতি :লেখক তামিম রায়হান, ২০১০সালে কাতার ইউনিভার্সিটিতের স্কলারশিপে কাতারে যান,২০১৫সালে রাষ্ট্রীয় স্বর্ণপদক পেয়ে স্নাতক সম্পর্ক করেন।বর্তমানে তিনি কাতার সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গণমাধ্যম গবেষক হিসেবে কর্মরত রয়েছেন। বই সম্পর্কে :তামিম রায়হান রচিত মৌলিকগ্রন্থ “সুলতান কাহিনি ”বাংলা ভাষায় উসমানী সাম্রাজ্যের ইতিহাস সংস্কৃতি নিয়ে এটা প্রথমগ্রন্থ।বইটিতে আরতুগরুল থেকে নিয়ে সর্বশেষ উসমানী সম্রাট দ্বিতীয় আব্দুল মাজিদ পর্যন্ত সবার জীবনী রয়েছে । এতে তাঁদের জীবনের উল্লেখযোগ্য ঘটনা সমূহ, এবং তাদের তাদের রাজত্বকালে প্রজাদের অবস্থা, রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক ও সামরিক অবস্থা সম্পর্কে, আলোচনা হয়েছে। তেমনিভাবে সাম্রাজ্যের শেষদিকে যখন যেসব ব্যক্তিরা বাহির থেকে কলকাঠি নেড়েছে, তাদের সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে।সুলতানদের জীবনী আলোচনা করার পর,লেখক, উসমানী খেলাফতকে ধ্বংসকারী, নতুন তুরস্কের জাতির পিতা খ্যাত মোস্তফা কামাল আতাতুর্ক সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছে,যাঁর জীবন, তার সম্পর্কে সুলতানদের ধারণা, তার বিশ্বাস ঘাতকতা, তার চরিত্র ইত্যাদি আলোচনা হয়েছে।তারপর এক পরিচ্ছেদে, উসমানী খেলাফতের ভালো দিকগুলো নিয়ে আলোচনা হয়েছে, যেগুলো আজকের দিনে আমাদের সমাজে প্রয়োগ হলে, সমাজে রাষ্ট্রে শান্তি ও সম্প্রীতি তৈরি হবে বলে, আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি।তারপর এক পরিচ্ছেদে উসমানী খেলাফত ধ্বংস হওয়ার কারণ গুলো লেখক আলোচনা করেছেন।তারপর এক পরিচ্ছেদে নতুন ধর্মনিরপেক্ষ তুরস্কের শাসকগোষ্ঠী কর্তৃক শেষ খলিফা দ্বিতীয় আব্দুল মাজিদ ও তার পরিবারের সাথে ব্যবহার নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। মতামত :আমি মনে করি, উসমানী খেলাফত নিয়ে কেউ আগ্রহী হলে, বাংলাভাষী পাঠকগণ এ বইটি থেকে ভালো উপকৃত হতে পারবেন।
Was this review helpful to you?
or
ওসমানীয় সম্রাজ্যের ইতিহাস জানার জন্য এক অসাধারণ বই।
Was this review helpful to you?
or
MashaAllah..... Lots of thanks to writer.
Was this review helpful to you?
or
Just awesome and outstanding book.....Ma Sha Allah!!!!!!!!
Was this review helpful to you?
or
বইয়ের বিষয়বস্তু নিয়ে বলার মতো হচ্ছে বইটি অটোমান সাম্রাজ্য নিয়ে লিখা। অটোম্যান ইতিহাসের ৩৭ জন শাসকের ইতিহাস রয়েছে বইতে। শাসক বলার কারণ হচ্ছে সবাই সুলতান উপাধি ধারণ করেন নি। অটোম্যান ইতিহাসের শুরু থেকে এর উত্থান পতন ,বিভিন্ন শাসকের সময়ের রাজ্যের অবস্থা,তাদের নৈতিক দিক ইত্যাদি নিয়ে এই বইতে আলোচনা করা হয়েছে। ইতিহাস পড়া খুব বেশী সুখের বিষয় না যদি কারো বিশেষ আগ্রহ থাকে তবে ভিন্ন কথা। এই বইয়ের ক্ষেত্রে আমি বলতে চাই আমার বিষয়বস্তু নিয়ে আগ্রহ থাকার কারণে অনেক সহজ পাঠ্য মনে হয়েছে সবার সেটা নাও লাগতে পারে। তবে অনেক কিছু জানার রয়েছে বইটায়। একটি সোনালী ইতিহাস যার কিছুই এতদিন জানার সুযোগ হয় নি আমাদের। বইটি আপনাকে ইতিহাসের সেই সময়ে নিয়ে যাবে। বইটি ভালো লাগার আরও একটি কারণ হচ্ছে নিরপেক্ষ আলোচনা। সুলতান বা শাসকদের ভালো খারাপ দুইদিক তুলে ধরা হয়েছে এখানে। তাদের ভুলগুলো এবং কেনও অবশেষে পতন হয়। ৬২৪ বছরের ইতিহাস যা জানা সবার জন্য প্রয়োজন। অটোম্যান কে বাদ দিয়ে ইতিহাস জ্ঞান সম্পূর্ণ নয়। মাত্র ১০০ বছর আগে শেষ হওয়া এই সাম্রাজ্য নিয়ে আমাদের জানা খুবই কম। ৩.৫/৫




