User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
অসাধরণ বই সুলতান সালাহউদ্দীন আয়ূবী জাযাকাল্লাহ আইনী ভাইকে।
Was this review helpful to you?
or
অনাবদ্য লেখনি
Was this review helpful to you?
or
As a very nice historical book.
Was this review helpful to you?
or
বইটিতে নির্ভরযোগ্য কোনো তথ্য পায়নি। তবে rokomari.com এর সার্ভিসটা মাশাল্লাহ অনেক সুন্দর
Was this review helpful to you?
or
ভাল তথ্যবহুল বই
Was this review helpful to you?
or
very good
Was this review helpful to you?
or
মাশাআল্লাহ
Was this review helpful to you?
or
আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবা রাযিআল্লাহু দের পর যে কয়জন মুসলিম বীর ইসলামের জন্য নিজের পুরো জীবন দিয়েছেন তার মধ্যে সুলতান সালাহউদ্দিন অন্যতম। আজকের দিনের অনেক মানুষ ওনার সম্পর্কে জানেইনা। ইসলাম প্রতিষ্ঠিত করতে তার ভূমিকা জানা যাবে এই বইটি থেকে। জানা যাবে মুসলমানদর স্বপ্নেরর বায়তুল মুকাদ্দাস খ্রিষ্টান দের হাত থেকে উদ্ধারের ইতিহাস।
Was this review helpful to you?
or
অন্য যে কোনো ইতিহাস গ্রন্থের মধ্যে মুসলিমদের সুলতান সালাহ উদ্দিন আইয়ুবী এর ইতিহাস গ্রন্থ বিখ্যাত। কিন্তু অন্য যে কোনো ইতিহাস বিষয়ক গ্রন্থের মধ্যে এ গ্রন্থটি নির্ভরযোগ্য। কেননা এর প্রত্যেকটি কথারই রেফারেন্স দেওয়া। তাছাড়া বইয়ের মলাট ও পাতার মান ভালো।
Was this review helpful to you?
or
সবারই পড়া উচিত
Was this review helpful to you?
or
সালাহউদ্দীন আইয়্যুবী ইসলামের ইতিহাসের এক উজ্জ্বল নক্ষত্র।ক্রুসেডের মহানায়ক ও জেরুজালেম জয়ের মহান কারিগর হিসেবে ইতিহাসের পাতায় তিনি আজও স্মরণীয়। ইরাকের তিকরিতে এক কুর্দি মুসলিম পরিবারে তার জন্ম। সালাহউদ্দীন আইয়্যুবী ছিলেন প্রজ্ঞাবান,জ্ঞানী ও ধার্মিক। অল্পবয়সেই তিনি ইসলামের খেদমতে নিযুক্ত হন। চাচা শিরকুর সাথে নুরউদ্দীন জঙ্গির আদেশে মিশর জয়ের জন্য সালাহউদ্দীন সাথে যান। এই মিশর ছিল তার জীবনের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট। মিশরের ফাতেমীয় শাসণ উৎখাত করেন সালাহউদ্দীন। তিনি হয়ে ওঠেন মিশরের শাসণকর্তা, আইয়্যুবী বংশের প্রতিষ্ঠাতা। এই মিশরেই তিনি একজন সেনা থেকে হয়ে ওঠেন শাসক। সুলতান সালাহউদ্দীন মিসরের সুলতান হবার পর আব্বাসীয় খিলাফাতের প্রতি আনুগত্য প্রকাশ করেন। মিসর,সিরিয়া ও হেজাজকে এক পতাকার নিচে একতাবদ্ধ করেন। তিনি মক্কা-মদীনাকে ক্রুসেডারদের হাত থেকে রক্ষা করেন। ক্রুসেডারদের দ্বারা বারংবার মুসলিম বণিক ও হজ্জযাত্রীদের কাফেলা লুণ্ঠন হতে থাকলে তার ধৈর্যের বাধ ভেঙ্গে যায় ১১৮৭ খ্রিস্টাব্দে সুলতান সালাহউদ্দীন জিহাদের ডাক দেন। সে বছরই হিত্তিনের ময়দানে ক্রুসেডারদের শোচনীয়ভাবে পরাজিত করে জেরুজালেম পুনরুদ্ধারের পথ উন্মোচন হয়। অবশেষে ১১৮৭ খ্রিস্টাব্দের ২ অক্টোবর, দীর্ঘ ৮৮ বছরের পরাধীনতা থেকে তিনি জেরুজালেম শহরকে মুক্ত করেন। জেরুজালেম জয়ের পর স্থাপন করেন ক্ষমা ও মহত্ত্বের অনন্য নজির। জেরুজালেম জয়ের পর তৃতীয় ক্রুসেডের ডাকে সমগ্র ইউরোপ হামলে পড়ে লেভান্তে। সুলতান সালাহউদ্দীন এপর্যায়ে বেশকিছু যুদ্ধে পরাজিত হন। কিন্তু সবকিছুর বিনিময়ে আগলে রেখেছিলেন জেরুজালেম। ১১৯৩ খ্রিস্টাব্দে ৫৭ বছর বয়সে মহান এই সুলতান ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার নিকট অল্পকিছু দিরহাম ও একটিমাত্র স্বর্ণমুদ্রা ছাড়া আর কিছুই পাওয়া যায়নি। তার জানাজা,দাফন-কাফন ধার করে সম্পন্ন করা হয়েছিল। দুনিয়াবিমুখতা ছিল সুলতানের পাথেয়। আল্লাহ তার উপর রহম করুক। বক্ষমান গ্রন্থটির লেখক বিংশ শতাব্দীর অন্যতম ইসলামী ব্যক্তিত্ব সাইয়্যেদ আবুল হাসান আলী নদভী রহ.। সুলতান সালাহউদ্দীন আইয়্যুবীকে নিয়ে লেখা বইটি মূলত ধারাবাহিক কোনো জীবনী নয়। বরং এতে উঠে এসেছে সুলতানের জীবনের কিছু বিশেষ দিক। প্রতিটি ক্ষেত্রেই আরব ও নির্ভরযোগ্য অনারব ইতিহাসবিদদের রেফারেন্স উল্লেখ করায় বইটির বিশুদ্ধতা নিয়ে কোনো প্রশ্ন নেই। তবে, বইটির শুরুর দিকে একটা ভুল চোখে পড়েছিল। প্রাচ্যের যেসকল অঞ্চল মুসলিমরা খ্রিস্টানদের থেকে অধিকার করে নিয়েছিল সেগুলো রোমানদের অধীনে ছিল কিন্তু বইয়ে ‘রোমানদের’ স্থলে ‘ব্রিটিশদের’ কথা বলা হয়েছে অথচ ব্রিটিশ জাতি অতীতে কোনকালেই এই অঞ্চল শাসণ করেনি। যাইহোক,এটা বইয়ের মূল বিষয়বস্তুর সাথে সম্পর্কযুক্ত না,তাই বইয়ের মানকে তা প্রশ্নবিদ্ধ করবে না খুব একটা।বইয়ের পেইজ কোয়ালিটি মাশাল্লাহ অনেক ভাল হয়েছে।যারা অল্পকথায় সালাহউদ্দীন আইয়্যুবী সম্পর্কে জানতে চান তাদের জন্য বইটি ভালোই হবে। তবে বিস্তারিত জীবনীর জন্য এই বইটি যথেষ্ট না।
Was this review helpful to you?
or
চমৎকার একটি বই
Was this review helpful to you?
or
বর্তমানের মুসলিম শিশুরা ব্যাটম্যান সুপারম্যান দের গল্প জানে। কিন্তু তারা মুসলিম বীরদের গুরুত্ব জানেনা। অথচ এসব কাল্পনিক সুপার হিরোর চেয়ে বাস্তবের সুপার হিরো কতটা ভালো ছিল তা কল্পনাও করা যায় না ।আর যদি ইসলামের প্রশ্ন আসে তাহলে সুলতান সালাহউদ্দিন আইয়ুবী কত বড় একজন ছিলেন বর্ণনা করা অসম্ভব। আর বীরত্বের কথা যদি বলা হয় তাহলে বর্তমানের তথাকথিত তার ধারেকাছেও যাওয়া সম্ভব না। ইরাকের তিকরিতে জন্ম নেওয়া এই মহান বীর ছিলেন ইসলামী ইতিহাসের অনন্য কারিগর। তিনি সকল প্রতিকূলতা দুহাতে সরিয়ে ইসলামের জন্য তার সেবা বিলিয়ে গেছেন। খ্রিস্টান ক্রুসেডারদের সাথে যখন মুসলমানদের একদম লড়াই চলছে এটা যখন মুসলমানদের তাদের জালে জড়িয়ে পড়ার প্রবণতা দেখা যাচ্ছিল তখন তিনি প্রায় একা হাতে সকল চক্রান্তের জাল সরিয়েছেন। অথচ আমরা এই মহান বীরের কাহিনী খুব অল্প জানি । সে ক্ষেত্রে এই বইটি সংক্ষিপ্ত তবে তথ্যসমৃদ্ধ ।এটি আপনাকে আপনার উদ্দেশ্যে পূরণে সহায়ক ভূমিকা পালন করবে।