
User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
হতাশ হতে হল বইটি পড়ে আরও ভাল আশা করেছিলাম
Was this review helpful to you?
or
বইটি মূলত ডিপ্রেসড লোকজনদের জন্য খুবই দরকারি বই। এটা মানুষকে শান্ত রাখতে সহযোগিতা করবে।
Was this review helpful to you?
or
এমন না যে এই বই পড়লেই আপনি বুদ্ধের হৃদয়ের সব গোপন কথা জেনে যাবেন। আবার বুদ্ধ'কে জানতেই হবে এমন কথাও নেই। সবটাই আপনার ইচ্ছা। সবকিছু বাদ দিয়ে বইপত্র নিয়ে কপচানোর সাইটে যখন আমার এই লেখা পড়ছেন, ধরে নিতেই আপনি বিজ্ঞ মানুষ। ভাল-মন্দ বোঝার জ্ঞান আছে আপনাদের। এই বইটা খুব ছোট আকৃতির। বই থেকে তেমন কিছু একটা না বলে বরং মহামুনি অতীশ দীপঙ্করের শেষ দেশনা থেকে কয়েকটা বলি। মনের ধরে পাহারা বসাও। রাতদিন সে যেন সৎকর্মে নিয়োজিত থাকে। হৃদয় দিয়ে ধর্ম করলে খাদ্য আর সমৃদ্ধি আপনিই আসে। সুখ, সমৃদ্ধি, বন্ধুত অর্জন সকলই ক্ষণিকের। এদের মায়া ত্যাগ করো। অন্যকে দুষো না। এই জন্মের যা কিছু সুখ কিংবা যাতনা সবই যে তোমার আপন কর্মফল। মন সায় না দিলে কর্মযোগে শামিল হয়ো না। তারচে' বিশ্রাম ভালো। সংসারের প্যাঁক-কাদায় সুখ নাই কোনো। এবার চলো পা রাখি মুক্তির কঠিন মৃত্তিকায়। আরো অনেক আছে। সেসব না একটু কষ্ট করে খুঁজে নিবেন। এই দেশনা গুলো কোন ধর্মের না। আশা করি, আমরা সবাই আমাদের মতো করে সুখী হওয়ার চেষ্টা করবো, শান্ত থাকার আমল করবো, মৌন হবো। জগতের সকল কল্যাণকামী সত্ত্বা ভাল থাকুক 🌻




