User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
এলোমেলো একটা বই। সুনীল গঙ্গোপাধ্যায়ের সেই ফ্লেভারটা খুঁজে পেলাম না। কেমন সব অগোছালো, কিছু একটা মিসিং। এছাড়া বইয়ের ফ্রন্টগুলো এত ছোট যে পড়ার সময় চোখ ব্যথা করছিলো।
Was this review helpful to you?
or
#রকমারি_রিভিউ_প্রতিযোগ_২০১৮ বই আলোচনা: ৫ বইয়ের নাম: অসমতল। লেখক: সুনীল গঙ্গোপাধ্যায়। ক্যাটাগরি: সামাজিক উপন্যাস। প্রথম প্রকাশ: বইমেলা ১৯৯৬ পৃষ্ঠা সংখ্যা: ৬৫ মুদ্রিত মূল্য: ১০০ ব্যক্তিগত রেটিং: ৪.২/০৫ কাহিনী সংক্ষেপ: বড় রাস্তা থেকে নেমে এসে জিপটা থামল টুরিস্ট লজের সামনে। একদম জকজকে নতুন জিপ। চাকাগুলোর রঙ দেখলে মনে হয় যেন সদ্য রাস্তায় বেরিয়েছে। আওয়াজটাও সুন্দর। আজ সকাল থেকে আর কোনো গাড়ি আসেনি। ব্যাংকের জানালায় দাঁড়িয়ে উৎসুকভাবে চেয়ে রইল হীরক। বাইরের জিপ মানেই অন্য জায়গার মানুষ, নতুন মানুষ। এই নতুন মানুষদের নিয়েই উপন্যাসের ধারাবাহিকতা। এক পর্যায়ে উপন্যাসের মূল হীরকের সাথে দেখা হয় তার যৌবন কালের; ঠিক প্রেমিকা নয়, তবে বার দুয়েক চুমু খেয়েছিল। রূপা মেয়েটা অন্যরকম। মিডিয়ায় কাজ করে। প্রথম স্বামী হারিয়ে যাবার পর এখন লীভ টুগেদার করে। এটা কিন্তু অনেকেরই অজানা। এখানে এক বাউণ্ডুলের সাথে বেশ সখ্যতা গড়ে উঠে হীরকের। শুধু হীরকের নয়। স্কুলের শিক্ষিকা সুমিতার সাথে ছেলেটির ভালো বুঝা-শোনা আছে। ছেলেটির নাম সাত্যকি। দেশের জন্য সিনেমা বানাবে এই স্বপ্ন বুনে রেখেছে। স্কুলের সভাপতির ছেলে অরিন্দম, বউ মারা গেছে। সে পড়েছে সুমিতার প্রেমে! এমন এক সময় হীরকের ব্যাংক ডাকাতি হয়। তখন তারা ছিল দূরে পাহাড়ে! ডাকাতদলের গাড়ি চলে যাবার সময় সেখান থেকে ছিটকে পড়ে সাত্যকি! লোকজন তাকে ধরে বেধড়ক পিটিয়ে পুলিশের হাত তুলে দিল। আসল ডাকাত কি ধরা পড়বে? গুন্ডাদের ভয়ে সুমিতা রাত কাটাতে এলো হীরকের ঘরে... জানতে হলে পড়তে হবে। পাঠ প্রতিক্রিয়া: সুনীল স্যারের লেখা মানেই বাস্তব কিছু চিত্র চোখের সামনে এসেসে উপস্থিত। এই লেখাটা পড়তে গেলে আপনি খেই হারাবেন না। শেষ পর্যন্ত পাঠককে ধরে রাখার আশ্চর্যজনক ক্ষমতা আছে লেখকের। written by: আরাফাত তন্ময়(বুনোহাঁস)