
User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
কাহিনীটা অনেক চমৎকার।
Was this review helpful to you?
or
অসাধারণ
Was this review helpful to you?
or
দুইজগতের টানাপোড়া নিয়ে মনস্তাত্ত্বিক দোল বেশ দারুণ ভাবে ফুটিয়ে তুলেছেন লেখক। অত্যন্ত সহজ-সাবলীল লেখা। শব্দ ও বাক্য ব্যবহারের কৌশলও আমার কাছে অনেক ভালো লেগেছে। প্রতিটা চরিত্রের গঠন শক্তিশালী এবং তাদের অবদান গুলোর কার্যক্রম নিপুণ ভাবে গোছানো। প্রেম-সম্পর্ক বিষয় থাকলেও তুলুমুলু ভাব নেই, "মোশতাক আহমেদ" লেখক নিজের প্রতিটা বইয়ে এই ব্যাপারে শতর্ক থাকেন দেখেছি। কিশোর উপযোগী হওয়ার সাথে বড়রাও পড়ার মতো। ভারিক্কি কোনো বই পড়তে ইচ্ছা না হলে, কিংবা রিডিং ব্লক থাকলে পড়ার জন্য উপকারী। তবে সামান্য অংশে খাপছাড়া লাগতে পারে পাঠকদের-বয়সের পার্থক্যে, কিন্তু কিশোরদের জন্য চমৎকার একটা বই।
Was this review helpful to you?
or
ভালো লেগেছে। শেষের দিকটা বেশ ভাবিয়ে তুলার মতো ছিলো। তবে ৩টা জায়গায় ভুল ছিলো,১মটি খেয়াল নেই ২য় টি খাটিয়া লিখার জায়গায় খটিয়া ছিলো। ৩য় টি অপ্রয়োজনীয় শব্দ ছিলো কিন্তু আগে পরের কথা অনুযায়ী আনুমানিক বুঝা যায় শব্দটা প্রয়োজনীয় হবে। সুন্দর ছিলো গল্পটি
Was this review helpful to you?
or
ভালো ছিল বইটা।স্বপ্নস্বর্গ যত সুন্দর,তত ভয়ংকর।
Was this review helpful to you?
or
ভাল ছিল
Was this review helpful to you?
or
খুবই ভালো..পড়ে খুব ভালো লাগলো!! আজকাল তো ভালো বই পাওয়াই যায় না!!যাইহোক বইটা এক কথায় অসাধারণ। মোশতাক আহম্মেদ স্যার আপনাকে অনেক ধন্যবাদ এতো সুন্দর বই পাঠকদের উপহার দেওয়ার জন্য।
Was this review helpful to you?
or
Motamuti,,but ♥️
Was this review helpful to you?
or
আহামরি এমন কিছু না। প্রথম দিকেই একটু ভালো লাগে কিন্তু একটু পরেই লেখক তার লেখার গতি হারিয়ে ফেলে। যার রেগুলার রিডার তাদের কাছে ভালো লাগবে না।
Was this review helpful to you?
or
overall সঠিক টা পেয়েছি।এবং ভালো ছিলো।
Was this review helpful to you?
or
খুবই অসাধারণ একটি বই 😊
Was this review helpful to you?
or
ভালো ছিলো কাহিনী টা-
Was this review helpful to you?
or
খুব ভালো
Was this review helpful to you?
or
average love story..not something superb...
Was this review helpful to you?
or
Good
Was this review helpful to you?
or
অসম্ভব ভালো লাগছে
Was this review helpful to you?
or
গ্রামীণ আকাবাকা একটা মেঠোপথ। দুপাশে কলমি ঝোপ। রাস্তার মাথায় একটা খাল। দু'ধারে হিজলের সারি। কোলাহল মুক্ত শান্ত আশপাশ। এমনি একটি নিরিবিলি পরিবেশে শবনমের প্রতি দুর্বলতা অনূভব করে নীরব। ভাল লাগতে শুরু করে শবনমকে। ভাল লাগে তার কথাবার্তা, চলাচল, তার সেবা। এই ভাল লাগা ধীরে ধীরে ভালবাসায় পরিনত হয়। শবনমকে ছাড়া সে কিছুই ভাবতেই পারে না। কীভাবেই বা ভাববে? শবনম যে তাকে নতুন ভাবে বাঁচতে শিখিয়েছে। তাকে সুস্থ করে তুলছে। নীরব এমন এক জগৎ নিয়ে ভাবে যার কোন বাস্তবিক অস্তিত্ব নেই। এর নাম স্বপ্নস্বর্গ। সেখানে তার সঙ্গী ছিল ফারিয়া। তার আগের প্রেমিক। এখনও নির্দিষ্ট বিরতিতে নীরব স্বপ্নস্বর্গে যায়, কিন্তু শবনমকে নিয়ে৷ তবুও সে অশান্ত। কারণ পৃথিবীর শবনম আর স্বপ্নস্বর্গের শবনমের মাঝে অনেক তফাৎ। পৃথিবীর মত শবনমকে পেতে হলে ওকে মৃত্যুবরন করতে হবে। কিন্তু সে আত্মহত্যা করতে চাই না। তাহলে তাকে হত্যা করতে হবে। ওদিকে ডাক্তার তরফদার স্বপ্নস্বর্গের সন্ধানে উঠেপড়ে লেগেছেন। তাতে যা পেলেন অত্যন্ত ভয়ংকর। নীরবের বিরুদ্ধে তার আগের প্রেমিকা ফারিয়াকে হত্যার অভিযোগ রয়েছে। এখন নতুন কিছু নিয়ে ভাবছে। এসব নিয়ে শবনমকে সতর্ক করা হলেও সে কর্ণপাত করলনা। কারণ নীরব তাকে প্রচন্ড ভালবাসে। কীভাবে সে নীরবকে অবিশ্বাস করবে? নীরব কি আদোও শবনমকে স্বপ্নস্বর্গে নিয়ে যেতে পেরেছিল? নাকি কঠিন পরিণতি বরণ করতে হয়েছিল ভালোবাসায় সিক্ত শবনমকে?
Was this review helpful to you?
or
একটি কাল্পনিক জগৎ যা কীনা সৃষ্টি হয়েছে একটি রোগীর হেলুসিনেশনের ফলে। বিচ্ছেদের প্রবল বেদনা সহ্য করতে না পেরে একটি যুবকের হেলুসিনেশন তৈরি হয়।তারপর হেলুসিনেশন কাটিয়ে আনে আরেকটি মেয়ে। কিন্তু অবিশ্বাস্য হলেও সত্য সেই মেয়েটিকে হত্যা করে ছেলেটি। কিন্তু কেন?জানতে চাইলে পড়ুন।বইটা যে রকম তাতে কোনো পাঠকের লাভ না হোক লোকসান হবে না।
Was this review helpful to you?
or
Khub interesting ekta boi
Was this review helpful to you?
or
এটা বেস্ট সেলার!!!!!! হায়, পড়ার সময় মনে হলো মিসির আলি সিরিজ পড়ছি। বলার ভঙ্গিতেও হুমায়ূন আহমেদের মিসির আলির স্বভাবগুলো আসছে! যদি এক লেখকের গল্প পড়তে গিয়ে অন্য লেখকের লেখা মনে হয় সেখানে তৃপ্তি কোথায়? ভালর ভাল এটাই কাহিনী সুন্দর। বইয়ে মিসির আলির ছাপ না পেলে হয়ত বেশি সুন্দর হতো। তারমধ্যে ফ্ল্যাপের লেখায় রহস্য উন্মোচন করে ফেলসে এইটা....এইটা কিছু হলো? এইটা কিভাবে বেস্টসেলার হয় আজব! আমার পছন্দ হয় নাই বইটা, একটুও না😒
Was this review helpful to you?
or
ভালো বই। যদিও পরের দিকে গতি একটু কমে গিয়েছিল
Was this review helpful to you?
or
খুবি ভাল একটি বই। প্রথম কয়েক পেজ টানটান উত্তেজনা ছিলো পরে গল্পের গতি হালকা কমে গেছে। কিন্তু সব মিলিয়ে বইটা দারুন। ফেভারিট ড. তরফদার ক্যারেক্টার।
Was this review helpful to you?
or
পৃথিবীতে যা কিছু অসম্ভরের, স্বপ্নস্বর্গে তা সম্ভবের। বইটি পড়ে শেষ করে মনে হলো স্বপ্নস্বর্গের মতো একটা জগত আমারও তৈরী করতে হবে। আমার জীবনে অনেক কিছুই অসম্ভরের। ইশ যদি স্বপ্নস্বর্গে যেতে পারতাম! ডাক্তার তরফদারের কাছে নিশাত এসেছে তার ছোট ভাই নীরবের সমস্যা নিয়ে। সমস্যাটা তার ভাই চোখ বন্ধ করে স্বপ্নস্বর্গে চলে যায়। সেখানে নাকি ফারিয়ার সাথে দেখা হয়। তারা চা বিষ্কুট খায়, গল্প করে। অথচ ফারিয়ে বেঁচে নেই। কে বা কারা যেন খুন করেছে! ফারিয়ার খুনের দায়ে নীরবের জেল হয়েছিল। তারপর থেকে সে একা ঘরে বসে থাকে। মনের মধ্যে কল্পনার এক জগত তৈরী করে ফেলেছে। যার নাম দিয়েছে সে স্বপ্নস্বর্গ। ডাক্তার তরফদার যেন তাকে বুঝায় স্বপ্নস্বর্গ বলে কিছু নাই। এই মূলত কাহিনী। মনের রোগ সারাতে হয় মন দিয়ে। সুন্দরী নার্স রাখা হলো তার মনের চিকিৎসা করাতে................ বইটি কিনে ছিলাম প্রচ্ছদের জন্য। প্রথম দিন দেখেই প্রেমে পরে গিয়েছিলাম। বই হাতে নিয়ে দেখলাম এবারের বই মেলার ভূত এই বইকেও ধরেছিল। মানে এটাও ৩য় মুদ্রণ! গল্পটা ভালোই ছিল। যতটা আশা ছিল ততটা ভালো অবশ্য লাগেনি। বইটি সম্পর্কে গরু বলেছে,“বইটি আমার কাছে লেবুর শরবতের মতো লেগেছে। মিসির আলী, হুমায়ূন আহমেদ আর জাফর ইকবাল এক সাথে মিশিয়ে তৈরী করা লেবুর শরবত।” আমি তার সাথে একতম। আসলেই সেটা করেছে লেখক মোশতাক আহমেদ। এক চাক্কা দা তিনডা ফইক যারা মারবার চান তাগো লাগি জবরদস্ত একখান লেবুর শরবত এটা।
Was this review helpful to you?
or
১০৩ নং পৃষ্ঠার কথাগুলো জীবন বদলে দেওয়ার মত বাণী
Was this review helpful to you?
or
Nice book, almost like a telefilm with some psychological thriller.
Was this review helpful to you?
or
প্রথম কয়েক পেজ পরে যতটা ভালো লেগেছিল পরের বাকিটুকু পরে ততটাই হতাশ। মনে হচ্ছিল একি কথা বারবার পড়ছি।




