User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
পার্থিব নামের এই ছোট্ট বইটা আসলেই ক্ষুরধার একটা বই। আমার খুব প্রিয় বইগুলার একটি। চারটি অনন্ত এবং সৈকতের চারটি প্রবন্ধ নিয়ে বইটি সংকলিত করা হয়েছে। - 'মহাপ্লাবনের বাস্তবতা', - 'মিরাকল ১৯ এর উনিশ বিশ, - ভগবদগীতায় বিজ্ঞান অন্বেষণ এবং অন্যান্য এবং - 'ঈশ্বর ও ধর্ম প্রসঙ্গ : সংশয়বাদী দৃষ্টিকোণ থেকে' সবগুলো প্রবন্ধ যদি বাদও দেই, 'মিরাকল ১৯ এর উনিশ বিশ' প্রবন্ধটির জন্যই বইটি চিরঞ্জীব হয়ে থাকবে। রাশাদ খলিফার বানানো এই উনিশের অলৌকিকতার খণ্ডন আমরাও করেছিলাম আমাদের a href="http://www.rokomari.com/book/14283" অবিশ্বাসের দর্শন /a বইয়ে, কিন্তু এত বিস্তৃত কলেবরে ছিল না। অনন্ত এবং সৈকত আসলেই অসামান্য একটি কাজ করেছেন। a href="http://mukto-mona.com/bangla_blog/?p=24717" ড. প্রদীপ দেব তার পাঠ-প্রতিক্রিয়ায় /a যেমনি ভাবে বলেছেন, তার সাথে একমত পোষণ করেই বলি - blockquote ঘনকালো পটভূমির উপর রক্তের মত টকটকে লাল অক্ষরে লেখা ‘পার্থিব’, উপর থেকে নিচে কোনাকুনি নেমে এসেছে অসমান্তরাল রক্তধারার মত পথের রেখা – যেন এত বছরের অন্ধ-সংস্কারের কালোপর্দা ভেদ করে ভেতর থেকে বেরিয়ে আসছে নতুন সত্যের তাজা রক্ত। অনন্ত বিজয় দাশ ও সৈকত চৌধুরীর ‘পার্থিব’ হাতে নিয়ে এরকমই একটা অনুভূতি হলো। শিবু কুমার শীলের আঁকা প্রচ্ছদ এমনই গা শিরশির করা চোখ কাড়া। ১৩৫ পৃষ্ঠার নাতিদীর্ঘ বইটা পড়তে পড়তে মনে হলো আমাদের অন্ধবিশ্বাসের কালো পিঠে নির্মোহ যুক্তির তীব্র চাবুক কষেছেন অনন্ত ও সৈকত। পার্থিব জগতে অপার্থিব ধারণার উৎপাদন, বিতরণ ও ধারণ করেন যাঁরা তাঁদের জন্য বড্ড দরকার এ কষাঘাতের। /blockquote
Was this review helpful to you?
or
প্রায় দশ হাজার বছর পূর্বে কৃষিজীবী সমাজব্যবস্থার গোড়াপত্তন থেকে শুরু করে আজকের একবিংশ শতাব্দীর নগরকেন্দ্রিক যান্ত্রিক সভ্যতার যুগে পদার্পণ পর্যন্ত মানব সভ্যতাকে অনেক ঘাত-প্রতিঘাত, ঝঞ্জা-বিক্ষুব্ধ প্রতিকূল পরিস্থিতি অতিক্রম করতে হয়েছে। সমাজে এসেছে অনেক মৌলিক পরিবর্তন, মানুষের বিশ্বজনীন দৃষ্টিভংগিতেও এসেছে নতুনত্ব। পরিবার, সমাজকাঠামো, উৎপাদনব্যবস্থাতে এসেছে আমূল পরিবর্তন। কিন্তু আজকের যুগেও সমাজে কিছু প্রাচীন কিছু রীতিনীতি, মিথ, প্রথা, বিশ্বাস, সংস্কার, আচারব্যবস্থা রয়ে গেছে যেগুলো এখনও জীবনধারণের অবিচ্ছেদ্দ অংশ হিসেবে মানব মনে টিকে রয়েছে। প্রাচীন এই বিশ্বাস সমূহে তেমন কোন মৌলিক পরিবর্তন ঘটেনি, বরং স্থান কাল পাত্র ভেদে রূপ পাল্টিয়েছে মাত্র। তরুণ লেখকদ্বয় অনন্ত বিজয় দাশ এবং সৈকত চৌধুরী ‘পার্থিব’ বইতে সমাজে যুগ যুগ ধরে টিকে থাকা এই অতিপ্রাকৃত বিশ্বাসসমূহকে বৈজ্ঞানিক মননের সাহায্যে ও যৌক্তিক কাঠামোতে বিশ্লেষণ করেছেন। বইয়ের নামকরণেই সে ইঙ্গিত পাওয়া যায়। ‘পার্থিব’ এই জগতের জল, বায়ু, আহার্যের স্বাদ নিয়ে আমরা সকলেই পার্থিব জগতে বেঁচে আছি। পার্থিব এই জগতকে কেন্দ্র করেই আমাদের দুঃখ, সুখ, ভালবাসা, আশা-আকাঙ্খা প্রভৃতি মানবীয় প্রবৃত্তিসমূহ আবর্তিত হয়। কিন্তু তারপরও একটু ভাল থাকার আশায় মানুষ অতিপ্রাকৃত শক্তির কাছে নিজেকে সঁপে দেয়। ত্যাগ, প্রার্থনা, নৈবেদ্য নিবেদনের মাধ্যমে সন্তুষ্ট করতে চায় সেই অতিপ্রাকৃত সত্তাকে। আর সেই সুযোগেই সমাজের কিছু সুযোগসন্ধানী মানুষ সেই অপার্থিব সত্তার ধবজাবাহী হয়ে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কাছে নানা অতিপ্রাকৃত, অলৌকিক, কাল্পনিক কাহিনী প্রচার করে তাদের কষ্টার্জিত উপার্জন কেঁড়ে নেয়। ‘পার্থিব’ বইতে লেখকদ্বয় দীর্ঘকাল ধরে জনমানসে অবস্থিত কিছু অপার্থিব বিষয়সমূহকে নির্মোহভাবে বিশ্লেষণ করেছেন এবং আজকের এই যুগের এসে এগুলো কতটুকু বাস্তবসম্পন্ন, বিজ্ঞানসম্মত তা অনুসন্ধান করেছেন। বাকিটুকু পড়ুন এখান থেকে : http://mukto-mona.com/bangla_blog/?p=15725