
User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
অসাধারণ একটি বই। আমরা যেন নামাজ এবং আল্লাহর আদেশ-নিষেধ পালনের মাধ্যমে আল্লাহর প্রিয় বান্দা হিসেবে জীবনযাপন করতে পারি...আমিন!
Was this review helpful to you?
or
বইটি অনেক সুন্দর। প্রত্যেক মুসলমানের উচিত বইটা পড়া।
Was this review helpful to you?
or
খুব চমৎকার একটি বই ।পর খুব উপকৃত হয়েছি ।আল্লাহ তায়ালা লেখককে উত্তম বিনিময় দান করুক
Was this review helpful to you?
or
I have learnt a lot from this book
Was this review helpful to you?
or
The quality of this book is good
Was this review helpful to you?
or
Assalamualaikum. Alhadulillah this book changed my mind. I recommend my all practicing Muslim bro and sis to read and shear this book.
Was this review helpful to you?
or
বইটি মাশাআল্লাহ ভালো
Was this review helpful to you?
or
wonderful....
Was this review helpful to you?
or
Good book
Was this review helpful to you?
or
Awesome Books
Was this review helpful to you?
or
চমৎকার একটা বই।
Was this review helpful to you?
or
nice book
Was this review helpful to you?
or
বেস্ট বুক।সবাই কিনতে পারেন
Was this review helpful to you?
or
Excellent Book
Was this review helpful to you?
or
ভাললাগা-ভালবাসার অসাধারণ এক বই। এ ভালাবাসা শুধু বান্দার সাথে মহান আল্লাহ তা'আলার। পৃথিবীর সব সম্পর্কের শেষ আছে কিন্তু আল্লাহ তা'আলার সাথে তার বান্দার ভালবাসার কোন শেষ নেই। এ ভালবাসা অবিরাম, অন্তহীন, সীমাহীন। ♥♥
Was this review helpful to you?
or
নামাজকে তথা আল্লাহর সাথে সম্পর্ক দৃঢ় ব্ন্ধন করার সেরা বই❤️❤️❤️
Was this review helpful to you?
or
মাশাআল্লাহ, অসাধারণ একটি বই,। ঈমানদারের সর্বপ্রথম ও সর্ব প্রধান দায়িত্ব হল সালাত আদায় করা ! রবের সান্নিধ্যে সালাত আদায়ের মধ্যে কি পরিমান প্রশান্তি আছে তা যদি পৃথিবীর বড় বড় রাজা-বাদশারা জানতো, তাহলে বড় বড় বাদশা তাদের রাজত্ব বাড়ানোর দিকে মনোযোগ না দিয়ে সালাতে খুশু বৃদ্ধির দিকে মনোযোগ দিত।
Was this review helpful to you?
or
দ্বীনে প্রত্যাবর্তনের পর আমার জন্য সবচেয়ে জরুরী ছিল নামাজে নিয়মিত হওয়া আর মনোযোগী হওয়া। তাই তখন থেকেই খুশূ-খুযূ সম্পর্কিত বইগুলো প্রকাশ হওয়া মাত্রই কিনে ফেলতাম। আলহামদুলিল্লাহ্ নামাজে খুশূ-খুযূ সম্পর্কিত অনেকগুলো বই পড়া হয়েছে। সেগুলোর মধ্যে নাক-বাংলা টিমের অনূদিত "কীভাবে নামাজের মধুরতা লাভ করা যায?" বইটিকে আমি এক নম্বরে রাখবো। নামাজে মধুরতা ও প্রশান্তি অর্জনের উপায় সম্পর্কে যারা একটু বিস্তারিত জানতে চান এ বইটি তাদের জন্য। বইটি পড়ে আমি খুবই উপকৃত হয়েছি। এই বইটির মতো খুশূ-খুযূ নিয়ে এত বৃহৎ পরিসরের আলোচনা সংবলিত কোনো বই এখন পর্যন্ত আমি দেখিনি। বইটি মূলত মিশারী আল খারাজ-এর লেকচার সিরিজের সংকলন হলেও ইবনুল কায়্যিম ও ইবনু রজব হাম্বলীদের মতো মহান ইমামদের লেখাগুলোও বইতে সংযোজন করা হয়েছে। তাই কেউ যদি খুশূ-খুযূ নিয়ে অনেকগুলো বই না পড়ে কেবল একটি বই পড়তে চায়, তাহলে এই একটি বইই তার জন্য যথেষ্ট হতে পারে। - বইটি পড়ার পর আমি নামাজকে নতুনভাবে আবিষ্কার করেছি। শুধু নামাজই না, ওযু থেকে শুরু করে নামাজের প্রত্যেকটি কাজের পিছনে কি তাৎপর্য ও আবেদন রয়েছে তা নতুন করে ভাবতে শিখেছি। বইটিতে নামাজের প্রতিটি কাজের একেকটা রহস্য উন্মোচিত হয়েছে আর সেটা পড়ার পর ভেবেছি, "আচ্ছা, এভাবে তো ভেবে দেখিনি"। বইটি আপনাকে আল্লাহর সাথে নতুন সম্পর্ক সৃষ্টি করে দেবে। এমনকি আপনি আপনার নামাজকে আরো বেশি আপন মনে করবেন। নামাজের ব্যাপারে আরো বেশি সতর্ক ও যত্নশীল হবেন। বইটি আল্লাহর কাছে আমাদের অন্তরকে আত্মসমর্পিত করে তুলবে। নামাজের প্রতিটি শব্দকে ভেতর থেকে অনুভব করতে, শারীরিক স্থিরতা ও অন্তরের প্রশান্তি অর্জনে সাহায্য করবে ইন শা আল্লাহ্ । - বইটি যখন প্রথমবার পড়েছিলাম, মনে হয়েছিল বইটির বহুল প্রচার প্রসার হওয়া দরকার। নতুন সংস্করণে দেখলাম এটা এবার ৫ম মুদ্রন। আলহামদুলিল্লাহ্, তার মানে অনেক মানুষের কাছেই পৌছেছে বইটি । বইটি পড়ার পর, বইয়ের সাথে সম্পৃক্ত সকলের জন্য অন্তর থেকে দুআ চলে এসেছিল । আল্লাহ্ যেন প্রত্যেকের চেষ্টাগুলোকে কবুল করে নেন এবং আমাদের জন্য নামাজে খুশূ-খুযূ অর্জন করা সহজ করে দেন, আমিন ।
Was this review helpful to you?
or
আলহামদুলিল্লাহ খুবই ভালো বই।সবার পড়া উচিত ইনশাআল্লাহ।
Was this review helpful to you?
or
অতি চমৎকার এক বই যা পড়লে হৃদয় আন্দোলিত হয় পরম করুনাময় ও দয়াশীলের প্রতি।প্রশান্তি আসে নদীর স্রোতের মত।তবে হঠাৎ বসন্তের মত আসেনা,এর জন্য চাই প্রচেষ্টা ও আল্লাহর কাছে আকুল আবেদন।
Was this review helpful to you?
or
সবচেয়ে বেশি যিনি আপনাকে ভালোবাসে, যিনি আপনাকে সবসময় সাহায্য করে আপনি চান অথবা না চান, যিনি আপনার প্রত্যেকটা দু'আর উত্তর দিয়ে থাকেন, যিনি আপনাকে ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন, সেই মহমান্বিত রবের সাথে আপনার সম্পর্ক আরও মজবুত করার জন্যই এই বইটা পড়া উচিত। সালাতের মাধ্যমেই আমরা আল্লাহ পাকের সান্নিধ্যে লাভ করে থাকি, রব্বের করীমের নৈকট্য লাভে সালাতই একমাত্র উপায়। আর সালাতে মহান রবের সাথে দীর্ঘ আলাপনের মাধ্যমে কিভাবে প্রশান্তি লাভ করা যায়, সেসব উপায় গুলোই বলা হয়েছে বইটাতে । সালাত কোনো যান্ত্রিক ইবাদত না। আশা করি বইটা পড়ার পর সালাতের যান্ত্রিকতা কাটিয়ে প্রশান্তি লাভ করার পথ আপনার জন্য সহজ হবে। আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা তার নৈকট্য লাভে আমাদের সহায়তা করুক৷ আমিন।
Was this review helpful to you?
or
হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন, রাসুলুল্লাহ ﷺ বলেছেন, কিয়ামতের দিন মহান আল্লাহ তা’আলা বান্দার কাছ থেকে সর্বপ্রথম তার ফরজ নামাজের হিসাব নিবেন। যদি ফরজ নামাজ পরিপূর্ণ ও ঠিক থাকে তাহলে সে সফলকাম হবে এবং মুক্তি পাবে। আর যদি ফরজ নামাজে কোনো ঘাটতি দেখা যায়, তখন ফেরেশতাদের বলা হবে, দেখো তো আমার বান্দার কোনো নফল নামাজ আছে কিনা? তার যদি নফল নামাজ থেকে থাকে তাহলে তা দিয়ে আমার বান্দার ফরজের এ ঘাটতি পূরণ করো। অতঃপর অন্যান্য ‘আমলগুলোও (রোজা ও যাকাত) এভাবে গ্রহণ করা হবে। (তিরমিযী, আবু দাউদ, ইবনে মাজাহ, নাসাঈ) তো, আপনি নফল পড়বেন, যখন সময় পাবেন – হোক সেটা মসজিদে গিয়ে বসার আগেই দু’রাকাত দুখুলুল মসজিদ, বা অযু করেই দুরাকাত, তাহাজ্জুদ নামাজ, সফর শেষে বাড়িতে প্রবেশের আগে দু’রাকাত নামাজ, শুকরিয়ার নামাজ ইত্যাদি। কিন্তু কথা হলো আপনার নামাজই যদি কবুল না হয় তবে কি আল্লাহ সেগুলো দিয়ে পূর্ণ করবেন ফরজের ঘাটতিগুলো?! না। যে নামাজগুলো কবুল হয় নি সেগুলো তো সাওয়াবের আমলেই উঠবে না, সেগুলো দিয়ে কীভাবে ফরজের ঘাটতি পূরণ করবেন আল্লাহ তায়ালা? যেসব কারণে নামাজ কবুল হয় না, নামাজ বাতিল হয়ে যায়, খুশু থাকে না সেগুলো ঠিক করতে হবে। এসব নিয়েই তো মিশারী আল-খারাজের বিশদ আলোচনার অত্র বইটি। যেদিন আপনার শত শত টাকা, বিশাল সম্পদ, দিনার-দিরহাম, ডলার কিছুই কাজে লাগবে না, কাজে লাগবে কেবল আল্লাহর জন্য নিবেদিতে উত্তম সময় ও ইবাদাত, সেগুলোরই সর্বোত্তম একটি ইবাদাত নামাজ। সেই নামাজ ঠিকমতো কবুল হচ্ছে তো? না হলে তো অন্যান্য আমলও নষ্ট হওয়া শুরু করেছে বলে হাদীসে এসেছে। কারণ আল্লাহর সাথে সরাসরি যোগাযোগের যেই ইবাদাত বিশুদ্ধভাবে, খুশু ও আন্তরিকতার সাথে হচ্ছে না তাহলে সেই আল্লাহর অন্যান্য কাজগুলো কীভাবে করবেন?!! ৩৬১ পেইজের বই, কিন্তু আপনার আখিরাতকে করতে পারে অনেক উজ্জ্বল, আনন্দপূর্ণ। ইমাম ইবনে তাইমিয়্যাহ (রা) বলেছেনঃ “দুনিয়ার রাজা-বাদশারা যদি জানতো নামাজে আমরা কতোটা প্রশান্তি পাই তবে তারা রাজত্ব বৃদ্ধির চাইতে সর্বক্ষণ নামাজ নিয়েই পড়ে থাকতো।” বই: কীভাবে নামাজের মধুরতা লাভ করা যায়? লেখক: মিশারী আল-খারাজ প্রকাশক: Bookish Publisher মূল্য: ৩০০৳
Was this review helpful to you?
or
আমি এই বইটি পড়ে নামাজী হওয়ার সংকল্প নিয়েছি। আল্লাহ আমাকে নামাজী হবার তৌফিক দান করবেন, আমিন।
Was this review helpful to you?
or
আমার জীবনে পড়া সেরা বইয়ের মাঝে এটা অন্যতম। বইটা সম্পর্কে উপযুক্ত রিভিউ দেয়ার মতো ভাষা আমার জানা নেই। তবে এবইটা প্রতিটি মুসলিমের ঘরে ঘরে, প্রতিটি ইমামদের ও মুসল্লিদের পড়া অতি জরুরী। শুধু পড়লেই হবে না তা আমলে রুপ দিবে এবং বইয়ের পাতা গুলো যেন অন্তঃপটে গেঁথে থাকে সেইভাবে পড়া। এই বইয়ের লেখক সহ যারা এ বইটা আমাদের উপহার দিয়েছে তাদেরকে আল্লাহ উত্তম বিনিময় দান করুক। আমীন আমীন আমীন। বইতার দাম শুধু ৩৬০ টাকা। কিন্তু এখন আমার কাছে সেটার মূল্য মনে হচ্ছে টাকায় অপরিশোধ । বইটা যে পাতা থেকেই পরেছি সেখানেই প্রশান্তি পেয়েছি। বইটার যিনি লিখেছেন এবং যাদের মাধ্যমে পেয়েছি তাদের জন্য আপনা আপনি দোয়া চলে আসে। এই প্রকাশনীর সকলের প্রতি আমি অনেক কৃতজ্ঞ । সাখাওয়াত বিন মুহাম্মাদ
Was this review helpful to you?
or
#বুক রিভিউ-“কীভাবে নামাজের মধুরতা লাভ করা যায় ?”....... হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন, রাসুলুল্লাহ ﷺ বলেছেন, কিয়ামতের দিন মহান আল্লাহ তা’আলা বান্দার কাছ থেকে সর্বপ্রথম তার ফরজ নামাজের হিসাব নিবেন।যদি ফরজ নামাজ পরিপূর্ণ ও ঠিক থাকে তাহলে সে সফলকাম হবে এবং মুক্তি পাবে। আর যদি ফরজ নামাজে কোনো ঘাটতি দেখা যায়, তখন ফেরেশতাদের বলা হবে, দেখো তো আমার বান্দার কোনো নফল নামাজ আছে কিনা?তার যদি নফল নামাজ থেকে থাকে তাহলে তা দিয়ে আমার বান্দার ফরজের এ ঘাটতি পূরণ করো। অতঃপর অন্যান্য ‘আমলগুলোও (রোজা ও যাকাত) এভাবে গ্রহণ করা হবে। (তিরমিযী, আবু দাউদ, ইবনে মাজাহ, নাসাঈ)তো, আপনি নফল পড়বেন, যখন সময় পাবেন – হোক সেটা মসজিদে গিয়ে বসার আগেই দু’রাকাত দুখুলুল মসজিদ, বা অযু করেই দুরাকাত, তাহাজ্জুদ নামাজ, সফর শেষে বাড়িতে প্রবেশের আগে দু’রাকাত নামাজ, শুকরিয়ার নামাজ ইত্যাদি। কিন্তু কথা হলো আপনার নামাজই যদি কবুল না হয় তবে কি আল্লাহ সেগুলো দিয়ে পূর্ণ করবেন ফরজের ঘাটতিগুলো?! না। যে নামাজগুলো কবুল হয় নি সেগুলো তো সাওয়াবের আমলেই উঠবে না, সেগুলো দিয়ে কীভাবে ফরজের ঘাটতি পূরণ করবেন আল্লাহ তায়ালা? যেসব কারণে নামাজ কবুল হয় না, নামাজ বাতিল হয়ে যায়, খুশু থাকে না সেগুলো ঠিক করতে হবে। এসব নিয়েই তো মিশারী আল-খারাজের বিশদ আলোচনার অত্র বইটি।যেদিন আপনার শত শত টাকা, বিশাল সম্পদ, দিনার-দিরহাম, ডলার কিছুই কাজে লাগবে না, কাজে লাগবে কেবল আল্লাহর জন্য নিবেদিতে উত্তম সময় ও ইবাদাত, সেগুলোরই সর্বোত্তম একটি ইবাদাত নামাজ। সেই নামাজ ঠিকমতো কবুল হচ্ছে তো? না হলে তো অন্যান্য আমলও নষ্ট হওয়া শুরু করেছে বলে হাদীসে এসেছে। কারণ আল্লাহর সাথে সরাসরি যোগাযোগের যেই ইবাদাত বিশুদ্ধভাবে, খুশু ও আন্তরিকতার সাথে হচ্ছে না তাহলে সেই আল্লাহর অন্যান্য কাজগুলো কীভাবে করবেন?!! ৩৬১ পেইজের বই, কিন্তু আপনার আখিরাতকে করতে পারে অনেক উজ্জ্বল, আনন্দপূর্ণ।ইমাম ইবনে তাইমিয়্যাহ (রা) বলেছেনঃ “দুনিয়ার রাজা-বাদশারা যদি জানতো নামাজে আমরা কতোটা প্রশান্তি পাই তবে তারা রাজত্ব বৃদ্ধির চাইতে সর্বক্ষণ নামাজ নিয়েই পড়ে থাকতো।”




