User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
original book with offwhite page. a good book for islamic history.
Was this review helpful to you?
or
অসাধারণ
Was this review helpful to you?
or
উসমানীয়দের ইতিহাস জানার জন্য অদ্বিতীয় বই
Was this review helpful to you?
or
বইটির কোয়ালিটি খুবই ভালো। ডঃ আলি মুহাম্মাদ সাল্লাবি ইতিহাসকে খুবই সুন্দর করে ফুটিয়ে তুলেছেন।অনেক সুন্দর করে কুরান ও হাদিস দিয়ে বুঝিয়েছেন ওস্মানিরা কিভাবে খেলাফত কায়েম করেছেন।কিভাবে ইসলামকে মেনে এতটা মর্যাদা পেয়েছেন। তাছাড়া লেখক সুলতান মুহাম্মাদ আল ফাতিহ এর পর যুদ্ধ নিয়ে একটু অগুছাল করে ফেলেছেন পরবর্তী সুলতান আব্দুল হামিদ থেকে আবারও সুন্দর হয়েছে।এছাড়া দ্বিতীয় অনুবাদক কিছুটা কঠিন ভাষায় অনুবাদ করেছেন।বইটি সবার পড়া উচিত।বিশেষ করে Gen-Z দের অবশই বইটি পড়া উচিত।
Was this review helpful to you?
or
ইসলামের স্বর্ণোজ্জ্বল ইতিহাস জানতে হলে বইটি পড়া জরুরী। অনেক কিছু জানলাম আলহামদুলিল্লাহ। একুশে বইমেলা তন্নতন্ন করে খুঁজেও বইটি পাইনি। অবশেষে রকমারি-ই শেষ ঠিকানা😃। ধন্যবাদ রকমারিকে।
Was this review helpful to you?
or
Onek vamo duita boi..
Was this review helpful to you?
or
ভালই লাগছে
Was this review helpful to you?
or
🖤
Was this review helpful to you?
or
অসাধারণ লেগেছে
Was this review helpful to you?
or
গবেষণামূলক। খুব ভালো।
Was this review helpful to you?
or
ইসলামি খেলাফতের সর্ববৃহৎ সালতানাত হলো 'উসমানী সাম্রাজ্য'। প্রায় ছয়শ' বছর ধরে পৃথিবীর বুকে পরাশক্তি হয়ে এই সাম্রাজ্য টিকে ছিল। দীর্ঘ সময় পৃথিবীর বিরাট একটা অংশে ইসলামি শাসন পরিচালনা করা এই সাম্রাজ্যের ইতিহাস জানা আমাদের জন্য অত্যাবশ্যক। এই প্রয়োজনের দিকে লক্ষ্য রেখেই বিখ্যাত ঐতিহাসিক ড. আলী মুহাম্মদ সাল্লাবির বইয়ের অনুবাদের কাজটি আঞ্জাম দেয় আমাদের প্রিয় মুহাম্মদ পাবলিকেশন। আধুনিক বিশ্বের দিকে তাকালেই দেখা যায় মুসলমানদের অধপতনের করুণ দৃশ্য। এর অন্যতম কারণ ইতিহাস থেকে আমাদের শিক্ষাগ্রহণ না করা। উসমানীয়দের গৌরবময় ইতিহাস আমাদেরকে পূণরায় জেগে উঠার প্রেরণা যোগাবে। এই ইতিহাসগ্রন্থটি আরও পাব তখনকার সুলতানদের রাষ্ট্রব্যবস্থা, সমাজ, অর্থনীতি ও যুদ্ধকৌশলসহ রাষ্ট্রপরিচালনার নানা দিক। ইনশাআল্লাহ!
Was this review helpful to you?
or
গ্রন্থটি উসমানি সাম্রাজ্যকে নিয়ে যেটি ইসলামি চার খিলাফতের সর্বশেষ খিলাফত । ছয় শতকের অধিককাল দৌদণ্ড প্রতাপের সঙ্গে তিন মহাদেশের বিস্তর এলাকা শাসনকারী ও ইসলামি বিশ্বকে নেতৃত্বদানকারী এই সাম্রাজ্যকে নিয়ে লেখকের ব্যাপক গবেষণা বইটিতে ফুটে উঠেছে । সাম্রাজ্যের সূচনা থেকে পতন পর্যন্ত ধারাবাহিক আলোচনা, মুসলিম বিশ্বকে ক্রুসেডারদের আক্রমণ থেকে রক্ষায় উসমানিদের অবদান সুন্দরভাবে বর্ণিত হয়েছে বিশেষত ইস্তাম্বুল বিজয় নিয়ে বিশদ আলোচনা হয়েছে যা পাঠক কে মুগ্ধ করবে । সুলতানদের নানাবিধ কর্মকাণ্ড বিস্তারিতভাবে বর্ণিত হয়েছে গ্রন্থটিতে । উসমানিদের প্রত্যেকটি যুদ্ধ ও ঘটনা বিশেষত পতনের কারণ থেকে লেখক উম্মাহর জন্য গুরুত্বপূর্ণ শিক্ষা বের করেছেন । পাঠকদের উসমানিদের নিয়ে জানার আগ্রহ বইটি মেটাবে বলে আমি মনে করি।
Was this review helpful to you?
or
উসমানি সাম্রাজ্য ইসলামের সর্ববৃহৎ সালতানাত। এই সালতানাত নিয়ে লিখেছেন ড. সাল্লাবি ।উসমানি শাসকদের নিয়ে খ্রিস্টান, ইহুদি,কতক আরব ঐতিহাসিকদের মিথ্যাচার , বিকৃতি তুলে ধরেছেন।প্রত্যেক উসমানি শাসকের উল্লেখযোগ্য কার্যক্রমসমূহ তিনি ফুটিয়ে তুলেছেন। রাসূলের ভবিষ্যৎবাণী কার্যকরকারী মুহাম্মদ আল ফাতিহর জীবনী ও কনস্টান্টিনোপল বিজয় নিয়েও বিস্তারিত আলোচনা করেছেন।ক্রসেডারদের আক্রমণ থেকে উত্তর আফ্রিকা রক্ষা ও আন্দালুস পুনরুদ্ধারে উসমানিদের সুমহান প্রচেষ্টা তিনি তুলে ধরেছেন ।দ্য ম্যাগনিফিসেন্ট সুলতান সুলায়মান কে নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। উসমানি সাম্রাজ্যের উপর খ্রিস্টানদের হায়নার ন্যায় আক্রমণ ও সুলতান আব্দুল হামিদ এর আপ্রাণ প্রচেষ্টা ও দুঃখজনক পতন নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। উসমানী সাম্রাজ্য কে নিয়ে লেখা এটি একটি অসাধারণ গ্রন্থ।
Was this review helpful to you?
or
উসমানি সাম্রাজ্যের গৌরবময় স্মৃতিকথার মলাটবদ্ধ রূপ এই গ্রন্থ। এতে ধারাবাহিক প্রামান্য ইতিহাস বর্ণনা করে গেছেন সমাদৃত ইতিহাসবিদ আলী সাল্লাবি। সাম্রাজ্যের উত্থান থেকে পতন, পুরো চারশ বছরের ইতিহাস। পক্ষপাতমুক্ত প্রকৃত ইতিহাস। সোনালী যুগের অর্জন ও পতনের খাদে পড়ার কারণ। ছোট ছোট অধ্যায়-পরিচ্ছেদে ভাগ করে সাজানো। তাই তরতর করে পড়ে যাওয়া যায়। তার কলমের স্বভাবসূলভ ধারায়ই ওঠে এসেছে ইসলামবিদ্বেষীদের সমালোচনার দাঁতভাঙা জবাব। বইয়ের ভূমিকা বিশেষ নজড় কেড়েছে আমার। বাংলায়নে অনুবাদের ছাপ নেই। তাই পড়তে বেগ পেতে হয় না। বড় কলেবরের বই হিসেবে বাইন্ডিং অবশ্যই প্রশংসা কুড়াবার মতো। গুণমানে যত্নের ছাপ স্পষ্ট।
Was this review helpful to you?
or
উসমানি খিলাফত। যেনো ঘন মেঘের আঁধার কাটিয়ে বেড়িয়ে আসা একফালি সূর্যরশ্মি। তাতার ফিতনার ধ্বংসলীলায় সারা মুসলিম বিশ্ব যখন ছিন্নভিন্ন, যখন থরথর করে কাপছে ধরনী ঠিক তখনই প্রতিষেধক হিসেবে আবির্ভূত হয় উসমানি খিলাফত। আরতুগরুল গাজির অনুপ্রেরণায় পুত্র উসমানের হাতে প্রতিষ্ঠিত এই খিলাফাহ সারা মুসলিম বিশ্বকে আগলে রাখে ১৯২৪ সাল পর্যন্ত। সেই খিলাফত সম্পর্কে জানার আগ্রহ ছিলো বেশ। একসময় হাতে আসে বিখ্যাত আরব ঐতিহাসিক ড. আলি মুহাম্মাদ সাল্লাবির "উসমানি সাম্রাজ্যের ইতিহাস"। দেরি না করে পড়ে ফেলি। পাই এক অকৃত্তিম তৃপ্তি। দীর্ঘদিনের জমিয়ে রাখা বাসনা অবশেষে পূরণ করে মুহাম্মদ পাবলিকেশন। " উসমানি সাম্রাজ্যের ইতিহাস" এর হাত ধরে অবগাহন করি ইস্তাম্বুল থেকে মুসলিম বিশ্বের অলিগলিতে।
Was this review helpful to you?
or
good
Was this review helpful to you?
or
Nice work
Was this review helpful to you?
or
পুরোটা পড়া হয়নাই।
Was this review helpful to you?
or
এটা কি প্রথম খন্দ
Was this review helpful to you?
or
মুসলিমদের গৌরবোজ্জ্বল অতীত যা আমাদের প্রেরণা দেয়। বইটি থেকে অনেক অজানা ইতিহাস জানার পাশাপাশি কুরআন ও সুন্নাহ অনুযায়ী নেতৃত্বের ফলোআপ পাওয়া যাবে।
Was this review helpful to you?
or
অনেক কিছুই নাই এখানে
Was this review helpful to you?
or
b
Was this review helpful to you?
or
অত্যন্ত সুন্দর বই। প্রাঞ্জল অনুবাদ।
Was this review helpful to you?
or
অসাধারণ
Was this review helpful to you?
or
pura book tae tika te onno book er reference.za khubi biroktikor
Was this review helpful to you?
or
I am glad at the service and you rendered. It strongly seems to me that the owner of ROKOMARI is very serious to elevate his / her organization. But / However, some of your online service givers should be selected more carefully--- they ought to be trained more.... they must be more professional---more sincere , serious.**********
Was this review helpful to you?
or
উসমানি সাম্রাজ্য—সুদীর্ঘকালব্যাপী মুসলিম সালতানাতের পতাকাবাহী ছিল যারা। উসমানিরা অত্যন্ত শানশওকতের সঙ্গে পরিচালনা করেছে তাদের শাসনকার্য। তাদের প্রবল প্রতাপে ভয়ে থরথর করে কাঁপতো ইউরোপের ক্রুসেড শক্তি। বিশাল এই সাম্রাজ্যের আদ্যোপান্ত নিয়ে লিখেছেন বিশ্বের নন্দিত লেখক ড. আলি মুহাম্মদ সাল্লাবি। মুহাম্মদ পাবলিকেশন-এর সুযোগ্য অনুবাদের মাধ্যমে আমরা পেয়েছি বাংলা ভাষায়। বিস্তৃত সময়ের ইতিহাসটুকু দুই মলাটে আবদ্ধ করা সহজ কাজ নয়। কত শাসক, কত যুদ্ধ, কত সংস্কার, কত ঘটনার চোরাগলি—সমস্তই উঠে এসেছে বইয়ের পাতায়। কী মনোমুগ্ধকর একটা প্রচ্ছদ আমরা পেয়েছি! অনুবাদের সাবলীলতা ছিল বরাবরের মতোই। পড়তে গিয়ে মনে হয়েছে—যেন আমি মূল বইটিই পড়ছি! এই বইটি আপনাকে স্বাগত জানাবে উসমানি সাম্রাজ্যের সেই গৌরবময় দিনগুলোতে।
Was this review helpful to you?
or
চমৎকার বই!
Was this review helpful to you?
or
অনেক ভালো একটি বই। ইতিহাস এবং আল কোরআন দিয়ে বিভিন্ন ঘটনার ব্যাখ্যা। বিশেষ করে উসমানের আছিয়তের সুন্দর আলোচনা।
Was this review helpful to you?
or
excilent
Was this review helpful to you?
or
উসমানি সাম্রাজ্য ইসলামের ইতিহাসের বিরাট একটি অংশ জুড়ে স্থান দখন করে রেখেছে। ইতিহাসের বই মানেই বর্তমান থেকে অতীতে চলে যাওয়া। দীর্ঘ ছয়শত বছরের উসমানি শাসন হচ্ছে মুসলমানদের বিশ্ব শাসনের গৌরবের শাসন। উসমানি শাসন এশিয়ার পাশাপাশি ইউরোপ এবং আফ্রিকাতেও ছড়িয়ে পরে। এই বইয়ে সেই ইতিহাসকে ধারাবাহিকভাবে ড. আলি মুহাম্মাদ সাল্লাবি সুন্দর করে তোলে ধরেছেন। ধন্যবাদ যারা অনুবাদ করেছেন তাদেরকেও।
Was this review helpful to you?
or
আলহামদুলিল্লাহ। বইটি পড়া আসলে আমার সৌভাগ্যের বিষয়। এমন বই পড়তে পারা সবার ভাগ্যে জোটে না। আমি অনেক ভুল তথ্য জানতাম অটোমেন সাম্রাজ্য সম্পর্কে। তবে বইটি পড়ে আমার সকল ভুল ধারণার সমাপ্তি ঘটেছে। এখন আমি মনে করি, প্রতিটি মুসলমানের একবার করে হলেও বইটা পড়ে দেখা উচিত। বইটি শুধু আমার মেধারই বিকশিত করেনি, তার সঙ্গে আমার চারিত্রিক এবং নৈতিকতাও সুন্দর করেছে।। বইটি পড়ে আমি পাঁচ ওয়াক্ত সাল াত আদায় করার অনুপ্রেরণা পেয়েছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু সবার মঙ্গল করুক। আর লেখক কে এমন বই উপহার দেয়ার জন্য আরো সুযোগ সৃষ্টি করে দেক।
Was this review helpful to you?
or
আলহামদুলিল্লাহ। সিংহাসন এ বসেও যে আল্লাহ ভিরু মানুষ যারা কোরান মেনে চলত, তাদের থেকে শিক্ষা নেয়া যাবে এই বই থেকে।আর সুন্নত থেকে সরে যাওয়ার পরিণতি ও পশ্চিমাদের সেই চক্রান্ত যে এখনো একই আছে আর আমরা বোকার মত সেসব গিলছি তা যানতে পারবো।
Was this review helpful to you?
or
২ টা বই দরকার
Was this review helpful to you?
or
উসমানি সাম্রাজ্যের ইতিহাস রিভিউ-২ মুসলমানদের একচ্ছত্র খিলাফত ছিল উসমানি সাম্রাজ্যে। মহানবী(সঃ) এর ভবিষ্যদ্বাণী সত্য ধারণ করে জন্ম হয় এই খিলাফতের। সুলতান উসমান থেকে শুরু করে সুলতান আব্দুল হামিদ পর্যন্ত প্রায় সকল খলিফারই তথ্য বা কাহিনী রয়েছে এই বইটিতে।তাছাড়া বইটি অখণ্ড ফলে পড়ে আরো ভালো লাগবে সবারই।এই বইটি সকল ইতিহাসপ্রেমির পড়া উচিত বলে আমি মনে করি।
Was this review helpful to you?
or
বাংলাভাষী সকলের প্রতি অনুরোধ "উসমানী সাম্রাজ্যের ইতিহাস" বইটি একবার হলেও পড়ুন এবং অন্যকেও পড়ার জন্য উৎসাহিত করুন। কারন এটা শুধু ইতিহাসের বই না এর সাথে মিশে আছে মুসলমানদের গৌরবময় সোনালী অতীত।
Was this review helpful to you?
or
মুসলিম শাসকদের রয়েছে কত শত গৌরবোজ্জল ইতিহাস ও বীরত্বপূর্ণ কাহিনী। যে মুসলমান একসময় বীরদর্পে দুনিয়া শাসন করতো তারাই আজ সকল ক্ষেত্রে চরম নির্যাতিত। আজ আমরা ভূলে গেছি সেই গৌরবময় অতীত। বর্তমান বিশ্বের দিকে তাকালে দেখা যায় মুসলমানরা দিন দিন অধপতনের দিকে ধাবিত হচ্ছে। মুসলমানদের এই অধপতনের অন্যতম কারন হলো তারা ভুলে গেছে তাদের উজ্জল সোনালী অতীত ও ইতিহাস সম্পর্কে। আমরা পারছি না সেই গৌরবময় ইতিহাস থেকে শিক্ষা নিতে। উসমানী সাম্রাজ্য মুসলমানদের গৌরবময় সেই ইতিহাসেরই এক স্বরনীয় নাম। যাদেরকে সবাই অটোম্যান এম্পায়ার হিসেবেই চিনে। বলা হয়ে থাকে মুসলিম শাসনের স্বর্ণযুগ ছিল এই অটোম্যান শাসনকাল। এক সময় সমগ্র বিশ্ব এই অটোম্যান শাসকদের সমীহ করতো। তারা একাধারে ছয়শত বছরেরও অধিক সময় ধরে এশিয়া, ইউরোপ, ও আফ্রিকার বিস্তৃত অঞ্চলের শাসনকার্য পরিচালনা করেছিল। কিন্তু পৃথিবীর কোন কিছুই যেমন চিরস্থায়ী নয়, তেমনিভাবে অটোম্যান সাম্রাজ্যও চিরস্থায়ী হতে পারে নি। গৌরবময় উত্থানের সাথে এই সাম্রাজ্যেরও হতাশাময় পতন হয়। পাঠকদের সেই অটোমান বা উসমানি সাম্রাজ্য সম্পর্কে পরিচয় করিয়ে দিতে এবং উসমানি সাম্রাজ্যের সমস্ত দিক এক মলাটে পেতে চাইলে পড়ে ফেলুন "উসমানী সাম্রাজ্যের ইতিহাস" নামক বইটি। বইটি প্রখ্যাত ইতিহাসবিদ ড: আলী মুহাম্মদ সাল্লাবি রচিত "আদ দাউলাতুল উসমানিয়া" বইয়ের অনুবাদ। বইটি যৌথভাবে বাংলায় অনুবাদ করেছেন দুজন বিজ্ঞ অনুবাদক। তারা হলেন কাজী আবুল কালাম সিদ্দিকী ও মাহদি হাসান। যারা ইতোমধ্যেই অনুবাদ ও লেখালেখিতে বেশ প্রসিদ্ধ ও প্রতিষ্ঠিত নাম। , বইটি পড়ার পর পাঠক বুঝতে পারবে উসমানী সাম্রাজ্য বর্তমান বিশ্বের কি পরিমান অঞ্চল জুড়ে বিস্তৃত ছিল। আরো জানতে পারবেন সেই সময়ের সুলতানদের রাষ্ট্রব্যবস্থা, সমাজ, অর্থনীতি, ও যুদ্ধকোশল সহ নানা দিক। তাই বাংলাভাষী সকলের প্রতি অনুরোধ প্রকাশিত হলে "উসমানী সাম্রাজ্যের ইতিহাস" বইটি একবার হলেও পড়ুন এবং অন্যকেও পড়ার জন্য উৎসাহিত করুন। কারন এটা শুধু ইতিহাসের বই না এর সাথে মিশে আছে মুসলমানদের গৌরবময় সোনালী অতীত।
Was this review helpful to you?
or
প্রায় ৬০০ বছরের ইতিহাস এক মলাটে নিয়ে আসা চাট্টিখানি কথা নয়। বিশেষ করে, যখন সে ইতিহাস হয় বিশ্ববিখ্যাত উসমানী সাম্রাজ্যের বৈচিত্র্যময় ইতিহাস। উসমানী সাম্রাজ্য বিশ্বের ৩টি মহাদেশ জুড়ে শতাব্দীর পর শতাব্দী মুসলিম জাতির রাজনৈতিক নেতৃত্ব প্রদান করে গেছে। সেই সাম্রাজ্যের উত্থান-পতনের ইতিহাস এবং সেসব ঘটনা থেকে শিক্ষা নিয়েই ড. আলি মুহাম্মাদ সাল্লাবি লিখেছেন ‘আদ দাওলাতুল উসমানিয়া’ নামক বেস্টসেলার এ বইটি। ‘মুহাম্মদ পাবলিকেশন’ বইটি প্রকাশ করছে উসমানি সাম্রাজ্যের ইতিহাস (The Otoman Empire) নামে। বইটি অনুবাদ করেছেনঃ কাজী আবুল কালাম সিদ্দীক ও মাহদি হাসান। উভয়েই দক্ষ অনুবাদক, সাল্লাবির বই আগেও অনুবাদ করেছেন। উভয় অনুবাদকের অনূদিত বই আমি আগে পড়েছি, তাই আস্থা রাখাই যায়। প্রকাশনী সম্পূর্ণ বই এক মলাটেই নিয়ে আসছে।। শোনা যাচ্ছে, এ বইয়ের বাঁধাই প্রকাশনী থেকে প্রকাশিত এ যাবতকালের সেরা বাঁধাই হবে। আমি মুহাম্মদ পাবলিকেশনের আগের বইগুলোর বাঁধাই দেখেই অভিভূত হয়েছি। তাই আশা করি, মোটা কলেবর হলেও বাঁধাই এর কারণে এ বই পাঠক আরামসে পড়তে পারবেন। তাছাড়া, বইয়ের পেজ সেটআপ এবং পেজ কোয়ালিটিও অসাধারণ হবে নিঃসন্দেহে। ৭৫২ পাতার এ বিশাল বই প্রি অর্ডারে কিনতে পারবেন ৫৬০ টাকায়। . এখন প্রশ্ন জাগে, এত বিশাল ইতিহাসের বই কেন পড়ব? . জবাবে বলব, উসমানিদের ইতিহাস হচ্ছে বিগত কয়েক শতাব্দীর মুসলিমদের রাজনৈতিক ইতিহাস। বিশেষ করে, তাতারদের আক্রমণের পর লণ্ডভণ্ড মুসলিম সাম্রাজ্য যখন শতধাবিভক্ত হয়ে গিয়েছিল ঠিক সে সময় নতুন আরেকটি ইসলামী সাম্রাজ্য দাঁড়িয়ে যায়। নতুন এই সাম্রাজ্য প্রবল বিক্রমে কাফেরদের সাথে জিহাদের ময়দানে জিহাদ লড়ে, নতুন নতুন এলাকা ইসলামের ছায়াতলে নিয়ে আসে, বিশ্বময় ছড়িয়ে দেয় তাওহীদের বাণী। দুনিয়ার জমিনে ইনসাফপূর্ণ বিচার-আচার তখনও টিকেছিল কারণ মুসলিমরা তখনও দুনিয়ার সুপারপাওয়ার ছিল। উসমানিদের পতনের পরেই সমগ্র দুনিয়া আজ পর্যন্ত কাফেরদের জুলুমে নিমজ্জিত। তো কীভাবেই এই সাম্রাজ্যের উত্থান ঘটল? আর কীভাবেই এই সাম্রাজ্য সমাপ্ত হয়ে গেল? সেই কাহিনী ও তা থেকে শিক্ষা জানার জন্যেই এ বই পড়বেন। বলে রাখি, বিশাল উসমানি সাম্রাজ্যের পতন একদিনে হয়নি। সুবিশাল এ ইসলামি সাম্রাজ্যকে ধরাশয়ী করতে ধর্মনিরপেক্ষতার চাষ এখানে করেছে ইউরোপিয়ানরা। নোংরা জাতীয়তাবাদের বীজ আর রিফরমেশনের নামে মুসলিমদের ইমানি শক্তিকে তারা ধীরে ধীরে করেছে ধরাশয়ী। সাথে ছিল জ্ঞান বিজ্ঞানে মুসলিমদের অনাগ্রহ, আরামপ্রিয়তা আর সবচেয়ে বড় কারণ, কুরআন সুন্নাহ ও শারীয়াহ থেকে বিচ্যুতি। আর মুসলিমদের ইতিহাস পড়ে তা থেকে শিক্ষা যদি মুসলিমরা না নেয়, তবে কারা নিবে বলুন? ইউরোপীয় অরিয়েন্টালিস্টরা মুসলিমদের ইতিহাস বিকৃত করে উপস্থাপন করতে হেন চেস্টা নেই যা করেনি। এমনকি কাফেরদের ক্রীড়ানক মুসলিম নামধারী অনেক মুনাফিককেও দেখা যায় বিকৃত ইসলামি ইতিহাস রচনা করে মুসলিমদের নিজ অতীত থেকে দূরে সরিয়ে রাখতে। কারণ হচ্ছে, মুসলিমরা যখন নিজেদের গৌরবময় ইতিহাস সম্পর্কে পড়বে তখন তারা বিজয় লাভের শর্তগুলো জেনে যাবে। আল ওয়ালা ওয়াল বারা সম্পর্কে জেনে যাবে। মুসলিমদের চিরশত্রুকে চিনে ফেলবে। লিবারেলিজম আর ন্যাশনালিজমের রঙ্গিন চশমা খুলে সত্যকে চিনে ফেলবে। তাই কাফিররা চায় না, এসব প্রকৃত ইতিহাস মুসলিমরা পড়ুক। জেনে খুশী হবেন, এ বইয়ের লেখক একজন অসাধারণ ইতিহাসবেত্তা। ড আলি মুহাম্মাদ সাল্লাবি শুধুমাত্র ইতিহাস রচনা করেন তা না। লেখকের লেখনীর মূল বিশেষত্ব হচ্ছেঃ ক) কোন ঘটনার পেছনের মূল কারণ খুঁজে আনতে পারা খ) কুরআন-সুন্নাহর আলোকে প্রতিটি চরিত্রের বিশ্লেষণ করতে পারা গ) অরিয়েন্টালিস্টদের ইতিহাসবিকৃতির জবাব দিয়ে সত্য ইতিহাস আলাদা করে দেখানো ঘ) ইসলামি ইতিহাসের ঐতিহাসিক ঘটনাগুলোর ইসলামি ব্যাখ্যা দাঁড় করাতে পারা। তাই, সাল্লাবির লেখা ইতিহাসের বই পাঠকদের জন্য অত্যন্ত শিক্ষণীয় বইয়ে রূপ নেয়। ও হ্যা, আরেকটি কথা! এ বই শুধু উসমানিদের ইতিহাস নয়। এ বই পড়লে তৎকালীন বিশ্বের রাজনীতি সম্পর্কেই ধারণা পাওয়া যাবে। সেলজুকদের সম্পর্কে জানতে পারবেন, তৈমুর লং সম্পর্কে জানতে পারবেন, ক্রুসেড যুদ্ধ সম্পর্কে পড়বেন, ঐতিহাসিক সব যুদ্ধক্ষেত্রের রুদ্ধশ্বাস বিবরণ পাবেন এ বইয়ে। আরো জানবেন ওহাবি আন্দোলনের সাথে উসমানিদের বিরোধ, ব্রিটিশদের কুচক্রের কথা এবং মুসলিমদের নিজ ঘরের বিশ্বাসঘাতকদের প্রকৃতিও জানতে পারবেন। এ বইতে আছে মুহাম্মাদ বিন ফাতিহের কালজয়ী ইস্তাম্বুল বিজয়ের ইতিহাস, এ বইতে আছে বীরপ্রতিপ উসমানি সুলতানদের কাহিনী। আরও আছে বীর মুজাহিদ হাসান আগা আত তুসি ও খাইরুদ্দিন বারবোসার কাহিনী। আবার এ বইতেই আছে শেষদিকের কিছু চরিত্রহীন উসমানি সুলতানদের কাহিনী, আছে বিশ্বাসঘাতক কামাল পাশার উপাখ্যান। আর, আপনি যদি ঝানু পাঠক হয়ে থাকেন, তবে বইয়ের প্রথম দিককার গৌরবময় ইতিহাসের পেছনের কারণ লেখক যা বর্ণনা করেছেন তার সাথে উসমানিদের শেষ সময়ের ভরাডুবির পেছনের কারণগুলোর তুলনা করে খুব সহজ কিছু সমীকরণ আপনি খুঁজে পাবেন। সম্পূর্ণ বইটি সাতটি অধ্যায়ে বিভক্ত। প্রতি অধ্যায়ের ভেতর রয়েছ আরো অনেক ছোট ছোট পরিচ্ছেদ। তাই, আর অপেক্ষা কিসের? হ্যা, অপেক্ষা, বইটি প্রকাশ হওয়ার। __________________________________________ বইয়ের নাম : উসমানি সাম্রাজ্যের ইতিহাস (The Otoman Empire) লেখক : ড. আলি মুহাম্মদ সাল্লাবি অনুবাদক : কাজী আবুল কালাম সিদ্দীক, মাহদি হাসান সম্পাদক : আহসান ইলিয়াস ও সালমান মোহাম্মদ