
User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
বইটি প্রথম পড়ি এক বন্ধুর বাসায়। পড়ে এত ভালো লাগলো যে বলার মত না। তারপর আবার রকমারি থেকে কিনে একজন কে হাদিয়া দিলাম।
Was this review helpful to you?
or
সুন্দর
Was this review helpful to you?
or
stories are too good🍂 main message of the book is how to be happy, make others happy and live a healthy life💟
Was this review helpful to you?
or
প্রতিটা সংসারের জন্য খুব সুন্দর একটা বই
Was this review helpful to you?
or
খুব ভালো একটা বই। এক গুচ্ছ সমকালীন ভরা আমার বুকশপ
Was this review helpful to you?
or
অনেক ভালো বই
Was this review helpful to you?
or
বইয়ের প্রতিটি গল্পই দারুণ।
Was this review helpful to you?
or
পড়ছি বইটি। ভালোই লিখেছেন!
Was this review helpful to you?
or
I brought this book for amy elder sister and she said that it is a very good book
Was this review helpful to you?
or
সেরা
Was this review helpful to you?
or
বই টা খুব ই সুন্দর
Was this review helpful to you?
or
বইটি আমার পড়া অসাধারণ একটি বই। বইয়ের প্রতিটি গল্প আপনার হৃদয় ছুয়ে যেতে বাধ্য। অসাধারণ লেখনী।
Was this review helpful to you?
or
ভালো লেগেছে তবে গল্পের কিছু কথা বেশ কঠিন কঠিন অনেকের লাগতেও পারে! সব মিলে ৮/১০ 😊
Was this review helpful to you?
or
গল্পগুলো সুন্দর!
Was this review helpful to you?
or
সুন্দর বই
Was this review helpful to you?
or
এক কথায় অসাধারণ একটি বই। এত চমৎকার বুদ্ধি দৃপ্ত বই। প্রতিটা স্টোরি শেষে মনে হতো এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল। খুব চেয়েছিলাম যদি আরো লেঙ্গদি গল্প হতো। ধন্যবাদ লেখিকা, আরো বেশি বেশি বই আশা করি।
Was this review helpful to you?
or
good
Was this review helpful to you?
or
great book
Was this review helpful to you?
or
এককথায় অসাধারণ সব শব্দের সমহার নামক এক অনন্য উপমা শৈলী, যেন লেখিকা আফরোজা হাসান তৈরি করেছেন এই বইয়ের প্রতিটি পাতায় পাতায় ! যারা পড়েননি, তাদের পড়ার জন্য আহবান রইলো, হতাশ হবেন না !❤ অনবদ্য...🍃💚
Was this review helpful to you?
or
চমৎকার শব্দের গাঁথুনি! অনন্য সব উপমা! ভীষণ শিক্ষণীয় প্রতিটি গল্প! এককথায়, অসাধারণ!
Was this review helpful to you?
or
ড. আফরোজা হাসান একজন মনোচিকিৎসক। তিনি আমার প্রিয় একজন লেখিকা। তাঁর নতুন বইটি রকমারিতে দেখা মাত্রই অর্ডার করে পড়া শুরু করলাম। পড়তে ভালো লাগছে। বইটির প্লট লেখা হয়েছে মূলত উচ্চবিত্ত জীবনকে ভিত্তি করে। তবে বইটির দার্শনিক ব্যাখ্যাগুলো সবার জন্যই উপকারি প্রমাণিত হবে।
Was this review helpful to you?
or
সুখের নাটাই- আমরা সবসময় ধরতে চাই, যদিও সুখের নাটাইটা আসলে কি, সেটা বুঝতে পারি না।এই বই ইনশাল্লাহ সুখের নাটাই খুঁজে দিবে।
Was this review helpful to you?
or
https://youtu.be/CNBCrTtK5Bc বই: সুখের নাটাই লেখিকা: আফরোজা হাসান কোন গঠনমূলক বই পড়া, নিজের মত করে কিছু নোট করা, ডায়েরীর পাতায় অগোছালো আঁচড় কেটে দিনলিপি লিখে যাওয়া আমার একান্ত পছন্দের বিষয়৷ কখনও বা শুধুই নিজে নিজে চুপচাপ বসে থেকে চিন্তার গভীরে ডুবে যাওয়াতেও যে মানসিক প্রশান্তি আর শক্তি মিলে সেইটাও ভাল লাগার৷ কিন্তু খুব পছন্দের বা ভাল লাগার কাজগুলিও ইদানিং করবার ফুরসত মিলে খুবই কম৷ ব্যস্ততার ভীড়ে এই আমি হারিয়ে অন্য আমির সাথে পথ চলি প্রতিদিন৷ এ যেন নিত্য অভ্যাসে রপ্ত করে নিয়েছি৷ বসন্ত বাতায়ন বলি আর বাদল বরিষণ বলি সবই এখন প্রাত্যহিক বদ্ধ নিয়মে বন্দী৷ তবুও মাঝে মাঝে কিছু বই জোর করে সময়ের সাথে পাল্লা দিয়ে আমাকে কব্জা করে ফেলে যা পড়ে শেষ না করা পর্যন্ত ভাল লাগেনা৷ লেখিকা আফরোজা হাসান আপুর "সুখের নাটাই" তেমনি একটা বই৷ পাওয়া মাত্রই যার মাণিক্য আত্মস্থ করতে বিন্দুমাত্র বিলম্ব করিনি৷ লেখিকা ব্যক্তিগত জীবনে একজন মনোশিক্ষাবিদ ও কাউন্সেলর৷ জীবনের নানামুখী বাস্তব সমস্যার সমাধান ও পরামর্শ প্রদানের পাশাপাশি উনার সব্যসাচী ভূমিকা রাখেন ইসলামী সাহিত্য অঙনেও৷ তেমনি বইমেলা-২০২০ এ প্রকাশিত "সুখের নাটাই" উনার প্রানবন্ত ও প্রাঞ্জল গল্পের সমাহার৷ দাম্পত্য ও পারিবারিক সম্পর্কের ভুল বোঝাবুঝি ও টানাপোড়নের জটিল ও কঠিন তত্ত্বগুলিকে গুঁড়িয়ে দিয়ে যিনি সরলীকরণ ও সমাধানের পথ বাতলিয়ে দিয়েছেন গল্পের আদলে৷ বিশ্বায়নের এই অস্থিতিশীল পরিস্থিতিতে সবখানেই যেখানে ভাঙন আর অসৌজন্যতার ছড়াছড়ি ঠিক সেখানেই তিনি ভালোবাসা, সম্প্রীতি, ক্ষমা আর সৌহার্দ্রের বার্তা দিয়েছেন বইয়ের ভাঁজে ভাঁজে৷ ৬ টি ভিন্ন ভিন্ন গল্প আর প্রেক্ষাপট চিত্রায়নের মাধ্যমে সাবলীলভাবে বর্ণনা করেছেন পারিবারিক সমস্যাগুলো উত্তরণের উপায়, বাঁধতে শিখিয়েছেন প্রীতিডোরে৷ একেকটি গল্পে একেকটি চরিত্রের মাধ্যমে লেখিকা নিজেই তার দীর্ঘদিনের মনোচিকিৎসা ও শিক্ষার আলোকে অভিজ্ঞতালব্ধ নিজের কথাগুলো বলেছেন সুন্দর উপস্থাপনায়৷ চলুন- //"ছোট ছোট ত্যাগে স্বপ্নিল জীবন" গল্পে অন্তরার মুখ দিয়ে কিছু কথা শুনি- "স্কুল-কলেজের পরীক্ষার মতো সংসারটাও একটা পরীক্ষা৷ কারও সাহায্য ছাড়াই কেবল আল্লাহর দেয়া মেধা-প্রতিভা ও নিজের পরিশ্রমের জোরে জীবনের পরীক্ষায় যেভাবে তুমি প্রথম হয়েছ, তেমনি সংসার নামক পরীক্ষাতেও প্রথম হবার ইচ্ছা ও চেষ্টা জারি রাখতে হবে৷ আর যারা জীবনের পরীক্ষায় টপ করতে চায়, অন্যেরা কী করছে না-করছে সেসব দেখার সময় তাদের থাকে না৷ জীবনের ছোট ছোট পরীক্ষায় সফল হতে হতে তারা ছুটে চলে আখিরাতের চূড়ান্ত সফলতার পানে" "কোনো ঘটনা বা কথা তোমাকে কতটা বিচলিত করবে, সেটা নির্ভর করে তুমি ঘটনা বা কথাকে কীভাবে দেখছ বা গ্রহণ করছ তার ওপর৷ অর্থাৎ, তোমার দৃষ্টিভঙির ওপর৷" "মনোবিজ্ঞানীরা বলেন- মানুষ কষ্ট পায় না, কষ্ট তৈরি করে৷ আর কে কেমন কষ্ট তৈরি করবে সেটা তার বেড়ে ওঠার পরিবেশ, শিক্ষা আর বিশ্বাসের ওপর নির্ভর করে৷" "জগতে তোমার ইচ্ছেমত কেউই চলবে না৷ কারণ, তোমার নিয়ন্ত্রণে কেউ নেই৷ তোমার নিয়ন্ত্রণে আছ কেবল তুমি নিজে৷ আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারলেই দেখবে সবকিছু নিয়ন্ত্রিত হয়ে যাবে, ইনশাআল্লাহ৷" "আমরা নিজেদের ইচ্ছে, আকাঙ্খা, স্বপ্ন, কষ্ট ইত্যাদিকে বড় করে দেখি বলেই আমাদের জীবনটা জটিল হয়ে ওঠে৷ এভাবেই সম্পর্কের মাঝে দূরত্ব আসে, ব্যবধান বাড়ে, কাছের মানুষরা দূরে চলে যায়৷ শুধু একটু ইচ্ছা, প্রচেষ্টা, অন্যকে বুঝতে পারার মানসিকতাই সম্পর্কগুলোকে করে দিতে পারে স্বপ্নিল৷"// //"জোছনার শিশিরে" গল্পে আরিয়া আর ফায়েজ এর শপিং করার সময় বেশ মজা লেগেছে ফায়েজের বুদ্ধিমত্তায়, যেভাবে আরিয়াকে সারপ্রাইজ করেছে না পাওয়ার কষ্ট দিয়ে তা পড়তে গিয়ে নিজেই হেসে দিয়েছিলাম৷ রবি ঠাকুরের মতে- মেয়েরা দুই জাতের; এক জাত প্রধানত মা, আরেক জাত প্রিয়া৷ ঋতুর সঙে তুলনা করা হলে মা হল বর্ষাঋতু৷ এ ঋতুতে আমরা পাই জল, ফল-ফসল৷ এ ঋতুতে তাপ নিবারিত হয়, বৃষ্টি বর্ষিত হয়৷ আর প্রিয়া হলো বসন্ত ঋতু- রহস্যময়ী ও রক্তে চাঞ্চল্য আনয়নকারী৷ আর ফায়েজের মতে- আরিয়া হল জাতে মা আর ঋতুতে বর্ষা৷ মজার সব বিশেষণ জেনেছি গল্পটিতে৷ ভালই লেগেছে দুজনার কথাগুলো৷ "সুখী হবার খুব সহজ ও ফলপ্রসূ একটি শর্ত হচ্ছে, আমরা যখন যে অবস্থানে থাকব বা যে ব্যক্তির সাথে থাকব, সুখ চাইতে হবে সেই অবস্থান বা সেই ব্যক্তির অবস্থান অনুযায়ী" "সংসারে সুখী হতে চাইলে নিজ নিজ প্রাপ্তির হিসেব করা ছাড়তে হবে৷ ভালোবাসা মানে আমি তোমাকে কী দিলাম এবং বদলে কী পেলাম তার যাচাই করা নয়৷ বরং একে অন্যের ঘাটতিগুলো পূরণ করতে করতে দুজন মিলে একই গন্তব্য পানে ছুটে চলা৷// //"অন্তরালের ছায়া" গল্পে ইলমা আর নুরির কথায় কথায় উঠে এসেছে জীবনের কিছু সহজ পাঠ৷ নুরির কথায় শুনি কয়েকটি- "এত ভালোবাসাবাসি, এত টান, এত আকর্ষণ থাকার পরও সম্পর্কগুলো ভেঙে যায় কেন? জীবন দিয়ে দেবার দাবিদারেরা একে অন্যের জন্য নিজেদের ছোট্ট ছোট ইচ্ছা-অনিচ্ছা, পছন্দ-অপছন্দের ত্যাগ স্বীকার করতে পারে না কেন? কোনো ব্যক্তিই যেখানে ভুলের উর্ধ্বে নয়, সেখানে ক্ষমা করে দিতে পারে না কেন একে অন্যের ভুলগুলো? কেন সম্পর্ক টিকিয়ে রাখার চেয়ে ভেঙে ফেলাকেই পছন্দ করতে শুরু করেছে মানুষ? কেন ঘৃণার আঁধারে ঢেকে যায় ভালোবাসার সূর্য? "পূর্বপ্রস্তুতি যেকোনো নেতিবাচক ঘটনার সাথে মানিয়ে নেওয়ার চমৎকার একটি ফর্মূলা৷ তাই একটি সম্পর্ক যত মধুরই হোক না কেন কিংবা একজন মানুষ যতই ভালো হোক না কেন, তার ভেতরে নেতিবাচক কিছু থাকতেই পারে! এই ভাবনাটা এবং এটা মেনে নেওয়ার উদারতাই 'ভালোবাসার' ক্ষেত্রে সবচেয়ে শক্তিশালী ভিত৷" "কিছু কিছু মূহুর্ত ভীষণ রকম অসহায়ত্ব নিয়ে হাজির হয় আমাদের কাছে! পছন্দের মানুষরা খুব কাছে থাকার পরও অদ্ভূত এক একাকিত্ব ঘিরে ধরে মনকে৷ অকারণেই বারবার ভিজে ওঠে চোখ৷ চোখ বুজলেই দেখা যায় বুকের ভেতরে ভেসে বেড়াচ্ছে শূন্যতা৷ আকাশের বুকে ছেঁড়া ছেঁড়া মেঘ উড়ে বেড়ানোর মতো৷ এই অনুভূতিগুলোর কাছে নিজেকে খুব অসহায় লাগে৷ তখন মন প্রশান্তি খুঁজে পায় একমাত্র রবের স্মরণে৷" "ভালো লাগার জন্য মানুষ অন্যকে কষ্ট দিতে পারে, কিন্তু ভালোবাসার জন্য নিজে কষ্ট সহ্য করে৷" আরও এমন অনেক সুন্দর কথার গাঁথুনি সাজানো হয়েছে বইটিতে বিভিন্ন চরিত্রের আলোকে৷ অধরা আর মারইয়ামের কথামালায় কিভাবে বাসায় কোয়ালিটি টাইম বাড়ানো যায়, কিভাবে সম্পর্কের সূতোয় বেঁধে রাখা যায় তার সহজ ও সুন্দর পাঠ রয়েছে৷ তবে আর নির্দিষ্ট উক্তি কোট করছি না৷ সেগুলো আপনাদের পড়ার জন্য৷ খুব জোর দিয়েই বলছি, পুরো বইটি পড়তে পড়তে নিজেদেরই বিভিন্ন বিষয়ে নিজেকে মিলিয়ে ফেলেছি বিভিন্ন চরিত্রে৷ আর এইটাই বইটির মূল আকর্ষণ৷ বইটি পড়তে গিয়ে ক্ষমা আর ঔদার্য্যের পাঠ খুব সুন্দরভাবে মনের মধ্যে গেঁথে গেছে চমৎকার সব কথামালা আর শব্দের গাঁথুনিতে৷ আর একটি কথা- বইটিতে পারস্পারিক বাক্যালাপের মধ্যে কিছু ছোট ছোট কবিতা আছে যা আপনার মুড কে সুইচ অন করে প্রাণোচ্ছলতায় ভরিয়ে দিবে৷ আর লিখলাম না৷ কারন পুরো বইটিই তাহলে এখানে দিয়ে দিতে হবে৷ বইটি পরিবারের সদস্যদের উপহার দিই৷ আর শিক্ষাগুলো কাজে লাগিয়ে পথ চলি সুখের নাটাই ধরে রেখে৷ আল্লাহ রাব্বুল আলামীন লেখিকা ও এই বইয়ের পেছনে যাদের মেহনত আছে তাদের সবাইকে কবুল করুন৷ আর আমাদেরকে এখান থেকে সুন্দর শিক্ষাগুলো অন্তরে লালন করে জীবনে চলার তাওফিক দিন৷ আমীন৷ লেখিকার আরও যে বইগুলো পড়ে দেখতে পারেন ১৷ "আপনার সন্তান আপনার ভবিষ্যত"- আপনার ভবিষ্যত বংশধর, আগামীর উত্তরসূরিকে প্রস্তুত করবার জন্য সুন্দর ও প্রাণবন্ত এক অভিধান৷ ২৷ "স্বপ্ন দেখি সুন্দর পৃথিবীর"- এই বইটিও আপনার মানবীয় গুনাবলীর লালন ও জীবনে প্রয়োগের বিভিন্ন পন্থা শিখিয়ে দেবে আপনার অবচেতনভাবেই৷ এমন প্রাঞ্জল উপস্থাপনায় আপনাকে আপনার মানবসত্ত্বা বিকশিত করবার জন্য দারুন এক কথামালা৷




