
User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
ইসলামি ইতিহাস সংক্ষিপ্ত বিশ্বকোষ ৫ খন্ডের এই সিরিজটি প্রথমবার পড়েছিলাম দাওরার বছর ছোট ভাই নিহাদ রায়হানের কাছ থেকে নিয়ে। প্রথম খন্ডের শুরুতেই বইটিতে লেখা আছে, "এটি ইতিহাসের গবেষক পর্যায়ের পাঠকদের জন্য নয়।এটি সাধারণ পাঠকদের জন্য। " বিরাট বড় "মুসলিম উম্মাহর ইতিহাস" আর খুব ছোট "মুসলিম জাতির ইতিহাস " এর মাঝামাঝি হিসেবে "ইসলামি ইতিহাস সংক্ষিপ্ত বিশ্বকোষ " সিরিজটি সুন্দরই। বুঝতে পারছি না,এটির প্রচ্ছদে লেখকের নাম না দিয়ে ভূমিকা- রাগেব সারজানি আর অনুবাদকের নাম কেনো শুধু। বইটি অবশ্য বেশিরভাগ পাঠক রাগেব সারজানির বই হিসেবেই সংগ্রহ করে। তবে এটি মিশরের দুইজন প্রখ্যাত গবেষকের তত্ত্বাবধানে একটি গবেষণা সংস্থার মাধ্যমে সংকলিত হয়েছে। সাথে রাগেব সারজানির ভূমিকা এটির গ্রহণযোগ্যতা আরও বেশি বাড়িয়ে দিয়েছে। তবে প্রচ্ছদে মূল লেখকের নাম না থাকাটার কারণ আমার কাছে স্পষ্ট না। এটি অনেকে মিলে অনুবাদ করেছেন আবার অনেকে মিলে সম্পাদনা করেছেন। বইটির কাজ যথেষ্ট সুন্দর। এখানে মূল ধারার শাসনব্যবস্থার পাশাপাশি আন্দালুস,সেলজুক,মোঙ্গল, উসমানী সালতানাতের আলোচনার পাশাপাশি আফ্রিকায় মুসলিম শাসনব্যবস্থা এমনকি আমাদের হিন্দুস্থানের মুসলিম শাসনব্যবস্থাও বড়সড় জায়গা জুড়েই আলোচিত হয়েছে। এমনকি এই সিরিজে উসমানী খিলাফত পতন পরবর্তী আরবের রাজনৈতিক অবস্থা এবং আলে সাঊদের শাসনকালের আলোচনাও বিস্তারিত এসেছে। দ্বিতীয় বার সিরিজটি পড়তে গিয়ে মনে হয় না এমন কোনও সাম্রাজ্যের নাম এখানে ছুটে গেছে যা আমি আগে অন্য কোথাও পড়েছি। মানে ইসলামি ইতিহাসের সাথে সম্পর্কিত প্রায় সবই কমবেশি আলোচনায় এসেছে। তবে শুরুতেই যেটি বলা হয়েছে, এটি গবেষক পর্যায়ের পাঠকদের জন্য নয়, এটি সাধারণ পাঠকদের জন্য। তবে এটির খন্ড সংখ্যা ৫ হলেও পৃষ্ঠা সংখ্যা অনেক বেশি না।তাছাড়া এটির ভাষা-ও একটু নরম।সুখপাঠ্য। পড়ে ভালো লাগবে।অল্প সময়ে বেশি টানা যায়। যেহেতু লাগাতার ইতিহাসের বই পড়ছি ইদানিং তাই একটু তূলনামূলক কথা বলা দরকার। ইতোপূর্বে আরবি উর্দু যত ইতিহাসের বই(বা অনুবাদ যা হয়েছে) এর একেকটার একেক বৈশিষ্ট্য আছে এটি স্বীকার করতেই হবে। কিন্তু ইদানিং হাতের কাছে থাকা ইতিহাসের বাংলা (মৌলিক অথবা অনুবাদ) সিরিজ বইগুলোর মধ্যে "মুসলিম উম্মাহর ইতিহাস " সিরিজটি সবচেয়ে বেশি তথ্য নির্ভর। এটির কলেবর দীর্ঘ হওয়ায় এতে আলোচিত হয়েছে বিভিন্ন শাসক ও শাসনব্যবস্থার বৈশিষ্ট্য ও ত্রুটিগত বিভিন্ন দিক নিয়েও। এটির অবশ্য দুইটা অনুবাদ হয়েছে আর আমি শুধু Ettihad Publication এর অনুবাদটিই পড়েছি। তবে কেউ যদি ইতিহাস সিরিজ সংগ্রহ করতে চায় প্রথমেই তাকে বলবো, আল বিদায়া ওয়ান নিহায়া গ্রহণযোগ্য কিন্তু যদি বাংলা ভাষায় কিনতে হয় তাহলে অবশ্যই তারীখে উম্মতে মুসলিমাহ এর যেকোনও একটা অনুবাদই সংগ্রহ করুন। এটির মানহাজ এবং তাহকীক খুবই উপকারী। কেউ যদি এত বড় সিরিজ এক সাথে সংগ্রহ করতে না পারে তাহলে বলবো,ভেঙে ভেঙে বা কিস্তিতে সংগ্রহ করুন। বিকল্প চাইলে মুসলিম উম্মাহর ইতিহাস সিরিজেরই লেখক ইসমাঈল রেহান সাহেবের নিজের সংক্ষেপণটা পড়ে দেখি নি তবে উপযোগীই মনে হচ্ছে। সেটিরও দুইটা অনুবাদ পাওয়া যায়। একটি অনুবাদ মাকতাবাতুল খিদমাহ- থেকে আসন্ন। আরও বিকল্প চাইলে বলবো, সিরিজ হিসেবে Maktabatul Hasan এর "ইসলামি ইতিহাস সংক্ষিপ্ত বিশ্বকোষ " সিরিজটি আপনার প্রয়োজন পূরণ করতে পারে। কারণ এতে প্রায় সব শাসনব্যবস্থার ইতিহাস এসেছে যদিও সংক্ষিপ্ত করে। তবে দুই খন্ডে চেতনা প্রকাশন - Chetona Prokashon থেকে ছেপে আসা "মুসলিম জাতির ইতিহাস " বইটিও চমৎকার। তথ্য নির্ভর। কিন্তু সেটি পূর্ণাঙ্গ নয়।বিশেষ করে উপমহাদেশের ইতিহাস সেখানে আলোচিত হয় নি। সিরিজ হিসেবে সম্ভবত এগুলোই হাতের কাছে। এছাড়া আরও অনেক ইতিহাসের আরও বেশি সুন্দর সুন্দর বই আমাদের দেশে মৌলিক বা অনুবাদ পাওয়া যায়। তবে সেগুলো পুরো ইতিহাসের সিরিজ না। মাকতাবাতুল আসলাফ -Maktabatul Aslaf থেকে এক খন্ডে একটি বই অনুবাদ হয়েছে। অনেক আগে পড়েছিলাম।সেটি আবার বেশি সংক্ষিপ্ত।বইয়ের চেয়ে সম্ভবত ভূমিকাই বড়।বাকিগুলো বেশিরভাগই যেকোনও একটি শাসনব্যবস্থার ইতিহাস নির্ভর এমন। সবচেয়ে বেশি অনুবাদ হয়েছে সম্ভবত ড. আলী মুহাম্মদ সাল্লাবীর বইয়ের। তবে তার সব বইয়ের অনুবাদ হয়েছে কি না আমি জানি না। কেউ সিরিজ সংগ্রহ করতে চাইলে তো বললাম। আমি সিরিজ সংগ্রহ না করে বরং আলাদা আলাদা সংগ্রহ করার ইচ্ছে রাখি।তাছাড়া কিছু প্রসিদ্ধ ও পাঠকপ্রিয় বইয়ের মূল আরবি কিতাবটি আমার সংগ্রহে আছে। হয়তো আমি আরবি ইতিহাসের কিতাবই সংগ্রহ করার চেষ্টা করবো। ইতিহাসের বই যতটুকু পারি এই ডিসেম্বরেই পড়ে নেওয়ার চেষ্টা করবো। ২০২৬ এ আপাতত ইচ্ছে আছে ইসলামের প্রথম পাঁচশো বছরের বা সর্বোচ্চ ইবনে আবেদীন শামীর আগের আলেমদের কিতাবাদী মুতালাআহ করার। জানি না পারবো কি না। তবে যতটুকু পারি অতীতে ফিরে যাওয়ার চেষ্টা করবো। 🖋️ জহির বিন আইয়ুব ০৪/১২/২০২৫ বৃহস্পতিবার
Was this review helpful to you?
or
ALHAMDULILLAH
Was this review helpful to you?
or
জাযাক-আল্লাহ, ❤️




