
User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
খুবই গুরুত্বপূর্ণ একটা বই।
Was this review helpful to you?
or
আমরা সবসময় ভুল মানদণ্ড দিয়ে অনেক কিছু পরিমাপ করি যার ফলে ইসলামের অনেক সহজ বিষয় গুলো মানতে কষ্ট হয়। এই বইটি জেনারেল ভাইদের জন্য মাস্ট রিড একটা বই।
Was this review helpful to you?
or
বইটি উপকারী বিভিন্ন জটিল বিষয়ে স্বচ্ছ ধারণার জন্য।
Was this review helpful to you?
or
এই বইটি প্রতিটা মুসলিম মানুষের পরা উচিত
Was this review helpful to you?
or
অনন্য ও যুগোপযোগী! চোখ থেকে পশ্চিমা বিশ্বের রঙিন চশমা খুলে দিতে এই বইটি যথেষ্ট বলে আমি মনে করি। দেরী না করে পড়ে ফেলুন।
Was this review helpful to you?
or
মাস্টারপিস একটা বই। কেউ না পড়ে থাকলে খুব তাড়াতাড়ি পড়া উচিত।
Was this review helpful to you?
or
আমার অনলাইন জীবনে প্রথম ২৫% ছাড়ে বই নিয়েছি। এবার কতটা জরুরি সেটা আসলেই বুঝার। খুব ভালো একটা বই। তবে দামটা কম হলে ভালো হবে। স্টুডেন্ট দের নিতে সহজ হবে
Was this review helpful to you?
or
একজন মুসলিম হিসেবে বইটা পড়া আবশ্যক মনে করি।
Was this review helpful to you?
or
এ বইয়ে পশ্চিমা সভ্যতার পরিভাষার আগ্রাসন, মতবাদ কিভাবে আমাদেরকে প্রভাবিত করেছে তা নিয়ে আলোচনা করেছেন
Was this review helpful to you?
or
অসাধারণ একটা বই... recommended
Was this review helpful to you?
or
ভালো
Was this review helpful to you?
or
Masterpiece
Was this review helpful to you?
or
ও, মনে পড়েছে। খুব ভালো ছিলো।
Was this review helpful to you?
or
পশ্চিমারা আমাদের মন কীভাবে নিয়ন্ত্রণ করে তা বইটা পড়লে বুঝা যাবে।
Was this review helpful to you?
or
অনেক সুন্দর
Was this review helpful to you?
or
Very good
Was this review helpful to you?
or
খুব দরকারি বই। সবার পড়া উচিৎ
Was this review helpful to you?
or
মাস্টারপিচ বই
Was this review helpful to you?
or
মচেৎকার
Was this review helpful to you?
or
খুব ভালো
Was this review helpful to you?
or
সবার জন্য গুরুত্বপূর্ণ বই।
Was this review helpful to you?
or
বইটি বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। লেখক ও প্রাকাশককে ধন্যবাদ।
Was this review helpful to you?
or
ভাল বই
Was this review helpful to you?
or
পাশ্চাত্যের শেকল থেকে মুক্ত হওয়ার এক অনবদ্য বই
Was this review helpful to you?
or
❤❤
Was this review helpful to you?
or
🖤🖤🖤🖤
Was this review helpful to you?
or
অসাধারণ গবেষণা মূলক প্রাবন্ধিক বই
Was this review helpful to you?
or
মুসলিমদের অবশ্য পাঠ্য বই।
Was this review helpful to you?
or
বইটি কেন নেই তা আমাকে অবাক করে। এমন কোয়ালিটির বই আমাদের দেশের লেখকেরাও যে লিখতে পারছে এটা আমাদের জন্য গর্বের বিষয়।
Was this review helpful to you?
or
এক অনবদ্য বই !!
Was this review helpful to you?
or
মাস্টারক্লাস একটা বই।
Was this review helpful to you?
or
খুবই সুন্দর একটি বই! বইটি তাদের জন্য খুবই উপকারী হবে, ইনশাআল্লাহ; যারা পরিপূর্ণভাবে ইসলাম মানতে চায়। আল্লাহ লেখককে অতি উত্তম প্রতিদান দান করুক।
Was this review helpful to you?
or
#book_review বইয়ের নামঃ হিউম্যান বিয়িং- শতাব্দীর বুদ্ধিবৃত্তিক দাসত্ব। লেখকঃ মাওলানা ইফতেখার সিফাত প্রকাশনাঃ নাশাত পাবলিকেশন্স পৃষ্ঠা সংখ্যাঃ ১৫৬ মুদ্রিত মূল্যঃ ২২০ টাকা। হিউম্যান বলতে আমরা সাধারণ মানুষ বুঝলেও প্রকৃত অর্থে এটার মানে পাশ্চাত্যের দাসত্ব করা মানুষ। এ দাসত্ব প্রকাশ্যে নয়, বরং স্বাধীন রাষ্ট্রের নাগরিক হয়ে বুদ্ধি-বৃত্তিক দিক দিয়ে তাদের সকল সিদ্ধান্তগুলো অকপটে সমর্থন করার দাসত্ব। আমরা নিজের চিন্তাধারাকে স্বাধীন মনে করলেও এটা তাদের ঠিক করে দেয়া সীমার মাঝেই সবসময় আবদ্ধ থাকে। কারন লর্ড মেকলে 1834 সালে ভারত "উপমহাদেশে এমন শিক্ষা ব্যবস্থা প্রবর্তন করেছিল, যার মুল লক্ষ্য ছিল এমন এক শিক্ষিত জাতি গড়ে তোলা যারা রক্তে-গায়ের রঙে হবে ভারতীয়, কিন্তু রুচি-মতামত-নীতি-বিচারবুদ্ধিতে হবে একজন খাটি ইংরেজ"। সমতা, স্বাধীনতা, মানবতা, উন্নতি আর জাতীয়তার যে সঙ্গাকে আমরা সঠিক মনে করি তা পরিভাষাগত ভুল ছাড়া আর কিছু নয়। নিজের স্বার্থ-সিদ্ধি করার জন্য পশ্চিমারা এসব পরিভাষাকে এমনভাবে সাজিয়েছে, যেখানে বাহির থেকে এসব পরিভাষাকে মানুষের মৌলিক অধিকার মনে হলেও ভেতরে শুধুই কপটতা আর বর্বরতায় ভরা। পাশ্চাত্য ব্যাবস্থা কি? এর পরিভাষাগুলোর প্রকৃত অর্থ-ই বা কি? পাশ্চাত্য সভ্যতা কেন সব সময় ইসলামের সাথে সাংঘর্ষিক? পাশ্চাত্য আলাদা সভ্যতা নাকি ধার করা সভ্যতা? একজন মুসলিম কেন পাশ্চাত্যের অনুসরণ করতে পারবে না? কেন তারা ইসলামের ঘোর বিরোধী? এসব বিষয়গুলো লেখক মৌলিক জ্ঞানের আলোকে খুব সুন্দরভাবে ফুটে তুলেছে। পাশ্চাত্যের চশমা পড়ে ইসলামকে বিচার করার বিভ্রান্তি থেকে আমাদের সরে আসতে হবে। একমাত্র ইসলাম কে মানদণ্ড ধরে বিচার করলেই পশ্চিমাদের অন্তঃসারশূন্য সভ্যতা সকলের সামনে প্রকাশ পাবে। পাশ্চাত্যে দাসত্ব থেকে নিজেকে মুক্ত করার জন্য, ইসলামের মানদণ্ডে সবকিছু বিচার করার জন্য, তাদের বর্বর চিন্তা ধারাকে প্রশ্নবিদ্ধ করার জন্য প্রত্যেক মুসলিম তরুনদের এ বইটি পড়া উচিত। কারন ইমানদার হয়েও শতশত মানুষ আজ তাদের বুদ্ধি-বৃত্তিক মারপ্যাচের শেকলে আবদ্ধই হয়েই দ্বীনকে পালন করে আসছে, নিজেকে আল্লাহর দাস মনে করলেন সে কখন যে পশ্চিমাদের দাসে পরিনত হয়েছে সেটা বুঝে ফেলা সত্যিই এ আধুনিক ফিতনার যুগে অসম্ভব। তাই পাশ্চাত্যের বিভ্রান্তিকে বোঝার জন্য " হিউম্যান বিয়িং " বই পড়া ছাড়া কোনো বিকল্প নেই, এমন কি বাংলা সাহিত্য এমন তথ্যবহুল বই আর একটিও নেই। হে মহান রব, ইফতেখার সিফাত হাফিজাহুল্লাহকে উত্তম প্রতিদান দান করুন। রিভিউ: মুহাম্মাদ মাসুদ রানা
Was this review helpful to you?
or
প্রচ্ছদটি পরিবর্তনের নিবেদন করছি। বইয়ের নাম ও প্রচ্ছদ দেখলে মনে হয় নাস্তিকদের বই। দ্বীনি কাজের প্রতি ভালোবাসায় 5 star দিলাম।
Was this review helpful to you?
or
আমার জীবনে পড়া সেরা বইয়ের একটি যা আদর্শের লড়ায়ে গুরুত্বপূর্ণ হাতিয়ার।
Was this review helpful to you?
or
আমার পড়া বইগুলোর মধ্যে এটি অন্যতম সেরা একটি বই। পাশ্চাত্যের সুক্ষ্ম ষড়যন্ত্রগুলো বুঝতে সহায়ক হবে। এলোমেলো আলোচনা না করে গোড়ায় হাত দেওয়া হয়েছে।
Was this review helpful to you?
or
পাশ্চাত্য বা ইউরোপীয়দের চিন্তা চেতনার মূল উৎস হলো গ্রীসের বিশ্বদর্শন আর রোমানদের সমাজ-রাষ্ট্রবোধ। স্বাধীনতা, সমতা, নৈতিকতা, নিরপেক্ষতা এবং উদারতা এসব চিন্তাদর্শন দুনিয়া জুড়ে ছড়িয়ে দিয়েছে তারা উপনিবেশের মাধ্যমে। ব্রিটিশ প্রণীত শিক্ষা ব্যবস্থা পরিচয়গতভাবে আমাদের মুসলমান বানালেও মতামত, নীতি-আদর্শ, বিশ্বাস, ভাবধারা আর চিন্তাচেতনায় তৈরি করেছে সেক্যুলার। শিক্ষাব্যবস্থা কিংবা মিডিয়ার মাধ্যমে অত্যন্ত সুকৌশলে আমাদের চিন্তা-চেতনা এবং মগজে ঢুকিয়ে দেওয়া হয়েছে পাশ্চাত্যের ভাবধারা। কাজেই পাশ্চাত্যের চশমা পড়ে আমরা যখন ইসলামকে বিশ্লেষণ করতে যায় তখন কুরআন এবং সুন্নাহর অনেক বিধানকেই সেকেলে, বর্বর, হিংস্র কিংবা অমানবিক মনে হয়। ভালো এবং মন্দের মাপকাঠি হিসেবে আমরা বেছে নিয়েছি পাশ্চাত্যের বুলি আওড়ানো মানবতা এবং বিজ্ঞানকে। অথচ, ভালো এবং মন্দ নির্ধারিত হবে একমাত্র কুরআন এবং সুন্নাহর ভিত্তিতে। আমাদের মনে রাখা উচিত বিজ্ঞান পরিবর্তনশীল। চিরস্থায়ী কিংবা চিরসত্য নয়। কিন্তু ইসলাম অপরিবর্তনশীল, চিরস্থায়ী এবং চিরসত্য। আর যে পাশ্চাত্য গড়েই উঠেছে সাম্রাজ্যবাদীদের আগ্রাসনের মধ্যদিয়ে তাকে ভালো মন্দের মাপকাঠি হিসেবে বিবেচনা করার প্রশ্নই উঠে না। ইসলাম কিছু আনুষ্ঠানিক রীতিনীতি এবং কৃষ্টি-কালচারের নাম নয়। ইসলাম একটি পূর্ণাঙ্গ জিবনব্যবস্থা। পক্ষান্তরে, অন্যান্য ধর্মগুলো শুধুমাত্র কিছু রীতিনীতির মধ্যেই সীমাবদ্ধ। ব্যাপকভাবে সামাজিক এবং রাষ্ট্রীয় পর্যায়ের বিধানশূন্য। ফলে সেই শূন্যস্থান কোনো প্রকার সংঘর্ষ ছাড়াই পাশ্চাত্য সভ্যতা বা সেক্যুলারিজম পূরণ করে নিয়েছে। অন্যদিকে জিবনের প্রতিটি ক্ষেত্রে ইসলামের দিকনির্দেশনা রয়েছে। এখানে শূন্যস্থান বলতে কিছু নেই। ঠিক সেই কারণেই এখানে সেক্যুলারিজমকে প্রবেশ করাতে হলে শূন্যস্থান তৈরি করে নিতে হবে। আর এজন্যই সেক্যুলারিজম বা পাশ্চাত্যের পক্ষথেকে ইসলামের উপর কোপটা বেশি পড়ে। একটি সভ্যতার পতনের পর আরেক সভ্যতার উত্থান ঘটে। মাঝখানে চলে যায় কয়েক শতাব্দী বা কয়েক সহস্রাব্দ। এর জন্য বিদ্যমান অবস্থার ওপর দিয়ে বয়ে যায় এক ধরণের ট্র্যাজেডি। পৃথিবীর ইতিহাসে প্রতিটি সভ্যতার পতনের গল্প ঠিক এমনই। এতকিছুর পরেও ইসলাম এগিয়ে যাবে। ইসলাম আমাদের মুখাপেক্ষী নয় বরং আমরাই ইসলামের মুখাপেক্ষী। এজন্য আহমেদ দিদাত বলেন, "ইসলাম জিতবেই তোমাকে নিয়ে অথবা তোমাকে ছাড়াই। কিন্তু ইসলামকে ছাড়া তুমি হেরে যাবে, হারিয়ে যাবে।" "হিউম্যান বিয়িং" বর্তমান সময়ে মুসলমানদের জন্য সবচেয়ে উপযুক্ত একটি বই। শতাব্দীর বুদ্ধিবৃত্তিক দাসত্ব থেকে মুক্তি পেতে হলে মুসলিম উম্মাহকে এমন একটি বই অবশ্যই পড়তে হবে। বইটি হালকা-পাতলা গড়নের হলেও এর অন্তর্নিহিত বিষয়গুলো অনেক বিস্তৃত। ইফতেখার সিফাত ভাইকে আল্লাহ উত্তম জাযাহ্ দান করুক মুসলিম সমাজকে সঠিক পথ বাতলে দেয়ার এই ক্ষুদ্র প্রচেষ্টার জন্য।
Was this review helpful to you?
or
পাশ্চাত্যের গোলামি নিয়ে লেখা দরুণ একটি বই। সবার পড়া উচিত।
Was this review helpful to you?
or
পশ্চিমা দাসত্ব আমাদের উপর ভর করছে। এথেকে পরিত্রান পেতে হলে বুঝতে হবে, জানতে হবে "হিউম্যান বিয়িং" কি! বইটির লেখা সুন্দর তথ্যবহুল পাশাপাশি "চিন্তাপরাধ" বইটিও কিনতে পারেন।
Was this review helpful to you?
or
হক এবং বাতিলের সংঘাত চিরন্তন। মানব সৃষ্টির সূচনালগ্ন থেকেই এই সংঘাতের সূত্রপাত। যার শুরুটাই হয়েছিল বুদ্ধিবৃত্তিকভাবে। হাওয়া আলাইহিস সালামকে প্ররোচিত করতে ইবলিস যে কৌশল অবলম্বন করেছিল, তা সকলেই জ্ঞাত। এরপর থেকে হক আর বাতিলের দ্বন্দ্ব নিরলসভাবে চলমান। যুগে যুগে নবী-রাসুলগণের বিরুদ্ধে তাদের শত্রুরা নানা ধরণের চৈন্তিক এবং বুদ্ধিবৃত্তিক অস্ত্র ব্যবহার করেছে। ইসলামের আগমনের পর মুসলিমদের জিহাদে অবতীর্ণ হওয়ার আগে কাফিররা প্রথমে আঘাত হেনেছিল এই বুদ্ধিবৃত্তিক হাতিয়ার ব্যবহারের মাধ্যমেই। এরপর থেকে প্রতিটি যুগেই বাতিল গোষ্ঠী মুসলিমদেরকে ধোঁকা দেয়া এবং প্রবঞ্চিত করার জন্য এই পদ্ধতিগুলোকেই নতুন নতুন অবয়বে ব্যবহার করে আসছে। রক্তক্ষয়ী ক্রুসেড যুদ্ধের ইতিহাসের কথা সবারই জানা। যুগের পর যুগ মুসলিম সেনাদের অদম্য ইমানী শক্তির সামনে নাস্তানাবুদ হয়ে শেষে সমরাঙ্গনের লড়াই বাদ দিয়ে ভিন্ন পন্থায় মুসলিমদের আক্রমণের চিন্তা করে পশ্চিমা বিশ্ব। যারা শুরু থেকেই ইসলাম এবং মুসলিম জাতিকে টার্গেট করে এসেছে। মুসলিমদের অদম্য ইমানী শক্তি, সাহসিকতা এবং সমর দক্ষতার সাথে না পেরে তারা আশ্রয় নেয় নানা কূটচালের। মদ আর নারীর নেশায় মত্ত করে মুসলিমদের ইমানকে দুর্বল করার চেষ্টা করে। সবশেষে তারা সমরাঙ্গন ছেড়ে নেমে পড়ে বুদ্ধিবৃত্তিক ক্রুসেডে। মুসলিমদের দেহ ছেড়ে টার্গেট করে তাদের মস্তিষ্ক এবং মননে। এরপর আস্তে আস্তে করে ছড়াতে থাকে তাদের ষড়যন্ত্রের জাল। তাদের রেনেসাঁ, এনলাইটমেন্টের চাকচিক্যের ফাঁদে পড়ে একসময় প্রভাবিত হতে শুরু করে মুসলিম তরুণ সমাজ। জন্ম নেয় মুহাম্মাদ আলি, নামিক কামাল, কামাল আতাতুরকের মতো গাদ্দার। যারা পশ্চিমাদের মিশনকে করে তরান্বিত। তাদের সিঁড়ি বেয়ে পশ্চিমাদের আইডিওলজিক্যাল ওয়ার তথা বুদ্ধিবৃত্তিক যুদ্ধ এমনভাবে ছড়িয়ে পড়তে শুরু করে, যেভাবে আগুন ছড়াতে শুরু করে শুকনো খড়ের গাঁদায়। এর প্রেক্ষিতে যে ফলাফল দাঁড়িয়েছে, তা আজ সকলের সামনেই স্পষ্ট। আজকের মুসলিম তরুন সমাজ ব্যাপকভাবে পশ্চিমাদের তৈরী সেই বলয়ে বন্দী। তাদের ধর্ম পালন, ইসলামি চিন্তা-চেতনা লালন সেই পাশ্চাত্য সৃষ্ট ব্লককে ঘিরেই। ইসলামি ইতিহাস জানা এবং ইসলামি জ্ঞান আহরণে তাদের প্রথম পছন্দ হয়ে দাঁড়িয়েছে ওরিয়েন্টালিস্ট-অক্সিডেন্টালিস্টদের বইপত্র। যেগুলোর বাহ্যিক আবরণ মধুমাখা হলেও, এর পরতে পরতে ছড়ানো বিষাক্ত নিউরোটক্সিন। মুসলিমদের এই ব্যাপক পশ্চিমা প্রীতি তাদেরকে ধাবিত করছে পশ্চিমা সৃষ্ট ‘গুড মুসলিম’ প্রকল্পের দিকে। অপরদিকে সঠিক ইসলামি চিন্তা এবং মূল্যবোধ থেকে তারা ক্রমেই যাচ্ছে দূরে সরে। পশ্চিমাদের সৃষ্ট বিভিন্ন পরিভাষা এবং দৃষ্টিভঙ্গি তাদের মননে এমনভাবে গেঁথে গেছে যে, এর ভিত্তিতেই তারা ইসলামকে বিচার করতে থাকে। সবচেয়ে দুঃখের কথা হচ্ছে, এসব কিছুর ভিত্তিতেই তারা নিজেদেরকে ইসলাম সম্পর্কে বিদ্বান এবং স্কলার মনে করে ক্রমান্বয়ে বিভ্রান্তির জাল ছড়াতে শুরু করে। আজকাল এসব স্কলারদের অস্তিত্ব এবং দৌরাত্ম্য অহরহ চোখে পড়ছে। পশ্চিমাদের মনস্ত্বাত্বিক যুদ্ধের কাছে বশ মেনে যাওয়া, মরীচিকার মোহগ্রস্ত এই তরুণ সমাজকে সঠিক চিন্তাধারার দিকে আনয়নের জন্য প্রয়োজন ছিল এমন একটি রচনার, যেখানে পশ্চিমা থিংকট্যাঙ্কের এ সকল কূটচাল এবং চাকচিক্যময় বিভিন্ন টার্ম ও আইডিওলজির পোস্টমর্টেম তুলে ধরা হবে। বুদ্ধিবৃত্তিক দাসত্বের যে করালগ্রাসে যুবক সমাজ ক্রমেই ভেসে যাচ্ছে, সেই করাল স্রোতের কবল থেকে উদ্ধারের লাইফ জ্যাকেট বলা যায় তরুণ লেখক ইফতেখার সিফাত রচিত ‘হিউম্যান বিয়িং: শতাব্দীর বুদ্ধিবৃত্তিক দাসত্ব’ বইটিকে। বেপরোয়া তরুণ সমাজের সঠিক ইসলাম এবং সঠিক ইসলামের ধারক-বাহকগণের সম্পর্কে ভীরুতা বন্ধ করতে হলে প্রথমেই তাদের মগজধোলাই করে পশ্চিমা ব্রেইনওয়াশ থেকে মুক্ত করতে হবে। এই কার্যক্রমকে সফল করার জন্য আলোচ্য গ্রন্থটি হতে পারে একটি মোক্ষম অস্ত্র। লেখক ইফতেখার সিফাত এই বইয়ে আলোচনা করেছেন পশ্চিমা সভ্যতার ভেতর-বাহির নিয়ে। চমৎকারভাবে তুলে ধরেছেন তাদের আকিদা, বিশ্বাস, দর্শন, পরিভাষাগত জটিলতা, ইতিহাস এবং উৎসগুলোর বিবরণ। পশ্চিমা সভ্যতার বুনিয়াদি বিশ্বাস কেন ইসলামের সাথে সাংঘর্ষিক সে বিষয়ে দলিল পেশ করেছেন দীনে ইলমের উৎস ও বাস্তবতার নিরিখে। একইসাথে তিনি পশ্চিমা সভ্যতার ভিত হিউম্যান বিয়িং ও তার ইতিহাস থেকে জন্ম নেওয়া স্বাধীনতা, সমতা ও উন্নতির স্বরূপ এবং এ বিষয়ে ইসলামের দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন। দেখিয়েছেন এই সভ্যতার মানবিক হয়ে ওঠার পেছনের অসারতাগুলো। তিনি খুব সূক্ষ্ণভাবে পশ্চিমা সভ্যতার বেঁধে দেওয়া মানদণ্ডকে স্ট্যান্ডার্ড ধরে সব কিছুকে মূল্যায়ন করার; বিশেষত ইসলামের আহকাম ও বিধানকে মূল্যায়ন করার যে প্রবণতা তা চিহ্নিত করেছেন। খুব গভীর থেকে দেখিয়েছেন কীভাবে একটি মুসলিম-মানস পশ্চিমা সভ্যতা দ্বারা প্রতারিত হয় এবং আখেরে নিজের ঈমান আমল হারিয়ে বসে। পাশাপাশি হাজারো বাহ্যিক উন্নতির পরেও বিশ্বাস ও বিকৃতির ফলে একটি সভ্যতা কীভাবে মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায় সে দিক নিয়েও পেশ করেছেন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা। উপরিউক্ত আলোচনা থেকে বইটির গুরুত্ব এবং প্রয়োজনীয়তা অস্পষ্ট থাকার কথা নয়। অনলাইনে বইয়ের প্রচ্ছদ দেখেছি বেশ আগে। তবে প্রকাশনী বইটিকে মানসম্পন্ন এবং সর্বোপরি গ্রহণযোগ্য করে তোলার জন্য দীর্ঘ সময় ব্যয় করেছেন। বইয়ের বিষয়বস্তু নিয়ে ইফতেখার সিফাত ভাইয়ের জানাশোনা ঈর্ষনীয় পর্যায়ের। সম্পাদনা করেছেন মুহতারাম মুহাম্মাদ আফসারুদ্দীন। যিনি ইতোমধ্যেই ‘ইসলাম ও মুক্তচিন্তা’ বইটি দিয়ে সুনাম কুড়িয়েছেন। পাশাপাশি বইটির ভূয়সী প্রশংসা করেছেন পশ্চিমা বিশ্ব এবং প্রাচ্য ও পাশ্চাত্যবাদ নিয়ে গবেষণাকারী লেখক শামসুল আরেফীন শক্তি। আল্লাহ তায়ালা তাদের কলমে ও হায়াতে বরকত দান করুন। সর্বোপরি বইটির পেছনে রুচিশীল প্রকাশনী নাশাতের মেহনতের কথা না বললেই নয়। নাশাত শুরু থেকেই বিষয় বৈচিত্রময় বই প্রকাশ করে যাচ্ছে। আল্লাহ তায়ালা তাদের এ যাত্রাকে সফল এবং স্থায়ী করুন। সবশেষে পাঠকের প্রতি আবেদন থাকবে, মুসলিম উম্মাহর চৈন্তিক দৈন্য এবং জরাগ্রস্ততার এই ক্রান্তিলগ্নে বইটি সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয়। চিন্তার ঘুনেপোকায় আক্রান্ত হয়ে ক্রমে ক্রমে ক্ষয় হতে থাকা বিপথগামী যুবসমাজের জন্য বইটি হবে আলোর দিশারি। সর্বদিক থেকে পশ্চিমাদের খোল্লমখোল্লা আক্রমণের এ সময়ে আর চোখ বুঝে সয়ে থাকা নয়, সময়ে এসেছে সমুচিত কাউন্টার এটাকের। তাই পশ্চিমাদের বুদ্ধিবৃত্তিক যুদ্ধ এবং কলাকৌশল সম্পর্কে জানুন, সচেতন হোন, অন্যকে সচেতন করুন এবং হয়ে উঠুন উম্মাহর মুক্তির দিশারি। হয়ে উঠুন সেই পাঞ্জেরী, অপেক্ষা করতে হবে না যাকে রাত পোহাবার। এই আলোকময় যাত্রায় আপনাকে স্বাগত। বই : হিউম্যান বিয়িং : শতাব্দীর বুদ্ধিবৃত্তিক দাসত্ব লেখক : ইফতেখার সিফাত সম্পাদক : মুহাম্মাদ আফসারুদ্দীন প্রকাশনী : নাশাত পাবলিকেশন মূল্য : ২২০ টাকা প্রি অর্ডার মূল্য : ১৪৩ টাকা
Was this review helpful to you?
or
চিন্তার খোরাক যোগাবে বইটি। একটু মনোযোগ এর সাথে পড়ার অনুরোধ। আর চিন্তাপরাধ বইটিও পড়লে অনেক কিছু বুঝতে সহজ হবে।
Was this review helpful to you?
or
এক কথায় চমৎকার একটি বই। অত্যন্ত রেফারেন্সেটিভ। গবেষক পাঠকরা সবচাইতে বেশি স্বাদ পাবেন...। বর্তমান মুসলিম বিশ্বের উপর পশ্চিমা সভ্যতার আদর্শিক ও বুদ্ধিবৃত্তিক আগ্রাসনের রূপরেখা ফুটিয়ে তোলা হয়েছে বইটির পরতে পরতে... ইনশাআল্লাহ যা কিনা আমাদের যুগের এই সর্বশ্রেষ্ঠ ফিতনাহ থেকে রক্ষায় কিছুটা হলেও সহায়ক হবে...। আমার এই ছোট্ট কথাটি যদি আপনার চোখে পড়ে থাকে, অনুরোধ থাকছে, কোনরূপ চিন্তাভাবনা না করে এই মুহূর্তেই অর্ডার করে ফেলুন...।




