
User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
মার্কেটিং এর জন্য ভালো বই
Was this review helpful to you?
or
ভাল।আমার খুবই ভাল লেগেছে। অনেক কিছু শেখার আছে বইটি থেকে
Was this review helpful to you?
or
This book was very good. Very helpful for marketing work and entrepreneurship.
Was this review helpful to you?
or
Very Creative Book. I learned lots of creative things about marketing. Its very useful & those who read it will learn a lot.
Was this review helpful to you?
or
কি বলব বলার কিছুই নাই, সত্যি অসাধারণ একটা বই। বর্তমান বিশ্বজগৎ জুরে অনলাইন মার্কেটিং এ এমন বই পরা জ্ঞান অর্জন করার মত সুবর্ন সুযোগটা হয়ে উঠার জন্য আমি সত্যি অনেক খুশি।ধন্যবাদ স্যার এমন সসুন্দর একটা বই উপহার দিবার জন্য আজকের যুব সমাজ কে 💞✌️
Was this review helpful to you?
or
Good
Was this review helpful to you?
or
Medium
Was this review helpful to you?
or
Good
Was this review helpful to you?
or
মার্কেটিং আইডিয়া জানার জন্য বইটি পড়েছি। লেখক চেষ্টা করছেন মার্কেটিং আইডিয়া গুলোকে সামনে আনার জন্য যেন একটা আইডিয়া বাস্তবে রূপ ধারণ করার জন্য যে পথ গুলো বেছে নেয়া উচিত সেগুলা ভালোভাবে বিবেচনা করা হয়।
Was this review helpful to you?
or
Worth it
Was this review helpful to you?
or
মার্কেটিং আর ক্রিয়েটিভিটি একসূত্রে গাঁথা। এই বইতে এই দুটো দিক নিয়ে আলোচনা করা হয়েছে প্রথমত কিভাবে আপনি নতুন আইডিয়া খুজে পাবেন বা তৈরী করতে পারবেন। দ্বিতীয়ত কিভাবে আত্মবিশ্বাসের সাথে নতুন আইডিয়া প্রয়োগ করতে পারবেন।
Was this review helpful to you?
or
অসাধারণ একটি বই। বাংলাভাষায় এরকম একটি বই আরো আগে থাকার দরকার ছিল। যারা মার্কেটিং নিয়ে কাজ করেন তাদের জ্ঞানের পূর্ণতা দেবে এই গ্রন্থ। একটি একাডেমিক সাবজেক্ট অথচ খুব মজা করে লেখক বইটা লিখেছেন আবার প্রয়োজনীয় তথ্য দিতেও ভুল করেননি। খুব রিচ কনটেন্ট। মার্কেটার ও ব্যবসায়ীদের জন্য বিশেষ করে যারা কম খরচে বেশী প্রচার প্রসার চান? জাহাঙ্গীর আলম শোভন রচিত ক্রিয়েটিভ মার্কেটিং বইটি পড়ে আপনি জানতে পারবেন কিভাবে সফল ও কার্যকর সৃজনশীল বাজারজাতকরণ করা যায়। এই বইতে আরো রয়েছে, ডিজিটাল মার্কেটিং, অনলাইন মার্কেটিং, সোস্যাল মিডিয়া মার্কেটিং, গেরিলা মার্কেটিং, ইমোশনাল মার্কেটিং, এ্যাফিলিয়েটেড মার্কেটিং, ভাইরাল মার্কেটিং, রেফারেল মার্কেটিংসহ নানা নতুন মার্কেটিং আইডিয়া। সাথে থাকছে ছবি ও বিভিন্ন ধরনের মার্কেটিংএর সফল উদাহরণ।
Was this review helpful to you?
or
গল্পের মতো করে লেখা। তাই পড়তে মোটেও একঘেঁয়ে লাগে না। অনেক কিছু শেখার ও জানার আছে। যেসব বিষয় আলোচনা করা হয়েছে - সৃজনশীলতার নানাদিক, মার্কেটিং এর প্রাথমিক ধারণা, ডিজিটাল মার্কেটিং ও ফেসবুক মার্কেটিং আইডিয়া সেইসাথে ইমোশনাল মার্কেটিং, গেরিলা মার্কেটিং, ভাইরাল মার্কেটিং, দি বোস্টন কনসাল্টিং গ্রুপ এ্যপ্রোচ, বিজনেস কনটেন্ট, ননপ্যারালাল মার্কেটিং, গ্রোথ হ্যাকিং ইত্যাদি বিষয় নিয়ে ধারণা দেয়া হয়েছে। রয়েছে বিষয়ভিত্তিক ছবি, তথ্য ও বিশ্লেষণ।
Was this review helpful to you?
or
একটা নতুন স্টাইলের লেখা পড়লাম। শিক্ষামূলক বিষয় হলেও আড্ডার স্টাইলে লেখা। যে কেউ পড়ে মজা পাবেন। বইটি নবীন, একক, ক্ষুদ্র ও মাঝারী উদ্যেক্তাদের কাজে লাগবে। কাজে লাগবে যারা সেলস মার্কেটিং, বিজনেস ডেভলপমেন্ট ইত্যাদি সেক্টরে কাজ করেন, বিজ্ঞাপনী সংস্থার কর্মীদের কথাতো বলাই বাহুল্য। এছাড়া রয়েছে প্রয়োজনীয় সংখ্যক ছবি, সংশ্লিষ্ট গ্রাফিক্স ও টেবিল এবং সবশেষে অনুশীলন চার্ট।
Was this review helpful to you?
or
বিজনেস ডেভলপমেন্ট এর জন্য খুব দরকারী বই। বইটি সকল বয়সের মানুষের জন্য উপকারী। বইতে যেসব বিষয়গুলো আলোচনা করা হয়েছে ক্রিয়েটিভ আইডিয়া, বিজনেস কনটেন্ট, ক্রিয়েটিভির পরিচয় ও উন্নয়ন, ক্রিয়েটিভ মার্কেটিং প্রসেস, ডিজিটাল মার্কেটিং, ইমোশনাল মার্কেটিং, গ্রোথ হ্যাকস, গেরিলা মার্কেটিং, নন-প্যারালাল মার্কেটিং, ওয়ার্ডস অব মাউথ, ভাইরাল মার্কেটিং, রেফারেল মার্কেটিং, এ্যাফিলিয়েটেড মার্কেটিং, ফোন এন্ড ভয়েস মার্কেটিং, নেগেটিভ মার্কেটিং, গুজব থেকে মার্কেটিং, ক্রিয়েটিভি ইন বিজনেস, ব্রান্ডিং এন্ড প্রমোশন, একজন ক্রিয়েটিভ মার্কেটারের গুনাবলী, ফেসবুকে ক্রিয়েটিভিটি, কিছু ব্যতিক্রম আইডিয়া, এডভান্স মার্কেটিং আইডিয়ার ব্যাখ্যা, বোস্টন কনসাল্টিং গ্রুপ এ্যাপ্রোচ, প্রোটোটাইপ, প্রচলিত মার্কেটিং উপাদানে সৃজনশীলতার প্রয়োগ, ভিডিও-অডিও-ডিজাইন বিভিন্ন ক্ষেত্র ক্রিয়েটিভির প্রয়োগসহ নানা বিষয় যা চাকুরীরত এবং চাকরি করবেন অথবা নিজের ব্যবসা করতে চাচ্ছেন সবার জন্যই উপকারী এবং দিক নির্দেশনা দেয়ার মতো একটি বই।
Was this review helpful to you?
or
যারা অন্যের আইডিয়া কপি করতে পছন্দ করে। এই বই পড়লে তাদের চিন্তাধারা বদলে যাবে। যে প্রশ্নগুলোর উত্তর মিলবে এই বইতে? ১. মার্কেটিং এর ক্ষেত্রে সৃজনশীলতার গুরুত্ব কতটুকু? ২. কিভাবে নিজেদের সৃজনশীলতা ও সৃজনশীল আইডিয়া উন্নত করব? ৩. ব্যবসায়ের কোন কোন পর্যায়ে ক্রিয়েটিভির প্রয়োগ করা যায়? ৪. একজন ক্রিয়েটিভ মার্কেটারের যোগ্যতা ও গুনাবলী কি কি? ৫. ডিজিটাল ফরম্যাটে কিভাবে ক্রিয়েটিভ মার্কেটিং প্রয়োগ করা যায়? ৬. প্রচলিত বাজারজাতকরণে কিভাবে সৃজনশীলতার ব্যবহার করা যায়? ৭. নতুন মার্কেটিং কনসেপ্ট যেমন এ্যাফিলিয়েটেড মার্কেটিং, গ্রোথ হ্যাকস, ইমোশনাল মার্কেটিং, সোস্যাল মিডিয়া মার্কেটিং, রেফারেল মার্কেটিং এসব ধারণার ব্যাখ্যা, কৌশল ও ফলাফল কি?
Was this review helpful to you?
or
ক্রিয়েটিভ মার্কেটিং এ শেখার মতো আসলেই অনেক ক্রিয়েটিভ জিনিস রয়েছে, ধন্যবাদ লেখক কে এই টাইপের ইউনিক বই লেখার জন্য।
Was this review helpful to you?
or
সত্যিই, অসাধারণ একটা বই।অনেক অনেক ধন্যবাদ জাহাঙ্গীর আলম শোভন ভাই। এমন আরো ভালো ভালো বই পাব অপেক্ষায় থাকলাম।
Was this review helpful to you?
or
good
Was this review helpful to you?
or
মার্কেটিং এ ক্রিয়েটিভিটির অনেক প্রয়োজন। ক্রিয়েটিভির অনেক দিক আলোচনা করা হয়েছে বইটিতে। আশা করি অনেক পাঠক এখান থেকে ভালো কিছু অভিজ্ঞতা অর্জন করতে পারবেন।
Was this review helpful to you?
or
সত্যিই অসাধারণ!!!
Was this review helpful to you?
or
বইটির মূল কথা হলো গতানুগতিক মার্কেটিংকে কিভাবে ক্রিয়েটিভ মার্কেটিং এ পরিণত করবেন। প্রথম ৩৯ পৃষ্ঠায় সাধারণ মার্কেটিং নলেজ। যা হয়তো মার্কেটিং নিয়ে যারা লেখাপড়া করেছেন তাদের কাজে লাগবেনা। কিন্তু পরের ১০০ পৃষ্ঠায় ক্রিয়েটিভ মার্কেটিং এর অনেক দিক আলোচনা করা হয়েছে। বলতে গেলে শেষের অধ্যায়গুলো ক্রিয়েটিভ মার্কেটিং এর বিভিন্ন দিক উঠে এসেছে। ডিজিটাল মার্কেটিং থেকে শুরু করে ভিজিটিং কার্ড পর্যন্ত। এখানে ক্রিয়েটিভ আইডিয়াগুলো উদাহরণের মাধ্যমে তুলে ধরা হয়েছে। বিশেষ করে কিছু অগ্রসর চিন্তার ময়নাতদন্ত পড়লে। ই-ভ্যালীর মতো কোম্পানীগুলো কিভাবে অতিরিক্ত ছাড়ে পণ্য বিক্রি করে তার একটা হালকা আইডিয়া পেতে পারেন।
Was this review helpful to you?
or
জীবনে কাজে অকাজে অনেক টাকা নষ্ট করেছি। কিন্তু বই কিনেও যে টাকা নষ্ট হবে এটা আগে ভাবি নি। ফেসবুক থেকে রিভিউ নিয়ে জীবনে আর কোন বই কিনব না। বইটার নাম ক্রিয়েটিভ মার্কেটিং, কিন্তু ক্রিয়েটিভের C ও এই বইতে নেই। প্রতিটা জিনিস লেখক এমন ভাবে ব্যাখ্যা করেছে যে- এই জিনিসটা কাকে বলে, এটা কত প্রকার ও কি কি। বইটা পড়ে মনে হল কারো বই থেকে কপি করা আর না হয় ইন্টারনেট থেকে কপি-পেস্ট করে বাংলায় অনুবাদ করে চালিয়ে দিয়েছে। লেখক কে উদ্দেশ্য করে এটাই বলব, মানুষের টাকা এভাবে নষ্ট কইরেন না।
Was this review helpful to you?
or
ক্রিয়েটিভ আইডিয়া গুলো যথেষ্ট ভালো




