User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
অনেক ভালো একটা বই।মাস্টরিড
Was this review helpful to you?
or
Valo
Was this review helpful to you?
or
বইটির গ্রহণযোগ্যতা বাড়ানোর জন্য লেখক এত রেফারেন্স দিয়েছেন যা আমার কাছে খুব পছন্দ হয়েছে। এত সুন্দর বই এত কিছু জানার ও বুঝার আছে। আগামী ফিতনা থেকে দূরে থাকার জন্য যা যা প্রয়োজন তাই ফুটিয়ে তুলেছেন। যদিও আমাদের দেশের অবস্থান এ মুক্তির উপায় গুলো পালন করা একরকম কঠিন বটে। সবাইকে পড়ার অনুরোধ রইল। লেখকের জন্য জাজাকাল্লাহ খায়ের।
Was this review helpful to you?
or
great writter
Was this review helpful to you?
or
সবাইকে পড়ার জন্য অনুরোধ করছি
Was this review helpful to you?
or
ভালো বই অনেক
Was this review helpful to you?
or
অসাধারণ একটি বই। অবশ্য পাঠ্য।
Was this review helpful to you?
or
নিস্তব্ধ রজনী। চারিদিকে পিনপতন নীরবতা বিরাজ করছে। ঘোর অন্ধকার, অমানিশার অদৃশ্য হাতছানি। বিরামবিহীন ঝিঁঝিঁ পোকা তার অবস্থান জানান দিয়ে যাচ্ছে। বিভীষিকা ছেয়ে আছে সর্বত্র। কাটাতার বেষ্টিত জনপদে খানিক দুরত্ব বজায় রেখে বিশাল বিশাল গর্তের অতল গহব্বর থেকে বিকট আওয়াজ ভেসে আসছে বাতাসে, আবার মিইয়ে যাচ্ছে হাওয়ায়। ভাবুন তো! আপনিই সে পরিস্থিতির শিকার বান্দা। আর আপনাকে তাড়া করছে কোন হিংস্র জানোয়ার। এবং আপনি তাড়া খেয়ে কখনো অন্ধকারে হোচট খেয়ে এদিক সেদিক ছিটকে পড়ছেন আবার আপনার মনে ভয় কাজ করছে বিশাল গর্তে পড়ে যাওয়ার আশংকায়। দিকভ্রান্ত হয়ে নিঃশ্ব একাকার পথিকের ভুমিকায় আপনি। হ্যাঁ, সময়টা এখন চিত্রিত এসব দৃশ্যে। উসামা বিন জাইদ রা. থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুলুল্লাহ সা. মদিনার উঁচু একটি জায়গায় তাশরিফ রাখলেন তারপর তিনি বললেন, আমি যা দেখি তোমরা কি তা দেখতে পাচ্ছ? উপস্থিত সবাই বলল, না। তিনি বললেন, আমি সেসব ফিতনা অবলোকন করতে পারছি, যা তোমাদের ঘরগুলোর মাঝে বৃষ্টি বর্ষণের ন্যায় পতিত হতে থাকবে। [মুত্তাফাকুন আলাইহি ১৮৭৮:২৮৮৫] আশরাতুস সাআহ তথা এগুলো কিয়ামতের আলামত। এই ফিতনা থেকে আমরা নিস্কৃতি পাবো ইনশাআল্লাহ গাজওয়ায়ে হিন্দে বিজয়ের মাধ্যমে। আল্লাহ আমাদেরকে যাবতীয় ফিতনা থেকে হেফাজত করুন। এবং সর্বাস্থায় ইমানের হালতে দিনাতিপাত করার তাওফিক দিন। আমিন।
Was this review helpful to you?
or
নিস্তব্ধ রজনী। চারিদিকে পিনপতন নীরবতা বিরাজ করছে। ঘোর অন্ধকার, অমানিশার অদৃশ্য হাতছানি। বিরামবিহীন ঝিঁঝিঁ পোকা তার অবস্থান জানান দিয়ে যাচ্ছে। বিভীষিকা ছেয়ে আছে সর্বত্র। কাটাতার বেষ্টিত জনপদে খানিক দুরত্ব বজায় রেখে বিশাল বিশাল গর্তের অতল গহব্বর থেকে বিকট আওয়াজ ভেসে আসছে বাতাসে, আবার মিইয়ে যাচ্ছে হাওয়ায়। ভাবুন তো! আপনিই সে পরিস্থিতির শিকার বান্দা। হ্যাঁ, সময়টা এখন চিত্রিত এসব দৃশ্যে। উসামা বিন জাইদ রা. থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুলুল্লাহ সা. মদিনার উঁচু একটি জায়গায় তাশরিফ রাখলেন তারপর তিনি বললেন, আমি যা দেখি তোমরা কি তা দেখতে পাচ্ছ? উপস্থিত সবাই বলল, না। তিনি বললেন, আমি সেসব ফিতনা অবলোকন করতে পারছি, যা তোমাদের ঘরগুলোর মাঝে বৃষ্টি বর্ষণের ন্যায় পতিত হতে থাকবে। [মুত্তাফাকুন আলাইহি ১৮৭৮:২৮] আল্লাহ আমাদেরকে যাবতীয় ফিতনা থেকে হেফাজত করুন। এবং সর্বাস্থায় ইমান নিয়ে দিনাতিপাত করার তাওফিক দিন। আমিন।
Was this review helpful to you?
or
অসাধারন একটি বই।
Was this review helpful to you?
or
গুরুত্বপূর্ণ বইটি প্রি অর্ডার করে রেখেছি।
Was this review helpful to you?
or
বর্তমান সময় উপযোগী দারুন একটি বই,সবার পাঠলিষ্টে থাকা আবশ্যক।