
User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
বিয়ে সংসার জীবন শুধুই রাতের সম্পর্কের নাম নয়।বরং একটা মানুষের জীবনের অন্তত তিন ভাগের দুই ভাগের নাম। ধরেন,একটা মানুষ ৭৫ বছর হায়াত পেয়েছে। সে বিয়ে করেছে ২৫ বছর বয়সে। তার মানে সে তার জীবনের তিন ভাগের দুই ভাগ সময়ই সংসার জীবনে কাটাচ্ছে। বিবাহ-উৎসব নামে দুই তিন দিনের আয়োজনের জন্য মানুষ যতটা প্রস্তুতি নেয়,এর পরের বিশ ত্রিশ বছর জীবনের জন্য তার সিকিভাগ প্রস্তুতিও নেয় না। ভাবেই না এটার জন্য যে প্রস্তুতির ব্যাপার স্যাপার আছে। সে মনে করছে, বিয়ে করলাম ব্যস হয়ে গেলো। অথচ বিয়ের জন্য তাকে ছেলে হওয়া শিখতে হবে। ভাই হওয়া শিখতে হবে। বাবা হওয়া শিখতে হবে। বন্ধু হওয়া শিখতে হবে। বডিগার্ড হওয়া শিখতে হবে। ম্যাচিউর হতে হবে। এমন না যে বিয়ে করলেই শুধু জামাই আদর পাওয়া যায়। বিয়ে করলে উঠতে বসতে দায়িত্বশীলতার পরিচয়ও দিতে হয়। মেয়েদের বেলায়ও সেইম। সংসার করতে হলে সংসার নিয়ে ভাবনা থাকতে হয়। সংসার ভাবনা বইটি চমৎকার। সেই কবে একুশে বইমেলায় সন্দীপন প্রকাশন থেকে সংগ্রহে এসেছিলো। এখনও পড়া হতো না।পড়া হয়েছে কারণ "টার্গেট-২৬" এ এই সব বই জায়গা পাবে না। 🖋️ জহির বিন আইয়ুব ২০/১২/২০২৫ শনিবার
Was this review helpful to you?
or
onk vlo বই টি।।।sami সংসার সম্পর্ক এর বিভিন্ন দিক নিয়ে notun pov peyesi।।।I m so happy And krittoggo for the writer।।it help us to broaden our pov to husband and songser।।।r naribadi bish o onk clear hoise ai boi।theke।।ai Nari badi concept e sami সংসার এর main sotru।।, Again great ful।।। such a clear দিক নির্দেশনা।।।




