
User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
অরণ্যের আদিম গাম্ভীর্য আর লবুটলিয়া-বইহারের নির্জন প্রান্তরে প্রকৃতির যে অতিপ্রাকৃত রূপ বিভূতিভূষণ এঁকেছেন, তা বাংলা সাহিত্যে বিরল। জীবিকার প্রয়োজনে অরণ্য শাসন করতে আসা এক মানুষের ধীরে ধীরে অরণ্যের কাছেই আত্মসমর্পণ করার এক নস্টালজিক দলিল এই উপন্যাস। রাজু পাঁড়ে কিংবা ভানুমতির মতো প্রান্তিক মানুষগুলোর সরল জীবনদর্শন প্রতিটি পাতায় চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া হয়েছে। মহাকালের আবর্তে অরণ্যের নিস্তব্ধ হাহাকার মনের মধ্যে এমন এক চিরস্থায়ী ছাপ রেখে যাবে যা একজীবনে ভুলে যাওয়া দুষ্কর!
Was this review helpful to you?
or
সব পড়তে পারি নাই। তবে যতটুকু পড়েছি ভাল লেগেছে
Was this review helpful to you?
or
#বইয়ের_শহরে_রকমারির_উৎসব #বিভূতির_জন্মদিনে_বুক রিভিউ 🔹নামকরণের সার্থকতাঃ বইটির নামকরণ মোটামুটি সার্থক বলা চলে। কেননা এখানে বন, অরণ্য সম্পর্কে বলা হয়েছে। অরণ্য থেকে লেখক নামটি নিয়েছেন আরণ্যক। তাই বলা চলে নামটি সার্থক। 🔹কাহিনী সংক্ষেপঃ লেখক নিজে এখানে তার ৩ বছরের বন জীবনের কথা তুলে ধরেছেন। লেখক মূলত চাকরিসূত্রে বনে গেলেও প্রথম প্রথম তিনি বেশ উদাস ছিলেন বনের প্রতি। সেখানকার প্রায় সবাই স্থানীয় নৃগোষ্ঠী হলেও শুধুমাত্র লেখক ও মুহুরী ছিলেন বাঙ্গালী। তারা খুব গল্প করতেন। গল্পের একপর্যায়ে মুহুরী বলেছিলেন, " কিছুদিন বনে থেকে যাও, দেখবে বন তোমাকে পেয়ে বসেছে। " পরবর্তীতে লেখকের সাথে বনে ঘটা বিভিন্ন বিচ্ছিন্ন ঘটনার কথা তুলে ধরা হয়েছে পুরো গল্পটিতে। 🔹পাঠ প্রতিক্রিয়াঃ আসলে লেখক যখন বন ছেড়ে চলে আসছিলেন তখন তার খুব খারাপ লাগছিল। সেই সাথে আমাকেও মনে হচ্ছে লেখক কেন বন ছেড়ে চলে আসছেন।( মনে হচ্ছিল লেখককে বলি, সারাজীবন বনে থেকে যান। তাহলে হয়ত আমরা হয়ত বিশাল সাহিত্য পেয়ে যেতাম এই কথাসাহিত্যিকের থেকে। ) 🔹লিখনশৈলীঃ বিভূতিভূষণ বন্দোপাধ্যয়ের লিখনশৈলী দুর্দান্ত। তার বই পড়ে যে কেউ তার ভক্ত হতে বাধ্য। আমার মতে যে পাঠক তার বই পড়বে তার মনে বিভূতিভূষণ এর জন্য এক আলাদা স্থান থেকে যাবে। 🔹সম্পাদনাঃ সম্পাদনা বেশ ভালো হয়েছে। খুব কমই বানান ভুল হয়েছে। তবুও বেশির ভাগ শব্দ যেহেতু সেসময়কার কথ্য ভাষায় লেখা তাই বানান ভুল ধরা বেশ কঠিন। 🔹প্রোডাকশনঃ সূর্যোদয়ের অন্যান্য বইয়ের মতো এর প্রোডাকশনও টপ নচ। বরাবরের মতো প্রচ্ছদ ছিল আকর্ষণীয়। বইয়ের প্লটের সাথে প্রচ্ছদের মিল ছিল বেশ। রেটিংঃ ৫/৫ বইঃ আরণ্যক লেখকঃ বিভূতিভূষণ বন্দোপাধ্যয় জনরাঃ চিরায়ত উপন্যাস প্রকাশনীঃ সূর্যোদয় প্রকাশনী প্রথম প্রকাশঃ অক্টোবর-২০২১ মুদ্রিত মূল্যঃ ২৫০ টাকা
Was this review helpful to you?
or
ঝকঝকে কাগজে ছাপা, পড়তে অসাধারণ লাগলো।




