
User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
যদি আপনি আপনার মূল্যবান সম্পদ হারিয়ে ফেলেন এবং কোনোভাবে আবার তা ফিরে পান, তখন যে অনুভূতি জাগ্রত হয়, তা লিখে বা বলে বোঝানো সম্ভব নয়। আরও সহজ করে বললে—ধরুন, আপনার প্রিয়জন আপনাকে এক হাজার টাকার একটি নোট দিলেন। কিছু সময় পর সেটি হারিয়ে ফেললেন। এরপর অনেক খোঁজাখুঁজির পর কিংবা কেউ কুড়িয়ে এনে দিলে—সে মুহূর্তে যে ভালো লাগা কাজ করবে, তা কোনো কিছুর বিনিময়ে পাওয়া সম্ভব নয়। রাসূল ﷺ আমাদের জন্য এমন কিছু সুন্নাহ রেখে গেছেন, যেগুলো খুব সহজ এবং মুক্তোর চেয়েও দামী। কিন্তু সময়ের ব্যবধানে কিংবা অজ্ঞতার কারণে আমরা অনেক সুন্নাহ হারিয়ে ফেলেছি। সেই হারিয়ে যাওয়া সুন্নাহগুলোকে সংকলিত করে লেখক শিহাব আহমেদ তুহিন রচনা করেছেন “হারিয়ে যাওয়া মুক্তো” বইটি। . মূলত এখানে ইমাম নববী (রাহি.)-এর হাদিসুল আরবাইন এবং উস্তাদ আলী হাম্মুদার Daily Revivals সিরিজ অবলম্বনে ৪১টি অধ্যায়ের আদলে বইটি লিপিবদ্ধ করা হয়েছে। প্রতিটি অধ্যায়ের শুরুতে রয়েছে বাস্তবধর্মী বর্ণনা, এরপর হাদিস, এবং সর্বশেষে হাদিসগুলো আমাদের জীবনে প্রয়োগ করার প্রতি উৎসাহ প্রদান করা হয়েছে। . কোন বই পড়ব, কোনটি ভালো লাগবে? এ ধরনের সিদ্ধান্তহীনতায় ভুগছিলাম। কয়েকজনের পরামর্শ নিলাম; অতঃপর এই বইটিই বেছে নিয়ে পড়া শুরু করলাম। প্রথম ভূমিকাতেই বইটি আমাকে আকৃষ্ট করেছে। যত পড়তে থাকলাম, ততই ভালো লাগা কাজ করেছে। বইটি প্রকৃত অর্থেই এক মুক্তোমালা। . ইবনে উসাইমিন (রাহি.) বলেন— "যদি কারো সামনে কোনো সুন্নাহ জীবিত করার সুযোগ আসে, তবে সে যেন তা করে। কিয়ামত পর্যন্ত যতজন সেই সুন্নাহর ওপর আমল করবে, সে তার জন্য সওয়াব পেতে থাকবে।"(শরহু রিয়াদুস সালেহীন, ৪/২১৫) এই পোস্টটি যারা পড়েছেন, সবাইকে অনুরোধ করব—বইটি সংগ্রহ করুন, পড়ুন এবং অন্যদেরও সংগ্রহ করার জন্য উৎসাহ দিন। রাসূল ﷺ–এর সুন্নাহকে উজ্জীবিত করুন। ভালো মানুষ হওয়ার পথে এই একটি বই-ই অসাধারণ ভূমিকা রাখতে পারে। . . বই: হারিয়ে যাওয়া মুক্তো লেখক: শিহাব আহমেদ তুহিন সম্পাদনা: ড. আবু বকর মুহাম্মদ জাকারিয়া পৃষ্ঠা সংখ্যা: ১৬০ মুদ্রিত মূল্য: ২৪০ টাকা প্রকাশনায়: সন্দীপন প্রকাশন




