User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
ভালো বই। বইয়ের নির্দেশনাগুলো সত্যিই ভাবায়। পড়ার মতো একটা বই।
Was this review helpful to you?
or
💔💔
Was this review helpful to you?
or
অসাধারণ বই। আমার মতে প্রতিটা যুবকেরই পড়া উচিৎ। বর্তমান ফেতনা থেকে বাচার জন্য খুব সুন্দর একটা গাইডলাইন। অনুবাদক সহিহ হাদিস, কুরানের আয়াত এবং অন্যান্য সবকিছু সুন্দরভাবেই টীকা দিয়ে দিয়েছেন
Was this review helpful to you?
or
mustread book
Was this review helpful to you?
or
অনেক সুন্দর একটা বই।
Was this review helpful to you?
or
আলহামদুলিল্লাহ বইটি হাতে পেলাম খুবই সুন্দর একটি বই।
Was this review helpful to you?
or
excellent book
Was this review helpful to you?
or
আলহামদুলিল্লাহ হাতে পেলাম
Was this review helpful to you?
or
প্রতিটি যুবক-যুবতির জন্য মুফিদ একটি কিতাব। বইটি একবার পড়ে রেখে দেয়ার মতো নয়, সবসময় কাছে রাখলে এবং প্রতিদিন কিছু কিছু অংশ পড়া হলে অনেক অনেক উপকার হবে ইনশাআল্লাহ।
Was this review helpful to you?
or
boita khuboi vlo..sbr pora uchit
Was this review helpful to you?
or
অসাধারণ বই
Was this review helpful to you?
or
অসাধরণ একটি বই। প্রতিটি যুবক-যুবতি ও তরুণ-তরুণীর এই বইটি পড়া উচিত।
Was this review helpful to you?
or
আত্মশুদ্ধি এর জন্য ভালো একটি বই,
Was this review helpful to you?
or
এ বইটি প্রত্যেক মানুষের পড়া উচিত বলে মনে করি । This is really a life changing book.
Was this review helpful to you?
or
Gd product
Was this review helpful to you?
or
আলহামদুলিল্লাহ খুবই উপকারি বই যুবকদের জন্য।
Was this review helpful to you?
or
ভালো
Was this review helpful to you?
or
মাশাআল্লাহ! তরুণ-যুবাদের জন্য অতি-প্রয়োজনীয় একটি বই। আল্লাহ্ সুবহানাহু ওয়া তায়ালা ইরশাদ করেন, "সেই সফল হলো, যে নিজেকে পরিশুদ্ধ করলো।" (সুরাতুল আ' লা) অন্যত্র ইরশাদ হয়েছে, আখেরাতে কেবল সে ব্যক্তিই মুক্তি পাবে, যে আল্লাহর কাছে উপস্থিত হবে কলবে সালিম অর্থাৎ সুস্থ ও পরিশুদ্ধ মন নিয়ে। (সুরাতুশ শু'আরা, ৮৯) সুস্থ ও পরিশুদ্ধ অন্তর গঠনের মোক্ষম কাল যেমন যৌবন তেমনি কলুষিত হবার ঝুঁকিও সবচে বেশি এই সময়। যৌবনে অন্তরকে কলুষমুক্ত ও সুস্থ-সুন্দর রাখার এক মাস্টারপিস গাইডবুক এটি...
Was this review helpful to you?
or
অনেক আগ্রহ নিয়ে বইটি সংগ্রহ করার অপেক্ষায় আছি।বইটির অনুবাদক এবং প্রকাশকের ওয়ালে বইটির অল্প কিছু লেখা পড়ার সৌভাগ্য হয়েছে,পড়ার পর থেকেই বইটি সংগ্রহ করার জন্যে মুখিয়ে আছি। শায়খ জুলফিকার আহমাদ নকশবন্দি হাফিজাহুল্লাহ'র দরদমাখা কথামালা মৃত অন্তরেও প্রাণের সঞ্চার করে। আল্লাহ চাইলে বইটি সংগ্রহ করবো।
Was this review helpful to you?
or
very effective book.this book really change my mind and life.
Was this review helpful to you?
or
অসাধারণ একটা বই। আল্লাহ সবাইকে যৌবনের সময় পাপ থেকে মুক্ত রাখুক। আমিন।
Was this review helpful to you?
or
good fo youth❤❤❤❤❤
Was this review helpful to you?
or
অসাধারণ এক বই
Was this review helpful to you?
or
জীবনের প্রথম অ্যাকাডেমিক এর বাইরের বই পছন্দ হয়েছে। কোনোদিন কোনো বই এইরকম ভালো লাগে নি। কিন্তু এই বইটা দেখার পরে অর্ডার করেছিলাম। আলহামদুলিল্লাহ হাতে পেয়েছি। কিছু পৃষ্ঠা পড়েছি। এক কথায় অসাধারণ, অমায়িক একটা বই। যুবক যুবতি দের জন্য আলোর পথ দেখানোর মতো একটা বই। এই বই পড়ে অন্যরকম একটা ফিল পাওয়া যায়🙂🙂। সাধ্য থাকলে প্রত্যেক যুক যুবতি কে এই বই উপহার দিতাম। আর রকমারি কে ও অসংখ্য ধন্যবাদ এইরকম একটা বই উপহার দেওয়ার জন্য।❤️❤️❤️
Was this review helpful to you?
or
অনেক ভালো বই, অনেক বাজে অভ্যেস ত্যাগের উপায় আছে। এই বই পড়ে শেষ করে জীবনে একটা হলেও উপকার পাবেন।
Was this review helpful to you?
or
অত্যন্ত ভালো বই। প্রিন্ট ভালো। অনুবাদ ভালো। সব দিক দিয়ে বই টি উওম। যৌবনের পূঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করা। আমি বইটিকে ১১/ ১০ দিবো।
Was this review helpful to you?
or
অসাধারণ একটি বই
Was this review helpful to you?
or
আলহামদুলিল্লাহ, দুই দিনের মধ্যেই হাতে পেলাম বইটি। অনেক উপকারী বই এটি। হাজার টা বন্ধুর চেয়েও উপকারী💖💖
Was this review helpful to you?
or
অসাধারণ একটি বই
Was this review helpful to you?
or
মাশাআল্লাহ, অনেক সুন্দর বই, উস্তাদে বইগুলোর লেখাই অন্য রকম, জাযাকাল্লাহ খাইরান
Was this review helpful to you?
or
দামের সাথে কোয়ালিটি একদম বাজে
Was this review helpful to you?
or
প্রতিটি তরুণ-তরুণীর পড়া উচিৎ
Was this review helpful to you?
or
. #রকমারি_ইসলামি_বই_বুক_রিভিউ_প্রতিযোগিতা . পার্থিব জীবনের অমূল্য সম্পদ হলো যৌবনকাল। বর্ণিল শৈশব আর দুরন্ত কৈশোর পেরিয়ে জীবনের ঘাটে নামে যৌবনের বসন্ত। এ সময়ে প্রত্যেকের উচিত নিজেকে পবিত্র, পরিশুদ্ধ ও সংযমী রাখা। কারণ কিয়ামতের মাঠে যৌবনের হিসাব দিতেই হবে। প্রযুক্তির ছোঁয়ায় জনজীবন দিনকে দিন যেমন সহজ ও উপভোগ্য হয়ে উঠছে, তদ্রূপ নতুন নতুন ফিতনারও জন্ম দিচ্ছে। মোবাইল, টিভি, ডিশ ও ইন্টারনেটের প্রভাবে বিস্তৃত হচ্ছে নগ্নতা ও নির্লজ্জতার পথ। বর্তমানে পত্র-পত্রিকা, ম্যাগাজিন ও বিলবোর্ড থেকে শুরু করে সর্বত্র অশালীন বিজ্ঞাপনে সয়লাব। নারী-পুরুষ সহশিক্ষা, একত্রে চাকরি করা এবং যৌথভাবে বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করা এখন প্রায় সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। কিন্তু আফসোস, এ সময় খুব দ্রুত ফুরিয়ে যাবে। বার্ধক্যে শরীরের হাড়গুলো কঙ্কালে পরিণত হবে, কোমর ঝুঁকে যাবে, দাঁতগুলো পড়া শুরু করবে এবং শ্রবণ ও দৃষ্টিশক্তি ক্ষীণ হয়ে আসবে। তাই আমাদের উচিত প্রবৃত্তির তাড়না, শয়তানের কুমন্ত্রণা এবং সকল অবৈধ কামনা-বাসনার বলয় থেকে মুক্ত থাকা। মূলত যুবক-যুবতিদের উদ্দেশ্যে এই সূক্ষ্ম বার্তাটুকু পৌঁছে দেওয়ার জন্যই লেখা হয়েছে ‘এখন যৌবন যার’ বইটি। যেখানে শায়খ যুলফিকার আহমাদ নকশবন্দী রাহিমাহুল্লাহ মানুষের ভেতরকার অন্ধকারাচ্ছন্নতাকে ঐশী আলোক বিভায় উজ্জ্বল করার প্রয়াস চালিয়েছেন। ◈ পাঠ প্রতিক্রিয়া ও পর্যালোচনা : খালেদ হাসান খান আরাফাতের আঁকা প্রচ্ছদে মলাটবদ্ধ বইটি মোট ১০ টি অধ্যায়ে সজ্জিত। বর্ণনার শুরুতে উঠে এসেছে লজ্জা ও শালীনতার গুরুত্ব। ঈমানের গুরুত্বপূর্ণ শাখা এবং চারিত্রিক বৈশিষ্ট্যের একটি সুন্দরতম গুণ হচ্ছে লজ্জাশীলতা। এ গুণের কল্যাণে কথা ও কাজে ফুটে ওঠে সৌন্দর্য। আর শালীনতার কারণে মানুষের মধ্যে সৃষ্টি হয় বিনয়ী, নৈতিকতা ও মূল্যবোধ। তাই লেখক এ গুণ দুটি নিয়ে প্রথমেই আলোকপাত করেছেন। বইটিতে ধাপে ধাপে তুলে ধরা হয়েছে লজ্জাহীনতা, কুদৃষ্টি, অশ্লীলতা, পর্দাহীনতা, ব্যভিচার, সমকামিতা ও বাদ্যযন্ত্রের কুপ্রভাব। বর্ণিত হয়েছে এগুলোর ধর্মীয়, সামাজিক ও আত্মিক কুফল এবং শাস্তি ও প্রতিকার। কুদৃষ্টি হলো সকল অশ্লীলতার মূল। যার কারণে অন্তরে কামনা-বাসনার আগুন দাউদাউ করে জ্বলতে থাকে। যা তিল তিল করে মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়। ফলে, মন-মস্তিষ্ক হয়ে যায় বিক্ষিপ্ত, চোখ থাকে ঘুমশূন্য এবং ভালো-মন্দ পার্থক্য করার জ্ঞান ও বিবেক-বুদ্ধি লোপ পায়। কুদৃষ্টির ক্ষতির পরিধি খুব বেশি থাকায় লেখক এ বিষয়ে স্বতন্ত্র অধ্যায়ে বিশদ আলোচনা করেছেন। পর্দা হলো লজ্জা ও শালীনতার সর্বোচ্চ স্তর। কিন্তু পাশ্চাত্য সভ্যতার প্রভাবে আজকাল অনেক নারী মনে করে পর্দা করা নিষ্প্রয়োজন। কিন্তু নারীদের বেপর্দায় চলা ও স্বীয় সৌন্দর্য প্রদর্শন করা ইসলামে নিষিদ্ধ। তাই লেখক পর্দার গুরুত্ব, প্রয়োজনীয়তা ও শরয়ী পর্দার স্তরসমূহ তুলে ধরে ভীষণ উপকারী কাজ করেছেন। বইটিতে নারী-পুরুষের স্বভাবপ্রকৃতি দারুণভাবে বিশ্লেষণ করা হয়েছে। নারীরা পুরুষের ব্যক্তিত্ব ও সৌন্দর্যে সহজেই আকৃষ্ট হয়ে পড়ে। আর একজন পুরুষের সবচেয়ে বড় দুর্বলতাই হলো নারী। যেকোনো বয়েসি নারীকেই তার ভালো লাগে। তাদের চেহারা, চরিত্র এমনকি জীবনযাপনও পুরুষের কল্পনায় জীবন্ত হয়ে ওঠে। তাই লেখক নারীদের পরামর্শ দিয়েছেন পুরুষের মিষ্টি কথা ও ভুবন ভুলানো হাসিতে না গলতে। আর পুরুষদের বলা হয়েছে পরনারীর সাথে কথা বলা, দেখা করা ইত্যাদি সব ধরনের যোগাযোগ বন্ধ রাখতে। মোটকথা, নারীরা পর্দার সহিত বাইরে বের হবে, আর পুরুষেরা নিজ দৃষ্টিকে নত রাখবে। এটাই ইসলামি শিক্ষা। লেখক যথার্থই উপলব্ধি করতে পেরেছেন এই প্রজন্মের যুবকদের মনস্তত্ত্ব। মনোবাঞ্ছা পূরণ করতে না পেরে বহু যুবকই এখন সমকামিতা ও স্বমেহনে লিপ্ত। আর এসব কারণে তাদের চেহারার উজ্জ্বলতা ম্লান হয়ে যায়, সবসময় মন থাকে অস্থির ও স্বভাব থাকে রুক্ষ, চোখে কালি পড়ে, গাল বসে যায়, রক্তশূন্যতা দেখা দেয় এবং স্মরণশক্তি ও দেহের ওজন কমে যায়। ফলে যুবকেরা যৌবনেই আক্রান্ত হয়ে যায় ‘মনভোলা’ রোগে। এজন্য লেখক যুবকদেরকে দ্রুত বিবাহ করতে উদ্বুদ্ধ করেছেন। এই বইয়ের সব থেকে ভালো ও গুরুত্বপূর্ণ দিক হলো, ব্যভিচারের উপকরণ, প্রকার ও কুফলসমূহ একদম বিশদভাবে আলোচনা করা হয়েছে। বাস্তবতা ও পরিস্থিতির তীব্রতা বোঝাতে কয়েকটি ঘটনার দৃষ্টান্ত উল্লেখ করা হয়েছে। সেইসাথে এই গর্হিত কাজ থেকে বিরত থাকার উপায়ও বাতলে দেওয়া হয়েছে। ব্যভিচারে লিপ্ত হওয়ার ফলে শরীরে বাসা বাঁধে দুরারোগ্য ব্যাধি, রিজিকে কমে যায় বরকত এবং জীবন ও জীবিকায় নেমে আসে দুর্দশার ঢল। সেজন্য ব্যভিচারের শাস্তির ব্যাপারে পাঠককে অত্যন্ত স্পষ্ট ভাষায় সতর্ক করা হয়েছে। বইটিতে সংগীতের কুপ্রভাব সম্পর্কেও কিছু কথা উঠে এসেছে। গানের মধ্যে মুক্ত ছন্দ ও স্বাধীন ভাষা ব্যবহার করা হয়; যা শ্রোতাদের হৃদয় স্পর্শ করে যায়। বিশেষকরে যন্ত্রণাদগ্ধ, নিঃসঙ্গ ও অস্থিরচিত্ত ব্যক্তির মনে প্রবল ঝর বইয়ে দেয়। ফলে, মানুষ সহজেই দ্বীনবিমুখ হয়ে পড়ে। বইয়ের শেষাংশে যৌন তাড়না নিয়ন্ত্রণের কৌশলগুলো তুলে ধরে লেখক নিঃসন্দেহে প্রশংসনীয় কাজ করেছেন। স্মরণ করিয়ে দিয়েছেন আল্লাহর রহমত থেকে নিরাশ না হয়ে তওবা করার কথা। পাঠকদের সুবিধার্থে তিনি তওবা করার নিয়ম ও শর্তগুলোও উল্লেখ করেছেন। যেন অব্যর্থ প্রেসক্রিপশন নিয়ে হাজির হয়েছেন শব্দ আর তুলিতে। কোনো বই যদি পূর্বের রুচিবোধ, মানসিকতা ও প্রচলিত দৃষ্টিভঙ্গি পালটে দিয়ে পাঠককে ভিন্নভাবে প্রভাবিত করতে পারে, তবেই তা সার্থক। সেদিক থেকে আমি বলবো ‘এখন যৌবন যার’ বইটিও যথেষ্ট প্রভাব বিস্তারকারী। বইটি পড়লে মনে হবে, লেখকের চিন্তায় ও লেখায় বর্তমান প্রেক্ষাপট ও বাস্তবতা হুবহু ফুটে উঠেছে। ◈ কেন পড়বেন এই বই: বাস্তবতা হচ্ছে, এই প্রজন্মের যুবকদের জিহ্বা আল্লাহর জিকিরে রত থাকলেও চোখ থাকে পরনারীতে আসক্ত। আল্লাহর প্রকাশ্য বান্দা নির্জনে হয়ে যায় শয়তানের দাস। যুক্তিতে অন্ধবিশ্বাসী যুবক-যুবতীরা ধীরে ধীরে হারিয়ে ফেলছে নিজেদের আত্মমর্যাদাবোধ ও নিয়ন্ত্রণ ক্ষমতা। যৌবনকালে ঘটা নানাবিধ সমস্যা ও তার সমাধান নিয়ে দারুণ আলোচনা উঠে এসেছে ‘এখন যৌবন যার’ বইটিতে। চলমান জাহেলিয়াত নিয়ে লেখকের চিন্তাধারা পাঠককে অভিভূত করবে নিশ্চিত। আমি স্বয়ং নিজেও বইটা পড়তে গিয়ে অবাক হয়েছি বারবার। ছোট ছোট ভুলগুলো কতটা গুরুতর ছিল, সে চিন্তাই গ্রাস করে রাখে আমাকে। প্রতিটি টপিকেই তুলে ধরা হয়েছে যথার্থ ব্যাখ্যা। উপকারী বিষয় হচ্ছে, কোনো রাখঢাক না রেখে, একদম খোলামেলা আলোচনা উঠে এসেছে বইটিতে। বর্ণনার প্রসঙ্গে কিছু শিক্ষণীয় ঘটনা, কয়েকটি মর্মস্পর্শী কবিতার লাইন ও সালাফদের রত্নতুল্য বাণী চয়ন করা হয়েছে। যা বইয়ের নামের ষোলকলা পূর্ণ করে। এককথায়, বইটা যুবক-যুবতীদের উদ্দেশ্য করে লেখা হলেও সবার জন্যই অবশ্যপাঠ্য। ◈ সারকথা : ৩৬৮ পৃষ্ঠার এ বইটি দারুণ সুখপাঠ্য। লেখার ভাব ও ভাষাও সহজ। এমন স্বাদু ও ঝরঝরে অনুবাদের জন্য অনুবাদকের প্রতি রইলো বিশেষ কৃতজ্ঞতা। ফন্ট সাইজ ও লাইন স্পেস, পৃষ্ঠা সজ্জা ও প্রোডাকশন কোয়ালিটি ভালোই ছিল। বুক শেলফের জন্য যোগ্য বই প্রকাশে উমেদ প্রকাশ বরাবরই অনন্য। বইটিতে আমি হাতেগোনা দুয়েকটি বানান ভুল ও সামান্য পরিমাণ টাইপিং মিসটেক পেয়েছি। সম্পাদনার কিছু ত্রুটিও লক্ষ্য করেছি। হাদিসের মান চিহ্নিত করা থাকলেও, কয়েকটি হাদিসের রেফারেন্স দেওয়া হয়নি। এছাড়া বইটা একবাক্যে অতুলনীয় ও অসাধারণ। লেখকের কথা যে কতটা অন্তর্ভেদী, পড়া শেষ করার পরেও মাথায় ঘুরপাক খেতে থাকে। এমন বই পড়াই তো পাঠকের কাম্য! যৌবন শেষে মানুষের শরীর স্পর্শ করে বার্ধক্য। ফিকে হয়ে আসে দীপ্ত চেহারার লাবণ্য। ঘনকালো কেশ ছেয়ে যায় শুভ্র মেঘে। দেহ ঘরে আশ্রয় নেয় নানাপ্রকার রোগ-শোক। তাই জীবনের সেরা সময়টাকে নববী আদর্শে গড়ে তুলতে চাইলে পড়ে ফেলুন ‘এখন যৌবন যার’ বইটি। . . মোহাম্মদ সানাউল্লাহ ০৪ অক্টোবর, ২০২৩ . . ◈ একপলকে বইটি⸺ বইয়ের নাম : এখন যৌবন যার লেখকের নাম : শায়খ যুলফিকার আহমাদ নকশবন্দী রহিমাহুল্লাহ অনুবাদকের নাম : আবু মিদফা সাইফুল ইসলাম প্রকাশনা স্বত্ব : উমেদ প্রকাশ কভারের ধরণ : হার্ড কভার পৃষ্ঠা সংখ্যা : ৩৬৮ মুদ্রিত মূল্য : ৪০৭ টাকা। .
Was this review helpful to you?
or
প্রত্যেক মুসলমানের এই বইটা পড় উচিত।বিশেষ করে মেয়েদের।অনেক উপকারে আসবে তাদের।
Was this review helpful to you?
or
রাসুলুল্লাহ ﷺ বলেছেন, হাশরের ময়দানে মানুষকে পাঁচটি বিষয়ে প্রশ্ন করা হবে, তার মধ্যে একটি হলো- ‘যৌবনকাল কিভাবে কাটিয়েছে?’ খুবই গুরুত্বপূর্ণ একটি সময় যৌবনকাল। যৌবনকাল আল্লাহর ইবাদতে নিমগ্ন থাকার সময়। কিন্তু বর্তমান বিশ্বের ফিতনার বেড়াজালে আটকে পড়ছে যুবসমাজ।সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বাস্তবজীবনের প্রতিটি আনাচে কানাচে ফিতনায় জর্জরিত যুবক-যুবতীরা।তারা চাইলেও যেন এই ফিতনা থেকে বেরিয়ে আসতে পারছে না। মনে রাখতে হবে যৌবনকাল মানুষের জন্য এক নেয়ামত ও সুযোগ। এ নেয়ামত ও সুযোগের যথাযথ ব্যবহার করা জরুরি। যৌবনে নিজেদের চরিত্রকে কলুষিত করে গোমরাহীতে নিমজ্জিত হওয়া থেকে বিরত থাকার বিকল্প নেই। “এখন যৌবন যার”বইটিতে লেখক তুলে ধরেছেন কঠিন এই ফিতনার দুনিয়া থেকে আলোর পথে গমনের পাথেয়।একজন যুবক-যুবতী কি করে মুক্তির পথ খুঁজে পাবে ফিতনার এই দুনিয়া থেকে তারই আলোকপাত হয়েছে বইটিতে। বইটি ভালো লাগার বিষয় হচ্ছে এর বৃহৎ কলেবর এবং বিষয়বস্তু। বইটি থাকুক প্রতিটি যুবক-যুবতীর হাতে।বইটি পৌঁছে যাক প্রত্যেক পথভ্রষ্ট মানুষের কাছে।
Was this review helpful to you?
or
আমার মনে হয় 'এখন যৌবন যার' বইটি সবার পড়া প্রয়োজন। এ সম্পর্কে আমি ইউটিউবে জানতে পারি। অনেক আগ্রহে বইটি কিনে ফেলি, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর। আপনারা ও বইটি পড়ে দেখতে পারেন।
Was this review helpful to you?
or
স্বভাবতই একজন যুবকের যৌন তাড়না সর্বোচ্চ শিখরে থাকে এই যৌবনেই। একই সাথে যৌনতার সহজলোভ্যতাসহ পারিপার্শ্বিক সবকিছুই যেন উন্মাদনাকে বাড়িয়ে দেয়। অবাধ যৌনতায় বুদ হয়ে থাকা যুবসমাজ খাহেশাত পূরণ করতে গিয়ে হারিয়ে ফেলে তার গায়রাত। হারিয়ে যাওয়া এই গায়রাতকে ফিরিয়ে আনতে এবং রবের সামনে রুজু হয়ে নফস ও শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করতে 'এখন যৌবন যার' বইটি একটি অনবদ্য অস্ত্র। আল্লাহ তায়ালার নিকট শুকরিয়া যে তিনি এই বইয়ের সান্নিধ্য পাওয়ার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ।
Was this review helpful to you?
or
আমার মনে হয় বইটি সবার পড়া উচিত। সাধ্য থাকলে ধরে ধরে মানুষের কাছে বইটি বিলি করতাম।
Was this review helpful to you?
or
আমাদের যাদের ছেলেমেয়ে টিনেজে ঢুকতেছে, আমরা একটা পরিবর্তন দেখতে পাই ভালো করে। যে কোনো সময় একটা পদস্খলন এর সম্ভাবনা এই সময়েই সবচেয়ে বেশি। টিনেজ বলতে ১১/১২ বছর থেকে শুরু। এরপর বিয়ের আগ পর্যন্ত। আবার বিয়ের পরেও। সময়টা অস্থির। অনেক ছেলেমেয়ে এই সময়ের মধ্যে ইসলামে আসে। অনেকে ইসলাম থেকে ছিটকে পড়ে। কেউবা আসে কিন্তু অটল থাকতে পারে না। এই বয়সের ছেলেমেয়ে বা তরুণ তরুণী আর তাদের মাবাবা দের জন্য এক অনন্য সুন্দর গাইড "এখন যৌবন যার"। মাস্টারপিস। আমার পড়া হয়তো দ্বিতীয় সেরা বই। প্রতিটা লাইন দামী। মূল্যবান। আর আবু মিদফা চমৎকার অনুবাদ করেছে। এটা বলতেই হয়। পড়তে মজা। ও হ্যাঁ, বইটইতেও পাবেন। আলহামদুলিল্লাহ। । (রিভিউ: সালেহ রেজা।
Was this review helpful to you?
or
বিয়ের আগে এই বইটি সবার পড়া উচিত। এবং যারা বিবাহিত তারাও করলে উপকৃত হতে পারবেন আশা করি।
Was this review helpful to you?
or
যৌবনের তাড়নায় মন যা চাইবে তা করলে চলবেনা।আল্লাহ সুবহানাল্লাহ ওয়া তা'য়ালা কিন্তু এই যৌবন কালেরই হিসাব টা নিবেন। তাই যৌবনকালটা হোক আল্লাহর সন্তুষ্টির জন্য। যৌবনকালের জন্য বইটি অধিক গুরুত্বপূর্ণ।