User login

Sing In with your email

Email Address
Password
Forgot Password?

Not Account Yet? Create Your Free Account

Send

Recipients:
Message:

Share to your friends

Copy link:

    Our Price:

    Regular Price:

    Shipping:Tk. 50

    • Size:
    • Color:
    QTY:

    প্রিয় ,

    সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
    মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?

    Please Login to Continue!

    Our User Product Reviews

    Share your query and ideas with us!

    Customer Reviews

      By Abir Razz

      21 Dec 2025 12:47 AM

      Was this review helpful to you?

      or

      Alhamdulillah

      By Tahsin Abdullah

      15 Sep 2025 02:42 PM

      Was this review helpful to you?

      or

      সেরা

      By Md Humaun Kabir

      18 Dec 2023 01:57 PM

      Was this review helpful to you?

      or

      Best in rare

      By habib

      05 Dec 2023 03:42 PM

      Was this review helpful to you?

      or

      #আড্ডাখানায়_রকমারি #রিভিউ_২০২৩ আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ নাহমাদুহু ওয়ানুসল্লি আ'লা রাসুলিহীল কারীম। আম্মা বা'আদ। ইতিহাস যুদ্ধ মনে রাখে কিন্তু রক্ত মনে রাখে না। আর যুদ্ধ মনে রাখে সময়ের কালিতে শব্দের সংযোজনে শিল্পীর ছোয়া দিয়ে "বীরকে, অপরাজেয়কে"। যুদ্ধ কেবলই সাহস আর শারিরীক শক্তির মধ্য দিয়েই জয়ীর হাতের নিয়ন্ত্রণে চলে আসে না, যুদ্ধ থাকে নিরপেক্ষ। তবে যে বুদ্ধির সাথে হিকমত, সাহসের সাথে শক্তিকে এক করে কৌশলগত পন্থা অবলম্বন করে তার পক্ষই হয়ে যায় যুদ্ধের মুলনীতি। জ্বী! যুদ্ধের বিপরীতে শান্তিকামী একটা জাতির উপর যখন দুর্বিষহ অত্যাচার চলতে থাকে, তখন সে জাতি তার হৃদয়ের সমস্ত দরদকে শক্তিতে রুপান্তর করতে পারে। আর সেই জাতির অন্যতম বীর যাকে ইতিহাস স্মরণ করে রেখেছে " অপরাজেয় সেনাপতি খালিদ ইবনুল ওয়ালিদ রাঃ" সম্ভোধনে। যিনি বজ্রধ্বনিতে শত্রুবাহিনীর বুকে কম্পন তৈরি করতেন, যিনি থামতে জানতেন না, শাহাদাতের তামান্নাকে বাস্তবায়ন করতে বাতাসের গতিতে ছুটতেন! তবুও মহান রবের অনুগ্রহে তিনি সমস্ত যুদ্ধে জয় ছিনিয়ে আনতেন। আজ এই সফল অনুপ্রেরণার, অনুকরণের ব্যাক্তির সম্পর্কেই হোক আলোচনা। ---------বই সম্পর্কেঃ-------- বইয়ের নাম: খালিদ ইবনুল ওয়ালিদ রাঃ লেখক: ড. আলি মুহাম্মদ সাল্লাবি অনুবাদ ও সংকলনে:- ইলিয়াস মশহুদ সম্পাদক:- আবুল কালাম আজাদ প্রকাশনী:- কালান্তর প্রকাশনী পৃষ্ঠা:- ২৫৫ টি প্রচ্ছদ মূল্য:- ৪০০ টাকা প্রাপ্তিস্থান:- রকমারি, কালান্তর প্রকাশনী সহ দেশের অন্যান্য বুকশপে বইটি পাওয়া যাবে। ------লেখক ও সংকলক সম্পর্কে ---- বইটির মুল লেখক ড. আলি মুহাম্মদ সাল্লাবি একাধারে একজন ফকিহ, রাজনীতিক ও পৃথিবী বিখ্যাত ইতিহাসবিদ। ১৯৬৩ সালে লিবিয়ার বেনগাজিতে জন্মগ্রহণ করেন। প্রাথমিক ও উচ্চমাধ্যমিক পড়াশোনা বেনগাজিতেই সম্পন্ন করেন। যৌবনের প্রারম্ভে গাদ্দাফির প্রহসনের শিকার হয়ে তিনি আট বছর কারাজীবন পার করেন। এরপর সৌদি আরব চলে যান উচ্চ শিক্ষার জন্য। ১৯৯৯ সালে ডক্টরেট ডিগ্রি লাভ করেন সুদানের উম্মু দুরমান বিশ্ববিদ্যালয় থেকে। ইসলামের ইতিহাস সহ নানা বিষয়ে বিশ্লেষণধর্মী তাত্বিক গ্রন্থ রচনা করে দুনিয়াজোড়া খ্যাতি লাভ করেন এই প্রথিতযশা আলেমে দ্বীন। তার সাহাবীগনের (রা:) উপর রচিত বইগুলো থেকে ৯০% লেখা এবং বাকিটা নিজে থেকে লিখে সাহাবী সিরিজের অন্যতম এই গ্রন্থটিকে পূর্ণতা দেন সংকলক ইলিয়াস মশহুদ। ---- বিস্তারিত বইয়ের আলোচনা ও পর্যালোচনা ----- ইতিহাসের একজন অপরাজেয় মুসলিম সেনাপতি হিসেবে আমরা কেবল খালিদ ইবনুল ওয়ালিদ রাঃ কে জানি। তবে তার সম্পর্কে বিস্তারিত জানার সুযোগ বাংলা ভাষাভাষীদের অত্যান্ত কম হয়েছে, কারণ তার পূর্ণাঙ্গ জীবনীগ্রন্থ বাংলা ভাষায় নেই বললেই চলে। এই চিন্তাকে মাথায় রেখেই রচিত হয়েছে আলোচ্য বইটি। বইটিতে ইতিহাসের অন্যতম এই বীর খালিদ ইবনুল ওয়ালিদ রাঃ এর ইসলাম পূর্ব জীবন থেকে শুরু করে ইসলামবর্তী জীবনের সমস্ত ঘটনাই স্থান পেয়েছে। আলোচনা যাতে এক চেটিয়া না হয়ে যায় সে কারণে আলোচনার পরতে পরতে নানা তথ্যের ভিত্তিতে হয়েছে বিশ্লেষণ। আলোচনা এতটাই প্রাসঙ্গিক ভাবে ও সরল ভাবে তুলে ধরা হয়েছে যেন পাঠক নিজের জীবনকে আয়নায় রেখে বিচার করতে পারে! বইটিতে মোট ১২ টি অধ্যায় এবং ৯২ টি উপ-অধ্যায়ে আলোচনা হয়েছে। প্রতিটি অধ্যায়ে সাবলিল বর্ণনার ধারাবাহিকতা বজায় রাখা হয়েছে। প্রথম দুই অধ্যায়ের কিছু আলোচনা থেকে পর্যালোচনা করা হলো ইনশাআল্লাহ। ----------প্রথম ও দ্বিতীয় অধ্যায়ঃ---------- প্রথম ও দ্বিতীয় অধ্যায়ে আলোচিত হয়েছে খালিদ ইবনুল ওয়ালিদের সংক্্ষীপ্ত পরিচয়, ইসলামপূর্ব যুগে তার ভূমিকা তার ইসলামগ্রহণ, তার নেতৃত্বগ্রহণ, রনাঙ্গনে সেনাপতির দায়িত্ব গ্রহণ, নববি শিক্ষায় নেতৃত্ব, সাইফুল্লাহ উপাধী লাভ সহ মক্কাবিজয়ের প্রাক্কালে তার ভূমিকা। খালিদ ইবনুল ওয়ালিদ রাঃ এর পরিচয় এবং তার বংশসম্পর্কে আলোচনার অংশে তার পারিবারিক মর্যাদা ও স্বভাব বিষয়ে তথ্যগুলো ছিলো বিস্ময়কর। এই তথ্যগুলো যখন আমি পড়ছিলাম, তখন আসলে একজন বীরের বীরত্বের গঠনে পারিবারিক ভাবে সাপোর্ট কেমন হওয়া প্রয়োজন তার ব্যাপারে ধারণা পাচ্ছিলাম। পারিবারিক ভাবে ভালো অবস্থানে থাকার জন্য তাকে অর্থনৈতিক ভাবে কোনো চিন্তায় থাকতে হয়নি। সে সব সময় তিনি ছিলেন রনকৌশলের চর্চায়। নানা যুদ্ধে তিনি কাদেরদের সহযোগীতা করেন। এক পর্যায়ে সেই কাঙ্খিত সময় আসে, তিনি ইসলাম গ্রহণ করেন। হৃদয়স্পর্শী অনুপ্রেরণায় সেই কাহিনী পাঠককে অনেক কিছুই শেখাবে। আর তাই রাসুল সাঃ বলেন "খালিদের মতো বিচক্ষণ ব্যক্তি ইসলাম সম্পর্কে অনবগত থাকতে পারে না। কতই-না ভালো হতো, যদি সে তার সামর্থ্য ইসলাম ও মুসলিমদের কল্যাণে ব্যবহার করত, আমরাও তাকে অন্যদের তুলনায় এগিয়ে রাখতাম।" রাসুল সাঃ এর মনস্তাত্ত্বিক দক্ষতার প্রভাব ঠিকই তাকে প্রভাবিত করে। দ্বিতীয় অধ্যায়ে আমরা দেখি মুল আলোচনায় যাওয়ার পূর্বে সেই আলোচনাকে বুঝার জন্য আনুষঙ্গিক আলোচনা যুক্ত করা হয়েছে। মুতার যুদ্ধের সংক্্ষীপ্ত বিবরনের পরে খালিদ ইবনুল ওয়ালিদের নেতৃত্বগ্রহণের আলোচনা হয়। এখানে একটা নতুন ভাবে তাকে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে। তিনি যুদ্ধের জন্য পুর্বপরিকল্পনা গ্রহণ করেন। তার যুদ্ধনীতিগুলো ছিলো সর্বযুগের জন্য অনুকরণীয়। যেমন:- "পরিকল্পনা বাস্তবায়নে শত্রুপক্ষকে এই বিভ্রান্তিতে ফেলতে হবে যে, আমাদের কাছে এখনো রিজার্ভ বাহিনী প্রস্তুত আছে, যাতে বিভ্রান্ত শত্রুপক্ষের আক্রমণ কিছুটা হালকা হয়ে আসে এবং সুযোগ বুঝে মুসলিমরা যুদ্ধের ময়দান থেকে নিজেদের গুটিয়ে নিতে পারেন।" খালিদ ইবনুল ওয়ালিদ রাঃ এর এই পরিকল্পনাকে যদি আমরা পর্যালোচনা করি তাহলে বর্তমান সময়ের আমাদের যে কোনো কাজেই এটাকে অনুসরণ করতে পারবো৷ কারণ এই রনকৌশলের তত্বটা কিছুটা এমন " প্রতিপক্ষকে বিভ্রান্তিতে ফেলো"। আপনি যখন আপনার কোনো কাজে সফল হতে চান, তখন আপনার প্রতিপক্ষদের বিভ্রান্তিতে ফেলতে হলে আপনাকে তাদের সম্পর্কে আগে জানতে হবে। এরপর আপনি সেই তথ্য বা ডেটাগুলো এনালাইসিস করে কৌশলে তাদেরকে বিভ্রান্তিতে ফেলতে পারবেন এবং খুব সহজে আপনার কাজটা সফলভাবে করতে পারবেন। তবে হ্যাঁ! এখানে কিন্তু এই কৌশলের আমানতের ব্যাপারেও সতর্ক থাকতে হবে। কোনো ভাবেই এই তত্বকে কাজে লাগিয়ে অন্যের হক্ব নষ্ট করা যাবে না। এছাড়াও আলোচিত হয়েছে নেতৃত্ব গ্রহণ ও দানে ইসলামের সুন্দর ব্যবস্থা। খালিদ ইবনুল ওয়ালিদ রাঃ ইতিহাসের এমন এক অধ্যায় যাকে অস্বীকার করার মতো কোনো উপায়ই নেই। তিনি এমন এক ব্যাক্তিত্ব আল্লাহর রহমতে অর্জন করেছিলেন যে, তার নাম শুনলেই মনের ভেতর একটা তেজ জেগে ওঠে। বইটির পর্যালোচনা করলে নতুন একটি বই ই লেখা যাবে! জ্বী! কথাটি সত্য। এতটাই তথ্যবহুল এবং শিক্ষনীয় যে তার প্রয়োগ আমাদের জন্য এক নতুন কিছু উপহার দিবে৷ বইটি পড়ে ব্যাপক ভাবে জানতে পেরেছি ইসলামের প্রথম খলিফা আবু বকরের (রা:) শাসনামলে খালিদ ইবনুল ওয়ালিদের জিহাদি অভিযান, ইরতিদাদি ফিতনা দমন, ভণ্ড নবিদের মোকাবিলায় তাঁর জিহাদি অভিযান, সাজাহ, বনু তামিম এবং মালিক ইবনু নুবায়রার হত্যাকাণ্ড। এছাড়া উম্মু তামিমের সঙ্গে খালিদের বিয়ে, ওমান ও বাহরাইনবাসীর ইরতিদাদ, মুসায়লিমাতুল কাজ্জাবকে কীভাবে দমন করা হয়েছিল, তা- ও। মুজ্জাআর প্রতারণা, মুজ্জাআর মেয়ের সঙ্গে খালিদের বিয়ে নিয়েও আলোচনা করা হয়েছে। এ ছাড়া আবু বকরের সঙ্গে পত্রযোগাযোগ, ইরাক অভিযানে পাঠানো এবং আবু বকরের পরিকল্পনা, হজপালন, শামের দিকে তাঁকে রওনার নির্দেশ এবং মুসান্নার হাতে ইরাকের নেতৃত্বভার অর্পণ সহ আরও অনেক কিছু। তবে শেষে উমর রাঃ এর সাথে তার সম্পর্ক, তার শাসকের প্রতি আনুগত্যতা এবং তার মৃত্যুতে উমর রাঃ এর শোক! প্রতিটিই দুর্দান্ত এক জীবনকে তুলে ধরে। –----পাঠ প্রতিক্রিয়া—- বইটি আমি উপহার পেয়েছিলাম বইপোকাদের আড্ডাখানা গ্রুপ থেকে সিরাহ প্রতিযোগিতায় প্রথম হওয়ার সৌভাগ্য থেকে। গোছালো ও সাজানো উপস্থাপনার সাথে ঘটনার ধারাবাহিকতা বজায় থাকায় খুব ভালোভাবে পড়তে সুবিধা হয়েছে। পাঠ সংক্্ষেপণ দ্বারা অধ্যায়কে রি-রিড করা সহজ হয়েছে। বইটির পৃষ্ঠার কোয়ালিটি এবং তথ্যের উৎসের উপস্থিতি বইকে আরও বেগবান করেছে। আমি অযথা প্রশংসা করছি না, একটি স্ট্যান্ডার্ড পাঠ ইতিহাসের বই যেমন উপাদানের দ্বারা ফুটে উঠে, এই বইটিতে তার প্রতিটিই রয়েছে। বইটি পড়ে আমি ভীষণ ভাবে সন্তুষ্ট। ----বইটির বিশেষ বৈশিষ্ট্য এবং কেন পাঠকের পড়া উচিৎ --- বইটি শুধুমাত্র মুসলিম পাঠকদের পাঠযোগ্যই নয় বরং সবাই বইটি পাঠ করতে পারে এমন ভাবেই রচিত। এছাড়া কিছু মৌলিক বৈশিষ্ট্য বইটিকে অন্যান্য করেছে। এর মধ্যে কিছু হলো:- ১) যে সময়ের আলোচনা করা হয়েছে, সেই সময়কে সর্বোচ্চ ভালোভাবে বুঝতে তার পরিবেশ এবং পারিপার্শ্বিক বিভিন্ন উপাদানের সমন্বয়সাধণ। ২)প্রতিটি আলোচনা শেষে আলোচনা সারাংশ এবং সেই আলোচনাকে খুব প্রাসঙ্গিক ভাবে আমাদের জীবনের আয়নায় তুলে ধরা। ৩)যে বিষয়ে আলোচনা হয়েছে, তাকে অপুর্ণ রাখা হয়নি। ৪) প্রখ্যাত এই সাহাবী সম্পর্কে সর্বাধিক তথ্যবহুল আলোচনা। ---প্রচ্ছদ, বানান, ব্যাকরণগতদিক, নামের যথার্থতাঃ---- বইটির প্রচ্ছদে গভীর কোনো জাকজমকপুর্ণ চিত্রের পরিবর্তে সাধারণ একটি চিত্র দেখা যায়। চিত্রে তৎকালীন সময়ের একটি স্থিরচিত্রের পর্যালোচনা সভ্যতার বিনির্মানের দিকে ইশারা করে একই ভাবে রনকৌশলের দিকেও! আমার কাছে মনে হয়েছে (ভিন্টেজ তত্ব অনুযায়ী) প্রচ্ছদ একটি গভীর বার্তা দিচ্ছে।এ বিষয়গুলো অনুসরণে আমি মনে করি, বইটির প্রধান বিষয়ের সাথে প্রচ্ছদের ব্যবহার যথাযথ হয়েছে। তবে কাভার জ্যাকেট ভালো লাগেনি। এখানে কোয়ালিটির সর্বোচ্চ ব্যবহার উচিৎ ছিলো। বইটিতে খুব একটা বানান ভুল চোখে পড়েনি।একটি বইকে সহজ ভাবে উপস্থাপনের জন্য বাক্যের প্রতি ব্যাকরণগত ভাবে যতটা দৃষ্টি রাখা যায়, তার ব্যাপারে সর্বোচ্চ নজর রাখা হয়েছে এই বইতে। তবুও ক্রিয়াপদের ব্যবহারে ৪৯, ১৬৩, ১৮৭, ২২০ নম্বর পৃষ্ঠায় কিছু ত্রুটি লক্ষণীয়। নামের দিক দিয়ে স্ট্রাটেজিটা দারুন লাগছে। কারণ খালিদ ইবনুল ওয়ালিদ রাঃ মোটামুটি সকল মুসলমান সহ আগ্রহী সহল পাঠকদের কাছে পরিচিত। তবে এই মহান বীরকে জানার মতো পূর্ণাঙ্গ বই এটাই প্রথম বাংলা ভাষায় প্রকাশ পেয়েছে। সুতরাং পাঠক যেন খুব সহজে বই সম্পর্কে জানতে পারে তারই সফল চেষ্টা। এছাড়া বইটি খালিদ ইবনুল ওয়ালিদ রাঃ এর সম্পর্কে সমস্ত বিষয় যথেষ্ট সফলতার সাথে বর্ণনা করেছে, তাই আমার মতে বইটির নামকরণ যথাযথ হয়েছে। ব্যাক্তিগর রেটিংঃ ৪.৫/৫ ( মুল কন্টেন্ট ১/১, লেখনশৈলী ও উপস্থাপনার ধারাবাহিকতা ১/১, উপযুক্ত তথ্যের ব্যবহার ১/১, ব্যাক্তিগত সন্তুষ্টি ১/১, প্রোডাকশন ও অন্যান্য ০.৫/১) সর্বশেষ আমি লেখক, প্রকাশক, অনুবাদক সহ বইয়ের সাথে সম্পর্কিত সবার জন্য অন্তরের অন্ত:স্থল থেকে দোয়া করি। বইটি যারা পড়েননি, আশা করি তারা পড়ে খালিদ ইবনুল ওয়ালিদ রাঃ এর দীপ্তময় জীবনে দারুন এক ভ্রমণ করবেন।নিশ্চয়তা দিচ্ছি, বইটি আপনার বাস্তব জীবনে দারুন এক পরিবর্তন আনবে ইনশাআল্লাহ।

      By Shihab Uddin

      28 Nov 2023 01:01 AM

      Was this review helpful to you?

      or

      পৃথিবীর ইতিহাসে সর্বকালের সর্বশ্রেষ্ঠ সমরনায়ক মহাবীর খালিদ ইবনুল ওয়ালিদ রা. এর জীবনীগ্রন্থ

      By Abu Muhammad

      20 Nov 2023 03:14 AM

      Was this review helpful to you?

      or

      ইতিহাস সেরা সমরনায়ক, আল্লাহর ইচ্ছায় যিনি প্রতিটা যুদ্ধে জয়লাভ করেছেন। যেই ময়দানেই নেমেছেন, সেখানেই রাজ করেছেন। যাকে আল্লাহর রাসুল ﷺ সাইফুল্লাহ উপাধি দিয়েছেন। ইসলামের এই মহান বীরপুরুষের জীবনী পাঠ করে তাঁদের পদাঙ্ক অনুকরণ ও অনুসরণের মধ্যেই রয়েছে উম্মাহের বিদ্যমান সংকট থেকে মুক্তি। আল্লাহ সহজ করুন। আমিন

      By Md. Juwel Rana

      15 Nov 2023 04:13 PM

      Was this review helpful to you?

      or

      ইতিহাসে মুসলিম অপরাজেয় যোদ্ধা নাম নিতে গেলে যার না চলে আসেন তিঁনি হচ্ছেন সাহাবি খালিদ ইবনুল ওয়ালিদ রা.। উক্ত বইটিতে প্রখ্যাত ইতিহাসবিদ লেখক খালিদ রা. পুরো জীবনি গ্রন্থা আকারে বের করেছেন৷ বাংলা ভাষায় অনুবাদ করে আমাদের কাছে বইটি পৌঁছে দিয়েছেন কালান্তর প্রকাশনা।

      By Ruponti Shahrin

      15 Nov 2023 11:51 AM

      Was this review helpful to you?

      or

      খালিদ ইবনুল ওয়ালিদ রা. কে নিয়ে ইদানিং বইমহলে বেশ কয়েকটি গ্রন্থ দেখলাম। বিশেষ করে তার বেশিরভাগই উপন্যাস। অথচ মুসলিম হিসেবে আমাদের প্রয়োজন ইতিহাসনির্ভর সত্য ঘটনাবলী। নবিজি সা. থেকে উমর রা. এর সময় কভার করা হয়েছে। সাথে যুগপৎ ঘটনাগুলো ইসলামের বিকশিত হওয়ার মূলমন্ত্রগুলো খোলা বইয়ের পাতায় আলোকিত। সুখপাঠ্য বইটি অবশ্যপাঠ্য।

      By আবু লাবীব

      31 Oct 2023 01:18 PM

      Was this review helpful to you?

      or

      সেরা একটি বই

      By বইপড়ুয়া

      29 Oct 2023 09:22 PM

      Was this review helpful to you?

      or

      পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ সেনাপতির বায়োগ্রাফি বিশুদ্ধ ইতিহাসে জানতে হলে এ বইয়ের বিকল্প দেখি না। ধন্যবাদ সংশ্লিষ্ট সবাইকে।

      By Abid Al Islam

      14 Sep 2024 07:16 PM

      Was this review helpful to you?

      or

      অনুবাদ ভালো হয়নি, খালিদ বিন ওয়ালিদ (রা.) এর ঐতিহাসিক রোমাঞ্চকর জীবনের স্বাদ অনুপস্থিত

      By Md. Mahfuj Alam

      13 Nov 2023 02:00 PM

      Was this review helpful to you?

      or

      খালিদ ইবনুল ওয়ালিদ রা. শাহাদাতের তামান্নায় ছুটে চলা মুসলিম জাতির এক অবিস্মরণীয় ব্যক্তিত্ব খালিদ ইবনুল ওয়ালিদ রা.। যার জীবনকাহিনী নিয়ে রচিত এই বইটি। বইটিতে শুরুর দিকে আলোচনা করা হয়েছে ইসলামপূর্ব যুগে তাঁর ও তাঁর পারিপার্শ্বিক সমাজব্যবস্থায় সম্পর্কে। এরপরে আলোচনায় এসেছে তাঁর সেনাপতির দ্বায়িত্বগ্রহণ এবং বিভিন্ন যুদ্ধের বিস্তারিত আলোচনা। এই মহান বীরকে নিয়ে আগ্রহী যেকোনো পাঠকের জন্যই এ বইটি হতে পারে অন্যন্য।

      By Manajir Ahsan Jamil

      30 Oct 2023 11:31 AM

      Was this review helpful to you?

      or

      খালিদ ইবনুল ওয়ালিদ রা.-কে নিয়ে বাংলা ভাষায় বিশুদ্ধ সূত্রে বর্ণিত তথ্যের বই। বইটিতে অতিরঞ্জিত কোনো আলাপ নেই। নেই গুরুত্বপূর্ণ কিছু বাদ। এমন একটি বই পড়া থেকে বিরত থাকা আফসোসের ব্যাপার হবে নিশ্চয়। পৃথিবীর ইতিহাসে সর্বকালের সর্বশ্রেষ্ঠ সমরনায়ক মহাবীর খালিদ ইবনুল ওয়ালিদ রা.

      By Leeon Haque

      21 Jun 2023 02:43 PM

      Was this review helpful to you?

      or

      অনেক ভালো লেগেছে।

      By Anas Ahmed Mahfuz

      22 Apr 2023 12:39 PM

      Was this review helpful to you?

      or

      খালিদ বিন ওয়ালিদ রা.। ইসলামি ইতিহাসের অন্যতম এক সেনাপতি ও সাহাবী। সেই সিংহ-পুরুষের সম্পর্কে জানতে চাইলে এটি অবশ্যপাঠ্য একটি বই। কালান্তর প্রকাশনী বরাবরের মতোই এই বইয়েও বিশুদ্ধ ইতিহাস, জটিল বিষয়ের সহজ সাবলীল উপস্থাপনার মাধ্যমে বইটির সাহিত্যমান বৃদ্ধি করেছে। বাংলা ভাষী ইতিহাস প্রেমীদের কাছে কালান্তর এক ভালোবাসার নাম।

      By সাদাত হাসান

      22 Nov 2023 12:25 PM

      Was this review helpful to you?

      or

      বেশ ভালো

    •  

    Recently Viewed


    Great offers, Direct to your inbox and stay one step ahead.
    • You can pay using


    JOIN US

    icon Download App

    Rokomari.com is now one of the leading e-commerce organizations in Bangladesh. It is indeed the biggest online bookshop or bookstore in Bangladesh that helps you save time and money. You can buy books online with a few clicks or a convenient phone call. With breathtaking discounts and offers you can buy anything from Bangla Upannash or English story books to academic, research or competitive exam books. Superfast cash on delivery service brings the products at your doorstep. Our customer support, return and replacement policies will surely add extra confidence in your online shopping experience. Happy Shopping with Rokomari.com!