
User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
Good
Was this review helpful to you?
or
সেরা!!!
Was this review helpful to you?
or
কিছু বলার নাই ।এক কথায় সেই ছিলো।
Was this review helpful to you?
or
অসাধারণ ও mind blowing একটা কাহিনী ছিল। মেডিক্যাল থ্রিলার গল্প বরাবরই আমার খুবই পছন্দের। বইটাকে 10/10 দেওয়ার মতো।🤍
Was this review helpful to you?
or
A Perfect Murder – A Perfect Crime “কান্তারা এক গহীন বিচারপথ— যেখানে প্রকৃতি নীরবে বিচারক, আর প্রতিটি কর্ম তার ছায়া নিয়ে অপেক্ষা করে ফেরার জন্য, ঠিক সঠিক সময়টায়।” এটা শুধু একটা গল্প না—এটা এক অদৃশ্য আদালতের রায়। এখানে খুনি নিজেই খুন হয়, আর বিচার হয় এক নিখুঁত কবিতার ছন্দে। ‘কান্তারা’ একটা আয়না—যেখানে প্রতিফলিত হয় মানুষের পাপ-পুণ্য, ক্ষমতার অপব্যবহার আর তার পরিণতি। ওসি হারুন এবং ডাঃ সাজিদুল করিম—দুজনেই প্রকৃতির সেই বিচারচক্রে শিকার। এই গল্প শুধুই থ্রিলার নয়— এটি প্রকৃতির নীরব প্রতিশোধ, এক অদৃশ্য চেকপোস্টের রায়। ✍️ আশীব ফেরদৌস অংকন নির্মাণ করেছেন এক দুর্দান্ত মেডিকেল-ক্রাইম থ্রিলার। রেটিং: ⭐⭐⭐⭐⭐ (৫/৫) যারা থ্রিলার ভালোবাসো—‘কান্তারা’ তোমার জন্য MUST READ।
Was this review helpful to you?
or
"পৃথিবীতে পারফেক্ট বলে কিছু হয় না, এমনকি মার্ডারও না. আসলেই কি পারফেক্ট বলে আদৌ কিছু আছে?" পাঠকের প্রতি প্রশ্নাত্মক বাক্যটি ছুঁড়ে দিয়ে শুরু হয়েছে "আশিব ফেরদৌস অংকন" এর বহুল আলোচিত, পাঠকপ্রিয় বই "মেডিকেল থ্রিলার কান্তার" বইটির কেন্দ্রিয় চরিত্র "আসিফ হোসেন" একজন মেডিকেল স্টুডেন্ট। তীক্ষ্ণ পর্যবেক্ষণ ক্ষমতা, অসাধারণ বুদ্ধি আর রহস্য প্রিয়তা তাকে একজন সফল গোয়েন্দা করে তুলে। সে হয়ে ওঠে পৃথিবীর প্রথম নিকোটিনবিহীন গোয়েন্দা। মূলগল্পে মেডিকেল কলেজের ছাত্র হোস্টেলে এক ছাত্রের আচমকা মৃত্যুতে রহস্য ঘনাতে থাকে। আপাত দৃষ্টিতে একে সুইসাইড কেস বলা হলেও আসিফ ও তার বন্ধু আবিদ মিলে পুরো কেসের চেহারা পালটে দেয় এমনকি সুইসাইড কেস তখন হয়ে যায় মার্ডার কেস. সেই মার্ডার কেস সল্ভ করতে না করতে সেটি অন্যদিকে বাঁক নেয়. একে একে বেরিয়ে আসে অপরাধ ও অপরাধীরা। মূলত বইটি গোয়েন্দা ধরনার হলেও লেখক পুরো বই জুড়ে পাঠকের উদ্দেশ্যে সমাজের অসংগতি, অন্যায় ও অপসংস্কৃতি চর্চার দিকগুলো তুলে ধরেছেন। বইটি পড়তে পড়তে পাঠক নিজেকে খুঁজে পায়, ভিন্ন স্বাদের এই থ্রিলার পাঠককে অন্য জগতে নিয়ে যায়, তাই বইটি এক নিঃশ্বাসে পড়া শেষ করে তবেই তৃপ্তি মিটে। অসাধারণ এই বইটি নিঃসন্দেহে পাঠকের ভালো লাগবে।
Was this review helpful to you?
or
porar moto akta boi
Was this review helpful to you?
or
খুবি ভাল একটা বই, থ্রীলার প্রেমীদের জন্য বেস্ট।লেখার ধরন খুবি ভাল। বর্ণনা করেছেন অসাধারণ ভাবে। একটার পর একটা টুইস্ট চমৎকার ভাবে এনেছেন। খুবি চমৎকার একটা বই।
Was this review helpful to you?
or
প্রথম কোনো থ্রিলার বই পড়েছি। এককথায় অসাধারণ।
Was this review helpful to you?
or
khub valo chilo. WORTH BUYING 😌
Was this review helpful to you?
or
Boita vko
Was this review helpful to you?
or
লেখক এত কম বয়সে এত ভালো লিখেছে,কি আর বলবো।ওনার মেডিক্যাল জীবন সার্থক।কি থ্রিল ভাই!শেষের দিকের রহস্যটা পড়ে আমি যাস্ট শকড় হয়ে গেছি।কি থেকে কি হয়ে গেলো!পরিশেষে,লেখক ভালো লিখেন।এই পর্যন্ত ওনার দুইটা বই পড়েছি।আর দুইটাও পড়ে ফেলবো
Was this review helpful to you?
or
দারুন লেগেছে ❣️❣️
Was this review helpful to you?
or
বইটা খুবই ভালো তবে উপন্যাস হিসেবে খুবই ছোট্ট। আরেকটু বড় হলে ভালো হতো। তবে কাহিনি, plot twist গুলো খুবই ভালো। এবং উপন্যাস এর শেষটা আমার খুব ভালো লেগেছে।
Was this review helpful to you?
or
বেশ ভালো লাগলো।
Was this review helpful to you?
or
অসাধারণ একটা মেডিকেল থ্রিলার বই । পড়ে অনেক ভালো লাগলো
Was this review helpful to you?
or
Great book great story.
Was this review helpful to you?
or
অসাধারণ একটা মেডিক্যাল থ্রিলার বই। পড়ে ভালো লাগলো।
Was this review helpful to you?
or
one of the best book of medical thriller
Was this review helpful to you?
or
মোটামুটি মানের থ্রিলার
Was this review helpful to you?
or
oshadharon
Was this review helpful to you?
or
খুব সুন্দর ছিলো। আশা করি আগামীতে এরকম আরও কিছু গল্প পাবো লেখক এর কাছ থেকে।
Was this review helpful to you?
or
আমার পড়া অংকন ভাইয়ের প্রথম বই। দারুন লেগেছে❤️
Was this review helpful to you?
or
❝কোনো মানুষ পারফেক্ট হয়না,তার করা শিল্প, ক্রাইম কোনোটাই না❞ বই: কান্তার লেখক: আশীব ফেরদৌস অংকন প্রচ্ছদ: শাহরিয়ার রহমান বাপ্পি প্রকাশনী: শিখা প্রকাশনী মুদ্রিত মূল্য: ২২৫/- রেটিং: ৯/১০ থ্রিলার শুনলে মনের মধ্যে অটোমেটিক্যালি লাড্ডু ফোটে! ঝাপায় পরি।সেটা হোক বই কিংবা মুভি।আবার তার উপর যদি হয় মেডিক্যাল;তো জিনিসটা অন্য রকম প্রভাব ফেলে আমার মনের উপর। ছোট বেলা থেকেই মেডিক্যাল মানেই বুঝতাম থ্রিলিং কিছু। র'ক্ত, কাটাকুটি, অপরেশন থিয়েটারের রিয়েল সাসপেন্স.. হয়তো ডাক্তার কাটাকুটি করে জিতে যাবে নয়তো হেরে যাবে। আর অপারেশন থিয়েটারের বাইরে অপেক্ষাকৃত মানুষের চাপা উত্তেজনা সব মিলিয়েই মেডিক্যাল মানেই আমার কাছে থ্রিলার জোন! যাইহোক, বলছিলাম এই বছর বইমেলায় হাইপ তোলা মেডিক্যাল থ্রিলার বই 'কান্তার' এর কথা। এটা নিকোটিনবিহীন গোয়েন্দা গল্পের ২য় কিস্তি। এটার ১ম কিস্তি 'সন্ধ্যাহীন'। যেটার উপর সম্প্রতি নির্মাণ হচ্ছে ওয়েব সিরিজ। কান্তার এর মানে কী? হঠাৎ মেডিক্যাল হলের আদিবাসী ছাত্র আসং আত্ম'হ'ত্যা করলো কেনো? আর আসিফ হোসেনকেই বা ইনভেস্টিগেশনে নামতে হলে কেনো? আদিবাসী ছাত্র আসংকে যদি হত্যা করা হয় তবে কে করলো আর কেনো? আসং এর হত্যা কিংবা আত্ম'হ'ত্যার জন্য দায়ী কে? এই সব প্রশ্ন নিয়েই কান্তার পড়তে বসেছিলাম।এর আগে কখনো কান্তার শব্দ টা শুনিনি। প্রথম বার শুনেছি এই বইটা থেকেই! কান্তারের মানে খুব সুন্দর করে বইতে বুঝিয়ে দেয়া হয়েছে সাথে এটার মানে জেনেও বেশ অবাক হয়েছি। বইটা তে শুরু থেকেই ফেলুদা ফেলুদা একটা গন্ধ আছে সাথে হালকার উপর ঝাপসা শার্লকের ছায়া!! আদিবাসী আসং আত্মহত্যা করলো নাকি হত্যা করলো সেই তদন্তে বেরিয়ে আসে এক ভয়ংকর সত্যি। যা কল্পনাও করা যায় নি। এবং সমাজের কিছু নিকৃষ্ট কর্মকান্ড সাথে কিভাবে ক্ষমতাধর মানুষের রোষানলে সাধারণ মানুষ বলির পাঁঠা আর নির্মম বাস্তবতা; খুব গুছিয়ে তুলে ধরা হয়েছে বইতে। শুরু থেকেই বইয়ের মধ্যে ধরে রাখার জন্য ছিলো যথেষ্ট আকর্ষণ। সাজানো গোছানো প্লট সাথে টুইস্ট আর সাসপেন্স দেখে বোঝার উপায় নেই যে;এটা লেখকের ২য় বই। বইটা গোছানো যেনো একদম পাকা হাত! আর ইন্ডিং টুইস্ট টা জাস্ট... আমি সাধারণত এক বই দুবার পড়ি না।কান্তার এই পর্যন্ত ৫ বার পড়া হলো। প্রতিবার বইটা হাতে নিয়ে ভাবছি এবার পড়লে হয়তো কাহিনি শেষ হবে। কিন্তু কান্তারের কাহিনি যেনো শেষ হয়েও হলো না… মোর ওভার, ৮০ পৃষ্ঠার বইটা এক কথায় অসাধারণ। বইটা পড়তে পড়তে বুঝেছিলাম ফেলুদা, শার্লকের পরে আসিফের প্রেমে পরে গিয়েছি!! অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা রইলো। রিভিউয়ার: আনুশা মুন ছবি: আনুশা মুন
Was this review helpful to you?
or
নিত্যান্তই সাধারন একটা থ্রিলার বই হিসেবে কিনেছিলাম বই টা! পড়ার পর বলছি, আলহামদুলিল্লাহ! এত সূখ্য একটা বই পড়ার সুযোগ করে দিলেন আল্লহ! নিজের অজান্তেই! এই বইটাতে যে জীবনের মিনিং সূখ্য ভাবে ব্যাখ্যা করা হয়েছে, বই টা শেষ এ উপলব্ধি করলাম ধর্মের খুবই সূখ্য ও গভীর বুঝ এই লেখক ধারন করেন, তিনি সৃষ্টি কর্তাকে খুবই পিওর ভাবে অনুভব করেন! মাশা-আল্লহ ! আল্লহ কবুল করুক লেখক কে!!
Was this review helpful to you?
or
থ্রিলটি একদম অসাধারণ লেগেছে আমার কাছে,,,কান্তার বইটি দিয়ে আমার থ্রিল বইয়ের জগতে প্রবেশ করা।
Was this review helpful to you?
or
মোটামুটি লাগছে
Was this review helpful to you?
or
মেডিকেল জীবনের লেখাপড়ার চাপগুলো সুন্দর ফুটে উঠেছে৷ থ্রিলিং ছিলো, টুইস্ট ছিলো। ইসলামিক ভাইভটা আরেকটু হলে ভালো লাগতো। এক কথায় অসাধারণ! বারাকাল্লাহ। Keep writing!
Was this review helpful to you?
or
আশীব ফিরদৌস অংকন ভাইয়ের লেখা মেডিক্যাল থ্রিলার বইটি প্রথম পড়ি এবং এক বসায় শেষ দেই। খুব ভালো লেগেছে। প্রতিটা চরিত্রকে খুব ভালোভাবে ফিল করতে পেরেছি। আমার কল্পনার শহরে।
Was this review helpful to you?
or
"কোনো মানুষ পারফেক্ট হয় না,তার করা শিল্প, ক্রাইম কোনোটাই না। একমাত্র ঈশ্বর পারফেক্ট হয়, তার জাজমেন্ট পারফেক্ট হয়" আগের মত করে বই পড়ার অভ্যাসটা আর নেই বললেই চলে। সময়ের পরিক্রমায় অভ্যাস বদলে যায় মানুষের, আমারও তার বিপরীত না। কিন্তু এখন যখন একটু টাইম পাই যান্ত্রিকতা থেকে বের হয়ে আবার আগের মত বই পড়ার চেষ্টা করি। আজকে যেই বইটা নিয়ে কথা বলব সেটা একটা মেডিকেল থ্রিলার। লেখক আমারই সমবয়সী আশীব ফেরদৌস অংকন। ব্যক্তিগতভাবে তাকে না চিনলেও, তার লেখনীতে মুগ্ধ হয়ে পড়েছি। ধন্যবাদ এমন বই উপহার দেওয়ার জন্যে। সামনে এমন আরো আশা করছি। তার লেখা এটি দ্বিতীয় থ্রিলার। নাম হলো "মেডিকেল থ্রিলার কান্তার"। এই বইটা আমি রিকমেন্ড করব মেডিকেল পড়ুয়া শিক্ষার্থীদের, থ্রিলারপ্রেমীদের আর ফেলুদার ভক্তদের। এই বইটি মেডিকেলে পড়ুয়াদের নিজেদের মেডিলাইফ এর কিছুটা ঝলক দেখাবে। লেখকই মেডিকেলের ছাত্র, তাই বিষয়টা স্বাভাবিক। "কান্তার" গল্পের সূত্রপাত ঘটে মেডিকেল এক আদীবাসি ছাত্রের সুইসাডের মাধ্যমে। মেডিকেলের অন্য সবাই যখন বিষয়টিকে সুইসাইড হিসেবে দেখছিল, তখন তীক্ষ্ণ দৃষ্টি, তীব্র বুদ্ধিমত্তাসম্পন্ন মেডিকেলের নতুন শিক্ষার্থী আসিফ এখানে কিছুটা রহস্যের ঘ্রাণ পায়। তার মতে এটা সুইসাইড না, আবার মার্ডারও না। আসলে কী তাহলে?? জানতে হলে পড়ে ফেলুন বইটি।
Was this review helpful to you?
or
গল্পটা অসাধারণ ছিল, বাংলাদেশী টিলার গুলোর মধ্যে অন্যতম, তবে লাস্টে মেডিকেল আইডিয়ার উপর ভিত্তি করেই কেসটা সলভ করা হলো।
Was this review helpful to you?
or
অতুলনীয়, অসাধারণ
Was this review helpful to you?
or
উপন্যাসটি পড়ার সময় মনে হয়েছে, "যেমন সোজা, তেমন জটিল"। এর পরতে পরতে রয়েছে চমক। যত বারই মনে হয়েছে রহস্য সমাধান হয়ে গেছে, ততবারই গল্পে এসেছে নতুন মোড়, যেগুলো ছিলো কল্পনাতীত। বাংলা সাহিত্যে বেশ কিছু জনপ্রিয় গোয়েন্দা সিরিজ আছে, কিন্তু তার কোনোটাই মেডিক্যাল থ্রিলার না। এবং এই উপন্যাসে ব্যবহৃত কিছু মেডিকেল টার্ম, যারা মেডিকেলের সাথে সম্পর্কিত নয় এমন মানুষদেরতো অবশ্যই অভিভূত করবে।বিশেষত শেষ রহস্যটা, যেটাকে যে কেউ 'Justice by God' বলে হাল ছেড়ে দেবে সেটাও যে মেডিক্যালি ব্যাখ্যা করা সম্ভব, আসলেই অকল্পনীয়।আমার মনে হয় না এমন কোনো টার্ম এর আগে কোনো লেখক তার লেখায় ব্যবহার করেছে। ইভেন আমার মনে হয় কোনো রিয়েল ইনভেস্টিগেটর এই কাহিনী পড়লে সেও এই তত্ত্বের বাহবা করবে। আবার, লেখকের এই উপন্যাসটি যে শুধু কিছু রহস্যের সমাধান করেছে এমনও নয়। লেখক তার গল্পে আমাদের সমাজের কিছু বাস্তবতা তুলে ধরতেও সক্ষম হয়েছে। সে তার গল্পে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের, বিশেষত মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মানসিক অবস্থা এবং ডাক্তারি পেশাজীবীদের সামাজিক অবস্থা বা মর্যাদা তুলে ধরেছে, যা বর্তমান সময়ের প্রেক্ষিতে কঠিন সত্য। সন্ধ্যাহীন উপন্যাসটি যেভাবে শেষ হয়েছিলো, ভাবতে পারিনি যে এর কোনো ধারাবাহিক অংশও হতে পারে। কিন্তু কান্তার এর প্রথম কয়েক পৃষ্ঠা পড়ার পর বুঝা যায়, যে লেখক সন্ধ্যাহীনে কতটা দূরদর্শী পরিকল্পনার ছাপ রেখেছিলো। এক কথায়, " মেডিক্যাল থ্রিলার কান্তার" অসাধারণ একটি উপন্যাস। থ্রিলার গল্প প্রেমীদের অবশ্যই পড়া উচিত এই উপন্যাসটি, তাদের জন্য নতুন অভিজ্ঞতা অপেক্ষা করছে।




