User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
এই বই পড়ে জঘন্য হিংসা ও গিবত বুঝেছি। এই বই বামপন্থী লীগের পারপাস সার্ভ করে যা লজ্জা।
Was this review helpful to you?
or
জাযাকাল্লাহু খায়রান جَزَاكَ ٱللَّٰهُ خَيْرًا
Was this review helpful to you?
or
We can't take this book as a pure book. Because some issue is gathering here. Blind faith shouldn't be written. We should stay neutral about this. At the last, We want "Unity". We want "Peace".
Was this review helpful to you?
or
✍️ পর্যালোচনামূলক প্রতিক্রিয়া: বই: ‘মওদূদী জামাত কি পাঁচ গুমরাহিয়াঁ’ – একটি বিভ্রান্তিকর সমীকরণ? বর্তমানে একটি বই ছড়িয়ে পড়েছে— ‘মওদূদী জামাত কি পাঁচ গুমরাহিয়াঁ’, যেখানে মওদূদী (রহ.) ও জামায়াতে ইসলামীকে একসাথে গুলিয়ে ফেলা হয়েছে, এবং অনেক পাঠক সেই লেখা না যাচাই করেই অন্ধভাবে বিশ্বাস করে নিচ্ছেন। 🧠 যুক্তিপূর্ণ কয়েকটি পর্যালোচনার পয়েন্ট: মওদূদী ≠ জামায়াতে ইসলামী মওদূদী (রহ.) ছিলেন একজন চিন্তাবিদ, লেখক ও ইসলামী আন্দোলনের অন্যতম প্রভাবশালী পুরোধা। কিন্তু জামায়াতে ইসলামী একটি চলমান কাঠামোগত সংগঠন—যার নিজস্ব শরঈ পর্যালোচনার পদ্ধতি, শুরা ব্যবস্থা, এবং আদর্শিক গাইডলাইন রয়েছে। আক্বীদা হলো 'লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ' — মওদূদীবাদ নয় জামায়াত কোনো ব্যক্তিকেন্দ্রিক মতবাদ বা ‘ism’ গ্রহণ করে না। তাদের আক্বীদা স্পষ্টভাবে কোরআন-হাদীসভিত্তিক, আর তাদের কাজ সেই আক্বীদা অনুযায়ী সমাজে পরিবর্তন আনা। মওদূদীর যেসব বই জামায়াত পাঠ্যক্রমে রয়েছে, সেগুলো শুধুমাত্র তাফসীর, ইতিহাস ও সমাজ-ভাবনার দিক থেকে উপযোগী বলে নির্বাচন করা হয়েছে। মওদূদীর সকল মত জামায়াত গ্রহণ করে না — যা যে কেউ তাদের নিজস্ব ‘তালীম প্রোগ্রাম’ বা ‘শুরার সিদ্ধান্ত’ বিশ্লেষণ করলেই বুঝতে পারবে। যাঁরা সত্য জানতে চান, তাঁরা অন্ধবিশ্বাস নয় বরং নিজেরাই যাচাই করে নিন। 👉 জামায়াতে ইসলামীর নিজস্ব বই ও দলিল–পত্র এখন অনলাইনে খুব সহজে পাওয়া যায়, যেমন: 🔗 https://jamaat-e-islami.org কারো লেখা পড়ে সিদ্ধান্ত না নিয়ে, নিজেদের চোখে কোরআন-সুন্নাহর আলোকে যাচাই করা-ই হলো মুমিনের দায়িত্ব। 📌 শেষ কথা: “একজন মানুষ বা দলের বিরুদ্ধে কোনো অভিযোগ উঠলে, শরীআত আমাদের বলে আগে যাচাই করো, শুনে নাও দুই পক্ষকে — তারপর রায় দাও।” — এই নীতির আলোকেই আমরা আহ্বান জানাই: আবেগ নয়, বিবেক জাগাও। বই পড়ো, সত্য বুঝো, তারপর সিদ্ধান্ত নাও।