
User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
মাশাআল্লাহ অনেক সুন্দর একটি অনুবাদ কুরআন মাজিদ সাবলিল ভাবে বড়ো অক্ষরে লিখা হয়ছে , চমৎকার একটি অনুবাদ অর্থ সহ কুরআন মাজিদ ।
Was this review helpful to you?
or
মাশাল্লাহ খুবই সহজ অনুবাদ আল্লাহ শাইখ এর এলম আরো বাড়িয়ে দিক আমিন
Was this review helpful to you?
or
সহজ অনুবাদ এর জন্য অনবদ্য এ কুরআন মাজীদ
Was this review helpful to you?
or
আলহামদুলিল্লাহ। খুব ভালো লেগেছে।
Was this review helpful to you?
or
মাশা'আল্লাহ! লেখক খুব সুন্দর করে আয়াতের অর্থগুলো মিল রেখে অনুবাদ সাজিয়েছেন। এই জিনিসটা খুব পছন্দ হয়েছে। আল্লাহ উনার কাজে বারাকাহ দান করুক।
Was this review helpful to you?
or
কুরআন মাজীদের খুবই সুন্দর অনুবাদ করা হয়ছে।
Was this review helpful to you?
or
খুবই চমৎকার. অর্থ পরে মনে ধারণ করলে জীবনে অনেক পরিবর্তন আসবে ইনশাল্লাহ
Was this review helpful to you?
or
অসাধারণ। সহজ বাংলা অনুবাদ। অনুবাদ কে অসংখ্য ধন্যবাদ
Was this review helpful to you?
or
পবিত্র কুরআন মাজীদ এর প্রতিটি আলোচনা প্যারাগ্রাফ আকারে বাংলা অনুবাদ ও তাফসীরের সারনির্যাস পার্শ্বটীকা এবং বিকল্প অর্থের ফুটনোট এর সমন্বয়ে পরিবেশিত একটি অসাধারণ প্রকাশনা। এরকম একটি বইয়ের অপেক্ষা ছিল বহু বছরের।
Was this review helpful to you?
or
অসাধারণ। কোরআনের অনুবাদ পড়ে শান্তি পাওয়া গেলো।
Was this review helpful to you?
or
Best
Was this review helpful to you?
or
my heart 💕
Was this review helpful to you?
or
অসাধারণ।
Was this review helpful to you?
or
I hope it's gonna be a master piece of ziaur Rahman munsi( Hafi.) may Allah give you Barakah on you and your work .....
Was this review helpful to you?
or
সকল দিক থেকে বিবেচনা করলে, যারা আরবি পারে না তাদের জন্য বেস্ট একটা কুরআন।
Was this review helpful to you?
or
Alhamdulillah. হাতে পেয়েছি যেমন চেয়েছি তেমেন পেয়েছি জাযাকআল্লাহু খাইরন,
Was this review helpful to you?
or
আলহামদুলিল্লাহ্ হাতে পেয়েছি ,এবং পড়ে দেখলাম মা শা আল্লাহ্ অনেক ভালো লাগলো অনেক সুন্দর আমি মনে করি এই রকম অনুবাদ করা পবিত্র কুরআন সবার কাছে একটা করে থাকা দরকার , এই কুরআন এ অনুবাদ এতই ভালো লাগছে যে বলে বোঝানো সম্ভব না একজন বই পরুয়া সহজেই বুঝতে পারবে। বিস্তারিত বলতে পারলাম না তবে অনেক অনেক সুন্দর আলহামদুলিল্লাহ্। আল্লাহ্ তায়ালা শাইখ হাফিঃ কে উত্তম প্রতিদান দিক দুনিয়া ও আখিরাতে।
Was this review helpful to you?
or
স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা শায়েখ এবং সংশ্লিষ্ট সকলকে সন্তুষ্ট করা দ্বায়িত্ব নিয়ে নিন যেনো, ইয়া রাব্বে কারীম। জাযাকুমুল্লাহু খ্বইরন ফিদ্দুনিয়া ওয়াল আখিরাহ। এক কথায় অসাধারন। কুরআনের প্রেমে পড়া শিখেছি এই মুসহাফটার সাথে সময় কাটাতে কাটাতে। এমন একটা কুরআন প্রত্যেকের ঘরে ঘরে বাধ্যতামূলক করা উচিত। আমি যাকে পারি, যতোবার সুযোগ পায় ততবার সব্বাইকে রেকমেন্ড করি এই মুসহাফ। আবারো দুয়া করি, জাযাকুমুল্লাহু খ্বইরন কাসিরান ফিদ্দুনিয়া ওয়াল আখিরাহ 💖
Was this review helpful to you?
or
বইবইটির 2nd edition er presentation টা আমার খুব ভালো লেগেছে
Was this review helpful to you?
or
এই কুরআন মাজিদ টা নিয়েছি আলহামদুলিল্লাহ। কুরআন টির তর্জমা ও বিভিন্ন পয়েন্টে আয়াতের শিরোনাম অনেক ভালো লেগেছে আলহামদুলিল্লাহ। বিশেষ করে একই আয়াতের অর্থ অন্য সূরার আয়াতের সাথে মিলিয়ে দেখা পয়েন্ট টি। শায়েখ অনেক পরিশ্রম করেছেন, আল্লাহ উনাকে নেক হায়াত দিক। কিন্তু শায়েখ যদি টীকার সাথে আয়াতের শানে নুযূল টাও যুক্ত করে দিতো তাহলে অল ইন ওয়ান একটা ছোট তাফসিরের মত কাজ করত। অনুবাদের পাশাপাশি আয়াতের প্রেক্ষাপট ও জানা যেত সংক্ষিপ্ত সময়ে। আপনাদের বিবেচনায় এলে পরবর্তী সম্পাদনায় তা যুক্ত করলে ভালো হবে ইন শা আল্লাহ। আরেকটা দিক হচ্ছে আরবি ফন্ট গুলো বাংলা ফন্টের চেয়ে অনেক ছোট দেখায়, পড়তেও কিছুটা অসুবিধা হয়। তাই পরবর্তী সম্পাদনায় আশা করি এসব বিবেচনায় নিবেন ইন শা আল্লাহ
Was this review helpful to you?
or
ভালো দিক: মূল ভালো দিকটা হলো অনুবাদ। অনুবাদটা আসলেই সুন্দর এবং বেশ সহজবোধ্য। একটানে পড়ে ফেলার মতো। বাংলা ভাষায় আমার দেখা এরকম সুন্দর অনুবাদ আর খুব বেশী নেই। পার্শ্বটিকার ব্যাপারে কিছু বলবো না। আমার কাছে অত দরকারী মনে হয় নি। তবে অনেকের জন্য দরকারী হতে পারে সেটা আমি মেনে নিচ্ছি। যাদের জন্য দরকারী, তাদের জন্য এটা ভালো দিকের মধ্যেই পড়বে। খারাপ দিক: দাম অনুযায়ী কুরআনের সাইজ, পেজ এবং বাইন্ডিং কোয়ালিটি সেরকম ভালো মনে হয় নি। আমার কপিতে প্রায় ১০০ এর মত পেজ জোড়া লাগানো ছিল, কষ্ট করে কাটা লেগেছে। কোয়ালিটি কন্ট্রোল (QC) আরও মানসম্মত হতে পারতো। কুরআনের সাইজটা ছোট, আবার আরবী ফন্টটাও ছোট। আরবীটা পড়া খুবই কষ্টদায়ক হয়েছে। আমার পক্ষে তো পড়া কঠিনই, আর বয়ষ্কদের জন্য পড়া প্রায় অসম্ভব। লাইন স্পেসিং কমিয়ে আরবী ফন্ট সাইজ বাড়ানো যেত। কিংবা বাংলা ফন্ট ছোট করে জায়গা বাড়িয়ে, বা মূল কুরআনের সাইজটাই বাড়িয়ে। আর পার্শ্বটিকাগুলোর দুটো সমস্যা। একটা হলো ফন্ট ছোট। আরেকটা হলো ডান সাইডের পেজগুলোর পার্শ্বটিকাগুলোও বামে দেয়া হয়েছে, একদম বাইন্ডিং এর কাছাকাছি। ছোট ফন্ট আর ভিতরে হবার কারণে পড়া বেশ কষ্টকর মনে হয়েছে। এর থেকে মাঝখানে দিলে অনেক সহজে পড়া যেত। মূল অনুবাদের ফন্ট সাইজ যেহেতু বড়, সেটা ভিতরের দিকে হলেও পড়া সুবিধাজনক মনে হতো। চূড়ান্ত অভিমত: অনুবাদ ছাড়া কুরআনের এই প্রচেষ্টাটা অন্য সব দিক থেকেই অন্যান্য বিভিন্ন প্রকাশনীর ভার্শনগুলো থেকে পিছিয়ে আছে। আমি এটা রিটার্ন করবো না, তবে খুব সন্তষ্টও নই। ফন্ট বা পেজ-বাইন্ডিং কোয়ালিটি ভালো করলে আমি আরেকটু দাম দিয়েও এটা খুশিমনেই কিনতাম।
Was this review helpful to you?
or
দুইটা বিষয় পয়েন্ট আউট করতে চাচ্ছিলাম_ ১। সম্পূর্ণ নতুন আঙ্গিকে এক ভিন্ন রকম কুরআনের অনুবাদের জন্য অনুবাদককে ধন্যবাদ জানাই, আল্লাহ উনাকে নেক হায়াত দিক। তবে উনি যেহেতু অনেক পরিশ্রম করেছেন আমি পাঠক হিসেবে বলছি আরেকটু কষ্ট করে যদি শানে নুযুল টাও সংযুক্ত করে দিতেন খুব খুউব ভালো হতো। ২। আর নতুন ঝকঝকে আরবি ফন্ট ভালই লাগছে, কিন্তু আরবি ফন্ট সাইজ বাংলা ফন্ট সাইজের তুলনায় খুবই ছোট দেখাচ্ছে। কারন এটাও হতে পারে, সেইম ফন্ট সাইজে আরবি লেখা বাংলা লেখার চেয়ে ছোট দেখায়। ফন্ট সাইজ ভিন্নতার দরুন পড়ার সময় চোখ ব্যাথাও করতে পারে যাদের সমস্যা আছে। আবার আমরা যেহেতু অধিকাংশই জেনারেল, তাই ছোট ফন্ট সাইজ পড়তে একটু কষ্ট হয়। আরবি ফন্টের সাইজ যদি বাংলা ফন্ট সাইজের চেয়ে এক বিটও বেশি হতো খুব ভালো হতো। ★★আশা করছি, প্রকাশক, অনুবাদক এবং সংশ্লিষ্টরা বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করবেন।




