
User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
ইসলাম একটা দ্বীন। পরিপূর্ণ জীবনব্যবস্থাপনার বিধান। এখানে 'নৈতিক শিক্ষা' বলে আলাদা কোনো জীবনব্যবস্থাপনার অংশ আসতে পারে না। তাহলে এটা ইসলাম ও নৈতিক শিক্ষার দুই-আলাদা সম্পূরক বিধান তৈরি হয়ে গেলো। কিন্তু ইসলাম তো নিজেই স্বয়ংসম্পূর্ণ, তাহলে নৈতিক শিক্ষার আলাদা অংশ আসলো কোথা থেকে? 'ইসলামের নৈতিক শিক্ষা' এমনটা হলেও সঠিক ছিল! ◑ এখানেই পশ্চিমাদের পাতানো জাল... সরাসরি আঘাত করা সম্ভব না-হওয়ায় নৈতিক শিক্ষার ফাঁদে ধর্মনিরপেক্ষতার প্রচার করছে। একাডেমিক ধর্মীয় কিতাবে তথ্য-উদাহরণ এমন ভাবে সাজাচ্ছে যেনো ধর্ম বিষয়টা ব্যক্তিগত পর্যায়ে সীমাবদ্ধ রাখতে শিখে। ধর্মটা রাষ্ট্রে থাকবে না, সমাজে থাকবে না, অর্থব্যবস্থায়ও থাকবে না। শিক্ষার উদ্দেশ্য হিসাবে encyclopedia britannica বলছে- "নতুন চিন্তা-মানসিকতা আসার পর সামাজিক ও অর্থনৈতিক একটা পরিবর্তন এসেছে। এই পরিবর্তনের ফলে শিক্ষাবিষয়ক চিন্তাধারাও পরিবর্তিত হয়ে গেছে। আগে শিক্ষার উদ্দেশ্য ছিল, লিখতে-পড়তে পারা (promote literacy), শৃঙ্খলা শেখানো (mental discipline)। জীবনে কীভাবে চলতে হবে-সেগুলো শেখানো। আর নৈতিক চরিত্র (good moral character) গঠন করা। কিন্তু সমাজে নতুন যে পরিবর্তন এলো, তাতে এখন শিক্ষার লক্ষ্য-উদ্দেশ্য ভিন্ন হয়ে গেল।" ◑ অর্থনীতিবিদ ড্যানিয়েল ফাসফেল্ডের মতে- "ষোড়শ শতকে(১৫০১-১৫৯৯) এই নতুন শিশু অর্থনীতি (পুঁজিবাদ) থেকে জন্ম নিল নতুন মনোভাব-বাজার-মানসিকতা, যার মূল্যবোধগুলো ভিন্ন ধরনের। ধর্মের শিক্ষা ছিল, আর্থিকভাবেও প্রত্যেকে অপরের জন্য দায়ী। বিপরীতে নতুন এই মানসিকতায় সাফল্য লাভের জন্য প্রয়োজন অন্য সবার চেয়ে ওপরে ওঠা, অপরকে পিছে ফেলা আর টেক্কা দেওয়ার প্রচেষ্টা। ভ্রাতৃভাবের চেয়ে প্রতিযোগিতাই দরকারি মানসিকতা এই নতুন ব্যবস্থাতে। ব্যবহারের নৈতিকতার চেয়ে সম্পদ সংগ্রহের দ্বারা মানুষের বিচার হতে লাগল।" পশ্চিমাদের বানানো পদ্ধতি আমাদের সহজাত প্রবৃত্তির মধ্যে নেই। তাই আমরা উল্লসিত হতে পারি কিন্তু তার ভিতর তৃপ্তি বা সন্তুষ্টির পরিপূর্ণতা খুঁজে পাই না। সত্যিকার অর্থে প্রাচুর্যের প্রতিযোগিতার কোনো সীমাবদ্ধতা নেই, ফলে সর্বদা উচ্চতর-মুখী সম্মান ও বিলাসিতা অর্জনের লোভে উপস্থিত অবস্থার প্রয়োজনীয়তা আমাদের জন্য কতটুকু দরকার ছিল তা অনুভব করতে পারি না। ফলে প্রয়োজনীয়-তাটা পূরণ হওয়ার সন্তুষ্টি থেকে বঞ্চিত হই। প্রতিবার প্রতিযোগিতার চূড়ায় পৌঁছানোর দৌড়ে লেগেই-থাকি, সবসময় শীর্ষে থাকার পরিশ্রম করি যার কোনো নির্দিষ্ট সীমা-লক্ষ্য নেই। এমনই অনবরত গাধার মতো ছুটে নিজের আসল জীবন, সহজাত প্রবৃত্তির জীবন দুর্দশা করে ফেলি। কিন্তু একটা সময় এমনটা ছিল না। তাই আমরা বলতে চাই, এটা আমাদের প্রকৃতিজাত পদ্ধতি নয়; মানুষের ফিতরাতের সঙ্গে এ পদ্ধতিটা যায় না। বরং এটা আমাদেরকে নতুন করে শেখানো হয়েছে, আমাদেরকে এতে প্রভাবিত করা হয়েছে। →পশ্চিমাদের পাতানো নৃশংস ফাঁদ সম্পর্কে অবগত, তা থেকে প্রতিকার এবং মুসলিমদের জন্য ক্যারিয়ার সম্পর্কে সুষ্ঠু গন্তব্যের দিকনির্দেশনা, এগুলোর তাৎপর্যপূর্ণ ব্যাখ্যা 'ডা. শামসুল আরেফীন' লেখক অত্যন্ত চমৎকার ভাবে বিশ্লেষণ করেছেন। ওনার সাবলীল লেখার ধরণের জন্য প্রতিটা বিষয় অনুধাবনের মধ্যে পাকাপোক্ত ভাবে গেঁথে যায়।
Was this review helpful to you?
or
আলহামদুলিল্লাহ অনেক ভাল বই, প্রতিটা কথা অনুক মূল্যবান। সবার পড়া উচিৎ।
Was this review helpful to you?
or
matroi boi ti hate pelam ... boi tir design ta onek shundor Ma shaa Allah
Was this review helpful to you?
or
এক কথায় অনেক তথ্যবহুল এবং উৎসাহমূলক বই
Was this review helpful to you?
or
লেখকের একটা বৈশিষ্ট্য হলো চিন্তার জটলাগুলোর গীট আগে চিন্হিত করে পরবর্তীতে স্টেপ বাই স্টেপ পাঠককে তার উদ্দেশ্য অনুযায়ী জীবনমানে উদ্যমী হবার উপায় বাতলে দেন। অবাক হয়েছি তিনি তাবলীগ মূলধারার হয়েও সন্নাসীয়পনাকে চ্যালাঞ্জ করেছেন যা সত্যিই চমৎকার।
Was this review helpful to you?
or
ভালোই
Was this review helpful to you?
or
খুবই চমৎকার ও গুরুত্বপূর্ণ একটি বই। প্রত্যেক নর ও নারীর পড়া উচিত। বইটির হার্ট কপি আমি পূর্বেই পড়েছিলাম, ই-বুকটাও সংগ্রহ করলাম।
Was this review helpful to you?
or
হে আল্লাহ তুমি আমাদেরকে কবুল করুন ।
Was this review helpful to you?
or
Dr Shamsul Arefin Shakti lekhok hesebe MasaAllah. Tar lekha onekgula boi porci Alhamdulillah. Boraborer motoy durdanto ekta boi eyta. Allah Barakah dik,Amin.
Was this review helpful to you?
or
মাশাল্লাহ,অসাধারণ একটি বই।
Was this review helpful to you?
or
নারীদের ক্যারিয়ার নিয়ে মিসকনসেপ্ট গুলা এত সুন্দর ভাবে বুঝিয়েছেন যা প্রতিটি নারীই পড়া উচিত
Was this review helpful to you?
or
বই টি অনেক ভালো
Was this review helpful to you?
or
অসাধারণ একটা বই ।
Was this review helpful to you?
or
অসাধারণ বই। অসাধারণ লেখনি, অসাধারণ সোর্স, রেফারেন্স, যুক্তিযুক্ত ব্যাখা এবং প্রায় ৫০০ বছরের ভুল ধ্যান ধারণা পাল্টানোর বই!!!
Was this review helpful to you?
or
অসাধারণ একটি বই। ক্যারিয়ার সম্পর্কে ধারণাই পাল্টে দিবে।
Was this review helpful to you?
or
তরুণ ইসলামিস্টদের জন্য এটা অবশ্যপাঠ্য। তরুণরা বিভিন্ন ক্যারিয়ার কাউন্সিলিং এ অংশ নেয়, বিভিন্ন মোটিভেশান এ লাফায়। কিন্তু ইসলাম যে পূর্ণাঙ্গ দ্বীন এটা ভুলে যায়। ইসলামেই সব দিকনির্দেশনা আছে। এই বইটা সেক্ষেত্রে হেল্পফুল
Was this review helpful to you?
or
অনেক কঠিন বই। এর পরেও ভালো লেগেছে...
Was this review helpful to you?
or
ক্যারিয়ার, টাকা পয়সা কামানো, চাকরি নাকি ব্যবসা – এই বিষয়গুলো নিয়ে আমাদের মধ্যে বিভিন্নরকম চিন্তা কাজ করে। বিশেষ করে যারা একটু দ্বীন মেনে চলতে চায়, তারা অনেক সময়ই ক্যারিয়ার, টাকা পয়সা কামানোটাকে খারাপ মনে করেন। ভাবেন এগুলো দুনিয়ার কাজ, এগুলো থেকে দূরে থাকতে হবে। এরকম অনেকেকেই দেখেছি জেনারেল লাইন থেকে এসে দ্বীন পালন শুরু করার পর পড়াশুনা ছেড়ে দিতে। চাকরি বাকরি ছেড়ে দিয়ে গ্রামে চলে যাওয়ার চিন্তা করতে। কিন্তু আসলেই কি এগুলো বাস্তবসম্মত চিন্তা? আল্লাহর রাসূলের সাহাবীরা সবাই কি দরিদ্র ছিলেন? তারা কি টাকা পয়সা কামানোটাকে খারাপ মনে করতেন? একজন মুমিন হিসেবে আমরা কি ক্যারিয়ার একেবারেই বর্জন করবো? নাকি পশ্চিমের দেয়া ক্যারিয়ারের সংজ্ঞার বাইরেও ক্যারিয়ারের ব্যাপারে আমাদের নিজস্ব একটা সংজ্ঞা, একটা নিজস্ব দৃষ্টিভঙ্গী আছে? মেয়েরা দ্বীন পালন করতে চাইলে কি পড়াশুনা, ক্যারিয়ার সব ছেড়ে দিতে হবে? এরকম বিষয়গুলোতে খুব চমৎকার, বাস্তবসম্মত এবং গোছানো আলোচনা রয়েছে এই বইটিতে। শিক্ষার্থী, চাকুরজীবি, ব্যবসায়ী, গৃহিণী – সবার জন্যই এই আলোচনাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি আপনি দ্বীন পালন করতে চান এবং একইসাথে একজন মুমিন হিসেবে ক্যারিয়ার সম্পর্কে আমাদের ধারণা কি হওয়া উচিত তা জানতে চান। বইটি সকলের পড়া উচিত।
Was this review helpful to you?
or
This book is amazing and highly recommended for all.☺️☺️
Was this review helpful to you?
or
পুরানা জিনিস নতুন করে বলছে...নতুন কোনো কথা পাইলাম না। হতাশ বইটা পড়ে...আধুনিক দিনে ইসলাম নিয়ে কিভাবে ক্যারিয়ার গড়া যায় তা নিয়ে লেখক নিজেই ঠিক জানেন না। ক্যারিয়ার নিয়ে বই লেখার আগে ক্যারিয়ার নিয়ে লেখকের শুধু কল্পনায় করা অথবা তার ভাবনা চিন্তায় যেটাই ভালো মনে হয়েছে সেটাই লিখে দিয়েছেন। ক্যারিয়ার নিয়ে লেখক আরো গবেষণা করে বইটা লিখলে ভালো হত..
Was this review helpful to you?
or
অসাধারণ একটি বই। জেনারেল এডুকেশনের প্রত্যেক মুসলিমের জন্য আবশ্যক হয়ে দাঁড়িয়েছে।
Was this review helpful to you?
or
আলহামদুলিল্লাহ ধন্যবাদ লেখককে এমন সময় উপযোগী বই লেখার জন্য।
Was this review helpful to you?
or
আলহমদুলিল্লাহ বই টা পড়েছি খুব ভালো লেগেছে
Was this review helpful to you?
or
আলহামদুলিল্লাহ। ক্যরিয়ার সম্পর্কে বিস্তারিত বই।
Was this review helpful to you?
or
বইটা বেশ ভাল লেগেছে, আধুনিকতার ছোঁয়া আছে
Was this review helpful to you?
or
আধুনিক ঘরানার একটা বই,স্কুলে কলেজের লাইনের মানুষের জন্যও কার্যকরী। বেশি বাড়াবাড়ি নাই, খুবই ভাল লাগলো
Was this review helpful to you?
or
অসাধারণ একটা বই। এমন আরও বইয়ের প্রত্যাশা রাখছি
Was this review helpful to you?
or
অন্যরকম ভাল লাগার একটা বই, এই বই না পড়লে কিছু একটা মিসিং থাকতো লাইফে। লেখককে ধন্যবাদ এমন একটা বই উপহার দেয়ার জন্য।
Was this review helpful to you?
or
অসাধারণ একটা বই
Was this review helpful to you?
or
চমৎকার একটি বই
Was this review helpful to you?
or
বইটা কিনে মনে হচ্ছে লাইফে কিছুটা হলে ভাল ইনভেস্ট হয়েছে
Was this review helpful to you?
or
বইটি অসাধারণ,অসাধারণ,অসাধারণ, অনেক কিছু জানছি।
Was this review helpful to you?
or
💞💞
Was this review helpful to you?
or
আলহামদুলিল্লাহ! আমি বইটা পড়েছি! সত্যি বইটা অসাধারণ লেগেছে আমার কাছে! আমি মনে করি প্রত্যেকের এই বইটা পড়া উচিত! কারণ এখানে আপনি ক্যারিয়ার নিয়ে অনেক কিছুই জানতে পারবেন! এবং তা জানার পরে বুঝতে পারবেন আপনার কি করা উচিত!
Was this review helpful to you?
or
অসাধারণ বই। ব্যাংকের সুদের চাকরি ছাড়ার অনুপ্রেরণা নিচ্ছি।
Was this review helpful to you?
or
আমি মনে করি প্রতিটি মানুষের বইটি পড়া উচিত। আল্লাহ লেখকের আমলকে কবুল করুন
Was this review helpful to you?
or
#রকমারি_ইসলামি_বই_বুক_রিভিউ_প্রতিযোগিতা ◾ইউরোপ 'Aim in Iife' বলতে যে জিনিসটাকে বোঝে, আমরাও তার থেকে আলাদা কিছু বুঝি না, ভাবি না; বরং একই চিন্তা-চেতনা আমাদের মনে গেঁথে আছে। সফল নারী, সফল ব্যক্তি—এসব টার্মে আমরা তাই বুঝি, ইউরোপ যা বোঝে ও বোঝায়। ◾কিন্তু কেমন হবে একজন মুমিনের ক্যারিয়ার ভাবনা? কী হবে তার জীবনের উদ্দেশ্য? . প্রকৃত ক্যারিয়ার কনসেপ্ট বনাম আমাদের গতানুগতিক ধারণা। ক্যারিয়ার বনাম ক্যারিয়ারিজম। মানুষের ক্যারিয়ার ও তার সম্মান কী সমানুপাতিক? ব্যক্তির রিজিক ও তার ক্যারিয়ার কী ওতপ্রোতভাবে জড়িত? . বোনদের ক্যারিয়ার বনাম ক্যারিয়ারিজম। শিক্ষা, মিডিয়া ও কালচারালদের শেখানো ক্যারিয়ার ওম্যান বনাম আসল ক্যারিয়ার ওম্যান। ভিক্টোরিয়ান যুগে নারী বনাম বর্তমান। . বইটি পড়ে উপরিউক্ত প্রশ্নগুলোর উত্তর জানার মাধ্যমে আপনার সামনে ক্যারিয়ার নিয়ে নতুন ভিউ উন্মোচিত হবে। ◾পাঠ প্রতিক্রিয়া: ১. রিজিক নিয়ে গতানুগতিক যে ধারণা ছিল তা একদম সহজে বুঝতে পেরেছি। ২.রিজিক বলতে সাধারণত বস্তুগত জীবনোপকরণ বুঝতাম। কিন্তু রিজিক যে শুধু বস্তুগত উপকরণ নয়। বস্তুগত রিজিক আল্লাহ আমাদের কর্মপ্রচেষ্টার সাথে সম্পর্কযুক্ত করেছেন। জীবিকার সঙ্গে সম্পর্কযুক্ত করেছেন। কিন্তু অবস্তুগত রিজিক আসে আল্লাহ তায়ালার থেকে। তা অত্যন্ত চমৎকার ভাবে বুঝতে পেরেছি। ৩.প্রকৃত সম্মান কিসে নিহিত। ক্যারিয়ার দ্বারাই স্রেফ সম্মান আসে এমন নয়। প্রকৃত সম্মান আল্লাহর দাসত্বে নিহিত রয়েছে। বিষয়টি নিয়ে ধোঁয়াশা দূর হয়েছে। ৪. ফরজ আয়ের পরিমাণ কেমন হবে? সঞ্চয় কখন করব। সঞ্চয়ে প্রয়োজনীয়তা কতটুকু। সাহাবিদের জীবনযাপন কেমন ছিল। তাদের জীবিকা, সঞ্চয়ের মূল ভিত্তি কি ছিল। আমাদের কেমন হওয়া উচিত। সেটা নিয়ে গঠনমূলক ধারণা পেয়েছি। ৫.জীবিকা নির্বাহের জন্য চাই পুঁজি কিন্তু পুঁজি আহরণে ব্যস্ত হয়ে মাথায় কখন যে পুঁজিবাদী মানসিকতা চলে আসে তা বুঝা দুরূহ। কিন্তু এই সুক্ষ্ম বিষয়টি লেখক সুন্দর করে বুঝিয়েছেন। ৬.বোনদের ক্যারিয়ার নিয়ে লেখক একটু বিশ্লেষণাত্মক আলোচনা করেছেন। গবেষণা নির্ভর আলাপন। যা বোনদের জন্য অত্যধিক গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে। ৭.ক্যারিয়ার মানে শুধু চাকরির মুখাপেক্ষিতা নয়। ক্যারিয়ার মানে উদ্যোক্তা হওয়াও। ◾মন্তব্য: ক্যারিয়ার নিয়ে প্রচলিত ধ্যানধারণা নিয়ে বইটি পড়তে শুরু করলে, পাঠক অনেক ক্ষেত্রেই আশাহত হবেন; অনেক অপ্রিয় সত্যের মুখোমুখি হতে হবে। কিন্তু দিনশেষে পাঠক বইয়ে আলোচ্য বিষয় ভালোভাবে আত্মস্থ করতে পারলে, একজন আত্মসমর্পণকারী মুসলিম এবং ইসলামের আদর্শ-দৃষ্টিভঙ্গির মানদণ্ডে ক্যারিয়ারকে মূল্যায়ন করতে পারবে। ◾পরিশিষ্ট: “মুমিনের টার্গেট, মুমিনের ক্যারিয়ার, দুনিয়া প্লাস আখেরাত মিলিয়ে। দুনিয়ার জীবিকা, দুনিয়ার মিশন, আখেরাতে আমার পজিশন এই মিলিয়ে আমার ক্যারিয়ার।” (পৃ.১৪৬) ◾বই পরিচিতি: বই: মুমিনের ক্যারিয়ার ভাবনা লেখক: ডা.শামসুল আরেফিন শরয়ি সম্পাদনা: মুফতি আবুল হাসানাত কাসিম প্রকাশনায়: চেতনা প্রকাশন প্রচ্ছদ: ইলিয়াস বিন মাজহার বিষয়: প্রফেশনাল ও ক্যারিয়ার উন্নয়ন প্রকাশকাল: এপ্রিল ২০২৩ পৃষ্ঠাসংখ্যা: ১৫২ মুদ্রিত মূল্য: ২৪০৳ ✍️ আমিনুর ইসলাম রিফাত
Was this review helpful to you?
or
বই টা হাত এ পেলাম। প্রিমিয়াম একটা বই। এক্ষণ পড়ে দেখবো ভেতর এ কেমন। রকমারির সার্ভিস টা ma-sha-allah।
Was this review helpful to you?
or
যতটুকু বইটির পড়েছি, অসাধারণ লেগেছে। সত্যই আমাদের চিন্তাশীলদের অন্তরভুক্ত হওয়া উচিত। কারণ মহান রব দয়াময় আল্লহ্ তার চিন্তাশীল বান্দাদের জন্য তার নিদর্শন সমূহ বিশদভাবে বর্ণনা করেন। আমাদের চিন্তাধারা কেনো একজন বস্তুবাদীদের মত হবে।আমাদের চিন্তাধারা তো হওয়া উচিত একজন মুসলিমের মতো। মহান মালিক আমাদের সকলকে সঠিক জ্ঞান দান করুন, সত্যকে জানার তৌফিক দান করুন।
Was this review helpful to you?
or
আলহামদুলিল্লাহ্, ছোট হলেও বর্তমান সময়ের প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ বই। বর্তমান সময়ে একজন মুসলমানকে ইসলামি দৃষ্টিভঙ্গি হতে আদর্শ মানুষ হতে শেখানো হয়, ছাত্র জীবনের গুরুত্ব ও পেশা জীবনের হালাল-হারামও শেখানো হয়। কিন্তু শেখানো হয় না কেবল ক্যারিয়ারের প্রতি একজন মুসলিম পুরুষ বা নারীর দৃষ্টিভঙ্গি কেমন হওয়া উচিত, ইসলামী মূল্যবোধ অনুযায়ী আমাদের ক্যারিয়ার কিরকম হওয়া উচিত, ক্যারিয়ারের প্রতি আমাদের ডেডিকেশন কোন মাত্রায় ও কিভাবে হওয়া উচিত, সেগুলো! সমস্যা হচ্ছে এই ব্যাপারে না জানলেও ক্যারিয়ার নিয়েই বর্তমানে তরুণরা দৌড়ায় সবচেয়ে বেশি। তাই স্বাভাবিকভাবেই ক্যারিয়ার সম্পর্কিত মুসলিম তরুণ সমাজের চিন্তাভাবনা গুলো অধিকাংশ ক্ষেত্রে থাকে ইসলামী মূল্যবোধ বিবর্জিত কিংবা অতিরঞ্জিত। এই জায়গাটা নিয়ে মুসলিম স্কলারদের এখন অধিক মাত্রায় কাজ করার প্রয়োজন, অথচ ইসলামি দৃষ্টিকোণ থেকে ক্যারিয়ার গাইডলাইনিং নিয়ে এই বইটার আগে স্বতন্ত্র কোনো বই তো দূরের কথা, অন্য কোনো ধরনের উল্লেখযোগ্য প্রচেষ্টাও দেখিনি। তাই, এই শূন্যস্থানটা পূরণ করতে এই বইটা উল্লেখযোগ্য ভূমিকা রাখবে ইনশাআল্লাহ্। এটা গতানুগতিক কোনো হালাল-হারামের মাসয়ালা শেখানোর বই নয়। বইটি সম্পর্কে প্রাথমিক ধারণা পেতে চাইলে রকমারি থেকে উন্মুক্ত কয়েক পৃষ্ঠা পড়ে ফেলুন। আমার অনুরোধ থাকবে, কলেজ বা ভার্সিটি পড়ুয়া যারা আছেন, তারা দুই বেলা না খেয়ে হলেও টাকা জমিয়ে বইটা সংগ্রহ করে ফেলুন। পড়াশোনা তো করবেনই, করতেই হবে, কিন্তু বইটার মেসেজগুলো অনুধাবন করে নিজের মধ্যে ধারণ করতে পারলে সেই পড়াশোনায় একটা সম্পূর্ণ নতুন গতি পাবেন ইনশাআল্লাহ্।




