User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
Best of Higashino
Was this review helpful to you?
or
অনুবাদ অসাধারণ। গল্পটাও মাথা ঘুরিয়ে দেওয়ার মতো।
Was this review helpful to you?
or
অসাধারণ অনুবাদ! নতুন অনুবাদক হিসেবে চমৎকার অনুবাদ করেছেন! গল্পটাও অসাধারণ।
Was this review helpful to you?
or
keigo higashinor best work bolai jay
Was this review helpful to you?
or
অসাধারণ অনুবাদ। সাবলীল ও প্রাসঙ্গিক। খুব ভালো লেগেছে।
Was this review helpful to you?
or
বইটা আপনাকে গোলক ধাঁধায় ফেলে দিবে । ১৮+ উপযোগী আর রেকমেন্ডেট।
Was this review helpful to you?
or
বইঃ জার্নি আন্ডার দ্য মিডনাইট সান মূলঃ কেইগো হিগাশিনো অনুবাদঃ বি. এম. পারভেজ রানা সম্পাদনাঃ আশরাফুল সুমন প্রচ্ছদঃ বি. এম. পারভেজ রানা প্রকাশনায়ঃ বেনজিন প্রকাশন ধরনঃ থ্রিলার, পুলিশ প্রসিডিওরাল পৃষ্ঠা সংখ্যাঃ ৫৬০ মুদ্রিত মূল্যঃ ৮০০/- ফ্ল্যাপ থেকেঃ জাপানের পশ্চিম দিকের শহর ওসাকার পরিত্যক্ত এক বিল্ডিংয়ে খুঁজে পাওয়া যায় একটি লাশ। তদন্তে নামে স্থানীয় পুলিশ এবং ডিটেকটিভ সাসাগাকি। প্রত্যেকটা সন্দেহভাজনকে খতিয়ে দেখা হয়, পরখ করা হয় ভিক্টিমের সাথে পরিচিত সবাইকে। কিন্তু কোনোভাবেই কেসের সমাধান পাওয়া যায় না। এরমধ্যে কেসটার প্রধান সন্দেহভাজন মারা গেলে কেসও ঝিমিয়ে পড়ে। কিন্তু খটকা থেকে যায় সাসাগাকির মনে। সময় গড়িয়ে যেতে থাকে, একে একে কেটে যায় বিশটি বছর। এই পুরো সময় ধরে ডিটেকটিভ সাসাগাকি একটা উত্তরই খুঁজে যায়– সেদিন আসলে কী ঘটেছিলো? গল্প চলে আসে টোকিওতে। তদন্ত থামায় না সাসাগাকিও। চলতে থাকে ইঁদুর-বিড়াল খেলা। শেষমেশ কি উত্তর পেয়েছিলো এই ডিটেকটিভ? জানতে পেরেছিলো যে সেদিন কী হয়েছিলো আসলে? সব প্রশ্নের উত্তর রয়েছে বইয়ের শেষ পাতা পর্যন্ত। রয়েছে প্রত্যেকটা অধ্যায়ে, প্রত্যেকটা সংলাপে। মধ্যরাতে উদিত হওয়া সূর্যের নিচে চলুন হাঁটা যাক কয়েক কদম। পাঠপ্রতিক্রিয়াঃ আমরা সবাই জানি কিভাবে প্রতিদিন একটি নির্দিষ্ট সময়ে সূর্য ওঠে এবং অস্ত যায়। ঠিক একইভাবে, আমাদের সবার জীবনেও একটি দিন এবং রাত আছে। কিন্তু এটি সূর্যের মতো অস্ত যায় না। কিছু মানুষ সূর্যের আলোতে চিরকাল হাঁটে, আবার কিছু লোককে তাদের সারা জীবন অন্ধকার রাতের মধ্য দিয়ে চলতে হয়। লোকেরা যখন ভয় পাওয়ার কথা বলে, তখন তারা যেটা নিয়ে এত ভয় পায় তা হল তাদেরও একদিন সূর্য অস্ত যাবে। তারা যে আলো ভালোবাসে তা ম্লান হয়ে যাবে, তাই তারা ভীত। বলছিলাম 'জার্নি আন্ডার দ্য মিডনাইট সান' এর কথা।একটি বই কতটা আকর্ষণীয় হতে পারে? কেইগো হিগাশিনো আপনার মনকে এমনভাবে টুকরো করে ফেলবে যে আপনি কল্পনাও করতে পারবেন না। এটা নিঃসন্দেহে একটি মাস্টারক্লাস। একটা জিনিস খেয়াল করেছি জাপানিজ লেখকদের মধ্যে দারুণ কিছু দক্ষতা আছে। আমাদের দৈনন্দিন ও জাগতিক জীবন থেকে একটি অতি সাধারণ দৃশ্যকেও যাদুকরী এবং অন্য-জাগতিক কিছুতে রূপান্তরিত করার অতুলনীয় ক্ষমতা তাদের রয়েছে। তারা যেমন সুন্দর করে সাধারণ চিত্রগুলোকে ভিজুয়াল করে, তার মাঝে গভীরভাবে বিষাদপূর্ণ কিন্তু শক্তিশালী অর্থপূর্ণ কিছু আছে। জাপানি লেখকদের মতো অসাধারণ পরাবাস্তব চিত্র তৈরি করতে অন্য কম লেখকই সক্ষম। গোয়েন্দা সাসাগাকিকে একটি হত্যা মামলার দায়িত্ব দেওয়া হয় যা ঘটে জাপানের পশ্চিম দিকের শহর ওসাকার একটি পরিত্যক্ত বিল্ডিংয়ে। কিন্তু প্রমাণের অভাবে হত্যাকারীকে শনাক্ত করা যায়নি। যাইহোক, সাসাগাকি ফলাফলে সম্পূর্ণরূপে সন্তুষ্ট নন এবং প্রায় ২০ বছর ধরে মামলাটি চালিয়ে যান। তিনি অবসর নেওয়ার অনেক পরে। আখ্যানটি মসৃণভাবে সামনে আসতে থাকে এবং চলতে থাকে বিড়াল-ইঁদুর খেলা। সম্পর্কিত অনেক ব্যক্তি ও জটিল এক রহস্য সাসাগাকিকে নিয়ে আসে টোকিওতে। বইটি বলা যায় অনেকগুলো চরিত্রকে একসাথে করে ধীরে ধীরে চলতে থাকে। চরিত্রগুলিও লেখক তৈরি করেছেন, যাদের বেশিরভাগই রহস্যময় প্রকৃতির। Devotion of Suspect X" পড়ার পর আমি হিগাশিনোর ভক্ত হয়েছি। দুই দশক ধরে চলতে থাকা বিস্তৃত এক প্লটকে দুর্দান্ত একটি থ্রিলারে রূপান্তর করা বেশ কষ্টসাধ্য কাজ। শেষের দিকে এসে একেরপর এক প্লট টুইষ্টসহ নাটকীয় রহস্য উন্মোচন হতে থাকে। সত্যি বলতে, কেইগো হিগাশিনো এই থ্রিলার ঘরানার একজন মাস্টার। ক্ষুদ্র থেকে ক্ষুদ্র বিবরণকেও তিনি এমনভাবে একত্রিত করেছেন যেটা একমাত্র হিগাশিনোর দ্বারাই সম্ভব। কেইগো হিগাশিনোর লেখা বইগুলি টুইস্ট, বুদ্ধিমান চরিত্রায়ন, এবং লিখনশৈলীর গভীরতাকে এক করে পাঠকদের বাকরুদ্ধ করে রাখে। বইটি জটিল, এমন পরিমাণে জটিল যে পাঠক জানেনা এই গোলকধাঁধার শেষ কোথায়? আমার এক পৃষ্ঠা রীতিমতো কয়েকবার করে পড়তে হয়েছে। অনুবাদ অসাধারণ ছিলো। বইটায় অনুবাদক দারুণ ডিটেলিং করে অনুবাদ করেছেন। অবাক করার মতো বিষয় হলো এটা অনুবাদক রানা ভাইয়ের প্রথম অনুবাদ করা কোন বই এবং উনার প্রকাশভঙ্গী, অনুবাদ ও সংলাপ পড়ে মনেই হচ্ছিল না যে নবীন কারো অনুবাদ। দারুণ প্রশংসনীয় অনুবাদ ছিল। একদম জোস ও পরিপক্ব। বেশ সাবলীল এবং ঝরঝরে। সবশেষ, বেনজিনের বইয়ের প্রডাকশন নিয়ে নতুন করে বলার কিছু নেই, ওরা আমাকে মুগ্ধ করে বারবারই।এবারও বইয়ের পৃষ্টার মান, রানা ভাইয়েট প্রচ্ছদ, ডাস্ট কভার, কালার কম্বিনেশন, ফন্ট সবকিছুই টপনচ, এককথায় অসাধারণ। প্রকাশনীর এমন কাজ সত্যিই প্রসংশার দাবীদার।
Was this review helpful to you?
or
কেইগো হিগোশিনো আমার প্রিয় লেখক.. কেইগো র থ্রিলার মানেই ডার্ক এর সাথে মাথা ঘোরানো টুইস্ট..! লেখকের প্রত্যেকটি বই অস্থির কাহিনীর।"জার্নি আন্ডার দা মিডনাইট সান" লেখকের সবচেয়ে বড় বই.. আলহামুলিল্লাহ বইটি বেনজিন প্রকাশনীর প্রিমিয়াম+চমৎকার প্রোডাকশন এবং সুন্দর প্রচ্ছদে আসছে!! ডেমো অনুবাদ পড়েছি! খুব ভালো লেগেছে....সহজ+সাবলীল