
User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
ধীরে ধীরে বইটি পড়ছিলাম। চাইলে খুব দ্রুত পড়া সম্ভব ছিল, তবুও নিজের জীবনধারায় প্রয়োগের লক্ষ্যে বইয়ের প্রতিটি পাতা ধীর গতিতে উল্টানোর সংকল্প নিলাম। অবশেষে আলহামদুলিল্লাহ, বইটি শেষ করতে পেরেছি। রাসূল ﷺ, সাহাবী, তাবেয়ী ও তাবে-তাবেয়ীদের আদর্শ পন্থা বা পদ্ধতি সম্পর্কে জানতে পারলাম। মানহাজ একজন মুসলিমের প্রতিটি কর্মের মধ্যেই নির্ধারিত, যেমন: ঈমান-আকিদা, ইবাদত, আচরণ, ফিকহ, জিহাদ, বিদআত, সুন্নাহ, ইখতিলাফ, সমাজনীতি, রাজনীতি ইত্যাদি সহ অনেক কিছুই বিদ্যামান আছে। আমাদের কর্মপদ্ধতি হওয়া প্রয়োজন সালাফদের পন্থা অনুসরণে। সেই পদ্ধতিকে শিক্ষা হিসেবে রেখে শাইখ আলবানী রাহিমাহুল্লাহ'র বিভিন্ন সময়ের প্রশ্নোত্তর গুলো কিছু বই সংকলিত হয়েছে। সেই এক বা একাধিক বই থেকে সংকলন করে অনুদিত বই হিসেবে মানহাজুস সালাফ বইটির অবয়ব দেওয়া হয়েছে। সমাজে, বিশেষ করে অনলাইন প্ল্যাটফর্মে, দ্বীনি ভাইবোনদের মধ্যে অনেক সময় কাদা ছোড়াছুড়ি ও বাড়াবাড়ি করতে দেখা যায়। প্রকৃত অর্থে তারা একটি ব্যালান্সিড গাইডলাইন পায় না, যার ফলে এ ধরনের সমস্যার সম্মুখীন হয়। সকল মতাদর্শকেই শ্রদ্ধা ও সম্মান করতে হবে। সালাফগণ আমাদের ভাইদের প্রতি কঠোর ছিলেন না; বরং তারা ছিলেন অনন্য গুণাবলির অধিকারী। তাদের কর্মপদ্ধতিই আমাদের একমাত্র পথের প্রদীপ। তাই সকলকে বলব—বইটি সংগ্রহ করে পড়ার জন্য। বিশেষ করে সালাফি মতাদর্শের ভাইবোনদের বলব, বইটি আপনাদের জন্য সবচেয়ে বেশি ভূমিকা রাখবে। . . বই মানহাজুস সালাফ মূল: শাইখ নাসিরুদ্দিন আলবানী রাহি: সংকলন: আব্দুল্লাহ মাহমুদ সম্পাদনা: শাইখ মুহাম্মদ শহীদুল্লাহ খান মাদানী পৃষ্ঠা: ৫৫৬ মুদ্রিত মূল্য: ৭১৫৳ প্রকাশনায়: Believers Vision ⦿
Was this review helpful to you?
or
দীর্ঘ দিন ধরে বইটি সংগ্রহ করব ভাবছিলাম। অবশেষে সংগ্রহ করেই ফেললাম। আলহামদুলিল্লাহ । ধন্যবাদ রকমারিকে এতো দ্রুত ডেলিভারি দেওয়ার জন্য।
Was this review helpful to you?
or
বইটি অনেক সুন্দর, বাইন্ডিং, কাগজের কোয়ালিটি অসাধারণ। বইয়ের বিষয়বস্তু যুগোপযোগী এবং সালাফী মানহায নিয়ে মানুষের সাধারণ প্রশ্নগুলোর উত্তর দেয়। যুগের প্রচলিত বিভিন্ন ফিতনা গুলোর সমাধান ও তা নিয়ে আলোচনা রয়েছে বইটিতে। বইটি সবার ঘরে ঘরে থাকা উচিত
Was this review helpful to you?
or
মনহাজ বিষয়ে অসাধারণ একটি বই।এটা বলার কিছু নেই কারণ লেখকটাই অসাধারণ।
Was this review helpful to you?
or
অসাধারণ একটি বই।
Was this review helpful to you?
or
A outstanding book for extracting knowledge about the methodology of our salafs(in Bengali language of course). Absolutely recommended for knowledge seeker muslims! [The quality of this book is also fine,thanks to the publisher]




