
User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
আফগানিস্তানের ইতিহাস মুসলিম উম্মাহর ইতিহাস সিরিজের সংকলক মাওলানা ইসমাঈল রেহান সাহেব পুরো একটি সিরিজ সংকলন করার পরও আলাদা করে কিছু কাজ করেছেন। যেমন, তিনি সালাহউদ্দীন আইয়ুবীকে নিয়ে আলাদা গ্রন্থ রচনা করেছেন। খাওয়ারিজম সাম্রাজ্যের ইতিহাস নিয়ে আলাদা গ্রন্থ রচনা করেছেন। আবার জালালুদ্দিন খাওয়ারিজমশাহকে নিয়েও আলাদা কাজ আছে তার। এমনই ধারাবাহিকতায় তার স্পেশাল একটি কাজ হচ্ছে আফগানিস্তানের ইতিহাস। বইটি মূলত পড়তে শুরু করেছিলাম, আফগানিস্তান নিয়েই কেনো লিখতে হলো আর কেনো হিন্দুস্তান নিয়ে লিখলেন না এটা জানার জন্য। যতটুকু বুঝলাম, প্রাচ্যবিদদের বিষাক্ত কলমের কাছে ভবিষ্যৎ প্রজন্মকে আক্রান্ত হওয়া থেকে বাঁচাতেই লেখক মাসিক জরবে মুমিনে কলাম আকারে শুধু গত দুই দশকের ইতিহাস লিখতে চেয়েছিলেন। মানে কালান্তর প্রকাশনী থেকে ছাপা অনুবাদের শুধু তৃতীয় খন্ডটি সংকলনের উদ্দেশ্য ছিলো লেখকের। কিন্তু গত এক হাজার বছরের আফগানিস্তানের ঐতিহ্য অবদান লেখককে একদম পেছন থেকে ইসলামের আগের যুগ থেকে লিখতে বাধ্য করেছে। বইটি সুন্দর হয়েছে। প্রথম খন্ডে আহমাদ শাহ আবদালী পর্যন্ত ইতিহাস এসেছে। দ্বিতীয় খন্ডে তালেব!নের উত্থান পূর্ব ইতিহাস এসেছে। তৃতীয় খন্ডে আমীরুল মু'মিনীন তৃতীয় ওমর আর তালেব!ন থেকে বর্তমান পর্যন্ত সময়ের ইতিহাস এসেছে। ইসমাঈল রেহান সাহেব তার লেখুনির মাধ্যমে অনেকের মতো আমার মনেও জায়গা করে নিয়েছেন। তবে আমি নিশ্চিত, তিনি চাইলেও যত চেষ্টা করেই হোক, খাওয়ারিজম সাম্রাজ্যের ইতিহাস সিরিজের চেয়ে সুন্দর আর কোনও বই উপহার দিতে পারবেন না। খাওয়ারিজম সাম্রাজ্যের ইতিহাস বইটি লেখকের সবচেয়ে সেরা কাজ। 🖋️ জহির বিন আইয়ুব ০৫/১২/২০২৫ শুক্রবার
Was this review helpful to you?
or
this book helps us to know the in depth history of Afghanistan
Was this review helpful to you?
or
মাওলানা ইসমাইল রেহান লিখিত এই বইটি আসলেই সবার পড়া উচিত কারন আফগানিস্তান এমন এক দেশ যেখানে আজও ইসলাম জিন্দা আছে
Was this review helpful to you?
or
আফগানিস্তানের ইতিহাস একটি নির্ভরযোগ্য গ্রন্থ। তিন খন্ডে রচিত একটি অনবদ্য গ্রন্থ। তৃতীয় খণ্ডে রয়েছে তালেবানদের উত্থানের ইতিহাস। কীভাবে তালেবানদের উত্থান হলো জানতে হলে পড়ুন তৃতীয় খণ্ড। আর তাদের উত্থানের পেছনের কার্যকারণ, প্রেক্ষাপট জানতে অবশ্যই পড়তে হবে প্রথম দুই খণ্ড। আফগান জাতি যে সর্বদা অপরাজেয় তার প্রামাণ্য গ্রন্থ এটি। গোবি মরুভূমি ও বৈকাল হ্রদ থেকে ধেয়ে আসা মোঙ্গল তাতার ঝড়ের বিরুদ্ধে যে জাতি প্রতিরোধ গড়ে তুলেছিলো, রাশিয়া ও আমেরিকাকে যারা নাকানিচুবানি খাইয়েছিলো তারা সেই সে আফগান জাতি।
Was this review helpful to you?
or
আফগানিস্তান শুধু আজকের নয়, আগামীর যেকোনো সময়ের জন্য সবচেয়ে আলোচিত এবং সমানভাবে প্রাসঙ্গিক গুরুত্বপূর্ণ রাষ্ট্র হিসেবে আলোচনায় থাকবে, ইন শা আল্লাহ। অতএব, আফগানিস্তানকে ভূখণ্ড হিসেবে এবং সদ্য প্রতিষ্ঠিত ইমারাহ হিসেবে, জাতি হিসেবে আফগানদের জানার জন্য মাওলানা ইসমাইল রেহানের ৩খণ্ডের সিরিজটি সহায়ক হবে, ইন শা আল্লাহ। কেন আফগানিস্তানে পরাশক্তিগুলো ব্যর্থ হইলো, কীভাবে তালিবরা আন্দোলন সংগ্রামে ধারাবাহিকতা রক্ষায় জনসমর্থন লাভ করল, এবং সেখানকার ইমারাহ ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা হিসেবে কীভাবে টিকে আছে, তা বুঝা যাবে জাতি হিসেবে আফগানরা কেমন, তা জানার মধ্য দিয়ে। জাতি হিসেবে আফগানদের জানতেও সিরিজটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ~ মো: জাকির হোসাইন শিক্ষার্থী: ইতিহাস বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
Was this review helpful to you?
or
আফগানিস্তানের প্রতি কেীতহলটা বেশ পুরোনো,তবে ছাত্র ভাইদের সম্পর্কে জানার পর তা কয়েকগুন হয়েছিলো। আর তারই স্বাধ মিঠালো কালান্তরের আফগানিস্তারে ইতিহাস
Was this review helpful to you?
or
আফগান জাতি রীতিমতো বিস্ময় জাগানিয়া।দীর্ঘ দিন যুদ্ধ আগ্রাসন চলা দেশটির সম্প্রতি উঠে আসা যেন মিরাকল। সোভিয়েত রাশিয়া এবং আমেরিকার মতো সাম্রাজ্যবাদী শক্তিকে একহাত দেখিয়ে এগিয়ে চলছে এই লড়াকু জাতি। অতীতে এই আফগানরা ভারত উপমহাদেশেও রাজ্য করেছে,শাসন করেছে বছরের পর বছর।নাদির শাহ থেকে আহমদ শাহ আবদালির যুগ,শহিদ আহমদ শাহির জিহাদী আন্দোলেন ইতিহাস! ব্রিটিশ শাসনামলে ইংরেজ বিরোধী আন্দোলন করেছে।এরপর কমিউনিজমের কালো থাবা থেকে কাবুল জয়, মুজাহিদদের সরকার গঠন। একবিংশ শতাব্দীতে বুশ প্রশাসন,তালেবানদের নিয়ে উত্তাল পৃথিবী দেখলো নতুন এক উত্থান।রক্তক্ষয়ী যুদ্ধ আর অপরাজিত মনোভাব দিয়ে এ জাতি ছিনিয়ে নিতে সক্ষম হলো প্রকৃত স্বাধীনতা। কালান্তরের ইতিহাস সিরিজ মানেই একত্রে গোছানো এক রত্ন ভান্ডার।আর আবদুর রশীদ তারাপাশীর সুদক্ষ অনুবাদের কল্যাণে “আফগানিস্তানের ইতিহাস” বইটিও সুখপাঠ্য।
Was this review helpful to you?
or
হাজার বছর ধরে হিন্দুকুশ আর হিমালয় পাদদেশের অধিবাসীদের ইসলামের সঙ্গে এমন শক্তিশালী বিশ্বাসের বন্ধনে আবদ্ধ রেখেছে? বিজয়ী এই জাতিকে জানতে হলে আপনাকে এই গ্রন্থ অবশ্যই পড়তে হবে। এটি কোনো উপন্যাস বা থ্রিলার নয়, রক্তমাংসে অপরাজেয় আর জীবন্ত একটি জাতির প্রায় ২ হাজার বছরের জ্বলন্ত ইতিহাস। আপনার সামনে উপস্থাপন করবে এ বই।
Was this review helpful to you?
or
তিন খন্ডে প্রকাশিত হয়েছে আফগানিস্তানের ইতিহাস বইটি। বইটিতে আফগানিস্তানের দুই হাজার বছরের ইতিহাস রয়েছে। কী এমন গুরুত্বপূর্ণ যে একটা ভূখণ্ডের ২ হাজার বছরের ইতিহাস মলাটবন্দী করা লাগবে! হ্যাঁ, সেটা জানতেই বইটা আপনাকে পড়তে হবে। হার না মানা লড়াকু এক জাতি আফগান জাতি। যারা ঈমানের বলে বলীয়ান। সংগ্রামী এক জাতি। অন্য যেকোন ভূখণ্ড বা দেশ থেকে সম্পূর্ণ আলাদা এই জাতি। কেন এই স্বকীয়তা! এটা জানতে হলেও বইটি পড়তে পারেন। আশা করি, পাঠক বইটি পড়ে হতাশ হবেন না। আত্মিকভাবে আরও ঋদ্ধ হবেন। আফগানিস্তানের পুরো ইতিহাস জানতে চাইলে বইটি হতে পারে উত্তম পছন্দ।
Was this review helpful to you?
or
আফগানিস্তানের ইতিহাস বইটি খুবই তাৎপর্যপূর্ণ ও বহুল পঠিত বই।পাকিস্তানের বিখ্যাত ইতিহাসবিদ আলিম ও ফকিহ মাওলানা ইসমাইল রেহান বইটি লিখেছেন।এটি বাংলা ভাষাভাষীদের জন্য এনেছেন কালান্তর প্রকাশনী।যারা ইতিহাস কে জনমানুষের দুয়ারে পৌছানোর গুরুদায়িত্ব কাঁধে তুলে নিয়েছে।ইতিহাসের এ বইটির পরতে পরতে ঈমানের ছাপ রয়েছে।রয়েছে দখলদারত্বের ধ্বংসলীলা ও মুজাহিদদের বীরত্ব।আফগানিস্তানের মাটিতে কোন দখলদার কাঙ্খিত লালসা বাস্তবায়ন করতে পারেনি।হয়তোবা মর্দে মুজাহিদদের শহীদ করার মতো কাজ তারা করতে পেরেছে।শুধু মহজাহিদ তৈরী করেছে আফগান তা নয়,কিছু মুনাফিকও তৈরী হয়েছে আফগানের মাটিতে।সোভিয়েত,পারস্য,আমেরিকা কারও সামনে পদানত নয় আফগানরা। রিভিও দিয়ে বুঝানো সম্ভব নয়। বরং বইটি পড়া প্রয়োজন।যা পড়া শুরু করলে থামতে ইচ্ছে করেনা।কখন রাত দুইটা - তিনটা পার হয়। তাই,আসুন ইতিহাস পড়ি,নিজেকে গড়ি। ইতিহাস পড়ি, নিজের পূর্বপুরুষদের জানি।
Was this review helpful to you?
or
বিশ্বপরাশক্তিদের গোরস্থানের ইতিহাসপাঠে আপনাদের স্বাগতম!! এই এক বিস্ময়কর জাতি। ইতিহাসের শুরু থেকে এই জাতিকে দমানো যায়নি। এমনি স্বর্ণযুগেও না। ইসলাম তাদের কাছে এসেছিল দাওয়াত নিয়ে... এরপর পড়ুন…
Was this review helpful to you?
or
আফগানিস্তান নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে এক পাথুরে জমি, যোদ্ধা জাতি। যাদের রয়েছে হাজার বছরের ইতিহাস। সেই জাতির অনেক অজানা ইতিহাস জানতে কালান্তর প্রকাশনীর আফগানিস্তানের ইতিহাস বইটি একটি মাস্টারপিস। এই বইটি লেখকে অনেক বছরের গবেষণার ফসল। ধন্যবাদ জানাই কালান্তর প্রকাশনীকে, এমন বইটি অনুবাদ করার জন্য।
Was this review helpful to you?
or
বিকল্পহীন বই। অবশ্যই পড়া উচিত।
Was this review helpful to you?
or
বিজয়ী এই জাতিকে জানতে হলে আপনাকে এই গ্রন্থ অবশ্যই পড়তে হবে। এটি কোনো উপন্যাস বা থ্রিলার নয়, রক্তমাংসে অপরাজেয় আর জীবন্ত একটি জাতির প্রায় ২ হাজার বছরের জ্বলন্ত ইতিহাস।
Was this review helpful to you?
or
কালান্তরের কালজয়ী কাজ।
Was this review helpful to you?
or
আফগানিস্তানের ইতিহাস~ একটি বীরের জাতি, একটি আত্মমর্যাদাশীল জাতি, একটি হার না মানা জাতি হলো আফগানিস্তান। যেখানে শুরু থেকেই চলে এসেছে বিভিন্নভাবে বুদ্ধিবৃত্তিক আগ্রাসন, যুদ্ধ, বিভীষিকা। তবুও যারা এক আল্লাহর উপর আস্থা রেখে নিজেদের ঈমানে অবিচল থেকে লড়াই করে গিয়েছেন সে জাতির প্রায় ২ দশকের ইতিহাস তুলে আনা হয়েছে এই বইটিতে৷ তাই আফগানিস্তানের ইতিহাস নিয়ে আগ্রহীদের জন্য এ বইটি হতে পারে অন্যতম।
Was this review helpful to you?
or
আফগানদের সম্পর্কে জানতে হলে আপনাকে এই গ্রন্থ অবশ্যই পড়তে হবে। এটি কোনো উপন্যাস বা থ্রিলার নয়, রক্তমাংসে অপরাজেয় আর জীবন্ত একটি জাতির প্রায় ২ হাজার বছরের জ্বলন্ত ইতিহাস।
Was this review helpful to you?
or
আ*ফ*গান*দের সম্পর্কে জানার জন্য মাস্টারপিস একটি বই।বইটিতে প্রায় ২ হাজার বছরের ইতিহাস আছে।আমাদের জানা অজানা অনেক বীরদের কাহিনী এসেছে।বইটিতে ফুটে উঠেছে তাদের বীরত্ব,তাদের ভূমিতে এসে জালিমদের নাকানিচুবানি খাওয়ার ইতিহাস।
Was this review helpful to you?
or
একটি দূর্ভেদ্য জাতি, যারা একবার নিজেদের মধ্যে হানাহানি করে, আবার সবকিছু ভুলে সবাই একসাথ হয়ে বহিগত শক্তি, সুপার পাওয়ারদের কোমর ভেঙে দেয়। শুধুমাত্র ইসলাম কায়েমের জন্য লাখ লাখ মানুষের রক্তকে নাযরানা দেয়, সেই আফগান জাতিকে জানার জন্য এই বইটি আমাকে হতাশ করে নি। তাদের সাবলীল অনুবাদের জন্য ধন্যবাদ।
Was this review helpful to you?
or
যখন কালান্তর প্রকাশনী জানিয়েছিল আফগানিস্তানের ইতিহাস বইটি আনছে তখন থেকেই অপেক্ষায় ছিলাম। আলহামদুলিল্লাহ প্রথম অফারেই গ্রহণ করেছি বইটি। প্রথম খন্ড শেষ, দ্বিতীয় খণ্ড চলছে আল্লাহর রহমতে। বইটি যতই পড়ছি ততই মুগ্ধ হচ্ছি সাবলীলতায়। বইটা পড়লে কোনভাবেই মনে হয় না এটা অনুবাদ। আফগানিদের ইসলাম সম্পর্কে কঠোর নীতি মুগ্ধ করছে অনেক। পাশাপাশি মোনাফিক এবং গাদ্দারদের আচরণগুলো সাময়িকভাবে কষ্ট দিয়েছে। কারণ তারা মুসলমানদের পথ চলা হয়তো একটু থামিয়ে দিতে পেরেছে কিন্তু গন্তব্যে যেতে বাধা দিতে পারেনি ।সক্ষম হয়নি আল্লাহ তায়ালার রহমত এবং মুমিন বান্দাদের অবিচলতার কারণে। এখান থেকে আমাদের শিক্ষা সাময়িক হয়তো আমরা কষ্টে থাকবো কিন্তু দিনশেষে জয় আমাদের। জীবনটা দেখলাম আফগানিস্তানের ক্ষেত্রে। বইটির বাইন্ডিং ছাপা সবকিছুই সুন্দর লাগছে। বিশেষ করে হাত দিয়ে পাতা চেপে রেখে পড়ার কোন ঝামেলা নেই। নিচে রেখে সাময়িকভাবেই পড়া যায়। ইতিহাসের বই প্রকাশে কালান্তর বরাবরই সেরা। তবে আফগানিস্তানের ইতিহাস আরো বেশি সেরা। জয়তু কালান্তর।




