
User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
গরপরতা সিনেমার স্ক্রিপ্ট কে বই বলে চালিয়ে দেয়ার চেষ্টা। অনুবাদ ও তথৈবচ।
Was this review helpful to you?
or
#রকমারি_বইপোকা_রিভিউ_প্রতিযোগিতাঃ অফিসে ডেভ এলিয়টের দিনটি শুরু হলো খুব বাজেভাবে... সকালবেলা ডেভের অফিসে কোম্পানি প্রেসিডেন্ট বার্নি ঢুকলো পিস্তল হাতে— চোখে খুনের নেশা। পরিস্থিতি মোড় নিতে লাগলো আরো খারাপের দিকে। আতঙ্কিত ডেভ আবিষ্কার করলো তার সহকর্মী, বন্ধু এমনকি স্ত্রী, পুত্র পর্যন্ত হত্যা করতে চাইছে তাকে। কি কারনে— সামান্যতম ধারণাও যদি তার থাকতো! নিউইয়র্কে পঞ্চাশ তলা একটি অফিস ভবনে আটকা পড়েছে সে। প্রতিটি তলায় তাকে তাড়িয়ে বেড়াচ্ছে একদল রহস্যময় ভাড়াটে খুনীর দল। ভেবেছে দুপুরের আগেই ডেভকে খুন করে ফেলতে পারবে তারা। তবে তাদের ধারণাটি ছিলো ভুল! মোটামুটি এই হচ্ছে ফ্ল্যাপের কাহিনী সংক্ষেপ। পুরো বিষয়টিই আজগুবি। প্রথমে ভেবেছিলাম যম্বি বা ভুত প্রেত নিয়ে কিছু একটা হবে। কারন আগেরদিনও যেখানে সব কিছু ঠিকঠাক ছিলো, সেখানে হঠাৎ করেই কেনো সবাই পাগলা কুকুরের মত ডেভ এলিয়টের পিছনে ছুটবে? আর রহস্যময় এই খুনির দলই বা কোথা থেকে এলো? কিসের উদ্দেশ্যে? . ঘরানার দিক থেকে এটি থ্রিলার। তবে অনায়াসে একশনধর্মী বই বলা যায়। সচরাচর থ্রিলারে এতটা একশন দেখা যায় না। লেখকের নাম জোসেফ আর. গারবার। নামটা একটু বেশিই অপরিচিত। অনীশদার অনুবাদ দেখে সাহস করে নিয়েছিলাম হাতে। ফ্লাপের লেখা দেখে আরো কৌতূহল জাগে। তারপর শুরু করলাম পড়া। "যেদিন সকালে অদৃশ্য হয়ে গেলো ডেভ এলিয়ট..."-- শুরুটা ছিলো এমন! চমকে দেয়ার মত শুরু। তবে প্রথম চ্যাপ্টারটা অতিরিক্ত মাত্রায় শান্ত ছিলো। প্রলয়ঙ্করী ঝড় শুরুর আগে প্রকৃতি যেমন থমকে যায়। দ্বিতীয় চ্যাপ্টার থেকে আর লেখক অনুযোগ করার সুযোগ দেন নি। শুধুই একশন, একশন, একশন এবং আরো একশন। আর মূল টুইস্ট ছিলো মূলত মোটিভেশন-- কি কারনে ডেভ এলিয়টের উপর সবাই এত আক্রোশ! বইয়ের একশনগুলো মোটামুটি লজিকাল। "উড়াধুড়া একশন" বিশেষণটা এখানে খাটবে না। লেখকের যথেষ্ট পরিশ্রম করতে হয়েছে এই নিয়ে। টুকটাক দুইএকটা জিনিস শেখার মতও। টুইস্টটা ছিলো গল্পের সব থেকে বড় আকর্ষণ। ৭৫% এর মত পড়ার পরও ভৌতিক বা প্যারানরমাল কাজকারবার ছাড়া আর কোনো বাস্তবসম্মত কারন মাথায় আসছিলো না আমার। যতক্ষণ পর্যন্ত লেখক না ক্লিয়ার করে দিবে ততক্ষণে বোঝার কোনো উপায় নেই কি হচ্ছে। আর ব্যাখ্যাটাও যথেষ্ট বিশ্বাসযোগ্য হয়েছে শেষপর্যন্ত। মারাত্মক রকম ইউনিক আর সহজ প্লটটা। একশনের তুলনায় ইনফরমেশনের পরিমাণ নিতান্তই কম-- তবে অপ্রতুল না। যতটুক তথ্য দরকার ততটুকুই সরবরাহ করা হয়েছে। একটু কমবেশি না। ভালো লাগে নাই এমন কিছু নেই উল্লেখ করার মত। তবে ভাষার গাঁথুনিটা একটু হালকা মনে হয়েছে আমার কাছে। অনুবাদের কারনেও হয়তো এমন লাগতে পারে। আমি নিশ্চিত না। তবে অনুবাদের মান খারাপ ছিলো না। অনীশদার অনুবাদ--খারাপ হওয়ার মত না। বানান ভুলের কথাও মনে পড়ছে না। প্লট, একশন, টুইস্ট-- সব কিছু মিলিয়ে আমার পড়া সব থেকে আদর্শ থ্রিলার ভার্টিকাল রান। বিখ্যাত লেখক ক্লাইভ ক্যাসলার বইটা সম্পর্কে বলেছিলেন, "এর থেকে শ্বাসরূদ্ধকর থ্রিলার আর হতে পারে না।" আসলেই এর থেকে ভালো থ্রিলার হওয়ার মত না। কোনো ধরনের ফাঁকা রাখেন নাই কোথাও। বইয়ের সাইজও তুলনামূলকভাবে কম। সব মিলিয়ে এক টান দিয়ে পড়ে ফেলার মত বই। এমন বই না পড়ার মত ভুল ভুলেও করবেন না বললাম!
Was this review helpful to you?
or
breath taking novel. quite different story. those who love suspense must read the novel.
Was this review helpful to you?
or
Finishing was not very good .
Was this review helpful to you?
or
আমিয কাছে বেশ ভালই লেগেছে । পড়ে দেখতে পারেন । আশা করি বোর হবেন না




