User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
A Book That Changes Perspective
Was this review helpful to you?
or
Recommend
Was this review helpful to you?
or
masterpiece 🌟🌟
Was this review helpful to you?
or
মোটামুটি ভালোই
Was this review helpful to you?
or
আলহামদুলিল্লাহ বই হাতে পেয়েছি🌼🥀🌻
Was this review helpful to you?
or
ভালো একটা বই
Was this review helpful to you?
or
💖
Was this review helpful to you?
or
যুগোপযোগী একটি বই❤️
Was this review helpful to you?
or
Boita hate paichi pry 2 months,,,,, boita atto sundor ki bolbo,, mash allah.
Was this review helpful to you?
or
আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগার মতো বই। চাইলে নিতে পারেন
Was this review helpful to you?
or
আলহামদুলিল্লাহ বই টি হাতে পাইছি
Was this review helpful to you?
or
বইটি অনেক ভালো সবাই নিতে পারেন । রকমারির সার্ভিস ও অনেক ভালো
Was this review helpful to you?
or
আলহামদুলিল্লাহ, বইটি খুবই ভালো
Was this review helpful to you?
or
Nice book
Was this review helpful to you?
or
বইটি পর্দা বিষয়ক আধুনিক সমাধান প্রদানের ক্ষেত্রে অনন্য ৷
Was this review helpful to you?
or
অত্যন্ত চমৎকার ও গুরুত্বপূর্ণ পরশ বিধান বিষয়ক একটি বই। বইয়ের টপিক গুলো খুবই সুন্দর। পর্দার মতন গুরুত্বপূর্ণ ফরজ বিধানকে জানার জন্য বইটি পড়া উচিত এবং অপরকে বইটি হাদিয়া দেওয়া। এ বইটি আমি আমার বন্ধুবান্ধব ও আত্মীয়-স্বজনদেরকে হাদিয়া দিব (ইনশাআল্লাহ)
Was this review helpful to you?
or
বইটি সত্যি অসাধারণ এরকম পূর্ণাঙ্গ গোছানো বই পর্দা নিয়ে এখনো পাইনি বেস্ট।
Was this review helpful to you?
or
বইটার নাম শুনেই কেনার ইচ্ছা হয়েছিল আলহামদুলিল্লাহ আজ হাতে পেয়ে গেলাম
Was this review helpful to you?
or
নিজেকে এবং পরিবারকে হেফাজত করতে প্রত্যেক বিশ্বাসী ভাই বোনের এই বইটি পড়া উচিত।
Was this review helpful to you?
or
ধন্যবাদ রকমারি টিম কে। ❤️ ৩ দিনের মধ্যেই বই টি হাতে পেয়ে গেলাম 🤍
Was this review helpful to you?
or
খুব খুব সুন্দর একটা বই।আমার মনে হয় সব মেয়ের এই বইটি পড়া উচিত
Was this review helpful to you?
or
better gift for wife, daughter, sister
Was this review helpful to you?
or
হাদিয়া দেওয়ার জন্য খুবই সুন্দর একটা বই
Was this review helpful to you?
or
"পর্দা" আল্লাহর দেয়া সবচেয়ে অবহেলিত ফরজ বিধান! অজ্ঞতার কারণে আমাদের একেকজনের কাছে পর্দার সংজ্ঞা হয়ে যায় একেকরকম। কিন্তু কখনো কি ভেবে দেখেছি কেমন পর্দা আসলে আল্লাহর নিকট গ্রহণযোগ্য? 🔶 বইয়ের বিষয়বস্তুঃ ইসলামে পর্দার বিধান নিয়ে অসংখ্য বই লেখা হয়েছে। কিন্তু এই বইটি সম্পূর্ণ আলাদা। বইটির পাঠকমাত্রই আমার সাথে একমত হবেন বলে আমার দৃঢ় বিশ্বাস! কারণ বইটি শুধু পর্দার সংজ্ঞা কিংবা গুরুত্ব বুঝানোর ক্ষেত্রে লেখা হয়নি। এতে একেধারে রয়েছে, ▪ পর্দার বিধানের আদ্যপান্ত ️▪ পর্দার বিধানের হিকমাহ্ ️▪ পর্দার গুরুত্ব ️▪ কোন জায়গায় কীভাবে পর্দা করতে হবে ️▪️ পর্দার ক্ষেত্রে নানা ত্রুটি-বিচ্যুতি ▪️ সেসব ত্রুটি-বিচ্যুতি থেকে উত্তরণের উপায় ▪️ প্রতিকূল পরিবেশে পর্দা ▪️ পর্দাবিরোধী নব্য ফিতনার বিষয়ে সতর্কীকরণ ▪️ পর্দা নিয়ে ভুল ধারণা ▪️ সত্যিকারের অনুপ্রেরণা মোটকথা, বর্তমান সময়ে এমন একটি বই সময়ের দাবি। পর্দা বিষয়ের পুরোপুরি একটি প্যাকেজ বলা যায় এই বইকে। 🔶 বইটি কেন পড়বেন? আমরা কেউই কোনো কাজে ত্রুটি-বিচ্যুতি পছন্দ করি না। কিন্তু আল্লাহর দেয়া একটি আবশ্যক বিধান সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান না থাকার দরুন আমাদের অনেক ত্রুটি হয়ে যায়। আমরা কি চাইবো আমাদের ফরজ ইবাদত আল্লাহর সামনে ত্রুটিযুক্ত কিংবা ভুলভাবে উপস্থাপিত হোক? আর এই ইবাদতের বিষয়ে জানার জন্য আমাদের সাধারণ মানুষের শরণাপন্ন হলেও কিন্তু নিরাপদ না। সমাধান নিতে হবে আলিমের কাছ থেকে। এজন্যই বিদগ্ধ আলিম মাওলানা তানজিল আরেফীন আদনান হাফিযাহুল্লাহ নিজের এতবছর ধরে দেখে আসা নানা পরিস্থিতির সাপেক্ষে পর্দার বিষয়ে একটা সম্পূর্ণ গাইডলাইন দিয়েছেন শরীয়তের মানদণ্ড অনুযায়ী। যা মুসলিম উম্মাহ'র জন্য বড়ই ইহসানের, আলহামদুলিল্লাহ। 🔶 পাঠ-অনুভূতিঃ এই বইয়ের পাঠ অনুভূতি সম্পূর্ণ ভিন্ন। বইটি প্রকাশের আগ থেকে লেখক বইয়ের অংশবিশেষ প্রকাশ করতেন, সেই ছোট ছোট লেখাগুলো পড়েই এতো উপকৃত হয়েছিলাম, আলহামদুলিল্লাহ! মনে মনে নিয়ত করেছিলাম, বইটি প্রকাশ হওয়া মাত্রই কিনে ফেলবো ইন শা আল্লাহ। এমন কিছুই তো প্রয়োজন ছিল এতোদিন! পর্দাশীল মুসলিম মা-বোনদের জন্য এমন গাইডলাইন যে কতটা প্রয়োজনীয়, তা কেবল তাঁরাই বলতে পারবেন। কত অজানা বিষয়ের ব্যাপারে জেনেছি, নতুন কিছু শিখেছি আর কত বিষয়ের যে সমাধান পেয়েছি বইটি পড়ে তার হিসেব নেই। কেবলই মনে হলো বইটা যদি পর্দা জীবনের শুরুতে পড়তে পারতাম! লেখকের জন্য মন থেকে অফুরন্ত দুয়া আসে। 🔶 বইটি কাদের জন্য? যারা পর্দা করেন, পর্দা শুরু করেছেন কিংবা পর্দা করতে চান তাদের সবার জন্য বইটা প্রয়োজনীয়। এটি কেবল মেয়েদের জন্যই লেখা এমনটা নয়। পরিবারের সবার জন্যই রয়েছে দিকনির্দেশনা। তাই প্রত্যেক মুসলিম পরিবারের পারিবারিক লাইব্রেরিতে বইটা শোভা পাওয়ার দাবি রাখে। ইন শা আল্লাহ, নতুন কিছু না কিছু শেখা হবেই! এককথায় আমাদের "চোখ খুলে" যেতে পারে। নিজের জন্য না হোক, নিজের আগামী প্রজন্মের জন্য হলেও বইটি "সম্পদ" হিসেবে সংগ্রহ করে রাখার মতো। 🔶 শেষ কথাঃ বর্তমানের জাহিলিয়াতের যুগে নানা নব্য ফিতনার সয়লাব। এর প্রভাব পড়েছে পর্দা পালনের ক্ষেত্রেও। এখনো অনেক বিষয়েই আমাদের সতর্ক হওয়া বাকি। ইসলামি বইয়ের ময়দানে "পর্দা গাইডলাইন" বইটি একটি মাইলফলক হয়ে থাকবে বলে আমার প্রত্যাশা।
Was this review helpful to you?
or
পর্দা গাইডলাইন বইয়ের রিভিউ: আমি এর আগে পর্দা নিয়ে দুইটি বই পড়েছি। এটা তিন নাম্বার। পড়ার ক্ষেত্রে তিন নাম্বার হলেও এই বই আগের সবগুলোর চেয়ে সেরা। এই বইটির কাজ মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে। সহজ সরল ভাষায় লিখা, যা সহজে সবাই বুঝতে পারবেন। বইটি বর্তমান সমসাময়িক বিষয় নিয়ে লিখা। আমরা যারা শহরে আছি তাদের জন্য খুবই দরকারি। কারণ শহরে যারা পর্দা করে তাদের অজান্তে অনেক কারণে বেপর্দা হয়ে যায়। অনেক বোন আছেন যারা পর্দা করতে চান কিন্তু পরিবেশ পাচ্ছেন না, তারা কীভাবে পর্দা করবেন, এটা নিয়ে বেশ সুন্দর আলোচনা আছে । এই বইটি বোনদের সাথে ভাইদের জন্যও দরকারি, কারণ ভাইরাই পারেন পর্দার জন্য সুন্দর পরিবেশ তৈরি করে দিতে। রিভিউ লিখেছেন: নুসাইবা
Was this review helpful to you?
or
বইটি পড়ে যা বুঝলাম এমন টপিকে মানে পর্দা নিয়ে যত বই বাজারে আছে সকল বইয়ের চেয়ে এই বইটা সর্বোচ্ছ স্থানে রাখবো আমি।গ্রামের বলেন কিংবা শহরের একেবারেই স্বাভাবিক অনেক বিষয়ে অনেকেই পর্দার কথা ভুলে যান বা জানেনও না ঠিক সেসব বিষয়ও এই বইতে লেখক সুন্দরভাবে,ঘরোয়াভাবে আলোচনা করেছেন।পর্দ সম্পর্কে যাদের একেবারে জ্ঞানও নেই তারাও এই বইয়ের সাথে কানেক্ট হতে পারবে কারণ বইটার আলাপের ঢং একেবারেই ঘরোয়া টাইপের।তালীমের মতো করে বইটি সুন্দরভাবে সাজিয়েছেন লেখক। জেনারেল লাইনের অনেক বোন অনেক সময় হাদিস,রেফারেন্স,আয়াত ইত্যাদি তেমন একটা বিশ্লেষণধর্মী বই পড়তে অনাগ্রহবোধ করে থাকেন।তাদের বলবো এটা পড়তে পারেন সহজভাবে,সহজভাষায় আপনার ভিতরের কথাই লেখা হয়েছে বইটিতে।প্রত্যেক বোনদের বইটি পড়ার জন্য অনুরোধ জানাচ্ছি।