
User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
Necessary Book
Was this review helpful to you?
or
ডে-কেয়ার নিয়ে মা-বাবার মধ্যে এক ধরনের সংশয় কাজ করে। এই বই পড়ে জানলাম- ডে কেয়ার শিশুদের বিকাশের জন্য খুব সহায়ক। এটাও ঠিক যে বাংলদেশের অধিকাংশ ডে-কেয়ার সেন্টার ঠিকভাবে পরিচালিত হচ্ছে না। এমন পরিস্থিতিতে মা-বাবা ডে-কেয়ার দেয়ার ক্ষেত্রে কী কী বিষয় বিবেচনায় রাখবেন তা এই বইয়ে সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। বেশ উপকারী একটি বই।
Was this review helpful to you?
or
Nice Book.
Was this review helpful to you?
or
Great
Was this review helpful to you?
or
বাচ্চাদের সাথে বন্ধুত্বের কোমল সম্পর্ক তৈরি করার জন্য বইটি পড়া প্রয়োজন।
Was this review helpful to you?
or
এই বইটি অভিভাবকদের জন্য একটি পরিপূর্ণ গাইড, প্যারেন্টিং জীবনের প্রতিটি সমস্যার সমাধান উপস্থাপন করে।
Was this review helpful to you?
or
বইটা খুব অসাধারণ। অনেক সুন্দর উপস্থাপনা। আমার সামর্থ্য থাকলে প্রতি পরিবারে এই বইটা দিতাম। প্রতিটি পরিবারের জন্য আবশ্যক বই।
Was this review helpful to you?
or
good book
Was this review helpful to you?
or
লেখক শ্যামল আতিক দীর্ঘদিন যাবৎ প্যারেন্টিং নিয়ে গবেষণা ও পত্রিকায় কলাম লিখে আসছেন। এবার সবগুলো লেখা একসাথে পাবো ভেবে ভালো লাগছে। বর্তমান সময়ে প্যারেন্টিং বিষয়ক সতর্কতা অনেক জরুরি, স্মার্টফোনের করাল গ্রাস থেকে আগামী প্রজন্মকে রক্ষার জন্য সে বিষয়ে আমাদের সকলের এগিয়ে আসা উচিত। এপ্রয়াসে এই বইটি একটি যুগান্তকারী দিকনির্দেশক হবে আশা করছি।
Was this review helpful to you?
or
এই বইটি সবার পড়া উচিত
Was this review helpful to you?
or
একটু পড়ে ভালো লাগলো। একটা অর্ডার দিলাম। দেখি কেমন হয়।
Was this review helpful to you?
or
অসাধারণ একটি বইএই বই পড়লে যে সমস্যাগুলোর সমাধান পাবেন * শিশু খেতে চায় না * মোবাইল বা স্ক্রিন আসক্তি * কন্যাশিশুদের নিরাপত্তা * অনিয়ন্ত্রিত আবেগ * চ্যালেঞ্জ নিতে পারে না * পড়াশোনা করতে চায় না * শিশু মনে ভূতের ভয় বইটির বিশেষত্ব- * লেখার গাথুনী ও উপস্থাপনা সহজ ও সাবলীল। * একাডেমিক শব্দের শৃংখলমুক্ত * আমাদের সংস্কৃতীর উপযোগী করে লেখা হয়েছে। * বর্তমান চ্যালেঞ্জগুলোকে স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। * করণীয় কী- তাও স্পষ্টভাবে লেখা হয়েছে। প্যারেন্টিং টিপসগুলো অসাধারণ হয়েছে। এই বইয়ে এমন কিছু বিষয় আছে, যা আর কোনো প্যারেন্টিং বইয়ে পাবেন না। তবে আরো কিছু চ্যালেঞ্জ আছে, যেগুলো যদি ভবিষ্যতে যুক্ত করা যায়- তাহলে এটি একটি মাস্টারপিস বই হবে।
Was this review helpful to you?
or
প্রয়োজনীয় একটি বই.
Was this review helpful to you?
or
Excellent writing.
Was this review helpful to you?
or
বাংলা ভাষায় প্যারেন্টিং নিয় এতো ভালো বই হইতে পারে, এইটা আমার ধারনার বাইরে। যাহারা মা-বাবা, তাদেরকে বলিতেছি- ঘরে ছোট্ট শিশু থাকিলে এই বইটি অবশ্যই সংগ্রহ করিবেন.
Was this review helpful to you?
or
পড়লেই বুঝবেন, লেখক কী লিখেছেন। পরিবারে শিশু থাকলে এটি অতিপ্রয়োজনীয় একটি বই।.
Was this review helpful to you?
or
This book deserves a good compliment definitely. আমি মনে করি বইটা সবার অবশ্যই পড়া উচিৎ।।।শুভকামনা লেখকের জন্য।।।
Was this review helpful to you?
or
শিশুকে অর্থ ব্যবস্থাপনা শেখানো যে প্যারেন্টিং এর গুরুত্বপূর্ণ একটি অধ্যায়- এ বিষয়টি আমার জানা ছিলনা। এ বইটি পড়ে তা জানতে পারলাম। অসাধারণ একটি বই।
Was this review helpful to you?
or
বইটির বিষয়বস্তু আর কৌশল আজকের সময়ের জন্য সবচেয়ে প্রাসঙ্গিক।।এ কিশোর গাং কালচারের যুগে পিতামাতার দায়িত্ব ও সচেতনতা বাড়াতে এক অনন্য বই এ শ্যামল আতিক স্যারের পারেন্টিং কলাম চ্যালেঞ্জ ও প্রতিকার।।অনেক শুভকামনা স্যারের নতুন বই এর জন্য।।
Was this review helpful to you?
or
রকমারি একটু বইটা পড়ার সুযোগ করে দিয়েছে। পড়ে আমার ভালো লাগলো তাই একটা অর্ডার করলাম।
Was this review helpful to you?
or
আমার যদি সুযোগ থাকতো- তাহলে প্রতিটি মাদ্রাসার হুজুরদের এই বইটি পড়তে দিতাম। “প্যারেন্টিংয়ে নবীজি (স.) এর শিক্ষা" নামে একটি চ্যাপ্টার আছে। এটি না পড়লে আমিও জানতাম না যে- শিশুদের প্রহার করা যায় না। এটা আমাদের নবী করেন নি। আমার বিশ্বাস- এই বইটি মাদ্রাসার হুজুরদের পড়তে দিলে, তারা আরো ভালোভাবে শিশুদের গড়ে তুলতে পারবেন।
Was this review helpful to you?
or
আমার মেয়ে ভূতের ভয় পায়। কোনো দিন ভুতের গল্প বলি নি, তারপরেও পায়। ভূত নেই, কিছু হবে না- এসব বলে আমি তাকে অনেক বুঝাতাম। কোনো লাভ হয় নি। এই বইয়ে ভয় কীভাবে দূর করতে হবে, এ নিয়ে একটি লেখা আছে। ভূতের ভয় কীভাবে দূর করতে হবে তার একটি সুন্দর গাইড লাইন দেয়া আছে। মা-বাবার জন্য উপকারী একটি বই।
Was this review helpful to you?
or
শিশুদের লালনের ক্ষেত্রে নবীজি (স.) এর নির্দেশনা ও শিশুকে আত্নরক্ষা ও আত্ননির্ভরশীল শিক্ষার ওপর গুরুত্ব এর কথা এ-ই বই এর মাধ্যমে জানতে পারলাম।।প্যারেন্টিং বইটি অনেক গুরুত্বপূর্ণ মেসেজ আমাদের মাঝে পৌছে দিচ্ছে।।
Was this review helpful to you?
or
বর্তমানে সময়ে অভিভাবকদের যে চ্যালেঞ্জগুলো মোকাবিলা করতে হচ্ছে,এই বইটি তাদের জন্য অনেক ফলপ্রসূ হবে।এখানে একটি বিষয় আমার জানা ছিল না-শিশুকে অর্থ ব্যবস্থাপনা শেখানো যে প্যারেন্টিং এর গুরুত্বপূর্ণ অধ্যায় -এই বই টি পড়ে তা জানতে পারলাম।চমৎকার একটি বই।সবার এই বইটি পড়া উচিত।
Was this review helpful to you?
or
সূচী এবং রকমারি প্রিভিউয়ে একটা কলাম পড়লাম। অসাধারণ কাজ হয়েছে। বইটি হাতে পাওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। ♥️
Was this review helpful to you?
or
পশ্চিমা ধ্যান ধারনার বাইরে এসে আমাদের দেশীয় সংস্কৃতির উপযোগী করে এই বইটি লেখা হয়েছে।এছাড়া ও লেখক একাডেমিক শব্দের শৃঙ্খল ভেঙে সহজ ভাষায় এই বইটি লিখেছেন। বাংলা ভাষায় এইভাবে বই লেখা যায় তা আমার ধারনার বাইরে ছিলো। সংগ্রহ করার মতো একটা বই।
Was this review helpful to you?
or
অভিভাবকদের প্রতি বলতে চাই- এই একটি বই আপনার শিশুর জীবনকে অনেক সুন্দর করবে। মা-বাবা, দাদা-দাদী, নানা-নানীসহ পরিবারের সদস্যদের কারণেই শিশুদের জীবন ধ্বংস হয়ে যায়। শিশু লালন পালন করতে গিয়ে আমরা কী ভুল করি তা এই বই খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে.
Was this review helpful to you?
or
জন্মের পর নবজাতকের কানে আযান দেওয়া, তাহনিক করা, আকিকা দেওয়া, সুন্দর নাম রাখা- এর বাইরেও যে নবীজি (স.) এর অনেক নির্দেশনা আছে, তা আমরা অধিকাংশ মুসলমান জানি না। অথচ নবীজি (স.) আজ থেকে চৌদ্দশ বছর আগে শিশু প্রতিপালনে যে নির্দেশনাগুলো দিয়েছেন, এই বিষয়গুলোই আধুনিক প্যারেন্টিংয়ের সারকথা। এই বইয়ে লেখক খুব সহজ করে এই বিষয়গুলো পাঠকের সামনে উপস্থাপন করেছেন। সুন্দর একটি বই।...
Was this review helpful to you?
or
কন্যা শিশুদের প্যারেন্টিং যে ছেলেদের মতো হয় না, তা আমি এই বই পড়ে জানতে পারলাম। কণ্যা শিশুদের নিরাপত্তায় এমন কিছু কৌশল এ বইয়ে আছে, তা যদি অভিভাবকরা মেনে চলতে পারেন, তাহলে মেয়ে শিশুরা নিরাপদ থাকবে। লেখককে অসংখ্য ধন্যবাদ, এই বিষয়গুলোকে সহজভাবে উপস্থাপনের জন্য। Thanks
Was this review helpful to you?
or
সন্তান লালন পালনের জন্য সুন্দর একটা বই। লেখক বাস্তব বিষয় গুলো খুব সহজভাবে বর্ননা করেছেন বিজ্ঞান ও বাস্তবতার আলোকে। আমার মনে হয় সন্তান বা বাচ্চা লালন পালনের সাথে যারাই যুক্ত আছেন তাদের এই রকম বই বা এই বইটা পড়া দরকার। কারন সন্তান লালন পালনে ভুল হলে এটার প্রভাব সারা জীবন বয়ে বেড়াতে হবে।
Was this review helpful to you?
or
স্যারের প্যারেন্টিং নিয়ে লেখাগুলো আসলেই অনেক চমৎকার। বর্তমান সময়ে সকল বাবা মার [প্যারেন্টিং কলাম] বইটা পড়া উচিত।
Was this review helpful to you?
or
বইটি সংগ্রহ করে পড়লাম। খুবই ভালো লিখেছেন। আমার দুই মেয়ে। আরো দুই বছর আগে যদি এই বইটি পেতাম, তাহলে খুব ভালো হতো। না জেনে তাদের সাথে অনেক ভুল আচরণ করেছি। এই বইটি না প ড়লে জানতেই পারতাম না যে, আমার এই আচরণগুলো ভুল। বর্তমান সময়ের ক্রাইসিস এই বইয়ে তুলে ধরা হয়েছে, এর বিপরীতে অভিভাবকরা কী করবেন- সেটাও এই বইয়ে বলা হয়েছে।
Was this review helpful to you?
or
বিভিন্ন সময়ে পত্রিকায় প্রকাশিত লেখকের প্যারেন্টিং কলামগুলো আমি পড়েছি, খুব চমৎকার এবং সাবলীল লেখা । বর্তমান সময়ের প্রেক্ষাপটের আলোকে অভিভাবকেরা তাদের সন্তানদের লালন পালন করতে গিয়ে বিভিন্ন ধরনের সমস্যার সম্মূখীন হয়ে থাকেন এবং সঠিক সিদ্ধান্ত না নেওয়ার ফলে তারা নানাবিধ সমস্যায় পড়ে থাকেন, সেই বিষয়গুলি লেখক খুব সহজ, সরলভাবে, সাবলীল ভাষায়, নিখুঁত ও সুচারুরূপে তুলে ধরেছেন, যা সন্তানদের বিষয়ে অভিভাবকদের সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। সময়োপযোগী ও গবেষনালব্ধ লেখাগুলো একসাথে উপহার দেওয়ার জন্য লেখককে অনেক ধন্যবাদ।
Was this review helpful to you?
or
বর্তমানে অভিভাবকরা যে চ্যালেঞ্জগুলো মোকাবিলা করছেন, সে বিষয়গুলো মাথায় রেখেই এই বইটি লেখা হয়েছে। আলোচনা করা হয়েছে প্রতিকার নিয়ে। নিঃসন্দেহে তা সবার উপকারে আসবে।
Was this review helpful to you?
or
আমি প্রায় বিশটি প্যারেন্টিং বই পড়েছি। কিন্তু এই বইটি আমার কাছে ব্যাতিক্রম মনে হয়েছে। বিশটি বই পড়ে যা শিখিনি, এই একটি বই পড়ে তা জানতে পেরেছি। আমার বাচ্চাদের নিয়ে যে সমস্যাগুলো ফেস করছি, তার সমাধান এই বইয়ে আছে...
Was this review helpful to you?
or
The writings of this excellent author in various newspapers are extraordinary. It can be definitely said that this is going to be an outstanding masterpiece book about parenting. Hope parents will find many useful things and thoughts in this book regarding their children's overall well-being.
Was this review helpful to you?
or
He is a good writer. Provides necessary information about parenting. Helpful
Was this review helpful to you?
or
I have read his parenting article in daily newspaper. Excellent write up. Surely this book book will meet thirst and queries of our parents. A must read book for parents.
Was this review helpful to you?
or
শ্যামল আতিক স্যার, একজন অসাধারণ লেখক, ওনার লিখা কলামগুলো সবাইকে নিজেদের সন্তানদের প্রতি নতুনভাবে ভাবতে শেখায়, দীর্ঘদিনের অভিজ্ঞতায় আলোকে লিখিত 'প্যারেন্টিং কলাম' বইটি শিশুদের ব্যাবস্থাপনা বিষয়ক অভিবাবকদের জন্য রচিত । বর্তমান সময়ে অভিবাবকরা প্যারেন্টিং বিষয়ক যে যে চ্যালেঞ্জগুলো ফেস করছে , সেগুলো মোকাবেলায় 'প্যারেন্টিং কলাম' বইটি অত্যন্ত ফলপ্রসূ। সঠিক ব্যবস্থাপনায় সন্তানদেরকে বড় করার এবং চ্যালেঞ্জ মোকাবেলার করার লক্ষ্যে দিকনির্দেশনামূলক এই 'প্যারেন্টিং কলাম' বইটি প্রত্যেক অভিবাবকদের পড়া উচিত ।
Was this review helpful to you?
or
আমি তার অনেক কলাম পড়সি। অনেক দিন অপেক্ষায় ছিলাম তার বইয়ের জন্য। অনেক ভালো একটা প্যারেন্টিং বই ইনশাআল্লাহ।
Was this review helpful to you?
or
A must read book for parents, teacher and day care provider...
Was this review helpful to you?
or
প্যারেন্টিং কলাম চ্যালেঞ্জ ও প্রতিকার- এই বইয়ের কিছু কলাম পড়ে আমার মনে হয়েছে, আমরা সবাই অভিভাবক। আমাদের পরিবারে, আত্মীয়, পরিজন, প্রতিবেশী এবং চারপাশে যে শিশুরা আছে তাদের প্রতি আমাদের আচরণ ও দৃষ্টিভঙ্গি কেমন হওয়া উচিত জানতে পেরেছি। আমি বিশ্বাস করি বর্তমান সময়ের অভিভাবক এবং শিশুদের লালন পালনে সুন্দর নির্দেশিকা হিসেবে সহায়ক হবে এই বই।




