
User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
আমার খুব ভালো লাগার বইগুলোর একটি হচ্ছে স্পেন টু আমেরিকা। বইটি আমি এর আগেও দুই বার পড়েছিলাম। প্রথম বার বইটি পড়তে দেখে উস্তাদ ইয়াহইয়া মাহবুব হাফিঃ দুইটা বই সাজেস্ট করেছিলেন। গ্রানাডার শেষ বীর। আর আমেরিকা মুসলমানদের আবিস্কার। (অথবা এই বইটি উস্তাদ হাবীবুর রহমান ইসলামবাগী সাহেব সাজেস্ট করেছিলেন। তবে এতটুকু স্পষ্ট মনে আছে,) আমেরিকা মুসলমানদের আবিস্কার বইটি আমি উস্তাদ হাবীবুর রহমান ইসলামবাগী সাহেবের কাছ থেকেই নিয়ে পড়েছিলাম। কিন্তু গ্রানাডার শেষ বীর বইটি আজও আমার চোখে পড়ে নি। যাইহোক, স্পেন টু আমেরিকা বইটি আমার ভালো লাগার মূল কারণ হচ্ছে, এটি আমার আন্দালুসিয়া আর আল-হামরা প্রাসাদের ইতিহাস উল্লেখ করেছে।সাথে আন্দালুস পতনের সাথে সাথেই আন্দালুস থেকে বের হয়ে মুসলমানদের মাধ্যমেই জাহাজ টেনে ওয়েস্ট ইন্ডিজ আবিস্কার করেছিলো ক্রিস্টোফার কলম্বাস।এই ইতিহাস তখনও আমার কাছে অপরিচিত ছিলো,সাথে আকর্ষণীয়ও। পছন্দের লেখকদের তালিকায় নতুন করে যুক্ত হয়েছিলো আবু লুবাবা শাহ মানসুর আর কুতাইবা আহসান ওরফে আব্দুর রশীদ তারাপাশী সাহেবের নাম। দ্বিতীয় বার মনে হয় মেশকাতের বছর পড়েছিলাম। তখন পড়েছিলাম, কারণ উদাসীনতায় ভুলতে বসেছিলাম আমি যে পড়তে পারি। আর আজ তৃতীয়বার পড়লাম, বইটির প্রেক্ষাপটে থাকা প্রশ্নটির জন্য। হাদীসে আছে পুরো পৃথিবীতে ইসলাম পৌঁছে যাবে এর দ্বারা কি উদ্দেশ্য? ইসলামের শাসন পৌঁছে যাবে? কখনও কি পুরো পৃথিবীতে ইসলামের শাসন এক সাথে প্রতিষ্ঠিত হয়েছিলো? প্রশ্নটি আমার জন্য খুবই আকর্ষণীয়। আকর্ষণীয় উত্তরটিও। পৃথিবীতে এক সাথে ইসলামের শাসনব্যবস্থা কখনও প্রতিষ্ঠিত হয় নি অতীতে। তবে দুইবার এমন সম্ভাব্য সময় এসে গিয়েছিলো। ১/সুলাইমান বিন আব্দুল মালেক খলীফা হওয়ার আগের সময়টা ২/সুলতান বায়েজিদ খান ইয়ালদিরিম এর সাথে তৈমুর লঙের লড়াইয়ের আগের সময়টা। সুলতান বায়েজিদ খান ইয়ালদিরিম আমার পছন্দের সিপাহসালারদের একজন। নেতা ও শাসক হিসেবে কি তিনি সেরাদের একজন ছিলেন? স্পেন টু আমেরিকা নামটা ভালো লেগছিলো।স্পেনের পতন ও আমেরিকা আবিস্কার নামটা ভালো লাগে নি। 🖋️ জহির বিন আইয়ুব ০৪/১২/২০২৫ বৃহস্পতিবার




