
User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
গল্পের শুরুটা......... আকাশ মেঘলা। হাওয়া দিচ্ছে খুব। বৃষ্টি নামতে পারে যে-কোনো সময়। মোটরসাইকেলের পেছনের সিটে বসে হাওয়ায় দু'হাত মেলে দিল লিয়ানা। উড়ে যেতে পারলে ভালো হতো। সঙ্গী তো আছেই। সিফাত। শ্যামলা গড়নের শক্ত-পোক্ত এক যুবক এই মুহূর্তে মোটরসাইকেল চালাচ্ছে। বাতাসে ওর কাঁধ পর্যন্ত লম্বা চুল উড়ছে। . . . সন্ধ্যা হতে এখনও বেশ খানিকটা সময় বাকি। বাসায় ফিরতে হবে এই তাড়া আছে লিয়ানার। কিন্তু সিফাতের সঙ্গও ভালো লাগে। যতোটুকু সময় একসাথে কাটে, ততোটুকুই আনন্দে কাটে। বাকি সময়টা বাসায় কাটে একাকী। বৃষ্টির বড় বড় ফোঁটা পড়ছে। দৌড়ে টিনের ঘরে ঢুকে গেল লিয়ানা। ধীর পায়ে হেঁটে এলো সিফাত। এমনিতেই সিফাত একটু গম্ভীর ধরনের, কথা বলে খুব কম। আজ ওকে আরও বেশি গম্ভীর দেখাচ্ছে। দুজনের পরিচয় ফেসবুকে। সেখান থেকে যে প্রেম হতে পারে, ভালোবাসা হতে পারে, এটা কখনও কল্পনাও করতে পারেনি। কিন্তু হয়ে গেছে। গত ছয়মাস ধরে দুজনের প্রেম চলছে। সিফাত টিনের ঘরে ঢুকল। তাকাল লিয়ানার দিকে। ওর দৃষ্টিটা অন্যরকম। এরকম দৃষ্টি ওর চোখে আগে কখনও দেখেনি। সিফাত এগিয়ে এসে ওকে চেপে ধরল। দম বন্ধ হয়ে আসছিল লিয়ানার, আবার ভালোও লাগছিল। ওর শরীরে কেমন একটা গন্ধ। খুব আপন আপন লাগে। মাথার উপর টিনের চালে বৃষ্টির অবিরাম পতনের শব্দে, কানে তালা লাগার জোগাড়। সিফাত ওকে প্রায় আঁকড়ে ধরে দাঁড়িয়ে আছে। ওর মুখের দিকে তাকাল লিয়ানা। সিফাত ওকে ধরে আছে ঠিকই, কিন্তু ওর চোখের দিকে তাকাচ্ছে না। মনে হচ্ছে কিছু একটা লুকাচ্ছে। কী লুকাচ্ছে? পরমুর্হূতেই পেটের ঠিক কাছটায় অদ্ভুত একটা অনুভূতি হলো লিয়ানার। মনে হলো কিছু একটা আচমকা পেটের মধ্যে ঢুকে গেছে! ব্যথা হচ্ছে কেন? হাত দিয়ে চেপে ধরল জায়গাটা। হাতটা চোখের সামনে তুলে ধরল। রক্তে হাত ভিজে গেছে। তাকাল সিফাতের দিকে। সিফাত এখনও অন্য কোথাও তাকিয়ে আছে। কিন্তু ওর হাতের লম্বা ধারাল ছু*রিটা চোখ এড়াল না লিয়ানার। কী হচ্ছে এসব! সিফাতের হাতে ছু*রি কেন? কিন্তু .... সিফাত আ*ঘা*ত করেই যাচ্ছে। কেন সিফাত? কেন? প্রশ্নটা কোথায় হারিয়ে গেল কে জানে। মেঝেতে লিয়ানার দেহটা র*ক্তা*ক্ত অবস্থায় রেখে বৃষ্টিতে ভিজতে ভিজতে বাইরে এসে মোটরসাইকেল স্টার্ট দিল সিফাত। একবার পেছন ফিরেও তাকালো না। পড়ার পর নিজের প্রতিক্রিয়াঃ বর্তমান সময়ের উঠতি বয়স অর্থাৎ কৈশোর বয়সের ছেলেমেয়ের একটা করুন পরিনতি তুলে ধরেছেন লেখক গল্পের এই অংশটুকুতে। এই সময়ে ছেলে মেয়েরা একে অন্যের প্রতি অল্পতেই আকৃষ্ট হয়ে যায়। অল্পতেই একে অপরকে সর্বস্ব দিয়ে বিশ্বাস করে ফেলে। একে অন্যকে নিয়ে বিভিন্ন কাল্পনিক স্বপ্ন দেখতে থাকে। তখন একে অন্যকে একান্ত ভাবে নিজের করে নিরিবিলি ভাবে কিছু সময়ে কাটাতে আনন্দ অনুভব করে থাকে। সেই কাটানো সময়টুকুই হয়ে উঠে তাদের জন্য অনেক আনন্দের অনেক সুখকর। আর বর্তমান সোস্যাল মিডিয়ার মাধ্যমে এই ধরনের সম্পর্কগুলো একটু দ্রুতই গড়ে উঠে। আর কিশোর কিশোরীর এতো সহজে গড়ে উঠা সম্পর্কের সুযোগ নিয়ি কিছু সুযোগসন্ধানী বা প্রতিশোধ পরায়ণ মানুষ বিভিন্ন ষড়যন্ত তৈরীতে লিপ্ত হয় যায়। সেরকমই একটা ষড়যন্তের শীকার এই উপরের গল্পাংশটুকুর নায়ক-নায়িকা সিফাত ও লিয়ানা। লিয়ানার একাকিত্ব জীবনে সিফাত একটুকরো আনন্দ নিয়ে সহজেই প্রবেশ করে ফেলে এবং শেষ পরিনতি হয় তাদের এ পৃথিবী হতে মর্মান্তিক বিচ্ছেদ। আর এর প্রকৃত কারণ খুজতে খুজতে বিভিন্ন ঘটনার সংমিশ্রনে শেষ হয় লেখক শরীফুল হাসান এর বই “রেড পয়জন”। বের হয়ে আছে কিছু মুখোশধারী ভালো মানুষের আসল রূপ। যারা কিনা ক্ষমতার অপব্যবহার করে লোকচক্ষুর আড়ালে কিছু অবৈধ কার্যকলাপে যুক্ত হয়ে গোপনে গোপনে টাকার কুমিরে পরিনত হতে চায় কিন্তু যখন দেখে যে তার এই পথে বাধার সৃষ্টি হচ্ছে তখন তার হয়ে উঠে প্রতিশোধ পরায়ন। এরকমই একটা অবৈধ কার্যকলাপ অর্থাৎ মাদক ব্যবসায়ী এবং তার সাথে সঙ্গ দেয়া মানুষের প্রকৃত রূপ তুলে ধরেছেন লেখক তার ”রেজ পয়জন” গল্পের মাধ্যমে।
Was this review helpful to you?
or
খুব একটা ভালো না । কিছু কিছু ঘটনা অযুক্তিক।
Was this review helpful to you?
or
========= বইয়ের কাহিনী/সার-সংক্ষেপ ========= ‘ড্রাগস এণ্ড নার্কোটিকস প্রিভেনশন টিম’ নামে পুলিশ ফোর্সের স্পেশাল একটি টিমে কাজ করেন চাকরি হতে অবসরের সময় হয়ে আসা ইসতিয়াক খান। আজ গভীর রাতে একটি বিশেষ অপারেশনের পর কিছুটা বয়সের ভারেই এখন অনেকটাই দ্রুত ক্লান্ত হয়ে পড়েন। তাই বাসায় গিয়ে বিশ্রাম নেবেন এমন চিন্তা মাথায় উদ্রেক হওয়ার পরপরই এই ড্রাগস এণ্ড নার্কোটিকস প্রিভেনশন টিমের প্রধান আলী আসগর ও তরুণ এক তদন্ত পুলিশ কর্মকর্তা আদনান আহমেদকে দেখলেন গম্ভীর মুখে তাকে ডাকতে। একান্ত অনিচ্ছা সত্ত্বেও অবস্থার গুরুত্ত্ব বুঝে রওনা দেন আদনান আহমেদের সাথে। কিন্তু নতুন এই ক্রাইমসিনে এসে তার মাথায় আকাশ নয় যেন পুরো দুনিয়াটাই তছনছ হয়ে ভেঙ্গে পড়লো। কারণ ভিক্টিম তার একমাত্র মেয়ে লিয়ানা! মেয়ের লাশ দাফনের আগেই ইসতিয়াক জানতে পারলেন তার মেয়ে শুধু ইয়াবায় আসক্তই ছিলো না; ছিলো নাকি ইয়াবার সাপ্লায়ারও! সুন্দর সাজানো জীবন, ক্যারিয়ার ও মেয়েকে হারিয়ে দিশেহারা ইসতিয়াক বুঝলো সে ভয়ংকর চক্রান্তের শিকার। যে চক্রান্তের মূল লক্ষ্য শুধু তার মেয়েই না বরং তাকেই শেষ করে ফেলা! ========= পাঠ প্রতিক্রিয়া ========== এক বসাতেই পড়ে ফেললাম ৮০ পৃষ্ঠার ছোট্ট এই ক্রাইম থ্রিলার উপন্যাসটি। মূল গল্পের আবহ বা পরিবেশ সৃষ্টির জন্য কোন বর্ণনাই তেমন একটা রাখা হয়নি। কারণ কোন প্রকার ভূমিকা ছাড়াই লেখক সরাসরিই বইয়ের মূল প্লটে ঢুকে গিয়েছেন। রয়েছে অল্প কয়েকটি চরিত্রই। তাই বইয়ের কলেবরও বেশ ছোট। আর শরীফুল হাসান দক্ষ লেখক; তাই বইয়ের লেখা দারুণ গতিশীল। তাই এক বসাতেই শেষ করতে হয়েছে। কোথাও কোন বিরক্ত লাগেনি। আমার পড়া এটাই লেখকের সম্ভবত প্রথম ক্রাইম থ্রিলার। এর আগে উনার লেখা ফ্যান্টাসি ও সামাজিক থ্রিলার উপন্যাসগুলো পড়েছিলাম। সেগুলো যে বেশ উপভোগ্য ছিলো তা বলাই বাহুল্য। তবে এই জনরাতেও লেখক ভালোভাবেই উতরে গিয়েছেন বলা যায়। বইটি শেষ করে প্রথম যে খারাপ লাগাটা কাজ করে তা হলো বইয়ের কলেবর শুধু ছোট না বেশ ছোট। বইটি আরোও বড় হওয়া প্রয়োজন ছিলো। কোন চরিত্রই ঠিকমতো বিকশিত হওয়ার সুযোগ পায়নি। মূলত ইসতিয়াক হাসানকে কেন্দ্র করেই বইয়ের সবকিছুই আবর্তিত হয়েছে। তবে আশা করি সামনে লেখক আরোও বড় পরিসরে ও আরো দুদার্ন্ত ক্রাইম থ্রিলারের লেখা আমাদের উপহার দেবেন ইনশাল্লাহ। ক্রাইম ও থ্রিলার লেখা পছন্দ করেন এবং রিডার্স ব্লকে আছেন এমন পাঠকও বইটি পড়ে দেখতে পারেন। আশা করি দারুণ লাগবে। প্রোডাকশনঃ বইয়ের প্রচ্ছদ ভালো লেগেছে। বানান ভুল চোখে পড়েনি। ব্যক্তিগত রেটিংঃ ৮/১০।
Was this review helpful to you?
or
এটা একটা খুব ভালো থ্রিলার বই। এটা পড়ে অনেক মজা পেয়ছি
Was this review helpful to you?
or
গড়পড়তা থ্রিলার। খুব বেশি মন টানেনি।
Was this review helpful to you?
or
একটা ফালতু বই। এর থেকে একটা সিআইডি বা ক্রাইম পেট্রল অথবা একটা থ্রিলার অ্যাকশন মুভি দেখা হাজার গুণ ভালো।
Was this review helpful to you?
or
দারুন থ্রিল...। একটানে শেষ করে ফেলেছি। লেখককে ধন্যবাদ।
Was this review helpful to you?
or
দুর্দান্ত থ্রিলার একটা বই। ভিষণ সুন্দর ❤️❤️
Was this review helpful to you?
or
বইটা পড়তে যেয়ে বার বার মনে হয়েছে এর থেকে ক্রাইম পেট্রোলের একটা এপিসোড দেখা শত গুনে লজিক্যাল আর বাস্তবিক। বইটা মোটেও ছাপানোর মত কোনো ভালো মানের বই না। অনেক অনেক লজিক বিহিন তথ্য দিয়ে ভরা আর পাশাপাশি বর্ণনার চরম আভাব।এই প্রথম কোনো ক্রাইম থ্রিলার পড়তে যেতে পদে পদে বিরক্ত লাগছিল।
হে আমার মেয়ে ড. শায়খ আলী তানতাবী রাহ.
কুরআনের শব্দাবলি - লেভেল ১ জোবায়ের আল মাহমুদ
শামায়েলে তিরমিজি [নবিজি এমন ছিলেন] (দুই খণ্ড) ইমাম আবু ঈসা মুহাম্মদ ইবনে ঈসা আত তিরমিযী (রহঃ)
কুরআনের শব্দাবলি - লেভেল ২ জোবায়ের আল মাহমুদ
তাফসীরে তাওযীহুল কুরআন - তৃতীয় খণ্ড (شيخ الاسلام مفتي محمد تقي عثماني) শাইখুল ইসলাম মুফতী মুহাম্মাদ তাকী উসমানী 



