User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
best
Was this review helpful to you?
or
আলহামদুলিল্লাহ বইটি খুবই সুন্দর
Was this review helpful to you?
or
#সায়েমের_বুক_রিভিউ বইয়ের নাম: আমার নবী মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখক: জাকারিয়া মাসুদ প্রকাশনায়: সন্দীপন প্রকাশনী পৃষ্ঠা সংখ্যা: ৫০০ রাত প্রায় ১২: ১৫। মাত্রই আমার নবী মুহাম্মাদ বইটি শেষ করলাম। আমি আমার চোখের অশ্রু নিয়ন্ত্রণ করতে পারছি না। অবশ্য নিয়ন্ত্রণ করার চেষ্টাও করছি না। ঝড়ুক, কিছু অশ্রু ঝড়ুক। আমার রাসুলের ভালোবাসায় কিছু অশ্রু ঝড়ুক। যে রাসুল আমার জন্য এত কষ্ট করলেন, আমি তার জন্য কি করতে পেরেছি! তার জন্য অন্তত আমার চোখের কিছু অশ্রুই নিবেদন করলাম। মুনাজাত শুরু করলাম, কিন্ত আমার রাসুলের জন্য আমি কি দোয়া করব? কোন দোয়াই মুখ দিয়ে আসছে না। শুধু এতটুকুই, আল্লাহ! তুমি আমার রাসুলের উপর লক্ষ কোটি সালাম বর্ষণ কর। শান্তি বর্ষণ কর। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সীরাতের বেশ কয়েকটি বইই আমার পড়া হয়েছে, কিন্ত এই বই শেষ করার পর আমার অন্তরে আবেগের যে ঢেউ সৃষ্টি হয়েছে, অন্য কোন সীরাত শেষ করার পর আমার এমনটি হয়নি। জানি, আমার আবেগ আপনার মধ্যে কোন প্রভাব ফেলবে না। তবে আমি খুব করেই চাই, আপনিও আমার মত আবেগতাড়িত হন। কিভাবে? এই বই পড়ে। যতই পাষাণ হৃদয়ের অধিকারী হন, এই বই আপনাকে অবেগতাড়িত করবে। এই বই শেষ করার অজান্তেই আপনার চোখ অশ্রুসজল হয়ে উঠবে। জীবনে তো কত কিছুই পড়লেন! সীরাত নিয়ে আপনার জানাশোনা কতটুকু; সেটা কখনো যাচাই করেছেন? তার চেয়ে বড় কথা হলো, যে মানুষটা আপনার জন্য এত কষ্ট করেছেন, আপনার পর্যন্ত যেন এই দ্বীন পৌঁছানোর জন্য যে মানুষটা শত নির্যাতন সহ্য করেছেন, তার প্রতি কি আপনার কোন দায়িত্ব নেই? তার সম্বন্ধে জানার জন্য আপনি কোনই তাড়না অনুভব করেন না? এতটা অকৃতজ্ঞ আপনি কিভাবে হতে পারলেন? সব পরিচয় বাদ, আপনি আস্তিক নাকি নাস্তিক সেটাও বাদ, আপনি হিন্দু, খৃস্টান নাকি ইহুদি সেটাও বাদ, আপনি যদি একজন কৃতজ্ঞ মানুষ হোন তাহলে এই মহান মানুষ সম্পর্কে জানাশোনা থাকা লাগবেই। আপনার অনেক অবদান থাকতে পারে কিন্ত এই মহান নবী সম্পর্কে আপনার জানাশোনা যদি থাকে শূণ্যের কোটায় তাহলে আমি আপনাকে অকৃতজ্ঞই মনে করব। আমি জানিনা, সীরাত পড়ার আগ্রহ আমি কতটুকু সৃষ্টি করতে পেরেছি, তবে আপনি যদি সীরাত পড়তে আগ্রহী হোন তাহলে প্রথমেই আমি আপনাকে এই বই সাজেস্ট করব। ৫০০ পৃষ্ঠার বিরাট কলেবরের একটি বই, কিন্ত বিশ্বাস করুন, এই বই শেষ না করার আগ পর্যন্ত আপনার কিছুই ভালো লাগবে না। ৫দিন যাবৎ অন্য সব পড়া বাদ দিয়ে এমনকি একাডেমিক পড়া বাদ দিয়ে এই বই শেষ করেছি। সীরাত একটি তথ্যবহুল বিষয়। তথ্যবহুল বিষয়ের ক্ষেত্রে মনোযোগ ধরে রাখাটা একটু কঠিন। যার কারণে অনেকে সীরাত পড়া শুরু করলেও মাঝপথে এসে থেমে যান। কারণ সীরাত পড়ার জন্য তিনি যেই বই নির্বাচন করেছেন হয়তো সেই বইয়ে তথ্যে ঠাসা, আবেগ বলতে কিছু নেই। তাই মাঝপথে এসে তিনি থেমে যান। তথ্য বেশি থাকা কোন খারাপ বিষয় নয়, কিন্ত যারা প্রথম প্রথম সীরাত পড়েন এই অতিরিক্ত তথ্যের কারণে খৈ হারিয়ে ফেলেন। তাই যারা প্রথম প্রথম সীরাত পড়বেন তাদেরকে আমি এই বই সাজেস্ট করব। এই বইয়ে তথ্যের পাশাপাশি আবেগ ও ভালোবাসা দিয়ে লেখা হয়েছে। লেখক এই ক্ষেত্রে সফল। লেখকের সেই আবেগ আপনারও মন ছুঁয়ে যাবে। তথ্যও প্রচুর পরিমাণে দেয়া হয়েছে। তবে সে তথ্য টিকায় দেয়া হয়েছে। প্রচুর পরিমাণে তথ্য দেয়া হয়েছে। যদি কেউ এই তথ্য ধরে আগায় তাহলে সীরাতের বিরাট একটা অংশ পড়া হয়ে যাবে। প্রায় ৬০টিরও উপরে বই থেকে রেফারেন্স নেয়া হয়েছে। বিভিন্ন রিসার্চ পেপারের উদ্ধৃতি দেয়া হয়েছে। মূল বইয়ে পর্যাপ্ত তথ্য দেয়া হয়েছে। বইয়ের যে দুটি দিক। আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে তা হলো: ১) বইটি গল্পভাষ্যে লেখা। যার কারণে পুরো বই পড়তে আপনার সামান্য ক্লান্তি লাগবে না। গল্পভাষ্যে হওয়ায় তরতর করে আপনার পড়া এগিয়ে যাবে। বই শেষ না করে শান্তি পাবেন না। সাধারণত ধারাবাহিক সীরাতের বইগুলোর ক্ষেত্রে এক অধ্যায় অন্য অধ্যায়ের উপর নির্ভরশীল থাকে। আগে থেকে আপনার জানাশোনা না থাকলে মাঝখান থেকে যে কোন অধ্যায় পড়লে বুঝে উঠতে কষ্ট হবে। কিন্ত এই বইয়ের লেখার শৈলি এতটাই চমৎকার, পূর্বের কোন অধ্যায় ছাড়া যদি মাঝখান থেকেও পড়া শুরু করেন, বুঝতে সামান্য বেগ পেতে হবে না। গল্পভাষ্যে হওয়ায় ঘটনার বিবরণ ও বিভিন্ন উক্তির অনুবাদ আকর্ষনীয়ভাবে দেয়া হয়েছে। ২) দ্বিতীয় যে বৈশিষ্ট্য বইটিকে অনন্য করে তুলেছে তা হলো: সীরাতের বিভিন্ন ঘটনার সাথে বর্তমান সময়ের সামঞ্জস্যতা ও বৈপরীত্যকে তুলে ধরা হয়েছে। সীরাতের ঘটনা থেকে আমাদের শিক্ষা কী; তা সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। হৃদয়গ্রাহী ভাষায় উপদেশ দেয়া হয়েছে। অন্তরকে নাড়া দেয়ার মত নসীহত দেয়া হয়েছে। বিশেষভাবে যুবকদের উদ্দেশ্যে কার্যকরী পরামর্শ দেয়া হয়েছে। রাসুলের উন্নত চিন্তার পাশাপাশি বিভিন্ন মতবাদের অসারতা তুলে ধরা হয়েছে। ক্ষেত্রবিশেষে প্রাচ্যবিদদের বিভিন্ন অভিযোগের জবাব দেয়া হয়েছে। এক কথায় এটা শুধু সীরাতের বই না, এই বই থেকে আপনি শুধু সীরাতই জানতে পারবেন না, বরং এই বই পড়ে আপনার চিন্তাকে সুসংহত করতে পারবেন। জীবনের মিশন ঠিক করতে পারবেন। মানবরচিত মতবাদের অসাড়তা সম্পর্কেও জানতে পারবেন। তবে আমাদের জন্য কি শিক্ষা রয়েছে এটা লেখক আলাদা শিরোনামে তুলে ধরেননি। বরং ঘটনার মধ্যেই ঢুকিয়ে দিয়েছেন। তাই আপনি যদি আলাদা করে খুঁজে দেখতে চান যে বদর থেকে আমাদের শিক্ষা কি, তাহলে সেটা পাবেন না। বরং এর জন্য আপনার পুরো ঘটনাটা পড়তে হবে। তাহলে বিষয়টা সুন্দরভাবে অনুধাবন করতে পারবেন। বইটি কাদের জন্য? যারা সীরাত সম্পর্কে কিছুই জানেন না, সীরাতের অঙ্গনে একেবারেই নতুন তাদের জন্য এই বইটি অত্যন্ত উপযোগী। আমি স্ট্রং আ্যপিল করব বইটি পড়ার জন্য। নতুনদের জন্য বিভিন্ন দিক থেকে এই বইটি উপযোগী। গল্পভাষ্যে হওয়ায় বইটি শেষ পর্যন্ত পড়তে পারবেন। যারা সীরাত সম্পর্কে পড়াশোনা করেছেন তাদের জন্যও এই বইট উপযোগী। বইটি মনোযোগ দিয়ে পড়লে রাসুলের প্রতি আপনার ভালোবাসা অবশ্যই বৃদ্ধি পাবে। এই বইয়ে যে অনন্য দিকটি আছে সেটা আমি কোথাও পায়নি। সে অনন্য দিকটির জন্যও বইটি পড়তে পারেন। শব্দের ব্যবহার নিউএ কিছু কথা। আরবী কিছু নামের বানান প্রচলিত পদ্ধতি থেকে ভিন্নভাবে লেখা হয়েছে, প্রচলিত যে পদ্ধতি আছে সেভাবে লিখলেই ভালো হত। যেমন: নাদার ইবনুল হারিছ বা আনাস ইবনে নাদার। অন্যান্য সীরাতে লেখা হয়: নযর ইবনু হারিছ বা নাযার ইবনু হারিছ। আনাস ইবনু নযর। ভিন্ন বানানে লেখার কারণে মাঝেমধ্যে আমার কাছে ভিন্ন মানুষ মনে হয়েছে। তাছাড়া নামগুলোর আরবী হলো أنس بن النضر ও نضر بن حارث । আরবী ض এর বাংলা প্রতিশব্দ “দ” নয়। য অথবা অন্য কিছু। বিভিন্ন স্থানে ইংলিশ শব্দ ব্যবহার করা হয়েছে। এতে করে একটি বিষয় এক শব্দেই বুঝা যায়। তবে কিছু স্থানে ইংলিশ শব্দ ব্যবহার করার কারণে প্রকৃত বিষয়টা ফুটে উঠেনি। যেমন: উহুদ যুদ্ধে রাসুলের চেহারা মোবারাকে লোহার শিরস্ত্রানের কিছু অংশ ঢুকে গিয়েছিল। সেটা বের করতে গিয়ে আবু উবাদা রাদি: এর দুইটি দাঁত ভেঙে গিয়েছিল। পরিস্থিতির ভয়াবহতা বুঝানোর জন্য লোহার শিরস্ত্রান শব্দটাই অধিকতর উপযুক্ত। লেখক এখানে “হেলমেট” শব্দ ব্যবহার করেছেন। লোহার শিরস্ত্রান যে ভয়াবহতা বুঝায়, হেলমেট শব্দ সে ভয়াবহতা বুঝায় না। এই দুয়েকটি বিষয় ছাড়া পুরো বইটাই চমৎকার। যুবক থেকে বৃদ্ধ সব বয়সের মানুষের পড়ার উপযোগী একটি বই। বইটির বাইন্ডিংও খুব মজবুত। হাতে নিয়ে বা শুয়ে রিলেক্সে পড়তে পারবেন। প্রচ্ছদও নজরকাড়া। মোটকথা একটি বই ভালো হওয়ার জন্য যা যা দরকার তার সবকিছুই এই বইয়ে বিদ্যমান আছে। সবশেষে লেখক যে কথাগুলো দ্বারা বই শেষ করেছেন সে কথাগুলো পড়ার পর আপনি কান্না আর ধরে রাখতে পারবেন না। ❝আর লিখতে পারছি না। হাত কাঁপছে। চোখ ঝাপসা হয়ে আসছে। ….. যে নবিজির কথা এতদিন ধরে লিখছিলাম, তিনিই যখন নেই, তখন আর লিখে কী হবে…. লেখা থামিয়ে আনাস রাদি: এর মতো আমারও বলতে ইচ্ছে করছে-যেদিন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদীনায় এসেছিলেন, তাঁর আলোয় সব কিছু আলোকিত হয়ে গেছিল। যেদিন তাঁর ইন্তেকাল হলো, মদিনার সব কিছু অন্ধকার হয়ে গেল। খুব মিস করছি হে প্রিয়নবি, খুব একা একা লাগছে।❞ আর দেরী না করে রাসুলের এই অন্যতম সীরাত নিয়ে বসে যান। আপনার সীরাতপাঠ সুখকর হোক। মুহাম্মাদ আবিদুর রহমান সায়েম ৪.৩৫ pm
Was this review helpful to you?
or
ভাই মাশাআল্লাহ অনেক সুন্দর সাবলীল ভাষায় লিখেন। এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আল্লাহ তাআলা জাকারিয়া মাসুদ ভাইয়ের জীবনে বাকাকাহ দান করুন। সর্বাবস্থায় ঈমানের উপর অটল থাকার তাওফীক দান করুন। আমীন
Was this review helpful to you?
or
ইনশাল্লাহ যেটা আশা করেছিলাম তার চেয়েও অনেক ভালো , তরুণ প্রজন্মের কাছে ও সমসাময়িক যুগ অনুযায়ী এই সিরাতটা অনেক উপযোগী
Was this review helpful to you?
or
বেশ ভালো
Was this review helpful to you?
or
জাকারিয়া মাসুদ ভাই এর সিরাহ বলে কথা
Was this review helpful to you?
or
এই প্রজন্মের ভাষায় গল্পের মত লেখা, আবার ভুঁড়ি ভুঁড়ি রেফারেন্স ও যুক্ত আছে ফুটনোট এ। লেখক তার চিন্তাশীলতা ও যুগের সাথে মিশিয়ে, রাসূলুল্লাহ সা. এর সিরাত কে জীবন ঘনিষ্ঠভাবে তুলে দিয়েছেন পাঠকের হাতে।
Was this review helpful to you?
or
লেখনী ভালো । রেফারেন্স পাতায় পাতায় আছে । এর ভেতর সহজ পাঠ্য । ৫ তারা দিলাম ।