User login

Sing In with your email

Email Address
Password
Forgot Password?

Not Account Yet? Create Your Free Account

Send

Recipients:
Message:

Share to your friends

Copy link:

    Our Price:

    Regular Price:

    Shipping:Tk. 50

    • Size:
    • Color:
    QTY:

    প্রিয় ,

    সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
    মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?

    Please Login to Continue!

    Our User Product Reviews

    Share your query and ideas with us!

    Customer Reviews

      By sib****com

      03 Apr 2025 08:00 PM

      Was this review helpful to you?

      or

      অসাধারণ একটা বই। একটানা পড়ে শেষ করছি। আমার কাছে সত্যিই অসাধারণ লাগছে।

      By 880****198

      03 Apr 2025 05:57 PM

      Was this review helpful to you?

      or

      "প্রাক্তন" বইটি একটি আবেগঘন ও হৃদয়স্পর্শী উপন্যাস, যেখানে প্রেম, বিচ্ছেদ এবং অতীতের স্মৃতি সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। লেখক কয়েস সামী অত্যন্ত দক্ষতার সঙ্গে একটি সম্পর্কের উত্থান-পতন, ভালোবাসার গভীরতা এবং বিচ্ছেদের বেদনা চিত্রিত করেছেন। গল্পের চরিত্রগুলো বাস্তবসম্মত, তাদের অনুভূতি পাঠকদের মনে গভীরভাবে নাড়া দেয়। ভাষা সহজ ও সাবলীল, যা বইটি পড়তে আরও আনন্দদায়ক করে তোলে। বিশেষ করে, লেখকের বর্ণনার শক্তি ও সংলাপের গভীরতা গল্পটিকে প্রাণবন্ত করেছে। পাঠকের মনে বইটি দীর্ঘস্থায়ী প্রভাব ফেলে এবং তাদের নিজস্ব অভিজ্ঞতার সঙ্গে সম্পর্ক স্থাপন করতে সাহায্য করে। যারা আবেগপ্রবণ ও বাস্তবধর্মী প্রেমের গল্প পছন্দ করেন, তাদের জন্য এটি অবশ্যই একটি অসাধারণ পাঠ্য। মুহাম্মদ শরিফ বিন রবি

      By shi****com

      31 Mar 2025 08:44 PM

      Was this review helpful to you?

      or

      ek kothay mind blowing, Jodio shurur dike ektu slow chilo. Pore bujhte perechi ei slowness ta twist er jonno.

      By rak****com

      31 Mar 2025 03:32 PM

      Was this review helpful to you?

      or

      Excellent writing style and the twist at the end. Matha Nosto Twist,

      By rok****com

      29 Mar 2025 08:54 PM

      Was this review helpful to you?

      or

      Onek din por ekta boi pore valo laglo.

      By saf****com

      28 Mar 2025 05:38 PM

      Was this review helpful to you?

      or

      ভালো লাগার মতো একটা বই।

      By emp****com

      27 Mar 2025 10:43 PM

      Was this review helpful to you?

      or

      Sundor akti boi,amr suspense thriller story valo lage tai onik valo legese.

      By kam****com

      26 Mar 2025 05:46 PM

      Was this review helpful to you?

      or

      এক বসায় শেষ করেছি। ভালো লেগেছে ভীষণ।

      By lis****com

      25 Mar 2025 05:17 PM

      Was this review helpful to you?

      or

      'প্রাক্তন ' একটি সমসাময়িক গ্রিপিং সাইকোলজিকাল থ্রিলার উপন্যাস।ভালোবাসা,বিচ্ছেদ, বিশ্বাসঘাতকতা,প্রতিশোধ আর সাসপেন্সে ভরপুর এই বইটির প্রতিটি পৃষ্ঠায় নতুন নতুন রহস্য।আর সব রহস্যের উন্মোচন হয়েছে একেবারে শেষে।

      By jum****com

      25 Mar 2025 04:00 PM

      Was this review helpful to you?

      or

      Onnorokom kahini...

      By rab****com

      24 Mar 2025 02:25 PM

      Was this review helpful to you?

      or

      last er twist ta darun chilo. amake duibar porte hoyeche.

      By Israt Younus

      23 Mar 2025 03:35 PM

      Was this review helpful to you?

      or

      "প্রাক্তন" হল একটি সাইকোলজিক্যাল থ্রিলার, যেখানে প্রতিটি পৃষ্ঠা এক নতুন রহস্যের খোলসা, পাঠককে একে একে বিভ্রান্ত এবং বিস্মিত করে। লেখক কয়েস সামী রহস্য, ভালোবাসা ও প্রতিশোধের মিশেলে এমন এক গল্প গড়েছেন যা একবার পড়া শুরু করলে শেষ না হওয়া পর্যন্ত থামানো যায় না।

      By raj****com

      23 Mar 2025 03:34 PM

      Was this review helpful to you?

      or

      Besh laglo.

      By Baitun Nahar

      22 Mar 2025 09:50 PM

      Was this review helpful to you?

      or

      যারা সা‌ইকোল‌জিক্যাল থ্রিলার পড়‌তে পছন্দ করেন তাদের জন্য প্রাক্তন বই‌টি এক‌টি ভালো অপশন। কা‌হিনির শেষ অংশ সকল পাঠকে চমকে দিতে বাধ্য। তবে গ‌ল্পের শুরুর দিকটা একটু একঘে‌য়ে আর ধীরগতির।

      By raj****com

      22 Mar 2025 09:49 PM

      Was this review helpful to you?

      or

      kharap na.

      By 880****270

      22 Mar 2025 09:10 PM

      Was this review helpful to you?

      or

      বইটা সত্যিই অসাধারণ। খুবই ভালো লেগেছে।

      By ruh****com

      21 Mar 2025 10:20 PM

      Was this review helpful to you?

      or

      Truly speaking, I enjoyed the story a lot. Thanks to the writer.

      By lam****com

      21 Mar 2025 03:52 PM

      Was this review helpful to you?

      or

      বই রিভিউ: "প্রাক্তন" – কায়েস সামী ধরন: সাইকোলজিক্যাল থ্রিলার প্রকাশক: অনুজ প্রকাশন পৃষ্ঠা সংখ্যা: ২৫৬ "প্রাক্তন" হলো এক গভীর রহস্যে মোড়া সাইকোলজিক্যাল থ্রিলার, যেখানে প্রেম, প্রতারণা, ভয় এবং অজানা শঙ্কা একসাথে মিশে গেছে। নাতাশা, যিনি একটি বুকস্টোর চালান, হঠাৎ করেই ডক্টর রাহেলের জীবনে জড়িয়ে পড়েন। কিন্তু রাহেলের অতীত, বিশেষ করে তার ‘প্রাক্তন’ মীরা, যেন এক অদৃশ্য ছায়ার মতো নাতাশার জীবনে প্রভাব ফেলতে শুরু করে। অদ্ভুত সব ঘটনা ঘটতে থাকে, কেউ যেন তাকে অনুসরণ করছে! রহস্য আরও ঘনীভূত হয়, যখন সে বুঝতে পারে, রাহেল তার অনেক কিছু গোপন করছে। বইয়ের ভাল লাগার দিক ✅ লেখার স্টাইল: কায়েস সামীর লেখা সহজ ও সাবলীল, যা পাঠককে বইয়ের প্রতি আকৃষ্ট রাখে। ✅ টানটান উত্তেজনা: প্রতি অধ্যায়ে নতুন রহস্য উন্মোচিত হয়, যা শেষ পর্যন্ত ধরে রাখে। ✅ সাইকোলজিক্যাল গভীরতা: চরিত্রগুলোর মানসিক দ্বন্দ্ব ও বাস্তবসম্মত আচরণ বইটিকে আরও বিশ্বাসযোগ্য করে তোলে। ✅ চমকপ্রদ ক্লাইম্যাক্স: শেষ পর্যন্ত গল্পটি যে মোড় নেয়, তা বেশ চমকপ্রদ এবং সন্তোষজনক। যেখানে একটু দুর্বলতা আছে ❌ কিছু জায়গায় ধীরগতি: গল্পের মাঝের কিছু অংশ একটু বেশি বর্ণনামূলক হয়ে গেছে, যা ধৈর্য ধরে পড়তে হয়। ❌ আরও একটু ব্যাকস্টোরি দরকার ছিল: কিছু চরিত্রের অতীত নিয়ে আরেকটু বিশদভাবে আলোচনা হলে হয়তো আরও প্রাণবন্ত লাগতো। যারা সাইকোলজিক্যাল থ্রিলার পছন্দ করেন, তাদের জন্য "প্রাক্তন" দারুণ একটা বই হতে পারে। প্রেম, রহস্য আর টানটান উত্তেজনার সুন্দর এক মিশ্রণ এটি। লেখক কায়েস সামী রহস্য ধরে রাখার ক্ষেত্রে বেশ দক্ষতা দেখিয়েছেন, যা পাঠকদের শেষ পর্যন্ত বইয়ের সাথে বেঁধে রাখবে। সবশেষে বলা যায় বইটি ব্যক্তিগতভাবে আমার কাছে দারুন লেগেছে । আমি থ্রিলার প্রেমী দের পরামর্শ দেব বইটি পড়ার জন্য রেটিং: ⭐⭐⭐⭐☆ (৪/৫)

      By TR Aiyub Uddin Bin Ferdaus

      23 Mar 2025 03:24 PM

      Was this review helpful to you?

      or

      বই রিভিউ: প্রাক্তন – কয়েস সামী একটি শ্বাসরুদ্ধকর সাইকোলজিক্যাল থ্রিলার সাম্প্রতিক বাংলা থ্রিলারের জগতে কয়েস সামীর ‘প্রাক্তন’ এক অনন্য সংযোজন। এটি শুধুমাত্র একটি থ্রিলার নয়, বরং রহস্য, ভালোবাসা, অতীতের প্রভাব এবং মনস্তাত্ত্বিক টানাপোড়েনের চমৎকার এক মিশ্রণ। কাহিনির মূল সুর উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র নাতাশা, একজন বুকস্টোর মালিক, যার জীবন প্রথমে স্বাভাবিক মনে হলেও ধীরে ধীরে রহস্যময় বাঁক নেয়। তার জীবনে আসে ডক্টর রাহেল, যিনি পরিপক্ক, সুদর্শন এবং বুদ্ধিদীপ্ত। দু’জনের মধ্যে সম্পর্ক গভীর হতে থাকলেও, রহস্যের ছায়া ক্রমশ গাঢ় হয় যখন নাতাশা জানতে পারে রাহেলের ‘প্রাক্তন’ মীরা সম্পর্কে। ঠিক তখনই শুরু হয় অদ্ভুত সব ঘটনা। নাতাশার মনে হতে থাকে, কেউ তাকে অনুসরণ করছে। বুকস্টোরে অজানা কারও উপস্থিতির অনুভূতি, রহস্যময় ছায়া, আর অতীতের গোপন কিছু সত্য ধীরে ধীরে উন্মোচিত হতে থাকে। কে আসলে শিকার, আর কে শিকারি—এই প্রশ্নের উত্তর খুঁজতেই পাঠকের শ্বাস বন্ধ হয়ে আসবে। কেন পড়বেন? ১. উদ্দীপনামূলক প্লট – গল্পটি এতটাই টানটান যে একবার শুরু করলে শেষ না করে উঠতে ইচ্ছে করবে না। 2. সাইকোলজিক্যাল থ্রিলারের স্বাদ – চরিত্রগুলোর মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব ও গল্পের বাঁক এতটাই চমকপ্রদ যে পাঠককে চিন্তার খোরাক যোগাবে। 3. চরিত্রের গভীরতা – নাতাশা, রাহেল ও মীরার চরিত্রের নির্মাণ এত বাস্তবসম্মত যে পাঠকের মনে দাগ কেটে যাবে। 4. লেখার ভঙ্গি – কয়েস সামীর সহজবোধ্য অথচ রহস্যময় লেখনী বইটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে। সমাপ্তি ও অনুভূতি বইটির শেষ অধ্যায় পাঠককে হতবাক করে দেবে। লেখক এমনভাবে কাহিনি সাজিয়েছেন যে, গল্পের শেষ মুহূর্তেও নতুন চমক অপেক্ষা করে। একদম শেষ পাতায় এসেও পাঠককে নতুন করে ভাবতে বাধ্য করবে, ‘আসল সত্য কী?’ যারা ভালো মানের বাংলা থ্রিলার খোঁজেন, তাদের জন্য ‘প্রাক্তন’ অবশ্যই এক চমৎকার পছন্দ। এটি শুধু একটি বই নয়, বরং এক অনুভূতির যাত্রা, যেখানে প্রেম, প্রতারণা, প্রতিশোধ এবং অতীতের অন্ধকার জালে আটকে পড়ার গল্প রয়েছে। রেটিং: ⭐⭐⭐⭐⭐ (৫/৫)

      By jam****com

      20 Mar 2025 02:30 PM

      Was this review helpful to you?

      or

      Besh Valo laglo.

      By Jalal

      19 Mar 2025 02:49 PM

      Was this review helpful to you?

      or

      Highly recommended. A wonderful story.

      By Masuma Menthi

      18 Mar 2025 10:34 PM

      Was this review helpful to you?

      or

      প্রাক্তন বইটি এক কথায় অসাধারণ। প্রাক্তন বইটি দ্বারা আমি বুঝেছি। জীবন কখনো কারো জন্য থেমে থাকে না। উদাহরণ হিসেবে বলতে গেলে, রাহেল কে হারিয়ে রাহেলের জন্য নীরার জীবন থেমে থাকেনি। নীরা মাহমুদুল হকের সাথে নতুন সম্পর্কে যুক্ত হওয়ার মাধ্যমে বিয়ে করে সুন্দর জীবন যাপন করছে। অন্যদিকে রাহেল মিরাকে হারিয়ে কিছুদিন ডিপ্রেশনে থাকার পরে পরবর্তীতে মুভ অন করেছে। রাহেল নাতাশার সাথে সম্পর্কে জড়িয়েছে। মীরার জন্য রাহেলের জীবন থেমে থাকেনি। তবে বইয়ের একটি জিনিস আমার খারাপ লেগেছে, সেটি হল পুলিশকে ছোট করা। বর্তমানে জেন জি জেনারেশন এমনিতেই পুলিশকে ভালো চোখে দেখতে পারে না । জেন জি জেনারেশন পুলিশের উপর ক্ষিপ্ত। প্রাক্তন বইয়ে উল্লিখিত নাতাশা এবং নীরার দ্বারা পুলিশের বিষয়ে মন্তব্য করা হয়েছে। নাতাশা এবং নীরার মন্তব্য দ্বারা বোঝানো হয়েছে পুলিশ দ্বারা কিছু হয় না। নাতাশার দোকানের রং লাগানোর বিষয়টিতে পুলিশের বিষয় উল্লেখিত । এছাড়াও মীরার মৃত্যুর বিষয়ে পুলিশের বিষয় উল্লিখিত। তবুও বইটি অনেক সুন্দর। প্রাক্তন বইটি আমার মন ছুঁয়ে গেছে।

      By Sidratul Montaha

      18 Mar 2025 07:27 PM

      Was this review helpful to you?

      or

      এক কথায় অসাধারণ একটি বই 🥹🫶

      By 880****392

      18 Mar 2025 07:10 PM

      Was this review helpful to you?

      or

      এইটা আমার কয়েস সামীর প্রথম পড়া বই ছিলো। আর বইটা এক লথায় অসাধারণ। বর্তমান যুগে যারা রিলেশন করছে তারা বিষয়টা রিলেট করতে পারবে।আর এইটা ছিলো দৈনন্দিন জীবনে কথোপকথন কিন্তু অসাধারণ। এই প্রথম দেখলাম কথোপকথন এতো কৌতুহলিয় হতে পারে।

      By Bahar

      18 Mar 2025 03:44 PM

      Was this review helpful to you?

      or

      চমৎকার একটা থ্রিলার। এক বসায় পড়তে বাধ্য হয়েছি। যারা প্রেমের বা বিরহের বই পড়তে পছন্দ করেন তারাও পড়তে পারেন। আর থ্রিলারপ্রেমিদের জন্য তো মাস্ট রিড!

      By sam****com

      17 Mar 2025 07:57 PM

      Was this review helpful to you?

      or

      It was really an wonderful experience while reading it.

      By kab****com

      15 Mar 2025 08:54 PM

      Was this review helpful to you?

      or

      Boita amar vishon valo legeche. Jibone prothom thriller porechi. thriller j eto moja lage jana chilo na.

      By ash****com

      15 Mar 2025 08:33 PM

      Was this review helpful to you?

      or

      An excellent thriller. I really enjoyed it.

      By Abu Talha

      15 Mar 2025 05:34 PM

      Was this review helpful to you?

      or

      অসাধারণ মন জয়া করা একটা বই। এক কথায় অতুলনীয় 🔥

      By Al yeasar Arafat

      15 Mar 2025 12:42 AM

      Was this review helpful to you?

      or

      অসাধারণ একটি শ্বাস রুদ্ধকর সাইকোলজিক্যাল থ্রিলার। Highly recommend.

      By Taiyeba Jannat

      14 Mar 2025 09:14 PM

      Was this review helpful to you?

      or

      আমি একদম থ হয়ে গিয়েছি কি করবো কি বলবো কাকে নিয়ে ভাববো কিছুই বুঝতে পারছি না। ভাবছিলাম এ বইটা নিয়ে সুন্দর একটা রিভিউ লিখবো।কিন্তু আমার মনে হচ্ছে রিভিউ লিখতে হলে সম্পূর্ণ বইটা আমাকে আরও একবার পড়তে হবে।যাই হোক,অনেক টুইস্ট ছিল।শেষে প্রত্যেক টা চরিত্র আমার কাছে অবিশ্বাস্য লেগেছে।এত শক ছিল🥲

      By mak****com

      13 Mar 2025 09:10 PM

      Was this review helpful to you?

      or

      গল্পটা শেষ করে আমি একদম থ হয়ে গেছি। এমন টুইস্ট আমি একদম প্রত্যাশা করিনি।

      By MD Tajim

      13 Mar 2025 01:56 PM

      Was this review helpful to you?

      or

      লেখক কায়েস সামি আমি পড়েছি এটি দ্বিতীয় থ্রিলার। এই বইটি পাঠককে এমনভাবে মোহিত করে যে একটি পৃষ্ঠা শেষ করার পরে, আপনি পরবর্তী দিকে ফিরে যেতে বাধ্য হবেন, পরবর্তী কী ঘটবে তা উদঘাটনের জন্য আগ্রহী। কেবলমাত্র শুরুতেই উপসংহারের পূর্বাভাস দেওয়া অসম্ভব। চূড়ান্ত বিভাগে সর্বাধিক উল্লেখযোগ্য মোড় ঘটে। আমি এই জাতীয় ব্যতিক্রমী থ্রিলার সরবরাহের জন্য লেখকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রসারিত করি। এই গ্রিপিং আখ্যানের প্রতিটি চরিত্রকে উল্লেখযোগ্য গভীরতার সাথে চিত্রিত করা হয়েছে।আমি কায়েস সামির কাজ আরও পড়ব। এটি তাকে থ্রিলার ঘরানার অন্যতম বিশিষ্ট লেখক হিসাবে প্রতিষ্ঠিত করে।

      By জুবাইর আল হাদী

      13 Mar 2025 11:46 AM

      Was this review helpful to you?

      or

      চমৎকার একটা থ্রিলার। আখ্যান যেন হটাৎ হটাৎ বাঁক নেয়

      By lam****com

      13 Mar 2025 12:27 AM

      Was this review helpful to you?

      or

      আসলেই বই টা এক কথায় অসাধারণ। ভালো লাগল বইটা পড়ে 🥰

      By mah****.me

      12 Mar 2025 10:11 PM

      Was this review helpful to you?

      or

      It was really a great reading experience. Onek din por porar moto ekta boi pelam. Thanks

      By tar****com

      11 Mar 2025 11:42 PM

      Was this review helpful to you?

      or

      ek kothay Wow!

      By 880****871

      11 Mar 2025 09:28 PM

      Was this review helpful to you?

      or

      ektu psychologist thriller boi thik jemon houar Kotha ei boi to thik temon dhore rakhte pereche,page to page suspense and twist ek kothay oshadharon ekti boi.

      By nisha sultana

      11 Mar 2025 11:03 AM

      Was this review helpful to you?

      or

      বইটা হাতে পেয়ে পড়া শুরু করছি😌❤️‍🩹যেহেতু বলা আছে ২ লাইনের লেখা তাহলে কি লিখবো বুজতেছি না তো বইটা একটা সাইকোলজি থ্রিলার বই আমার কাছে এইরকম বই পড়তে অনেক ভালো লাগে।বরবরই আমি ক্রাইম থ্রিলার, গোয়েন্দা সাইকোলজি টাইপ বই পছন্দ, তো রকমারি থেকে এই ১ম বই নেওয়া বা সংগ্রহে আছে, সুন্দর 😌❤️‍🩹ভালো লাগছে বইটা, প্যাকেজিংও সুন্দর ছিলো।ধন্যবাদ রকমারি কে🙏❤️‍🩹😌

      By sha****com

      10 Mar 2025 09:23 PM

      Was this review helpful to you?

      or

      Really Thrilling.

      By ovi****com

      10 Mar 2025 09:58 PM

      Was this review helpful to you?

      or

      প্রাক্তন..! বইটা আসলেই সেসব প্রাক্তন দের তুলে ধরছে যারা কঠিন রকম ভালোবেসেও আঘাত পেয়েছে প্রিও মানুষের কাছে। ভালোবাসা ভালোলাগা এক জিনিস না। একটা মানুষের হাজার জনকে ভালো লাগতে পারে কিন্তু ভালো একজনকেই বাসতে পারে। এই ভালোবাসা খুঁজতে যেয়ে কত জনকে আমরা কষ্ট দিয়ে ফেলি। নিরা আর মিরা সেই দলের এই একজন। রাহেল এর ভালোলাগার মানুষ হইতে পারছে কিন্তু ভালোবাসার না। আবার মিরা যখন গর্ভবতী অবস্থায় আত্মহত্যা করলো তখন সে অনুশোচনায় ভুকলো। আসলে ভালোবাসা কি সেটা সে বুঝতেই পারে নাই। এইদিকে নিরা রাহেলের ভালোবাসা পাবার জন্য নিজেকে ছোট করলেও সেটা রাহেল অনুভব করতে পারে নাই। আর নাতাশা নামের মেয়েটি। আসলেই সে অনেক ভালো একটি চরিত্র। হয়তো সে ছিল বলেই দেরি করে হলেও রাহেল ভালোবাসা কি অনুভব করতে পারছে। ওভারঅল অনেক ভালো একটা সময় কাটবে এই প্রাক্তন বই এর সাথে। অনেক সুন্দর থ্রিলিং বুক । আমার দেখা সেরা বই ছিল এটা।

      By say****com

      10 Mar 2025 07:18 PM

      Was this review helpful to you?

      or

      এক কথায় অসাধারণ

      By Nur Taj

      10 Mar 2025 04:41 PM

      Was this review helpful to you?

      or

      কায়েস স্বামীর পড়া এইটা আমার প্রথম বই ছিল। প্রথম পড়ে এত একটা ভাল্লাগছিলোনা, প্লাটা কিছুই বুঝছিলাম না। বিশ্বাস বইটা খুব‌ই interesting ছিল আর আমি শেষ পর্যন্ত পড়ে খুব‌ই মজা পেয়েছি।

      By 880****081

      10 Mar 2025 03:09 PM

      Was this review helpful to you?

      or

      "প্রক্তন" লেখক: কায়েস সামী। বইটা হাতে পেয়ে একটু ভ্রু কুচকে গেলো এটা আসলে কিসের বই,।তবে প্রাক্তন নাম এবং সাইকোলজি টাইপ দেখে আমার ভালো লাগলো।কারন আমি সাইকোলজির বা থ্রিলার বই পড়ি বেশি সময়ে।এইগুলো আমার ভালোই লাগে তো বইটা পেয়ে আগে দেখে নিলাম এটা কি নিয়ে লেখা হতে পারে। তারপর দেখলাম একজনের প্রাক্তন এবং একজন ডাক্তার আছে আবার নতুন আছে নাতাশা, ইরানি আরো ছিলো রুবি,নীরা সায়েম এইগুলো। মূলত এটা একটা ঘোড় টাইপ মানে থ্রিলার তো আছেই তার আগে একজন মানুষ কাউকে ভালোবাসলে কতটা গভীরে যেতে পারে, কত অসহায় এবং ভয়ংকর হতে পারে তা দেখলাম, বর্তমান এবং প্রাক্তনের কন্ঠে এমন করে লেখক গল্পটাকে এগিয়ে নিয়ে গেছেন। আমি পড়ে তো ১মে একটু পাগল হয়ে যাচ্ছিলাম, কিন্তু অভাক করা বিষয় হলো শেষের দিকটায় এমন না, মানে পুরে গল্পটা শেষে এসে পাল্টে গেলো, মীরা মেয়েটা মারা গেছিলো এটার ব্যাখ্যার দিলপন লেখক এবং ইরানীকে আবারও নতুন রুপে পরিচয় করালেন, আরো মজার ব্যাপার হলো নীরা ও সায়েম কে ভিন্ন রুপ দিলেন। খারাপ না শেষে বিষয়টা পাকিয়ে গেছিলো মনে হচ্ছিলো আমিই কি গুলিয়ে পেললাম নাকি। কায়েস সামির এই ১ম লেখা বই পড়লাম এবং তাহাকে চিনলাম।

      By Md. Mehedi Hasan

      09 Mar 2025 10:02 PM

      Was this review helpful to you?

      or

      প্রাক্তন" কেবল একটি প্রেমের গল্প নয়, বরং এটি রহস্য ও মনস্তাত্ত্বিক উত্তেজনার এক অনন্য সংমিশ্রণ। শুরুতে এটি সাধারণ প্রেমের কাহিনি মনে হলেও, ধীরে ধীরে এটি এক রুদ্ধশ্বাস রহস্যে পরিণত হয়। যারা রোমান্সের পাশাপাশি সাসপেন্স পছন্দ করেন, তাদের জন্য এটি একটি দুর্দান্ত বই হতে পারে।

      By Arif Hossain

      08 Mar 2025 09:31 PM

      Was this review helpful to you?

      or

      বুক রিভিউ বই : "প্রাক্তন" লেখক: কায়েস সামী প্রকাশনী: অনুজ প্রকাশন ধরণ: সাইকোলজিক্যাল থ্রিলার বইটির গল্প সংক্ষেপ (স্পয়লার মুক্ত) "প্রাক্তন" – এক রহস্যময় সম্পর্কের গল্প কায়েস সামীর লেখা "প্রাক্তন" এক সাইকোলজিক্যাল থ্রিলার, যেখানে সম্পর্কের জটিলতা, অতীতের ছায়া, আর রহস্যময় ঘটনার এক মোহময় মিশ্রণ রয়েছে। গল্পের কেন্দ্রবিন্দুতে রয়েছে নাতাশা, যে একজন বুকস্টোর মালিক। যার জীবন প্রেম, স্বপ্ন আর স্বাধীনতায় ভরা । তার জীবনে হঠাৎ করেই আবির্ভাব ঘটে ডা. রাহেলের—একজন সুদর্শন, স্মার্ট ও রহস্যময় পুরুষের। তাদের সম্পর্ক ধীরে ধীরে গভীর হতে থাকে, কিন্তু কিছু একটা ঠিক নেই। রাহেলের অতীত যেন এক অদৃশ্য শিকলে বাঁধা, আর সেই শিকলের নাম মীরা—তার প্রাক্তন প্রেমিকা। নাতাশা অনুভব করতে থাকে, কেউ তাকে অনুসরণ করছে। তার বুকস্টোরে কেউ ঢুকে বই তছনছ করে দেয়, দেয়ালে রক্ত দিয়ে অদ্ভুত সব বার্তা লিখে রেখে যায়। রাহেল কি সত্যিই নাতাশাকে ভালোবাসে, নাকি সে কোনো গোপন সত্য লুকিয়ে রেখেছে? আর মীরার ভূমিকা কী? সে কি সত্যিই গল্প থেকে হারিয়ে গেছে, নাকি নীরবে প্রতিশোধের অপেক্ষায়? কায়েস সামীর লেখনী একদম শুরু থেকেই পাঠককে গল্পের গভীরে টেনে নেয়। বইয়ের প্রতিটি অধ্যায়ে একটা চাপা উত্তেজনা কাজ করে—কোনো মুহূর্তেই বোঝা যায় না, পরের পৃষ্ঠায় কী অপেক্ষা করছে। সম্পর্কের জটিলতা, বিশ্বাস আর সন্দেহের দোলাচল এত নিখুঁতভাবে আঁকা হয়েছে যে, পাঠক নিজের অজান্তেই চরিত্রগুলোর সঙ্গে জড়িয়ে পড়বে। তবে বইটির কিছু অংশ বিদেশি থ্রিলারের ছায়া মনে হতে পারে, বিশেষ করে যারা পশ্চিমা রহস্য উপন্যাসের পাঠক, তারা হয়তো মিল খুঁজে পেতে পারেন। কিছু চরিত্রের গভীরতা আরও একটু বিস্তারিত হলে হয়তো কাহিনির আবেগী দিকটি আরও বেশি শক্তিশালী হতো। কিন্তু সবকিছু মিলিয়ে, গল্পের রহস্য ধরে রাখার কৌশল একদম নিখুঁত। * যারা থ্রিলার ও রহস্যময় গল্প পছন্দ করেন, যারা সম্পর্কের জটিলতা ও মানসিক দ্বন্দ্ব নিয়ে লেখা উপন্যাস পড়তে ভালোবাসেন, যারা নতুন লেখকদের সাইকোলজিক্যাল থ্রিলার ট্রাই করতে চান তাদের জন্য "প্রাক্তন" হতে পারে চমৎকার একটি বই । এটি শুধু একটি থ্রিলার নয়, এটি এক অতীতের ছায়ার গল্প, যা পাঠকের মনে দীর্ঘদিন গেঁথে থাকবে। আমার ব্যক্তিগত রেটিং: ⭐⭐⭐ (৩/৫) 📖 শেষ কথা: "প্রাক্তন" বইটি কায়েস সামীর অন্যতম আলোচিত থ্রিলার। গল্পের কাহিনি ধীরে ধীরে গা ছমছমে মোড়ে এগোয়, যা পাঠককে শেষ পর্যন্ত ধরে রাখবে। কিছু দুর্বল দিক থাকলেও, সামগ্রিকভাবে এটি একটি উপভোগ্য সাইকোলজিক্যাল থ্রিলার।

      By raf****.me

      08 Mar 2025 05:03 PM

      Was this review helpful to you?

      or

      শুরু থেকেই টান টান একটা অবস্থা ছিল। নাতাশা, নীরা সবার জন্য খারাপ লেগেছে প্রথম দিকে। শেষটা এরকম না হলে মানতে পারতাম না।

      By aza****.me

      06 Mar 2025 09:16 PM

      Was this review helpful to you?

      or

      Onek din por ekta boi pore moja pelam, Wonderful.

      By sab****com

      06 Mar 2025 02:51 PM

      Was this review helpful to you?

      or

      valoi laglo. porte paren.

      By gulugulu moni

      06 Mar 2025 11:44 AM

      Was this review helpful to you?

      or

      প্রতিটি থ্রিলার গল্পই রহস্য, উত্তেজনা এবং চমৎকার চরিত্রের উপস্থিতির জন্য পাঠকদের হৃদয় জয় করে নেয়। কয়েকদিন আগে পড়েছিলাম কায়েস সামির লেখা থ্রিলার উপন্যাস ‘প্রাক্তন’। গল্পের শুরুর দিকে কিছুটা ধীরগতির মনে হলেও এবং মনে হচ্ছিল শেষ পর্যন্ত কী হবে তা সহজেই অনুমান করতে পারছি, কিন্তু হঠাৎই লেখক এমন কিছু প্রশ্ন ছুঁড়ে দিলেন, যা আমাকে গল্পের গভীরে টেনে নিল। কাহিনির অসাধারণ মোড়, চরিত্রের রদবদল, এবং একের পর এক চমকপ্রদ টুইস্ট গল্পকে এক ভিন্ন মাত্রায় নিয়ে গেছে। যে ধারণা শুরুতে তৈরি হয়েছিল, শেষ পর্যন্ত সেটাই ভুল প্রমাণিত হয়েছে! সবচেয়ে চমৎকার দিকটি হলো, গল্পের ধারাবাহিকতা দারুণভাবে বজায় রাখা হয়েছে, আর শেষ মুহূর্তের রহস্য সত্যিই প্রশংসনীয়। বিচ্ছেদ দিয়ে শুরু হওয়া এই গল্প ধীরে ধীরে নতুন এক ভাবনার জগতে পৌঁছে দেয়। যারা নতুন কোনো জমাট বাঁধা থ্রিলার খুঁজছেন, তাদের জন্য ‘প্রাক্তন’ নিঃসন্দেহে একটি দুর্দান্ত বই। কারণ গল্পের শেষে এসে দেখবেন, যে চরিত্রটিকে সাধারণ ভেবেছিলেন, সেটিই পরিণত হয়েছে প্রধান ঘাতকে!

      By ffk****.me

      05 Mar 2025 04:00 PM

      Was this review helpful to you?

      or

      Not bad...

      By Mika Samu

      05 Mar 2025 11:40 AM

      Was this review helpful to you?

      or

      Boe ta jotaso bhalo lagacha. twist ta totally unexpected chilo🥰

      By tas****com

      05 Mar 2025 10:42 AM

      Was this review helpful to you?

      or

      দারুন লেগেছে বইটা।।সিম্পল বাট মিস্টেরিয়াস ছিলো প্রতিটা দৃশ্য 👌

      By juj****com

      04 Mar 2025 03:02 PM

      Was this review helpful to you?

      or

      অনেক দিন পর আয়েশ করে একটা বই পড়লাম।

      By Abed Khan

      03 Mar 2025 08:50 PM

      Was this review helpful to you?

      or

      besh valo boi.

      By sub****.me

      03 Mar 2025 08:09 PM

      Was this review helpful to you?

      or

      Really thrilling...

      By dil****com

      02 Mar 2025 09:46 PM

      Was this review helpful to you?

      or

      What a plot twist. I liked it.

      By jab****com

      02 Mar 2025 09:02 PM

      Was this review helpful to you?

      or

      এই লেখকের বই প্রথম পড়লাম। থ্রিলারও প্রথম। লেখনি বেশ ভালো। কোনদিকে সময় গেছে টের পাইনি। লেখকের জন্য শুভকামনা।

      By Raju

      02 Mar 2025 08:04 PM

      Was this review helpful to you?

      or

      লেখকের লেখার ভঙ্গি চমৎকার। গল্পটাও দারুণ। সব মিলিয়ে সময়টা ভালোই গেল।

      By mos****.me

      28 Feb 2025 11:59 PM

      Was this review helpful to you?

      or

      জীবনে প্রথম থ্রিলার পড়লাম। বেশ লাগলো।

      By yea****com

      28 Feb 2025 08:59 AM

      Was this review helpful to you?

      or

      গল্পটা অন্যরকম লাগলো। পড়ে দেখতে পারেন।

      By kaiser

      27 Feb 2025 11:48 PM

      Was this review helpful to you?

      or

      A nice story. Very interesting...

      By MD. FAHIM MUNTASIR

      27 Feb 2025 11:45 PM

      Was this review helpful to you?

      or

      আমার পড়া অসাধারণ একটা বই।

      By mut****com

      27 Feb 2025 03:49 PM

      Was this review helpful to you?

      or

      Different kind of thriller, Different type of twist. Mind blowing.

      By 880****596

      27 Feb 2025 09:19 AM

      Was this review helpful to you?

      or

      এটা আমার পড়া প্রথম থ্রিলার গল্পের বই পড়া,,অনেক ভালো লেগেছে, গল্পটা পড়তে গিয়ে আপনি বুঝতে পারবেন,, কারো খারাপ করে কারো ভালো হয়না,, নাতাশা,মীরা,,ইরিনা, রাহেল এ,এর মাঝে আপনি হঠাৎ নীরাকে আবিষ্কার করবেন😃

      By urm****com

      27 Feb 2025 03:17 PM

      Was this review helpful to you?

      or

      এক কথায় অসাধারণ গল্প মোঢ় নেওয়া টা খুব সুন্দর গল্পে যে তৃতীয় চরিএ আছে সেটা বুঝতে ও শেষ পযন্ত পড়তে হবে এক কথায় অসাধারণ থ়িলার গল্প

      By rub****com

      26 Feb 2025 11:26 PM

      Was this review helpful to you?

      or

      টুইস্টটা ভালো ছিল।

      By 880****658

      26 Feb 2025 06:21 PM

      Was this review helpful to you?

      or

      চমৎকার একটা গল্প। সবাই পড়তে পারেন।

      By Kamal Uddin

      25 Feb 2025 11:42 PM

      Was this review helpful to you?

      or

      প্রথম থেকেই টানটান উত্তেজনা আর টুইস্টে ভরপুর গল্প। লেখকের কাছ থেকে একটা মৌলিক গল্প চাই।

      By rah****com

      25 Feb 2025 05:50 PM

      Was this review helpful to you?

      or

      অনেক দিন পর ভালো লাগার মতো একটা বই পড়লাম।

      By pav****com

      25 Feb 2025 10:41 AM

      Was this review helpful to you?

      or

      চমৎকার একটা থ্রিলার। এই লেখক নিঃসন্দেহে বাংলা থ্রিলারের জগত জনপ্রিয় করে তোলায় অবদান রাখতে পারবেন।

      By mon****.me

      22 Feb 2025 11:50 PM

      Was this review helpful to you?

      or

      ভাষা সাবলীল, কাহিনি সেই লেভেলের, কয়েস সামীর সেরা থ্রিলার।

      By Mih****com

      22 Feb 2025 08:48 PM

      Was this review helpful to you?

      or

      Highly recommended to thriller lovers.

      By tur****com

      22 Feb 2025 12:28 AM

      Was this review helpful to you?

      or

      A nice book. Thrilling... Weird... Highly Recommended.

      By saiful Islam

      20 Feb 2025 10:07 PM

      Was this review helpful to you?

      or

      বেশ ভালোই ছিল গল্পটা। পয়সা উশল হয়েছে বলা যায়।

      By kai****com

      20 Feb 2025 12:57 AM

      Was this review helpful to you?

      or

      অনেক দিন পর এক বসাতে একটা বই শেষ করতে পারলাম। আমি জানি না এই লেখকের কোনো মৌলিক থ্রিলার আছে কি না। না, থাকলে লিখতে বলব।

      By ron****com

      19 Feb 2025 05:15 PM

      Was this review helpful to you?

      or

      খারাপ না। টাকাটা উসুল হয়েছে।

      By mon****com

      19 Feb 2025 11:59 AM

      Was this review helpful to you?

      or

      খুব সুন্দর একটি বই এটি। এই বইটি মূলত জেনারেশন জেড কে উদ্দেশ্য করে লেখা। এই বইটি আমাদের আগামী জীবনের এগিয়ে যাও। জীবনে কিভাবে চলতে হবে সেই শিক্ষা দেয়। পরিশেষে এই বলে নয় যে বই হচ্ছে জ্ঞান বৃদ্ধির পরিসর।এটি সাইকোলজিক‍্যাল ভাবে একজন মানুষ কে শক্তিশালী করে তুলে।এটি একটি অসাধারণ বই।নতুন প্রজন্ম কে জাগিয়ে তোলার জন‍্য এই বই টা খুব কার্যকারী।

      By tou****com

      19 Feb 2025 10:05 AM

      Was this review helpful to you?

      or

      এর আগে কোনো থ্রিলার পড়িনি। কী মনে করে এটা পড়লাম। বেশ ভালো লাগলো। ভাবছি লেখকের বাকি সব বই পড়ে নেব।

      By rob****com

      18 Feb 2025 11:55 AM

      Was this review helpful to you?

      or

      excellent story.

      By mam****com

      18 Feb 2025 09:06 AM

      Was this review helpful to you?

      or

      লেখকের আগের সব থ্রিলার পড়েছি। কোনোটাই হতাশ করেনি। তাই এটাও কেনার লোভ সামলাতে পারলাম না। দেখা যাব কেমন হয়।

      By Saz****com

      18 Feb 2025 12:36 AM

      Was this review helpful to you?

      or

      Mindblowing...

      By shawon

      17 Feb 2025 10:05 AM

      Was this review helpful to you?

      or

      প্রথমে বিরক্ত ছিলাম। রাহেলের জন্য নীরার হা-হুতাশ মানতে পারছিলাম না। যাই হোক শেষ করার পর বেশ ভালো লাগছে। পয়েটিক জাস্টিস হয়েছে। এই লেখককে নিয়ে দেখি সাদাত বা পদ্মজার লেখিকার মত কোনো মাতামাতি নেই। ব্যাপারটা ঠিক হচ্ছে না।

      By Abir rahman

      16 Feb 2025 11:49 PM

      Was this review helpful to you?

      or

      রাহেল, নাতাশা আর নীরার কাহিনিটা বেশ লাগলো। অন্যরকম একটা টুইস্ট পেলাম এই বইয়ে। এমন টুইস্টের কথা আমার ভাবনাতেও ছিল না। থ্রিলার প্রেমিরা তো বটেই, যারা কখনও থ্রিলার পড়েননি তাদেরও ভালো লাগবে। রিকমেন্ডেড ফর অল।

      By say****com

      15 Feb 2025 08:38 AM

      Was this review helpful to you?

      or

      এত সাধারণ প্রেমের অনুভূতি নিয়ে এমন অসাধারণ একটা থ্রিলার লেখা যায় ভাবতেই পারিনি। মাঝে মাঝে নীরার উপর এমন রাগ লেগেছে! একটা ছেলে তোকে পাত্তা দিচ্ছে না, আর তুই তার পিছনে লেগেই আছিস, ক্যান রে বাপ? যাই হোক পরে এসে নীরার উপর থেকে রাগ কমে গেছে। আর টুইস্ট টা ছিল একদম অন্যরকম। পড়ার সময় মাথা পুরাই নষ্ট হয়ে গেছিলো।

    • Was this review helpful to you?

      or

      বই: প্রাক্তন লেখক: কয়েস সামী জনরা: অ্যাগ্রিপিং সাইকোলজিক্যাল থ্রিলার প্রকাশনী: অনুজ প্রকাশন মূল্য: ৫৫০ প্রকাশ: বইমেলা ২০২৫ রিভিউ লেখক: আনিসুর রহমান হাসান বই সম্পর্কে: বইটি নিয়ে বলতে চাইলে, শেষ থেকে বলতে হয়। শেষ দিকে এমন চমক আর থ্রিল পেয়েছি, যা মুগ্ধকর। গল্পের রেশ যেন এখনও মাথা থেকে সরছে না। সাইকোলজিক্যাল থ্রিলার এমনই হওয়া চাই। পাঠকের মস্তিষ্কের স্নায়ুকোষে বারবার পরিবর্তন ঘটবে। কখনও মনে হবে এটা; পরক্ষণে তার ধারণা ভুল প্রমাণিত হলে মুচকি মুচকি হাসবে। পুনরায় আগানো গল্পের নতুন নকশা মস্তিষ্কে আঁকবে। ‘প্রাক্তন’ মূলত একটি বিদেশি গল্পের অনুবাদ। তবে বিদেশি গল্প হলেও এতে বৈদেশিক বৈচিত্র্য কিংবা ভিনদেশী কালচার নেই। লেখক বাঙালিদের সভ্যতা-সংস্কৃতির সাথে মিল রেখে এক অন্যরকম অনুবাদ করেছেন। যেন বাঙালি পাঠকদের ঘটনাপ্রবাহ বুঝতে কষ্ট না হয়। গল্প সংক্ষেপ: রাহেল, পেশায় একজন ডাক্তার। তার জীবনে একাধিক প্রেম আসে। প্রতিটি নতুন প্রেমের পর আগের প্রেমিকারা প্রাক্তন হয়ে যায়৷ রাহেলের প্রাক্তন আছে। এক বা একাধিক। তার একজন প্রাক্তন মীরা। তবে রাহেলের বর্তমান প্রেমিকার নাম নাতাশা। নাতাশা একটি বুকশপে কাজ করে। দাদার গড়ে তোলা বুকশপটা এখন বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। পাঠক নেই বললে চলে। তবে রাহেলকে পাওয়ার পর তার জীবনে কিছুটা স্বস্তি ফিরে আসে। তবে একটা বিপত্তিও ঘটে। রাহেলের সাথে সম্পর্কে জড়ানোর পর তার জীবনে অদ্ভুত কিছু ঘটতে থাকে। সারাক্ষণ মনে হয় কেউ তাকে ফলো করছে। কখনও তার বুকশপের সামনে রক্ত ছিটিয়ে যায়। কখনও বাড়ির সামনে লিখে রাখে স্লা*ট! একদিন তো বুকশপই তছনছ করে দেয়। সে চায় রাহেল তার সাথে সম্পর্কে না থাকুক। নাতাশার মনে হয় এটা রাহেলের প্রাক্তন মীরার কাজ। সে নাতাশার প্রতি হিংসা করছে। কিন্তু রাহেলের প্রাক্তন মীরা তো আত্মহ*ত্যা করে মারা গেছে। তাহলে মীরা এসব করবে কীভাবে? না কি অন্য কেউ!... (স্পয়লার মুক্ত রাখতে স্কিপ করলাম।) পাঠ অনুভূতি: থ্রিলার বরাবরই আমার পছন্দের জনরা। সে লক্ষ্যে প্রাক্তন পড়া শুরু করি। কারণ, প্রাক্তনের লেখক কয়েস সামীর ‘প্রবেশ নিষেধ ও হেল্পিং হ্যান্ড' ইতোপূর্বে আমাকে বিমোহিত করেছে। প্রাক্তনেও আকাঙ্খা অনুযায়ী প্রাপ্তি যথাযথ ছিল। ভালোবাসা আর বিচ্ছেদের মাঝেই জীবন। বিচ্ছেদের আগে ভালোবাসা থাকবেই। দুজন মানুষের মাঝে বিচ্ছেদ হয়তো প্রেমিকের কারণে হয়, কখনওবা প্রেমিকার কারণে। তবে যার কারণই হোক, দুজনেই দুজনার প্রাক্তন। পুরোনোকে ভুলে গেছি বলে মানুষ যতই আওড়ায়, অতীত কি আর ভোলা যায়? সবাই চায়, প্রিয়জন প্রাক্তন হয়ে গেলেও আমারই থাকুক। কেউ কেউ চায় আমাকে ছেড়ে যাওয়ায় তার একমাত্র শাস্তি হচ্ছে; সুখবিচ্ছিন্ন জীবন। প্রাক্তনের গল্পটা আমার কাছে তা-ই মনে হলো। পুরোনো প্রেমিককে সুখবিচ্ছিন্ন থাকার শাস্তি দেওয়ার চেষ্টা। আবার বলা যায়, প্রাক্তনকে ভুলতে না পারা দহন। গল্পটা স্বাভাবিক আয়ত্তস্থ হচ্ছিল। তবে শেষ দিকের সাসপেন্সগুলো মস্তিষ্কের নিউরনে খেলে যায়। একটু স্পয়লার দিলে সহজ হয়। রাহেলের জীবনে একাধিক প্রাক্তন ছিল, যারা বর্তমানকে নিয়ে চাইত সে সুখী হোক। আর এজন্যই গল্পটা বারে বারে মোড় বদলে এক ভিন্নরূপী থ্রিলারে রূপ নিয়েছে। যা পাঠককে বইয়ের পাতায় টেনে রাখবে, আর পাঠ শেষে পাঠক পরিতৃপ্ত হবে। বইয়ের কিছু ভালোলাগা অনুভূতি: (অনুভূতিগুলো নিজের মতো সাজিয়েছি) ক, আমরা কিছু নির্দোষ মিথ্যা বলি। দেখতে মিথ্যা হলেও, তার জন্য পাপ হয় না। যেমন কেউ জিজ্ঞেস করল, ‘ঠাণ্ডা লাগছে?’ উত্তর দিলাম, ‘না।’ অথচ শীতে আমার গা কাঁপছে। এ উত্তরগুলো মূলত মিথ্যে নয়, এগুলো ভনিতা। খ, একটা মেয়ের জন্য তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হচ্ছে কার সাথে তার বিয়ে হলো।... স্বামী হচ্ছে তুমি যা কিছু করো বা করতে চাও, তার সবকিছুর সঙ্গী। একজন খারাপ স্বামী জীবন ধ্বংস করে দিতে পারে। লেখক নিয়ে কিছু কথা: লেখক কয়েস সামীর এটা নিয়ে তিনটি বই পড়েছি, হেল্পিং হ্যান্ড, প্রবেশ নিষেধ, প্রাক্তন। সবগুলোই আমাকে মুগ্ধ করেছে। দিন দিন আমি তার লেখার একনিষ্ঠ ভক্ত হয়ে যাচ্ছি। আমি মনে করি বর্তমান সময়ে সাইকোলজিক্যাল থ্রিলার লেখক হিসেবে ওনার জনপ্রিয়তা ব্যাপক। হয়তো কাজ করে গেলে একসময় সাইকোলজিক্যাল থ্রিলারের উচ্চ আসনে পৌঁছতে পারবেন। আমার চাওয়াও এটা। প্রাক্তন পড়া শেষে ওনার লেখা উবার ড্রাইভার পড়ব বলে রকমারি থেকে ই-বুক নিয়েছি। ওনার মৌলিক গ্রন্থ টিউশনিও পড়ব ইনশাআল্লাহ। রেটিং: ৪.৫ /৫ (যারা থ্রিলার পছন্দ করেন ওনার সবগুলো বই পড়তে পারেন। আশা করি মুগ্ধ হবেন। হেল্পিং হ্যান্ড দিয়ে যাত্রা শুরু করতে পারেন।)

      By san****.me

      13 Feb 2025 12:02 AM

      Was this review helpful to you?

      or

      What a classic thriller!

      By ray****.me

      12 Feb 2025 10:26 PM

      Was this review helpful to you?

      or

      An excellent thriller. Mind-blowing twist at the end.

      By Samia Sultana Simi

      12 Feb 2025 08:17 PM

      Was this review helpful to you?

      or

      "প্রাক্তন" একটি চিত্তাকর্ষক সাইকোলজিকাল থ্রিলার, যেখানে রহস্য, মানসিক জটিলতা ও বুদ্ধিবৃত্তিক টানাপোড়েন দারুণভাবে উপস্থাপন করা হয়েছে। কায়েস সামী তাঁর অনন্য লেখনী দিয়ে পাঠকদের শেষ পর্যন্ত ধরে রাখার মতো এক উত্তেজনাপূর্ণ গল্প উপহার দিয়েছেন। এত রহস্য এত থিলার শেষ টা অসাধারণ 🧐 আ্য গ্রিপিং সাইকোলজিক্যাল থিলার 🥹 ওয়াও🥺 রাহেল❤️‍🩹

      By rob****com

      12 Feb 2025 12:11 AM

      Was this review helpful to you?

      or

      মাথা নষ্ট টুইস্ট!

      By abd****com

      10 Feb 2025 11:36 PM

      Was this review helpful to you?

      or

      চমৎকার বই।

      By abd****com

      10 Feb 2025 05:11 PM

      Was this review helpful to you?

      or

      অসাধারণ। পড়ে ভালো লাগল।

      By Rahim Uddin

      07 Feb 2025 11:29 PM

      Was this review helpful to you?

      or

      A nice thriller.

      By চিরকুট মহল

      30 Jan 2025 09:42 AM

      Was this review helpful to you?

      or

      প্রাক্তন লেখক:- কায়েস সামী ভাইয়া। বইটি অনেক অনেক ভালো লেগেছে আমার কাছে। বইটি দেখে আমার পরিবার নেওয়ার জন্য খুব জোর করে বইটি নিয়ে গেছে পড়ার জন্য। তাদের কাছে খুব ভালো লাগছে বইটি। ভাইয়ার জন্য অনেক অনেক শুভকামনা রইল। সব সময় আপনার পাশে আছি ইনশাআল্লাহ 💕💕💕💕💕💕

      By Mohammad Shaon

      24 Jan 2025 12:14 PM

      Was this review helpful to you?

      or

      বইটা অসাধারণ ছিল। প্রথম থেকে শেষ পর্যন্ত ধরে রেখেছিল বইটা। শেষ না করা অব্দি শান্তি কাজ করে নাই। তবে শেষের চমক টার জন্য কোন ভাবেই প্রস্তুত ছিলাম না। আমার পড়া আরো একটা বেস্ট বই এটা।

      By md ridhoy

      10 Jan 2025 12:15 AM

      Was this review helpful to you?

      or

      এক কথায় অসাধারণ ও রোমাঞ্চকর অনুভূতি ছিলো পড়ার দিন গুলো।

      By Agni Jahan Mou

      08 Jan 2025 10:18 PM

      Was this review helpful to you?

      or

      বইটা অনেক সুন্দর. সাইকোলোজিক্যাল বইয়ের মধ্যে এটা বেস্ট.

      By 880****893

      02 Dec 2024 11:42 AM

      Was this review helpful to you?

      or

      প্রথম দুটি থ্রিলারের পরে কায়েস সামীর তৃতীয় থ্রিলার প্রাক্তন পরে শেষ করলাম এবার। থ্রিলার হিসেবে প্রতিটি চরিত্রের পরবর্তী কাজ কি হতে যাচ্ছে সেটি নিয়ে পাঠক মনে সফল ভাবে কৌতূহল করতে সক্ষম একটু লেখনী এটি,যা আপনাকে বইয়ের শেষ পর্যন্ত পড়তে বাধ্য করবে।সেই সাথে শুরু থেকে শেষ পর্যন্ত না গিয়ে কোনোভাবেই নিশ্চিত হওয়া যাবেনা আসলে কি ঘটছে। এক কথায় চমৎকার একটি থ্রিলার।

      By aya****com

      29 Nov 2024 12:36 AM

      Was this review helpful to you?

      or

      golpo ti surute ekdom boring lagbe mone hobe ekdom normal story kintu majkhan er dik e evabe twist asbe apni guess o korte parben na and at last aro ektu twist royeche jeta aro thrille krbe

      By Gabriel Shoummo Sneho Sarkar

      07 Nov 2024 11:56 AM

      Was this review helpful to you?

      or

      প্রাক্তন বইটি একটি সাইকোলজিক্যাল থ্রিলার। বইটির প্রথম অর্ধেকে ঘটনা প্রবাহ খুবই মসৃণ এবং আরামদায়ক থাকলেও কোন থ্রিল বা টুইস্ট ছিল না।কিন্তু বাকি অর্ধাংশ আপনার মস্তিষ্ক কে বাড়তি খাটুনি করার জন্য যথেষ্ট। আমার ব্যক্তিগত ভাবে বইটা যথেষ্ট ভালো লেগেছে। above average টাইপের বই। rating: 7.5/10

      By Sadia Reme

      06 Nov 2024 10:20 PM

      Was this review helpful to you?

      or

      এক কথায় অসাধারণ। বইটি পড়ে প্রাক্তনের পরিচয় পেয়ে যতটা হতবাক হয়ে গিয়েছিলাম তারচেয়েও বেশি কাহিনির টুইস্ট টা যখন বুঝতে পারলাম আর এক এক করে সবগুলো রহস্যজট খুলে গেল আমার সামনে তখন কিছু সময়ের জন্য স্তব্ধ হয়ে গিয়েছিলাম। বারবার মনে হচ্ছিল এমনটা যে হতে পারে সেটা আমার আগে কেন মনে হলো না!! তবে আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে নীরা ও সায়েমের লাভ স্টোরিটা। I just love it. এত সুন্দর একটা বই লেখার জন্য ধন্যবাদ।

      By Effat Khan

      28 Oct 2024 08:24 AM

      Was this review helpful to you?

      or

      প্রতিটা থ্রিলার গল্পই মূলত রহস্য আর চমৎকার সব চরিত্রের আবির্ভাবের জন্যই পাঠক প্রিয় হয়ে থাকে। কয়েকদিন আগে 'কায়েস সামির' লেখা 'প্রাক্তন' থ্রিলার বইটি পড়েছি। পড়ার প্রথমদিকে বোরিং এবং মনে হয়েছে গল্পের শেষ দিকে কি হতে যাচ্ছে তা অনুমান করতে পারছি। কিন্তু হঠাৎ করেই লেখক গল্পের মধ্যে কিছু প্রশ্ন জাগিয়ে দিলেন, যার জন্যই মূলত সামনের দিকে পড়তে আগ্রহী হয়েছি। চমৎকার কাহিনী ও সেই সাথে অসাধারণ টুইস্ট আর চরিত্রের পাট বদল এবং নতুন নতুন মোড় যুক্ত হওয়ায় আগের চিন্তা ভাবনাটাই আপনার কাছে সম্পূর্ণ মিথ্যা মনে হবে। সবচেয়ে চমৎকার বিষয়টা হচ্ছে গল্পের ধারাবাহিকতা অসাধারণ এবং শেষ মুহূর্তে যে রহস্যের দেখা পাওয়া যায় তা সত্যিই প্রশংসনীয়। বিচ্ছেদ দিয়ে শুরু একটি গল্প নতুন চিন্তাধারার সাথে পরিচয় করিয়ে দিবে। যারা নতুন কোন থ্রিলার গল্পের খোঁজ করছেন তাদের জন্য এই বইটা চমৎকার বলে আমি মনে করি। কেননা গল্পের শেষে দেখবেন সাধারণ চরিত্র টাই প্রধান ঘাতক হয়ে উঠেছে।

      By Mubin

      27 Oct 2024 12:17 PM

      Was this review helpful to you?

      or

      যে রাতে রাহেল আমাকে ছেড়ে চলে গেছে সেই রাতেই সে আমার সকল সুখ নিয়ে গেছে, আমার স্বপ্নের বাড়ি নিয়ে গেছে, আমার মান-অপমান- সব নিয়ে গেছে। আমি আর কখনো ওসব ফিরে পাবো না। আমি তাই খেলার স্কোরকার্ড সমান সমান করার সিদ্ধান্ত নিলাম। কিন্তু তাই বলে কাউকে খুন করে ফেলার কথা স্বপ্নেও ভাবিনি। খোদার কসম! Book: প্রাক্তন writer: কয়েস সামী এটি একটি অসাধারণ বই কয়েকদিন আগে পরে শেষ করলাম "কায়েস সামী" স্যারের বই আমি অনেক আগে থেকেই পড়ি। উনি সব সময় ভালো লিখেন। উপর উল্লেখিত ঘটনা বিস্তারিত জানতে হলে অবশ্যই আপনাকে বইটি পড়তে হবে।

      By bit****com

      26 Oct 2024 09:43 PM

      Was this review helpful to you?

      or

      মাশা-আল্লাহ , অনেক সুন্দর একটা বই এবং আমার পড়া প্রথম থ্রিলার বই। যে বইয়ের প্রতি মূহুর্তে শুধু টুইস্ট।এ যেন এক নতুন এক্সপেরিয়েন্স।খুব ভালো বই।আপনারা ট্রাই করতে পারেন, ইনশা আল্লাহ। জাযাকুমুল্লাহু খায়রন।

      By mar****com

      25 Oct 2024 05:54 AM

      Was this review helpful to you?

      or

      প্রাক্তন আমার পড়া লেখক কায়েস সামী'র দ্বিতীয় থ্রিলার। এটা এমন একটা বই, যার কিছু অংশ পড়ে পাঠক রেখে দিতে পারবে না। এক পাতা পড়লে মনে হবে পরের পাতায় কি আছে এখনি জানতে হবে। আর কেউ প্রথম অংশ পড়ে শেষ'টা ধারণা করতে পারবে না। সবচেয়ে বড় টুইস্ট তো শেষ অংশেই। অসাধারণ একটা থ্রিলার উপহার দেয়ার জন্য লেখক'কে অসংখ্য ধন্যবাদ। প্রচন্ড থ্রিলে ভরপুর প্রতিটা চরিত্র সাবলীল ভাবে ফুটিয়ে তুলেছেন বরাবরে মতোই। এখন তো আমার টিউশনি ও হেল্পিং হ্যান্ড পড়ার জন্যও লোভ হচ্ছে প্রচুর। পড়ব ইনশা আল্লাহ। কায়েস সামী মানেই থ্রিলার জগতের অন্যতম লেখক।

      By ash****com

      24 Oct 2024 09:39 PM

      Was this review helpful to you?

      or

      বই : প্রাক্তন লেখক : কয়েস সামী ধরণ : সাইকোলজিক্যাল থ্রিলার মলাট মূল্য : ৫৫০ প্রকাশকাল: বইমেলা ২০২৫ _________________________ লেখক কয়েস সামীর লেখায় সমসাময়িক বাস্তবতার চিত্র পাওয়া যায় ৷ প্রতিটি পৃষ্ঠায় থাকে উৎকণ্ঠা ৷ দারুণ গল্পের আঙ্গিক ৷ "প্রাক্তন" বইটিতে তেমনি একটি গল্প তুলে ধরা হয়েছে ৷ লেখক চরিত্রের মাধ্যমে পাঠকের সাথে একটা গেম খেলছেন ৷ প্রতিটা লাইনে পাঠক ভেবে উঠবেন হয়তো তার নিজের জীবন কথা নিয়েই বইটি লেখা ৷ তারপর আবার টেনে নিবে অন্য জগতে ৷ সাইকোলজিক্যাল থ্রিলার বলতে যা বুঝানো হয়েছে তার সম্পূর্ণটাই এই বইয়ে ফুটে উঠেছে ৷ আশাকরি পাঠক বইটি পড়ে আমার মতো স্বাচ্ছন্দ্য বোধ করবেন ৷ আপনার সময় দারুণ কাটবে বইটির সাথে ৷ সংগ্রহ করতে পারেন দারুণ এই বইটি ৷ লেখকের জন্য শুভ কামনা ৷ এমন সব দারুণ গল্প পাঠকের মাঝে ছড়িয়ে দিয়ে গল্পের ভাণ্ডার সমৃদ্ধ করবেন ৷ "প্রাক্তন" ছড়িয়ে পড়ুক সকল পাঠকের হাতে ৷

      By Zid Ni

      22 Oct 2024 08:45 AM

      Was this review helpful to you?

      or

      এই মাত্র বইটা পড়ে শেষ করলাম,,,কিন্তু ইচ্ছে করছে আবার শুরু থেকে একবার পড়ে আসি! শুরুতে সাধারাণ মনে হতে পারে কিন্তু তারপরই শুরু হবে সাসপেন্স,,, যখনই মনে হবে এই তো রহস্য সমাধান করে ফেললাম,তখনই কাহিনি অন্যদিকে ঘুরে যাবে। প্রতি পাতায় নতুনকরে অবাক হবেন। আর গল্পের শেষ দিকে পাগে- ২১৭,২১৮,২১৯ এ আমি এতটাই অবাক হবেন যে মনে হতে পারে হয়তো ভুল হয়ে গেলো নাকি,কিন্তু ওখানেই আসল কাহিনি,,,

      By Mohammad Mostafizur Rahman Safy

      16 Oct 2024 11:55 AM

      Was this review helpful to you?

      or

      বহুল আকাঙ্ক্ষিত 'প্রাক্তন' পড়ে শেষ করলাম। কয়েস সামীর আরও একটা অনবদ্য সৃষ্টির স্বাদ পেলাম। বাংলায় যারা সাইকোলজিক্যাল থ্রিলার লিখে স্মরণীয় হয়েছেন, তাদের সারিতেই নিজের নাম লেখাতে চলেছেন এই লেখক। বইটা পড়ে শেষ করার পর মাথা রীতিমতো চক্কর দিচ্ছে, কোথাকার কাহিনি কোথায় যেয়ে গড়াচ্ছে, কীভাবে পূর্ব ধারণা ভেঙে নতুন থ্রিলের দিশা দেখাচ্ছে পাতায় পাতায়, তাই এই বইটা না পড়লে বলে বুঝানো সম্ভব নয়। বাংলা সাহিত্যের অমর আখ্যান হয়ে থাকবে বইটি

      By fat****com

      10 Oct 2024 09:42 PM

      Was this review helpful to you?

      or

      আসসালামু আলাইকুম। সম্প্রতি লেখক কায়েস সামী'র সাইকোলজিক্যাল থ্রিলার "প্রাক্তন" বইটি পড়া শেষ করলাম। এটি আসলেই অনেক চমৎকার এবং রোমাঞ্চকর ছিলো। গল্পের শেষ মুহূর্ত পর্যন্ত একটা থ্রিল ছিলো যা এন্ডিংয়ের টুইস্ট দ্বারা পূর্নতা পায়। গল্পের প্রতিটি চরিত্র ছিলো সাবলীল এবং রহস্যময়। শেষ পর্যন্ত না পড়ে কোনোভাবেই কাহিনি আন্দাজ করা সম্ভব নয়। সবমিলিয়ে অসাধারণ একটি গল্প।

      By Mahdi Hasan Muaz

      10 Oct 2024 03:33 AM

      Was this review helpful to you?

      or

      "প্রত্যেকটি পৃষ্ঠায় লেখকের দক্ষতা ফুটে উঠেছে। 'প্রাক্তন' এমন এক গল্প যা পাঠকদের আবেগে ভাসিয়ে নিয়ে যায়। চরিত্রগুলোর অনুভূতির সূক্ষ্ম বুনন, এবং প্রতিটি ঘটনার পরতে পরতে গভীরতা পাঠককে প্রমাণ করে দেয়। এই বইটি এক নতুন দিগন্ত উন্মোচন করবে, যা সহজেই ভুলবার নয়।" অত্যন্ত চমৎকার একটি থ্রিলার বই এটি।

      By Jo ha

      08 Mar 2025 02:58 PM

      Was this review helpful to you?

      or

      এই লেখকের পড়া প্রথম ব‌ই ছিলো এটি.. ফ্লাপটি দেখেই বুঝতে পেরেছিলাম আমার মত থ্রিলার প্রেমীকে খুশী করার জন্য যথেষ্ট,তবে পড়া শেষ করার বুঝতে পারলাম প্রত্যাশার চেয়ে অধিক ভালো ছিলো ‌।এক কথায় বলতে গেলে অসাধারণ একটি ব‌ই। লেখকের ফ্যান হয়ে গেলাম,এখন তার লেখা বাকি ব‌ইগুলো পড়ার ইচ্ছে চলে আসছে।

      By Rakibul Hasan

      05 Oct 2024 11:21 PM

      Was this review helpful to you?

      or

      আরেকটি রোলার কোস্টার রাইড উপহার দিলেন কয়েস সামী ভাই। বই পড়ে এমন থ্রিল পাওয়া যায় সেটা শুধু আপনার বই পড়লেই বুঝতে পারি। পরবর্তী রাইডের অপেক্ষায় রইলাম।

      By 880****741

      04 Oct 2024 10:30 PM

      Was this review helpful to you?

      or

      বইটি পড়ে মোটামুটি ভালো লেগেছে। লেখক গল্পটি সাজানোর ক্ষেত্রে খুবই কৌশলী হয়েছেন। দুটি পার্ট এর মতো করে সাজিয়েছেন,যা পরবর্তী পৃষ্ঠা পড়ার প্রতি আগ্রহ সৃষ্টি করেছে। লেখকের জন্য শুভকামনা রইলো।

      By Anika Raisa hridi

      04 Oct 2024 02:34 PM

      Was this review helpful to you?

      or

      বইটা অসাধারণ ছিলো। প্রতি পরতে পরতে রহস্য। আমার ভাবনাগুলো মুহূর্তেই পাল্টে যাচ্ছিলো। টুইস্টে ভরপুর। খুবই ভালো লেগেছে শেষ পর্যন্ত। লেখক কে অসংখ্য ধন্যবাদ।

      By pronay roy

      03 Oct 2024 06:45 PM

      Was this review helpful to you?

      or

      আমি দীর্ঘকাল ধরে থ্রিলার রিলেটেড বই পড়ে আসছি কিন্তু এই বইটা অন্যরকম কারণ লেখক যেভাবে উপস্থাপন করছে সত্যিই অন্যরকম । প্রত্যেকটা পৃষ্ঠায় নতুন করে ভাবতে শেখাবে ধরুন আপনি এতক্ষণ যা ভেবে এসেছেন আপনাকে ভুল প্রমাণ করিয়ে দিয়ে নতুন দিক উন্মোচন করবে ।

      By 880****388

      01 Oct 2024 09:07 AM

      Was this review helpful to you?

      or

      আমার পড়া বইয়ের মধ্যে সেরা একটি বই. আমার পছন্দের বইয়ের তালিকায় রয়েছে এটি

      By Mahim Mahim

      29 Mar 2025 07:12 PM

      Was this review helpful to you?

      or

      "প্রাক্তন" বইটি একটি আবেগঘন ও হৃদয়স্পর্শী উপন্যাস, যেখানে প্রেম, বিচ্ছেদ এবং অতীতের স্মৃতি সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। লেখক কয়েস সামী অত্যন্ত দক্ষতার সঙ্গে একটি সম্পর্কের উত্থান-পতন, ভালোবাসার গভীরতা এবং বিচ্ছেদের বেদনা চিত্রিত করেছেন। গল্পের চরিত্রগুলো বাস্তবসম্মত, তাদের অনুভূতি পাঠকদের মনে গভীরভাবে নাড়া দেয়। ভাষা সহজ ও সাবলীল, যা বইটি পড়তে আরও আনন্দদায়ক করে তোলে। বিশেষ করে, লেখকের বর্ণনার শক্তি ও সংলাপের গভীরতা গল্পটিকে প্রাণবন্ত করেছে। পাঠকের মনে বইটি দীর্ঘস্থায়ী প্রভাব ফেলে এবং তাদের নিজস্ব অভিজ্ঞতার সঙ্গে সম্পর্ক স্থাপন করতে সাহায্য করে। যারা আবেগপ্রবণ ও বাস্তবধর্মী প্রেমের গল্প পছন্দ করেন, তাদের জন্য এটি অবশ্যই একটি অসাধারণ পাঠ্য।

      By 880****788

      25 Mar 2025 10:39 AM

      Was this review helpful to you?

      or

      বই টা বাস্তবমুখী বিশেষ করে Zen-Z এর জন্য , যদিও কিছুটা বিদেশী কালচার অনুসারে লেখা কিন্তু বর্তমান জেনারেশনের সাথে সাদৃশ্যপূর্ণ তবে বইটা থেকে এটাই শিক্ষা গ্রহণ করলাম যে সবাইকে বিশ্বাস করতে নেই। হোক বন্ধু-বান্ধব আর হোক জীবনসঙ্গী যেটা হুট করে বেচে নেওয়া যায়না, আর এই উপন্যাসে তার শিকার হয়েছে- নীরা, ইরিনা আর মিরা।

      By mah****com

      07 Mar 2025 09:55 AM

      Was this review helpful to you?

      or

      এখানে খন্দকার রিতু নামের একজনকে দেখলাম এই গল্পটি নাকি তরুন সমাজের হারামের চেতনা জাগ্রত করতে সাহায্য করবে। কিন্তু কীভাবে? আমার মনে হয় উনি জীবনে কোনোদিন কোনো থ্রিলার পড়েননি। থ্রিলার সবসময় অপরাধ জগতকে নিয়ে কাজ করে। অপরাধ আর অপরাধী নিয়ে কাজ না করলে তো একটা গল্প কখনোই থ্রিলার হবে না। আর যিনি এই কথাটা লিখেছেন উনার প্রতি আমার প্রশ্ন- উনি কি এই বইটা পড়ার পর লিভ টুগেদার এর মতো বিষয়ে আগ্রহী হয়ে উঠেছেন কি না। একজন প্রাপ্ত বয়স্ক মানুষকে কী করে একটা গল্প খারাপের পথে এগিয়ে নেয় সেটা আমার বোধগম্য হচ্ছে না। যাই হোক, গল্পটা আমি পড়েছি। দুর্দান্ত একটা থ্রিলার। সাধারণ সম্পর্ক দৈনন্দিন কথা-বার্তা থেকে যে এমন একটা থ্রিলার গল্প হতে পারে এটা আমার বিশ^াস হচ্ছে না। লেখককে শুভেচ্ছা।

      By Khondokar Ritu

      06 Mar 2025 09:35 PM

      Was this review helpful to you?

      or

      "কায়েস সামি"র লেখা একটি সাইকোলজিক্যাল থ্রিলার উপন্যাস "প্রাক্তন"। সবার কাছে খুব সুন্দর মনে হলেও আমার কাছে মনে হয়েছে এটি বিজাতীয় সংস্কৃতির ধারক, বাহক। একটি থ্রিলার উপন্যাসের মধ্য দিয়ে পাশ্চাত্য সভ্যতার লিভ টুগেদার বিষয়টির বিশ ধোয়া ছড়িয়ে দেয়ার একটি সুকৌশলী মাধ্যম। তরুণ সমাজের হারামের চেতনা জাগ্রত করতে এবং তাদের নির্লজ্জ করে গড়ে তুলতে গুরত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে এই বই।

      By abo****com

      05 Mar 2025 01:51 PM

      Was this review helpful to you?

      or

      প্রাক্তন " গল্পটার নামে ভেবেছিলাম হয়তো কোনো বিরহের গল্প কিংবা রোমান্টিক গল্প হবে। কিন্তু থ্রিলার হতে পারে তা কল্পনাতেও মাথায় আসে নি। তবে আমি গল্প প্রেমিকা হলেও সব গল্প পড়ি না। স্যাড এনডিং গল্প আমার শত্রু, একরকম এলার্জি এর মত। তাই শুরুতেই বিচ্ছেদ দেখে আর পড়ার মতো আগ্রহ পাচ্ছিলাম না। একরকম খুব বিরক্ত নিয়েই পড়ছিলাম। আর সব থেকে বেশি যে চরিত্রটার ওপর বেশি রাগ হয়েছিল " গল্পের নায়ক " ডাক্তার রাহেল। ২১১ পৃষ্ঠা পর্যন্ত আমি শুধু গুলিয়ে যাচ্ছিলাম - বুঝতে পারছিলাম না actullay কি পড়তেছি বা কি হচ্ছে। কিন্তু শেষ 30 পেজ গল্পের মোড় ঘুরিয়ে দিলো। ডাক্তার রহস্য আর উন্মোচন একসাথে শুরু হলো। ধীরে ধীরে রাহেলকে ভালো লাগতে শুরু হলো। নিরাকেও আমার খুব ভাল লাগল। ইরিনা চরিত্রটাআমার ভালো লাগেনি। তবে নাতাশা অসাধারণ । রুবিও বান্ধবী হিসেবে অসাধারণ। ডাক্তার সায়েম তাকেও আমার নায়কই মনে হয়েছে। নীরার ওপর তার ভালোবাসা, রোমান্টিকতা, রসিকতা, তার যত্ন সব কিছু ভালো লাগার মতো। কায়েস সামী এর লেখা এই প্রথম পড়লাম আমি। অসাধারণ একটা থ্রিলার। প্রথম পড়ে তৃপ্তি পেয়েছি। যদিও বুঝতে অনেকটা সময় লেগেছে তবে মজা পেয়েছি বিশেষ করে শেষ 30 পৃষ্ঠায়।

      By Safhi

      01 Mar 2025 06:41 PM

      Was this review helpful to you?

      or

      গল্পটা সুন্দর। টুইস্টটাও দারুণ!

      By Alayna Hasan

      27 Feb 2025 04:19 PM

      Was this review helpful to you?

      or

      কেমন লাগবে যখন যা অনুমান করেছেন শেষে গিয়ে তা উল্টে যাবে!!!!!এই বইটা পড়ে এমনই অনুভূতি হবে.

      By srj****com

      10 Feb 2025 06:29 PM

      Was this review helpful to you?

      or

      Extraordinary Book.

      By MD RIDHOY HOSSAIN

      28 Nov 2024 08:46 PM

      Was this review helpful to you?

      or

      নাতাশা এক তরুণী, যে তার বুকস্টোরের ব্যবসা নিয়ে ভীষণ চিন্তিত। ঠিক সেই সময় তার জীবনে আবির্ভাব হয় এক সুদর্শন ডাক্তারের, নাম রাহেল। পরিচয়ের পর ধীরে ধীরে তাদের মধ্যে তৈরি হয় ভালোবাসার সম্পর্ক। সবকিছুই যেন সুন্দরভাবে এগিয়ে যাচ্ছিল। কিন্তু হঠাৎ করেই নাতাশা জানতে পারে, সে রাহেলের জীবনের প্রথম প্রেমিকা নয়। রাহেলের জীবনে আগে একজন ছিল—মীরা। রাহেলের বন্ধুরা প্রায়ই মীরার কথা বলে নাতাশাকে বিব্রত করত। নাতাশা যতবারই রাহেলের কাছে মীরার কথা জানতে চাইত, রাহেল অদ্ভুতভাবে চুপ করে যেত। বিষয়টি যেন আরও জটিল হয়ে উঠল। এর মধ্যেই নাতাশার জীবনে শুরু হলো আরও অদ্ভুত ও ভয়ংকর ঘটনা। মনে হতে থাকল, কেউ যেন তাকে প্রতিনিয়ত অনুসরণ করছে। একদিন তার বুকস্টোরে ঢুকে কেউ সমস্ত বই এলোমেলো করে দিলো। দেয়ালে রক্ত দিয়ে লিখে রেখে গেল এক আপত্তিকর শব্দ। নাতাশা ধীরে ধীরে বুঝতে পারল, এসবের পেছনে রাহেলের প্রাক্তন মীরা জড়িত। পাঠক যখন ভাবতে শুরু করবেন যে গল্পটি শুধুই একটি প্রেম-ত্রিভুজের জটিলতা, তখনই ঘটতে থাকবে আরও অপ্রত্যাশিত ঘটনা। নাতাশা যখন একের পর এক বিপদের মুখে পড়ছে, তখন গল্প এমন এক মোড় নেবে যেখানে পাঠকের সমস্ত অনুমান ভুল প্রমাণিত হবে। তাহলে প্রশ্ন থেকে যায়—নাতাশার এই ভয়ংকর অভিজ্ঞতার নেপথ্যে কে? তার জীবনের গোপন রহস্যটাই বা কী? এই রহস্যময় কাহিনিতে পাঠককে এক অজানা দুনিয়ার মুখোমুখি হতে হবে, যেখানে প্রত্যেকটি মোড় আপনাকে নতুন করে ভাবতে বাধ্য করবে।

      By Fahim Shahriar Sohan

      08 Oct 2024 01:27 AM

      Was this review helpful to you?

      or

      পাঠকের মনোযোগ ধরে রাখতে বইটি লেখক পুরোপুরি সার্থক। গল্পের মূল টুইস্ট একদম শেষের দিকে। সব মিলিয়ে বইটা বেশ উপভোগ্য ছিল। লেখকের জন্য শুভকামনা❤️

      By Swapan Kumar

      07 Oct 2024 11:06 PM

      Was this review helpful to you?

      or

      কয়েস ভাই রকস্ অ্যাগেইন! মাইন্ড ব্লোয়িং থ্রিলার!

      By Hasibur Rahman

      17 Mar 2025 10:39 AM

      Was this review helpful to you?

      or

      "প্রাক্তন" নিঃসন্দেহে একটি দুর্দান্ত সাইকোলজিকাল থ্রিলার! গল্পের প্রতিটি চরিত্র রহস্যে মোড়া, আর লেখক এমনভাবে প্লট সাজিয়েছেন যে, একবার পড়া শুরু করলে শেষ না করে ওঠা কঠিন। গল্পের অর্ধেকের পর থেকে চরিত্রগুলোর জটিলতা বাড়তে থাকে, কে সত্যি আর কে মিথ্যা—তা বোঝা কঠিন হয়ে যায়। লেখকের লেখার স্টাইল চমৎকার, বিশেষ করে একাধিক বর্ণনাকারী ব্যবহার করার বিষয়টি গল্পের গভীরতা আরও বাড়িয়ে দেয়। বইয়ের সবচেয়ে আকর্ষণীয় দিক হলো—এটি পাঠককে কনফিউজড করতে ১০০% সফল! বেশ কয়েকবার মনে হয়েছে, গল্প বুঝতে ভুল করেছি, আবার পড়তে হয়েছে! শেষের দিকের প্লট টুইস্ট এক কথায় শকিং! যারা থ্রিলার ও মাইন্ড-গেম ধরনের গল্প পছন্দ করেন, তাদের জন্য "প্রাক্তন" মাস্ট রিড!

      By Tashfia Jannat

      15 Mar 2025 09:10 PM

      Was this review helpful to you?

      or

      "প্রাক্তন- সাইকোলজিক্যাল থ্রিলার" বইয়ের নাম আর জনরা থেকেই ধারণা করা যায় বইটির কাহিনী কি হতে চলছে কিন্তুু বইয়ের ভেতর প্রথম থেকে শেষ পর্যন্ত তার থেকেও বেশি টুইস্ট লক্ষ্য করা যায়। বই পড়া শুরু করার পর শেষ না করা পর্যন্ত থেমে না থাকার মতো একটা বই।

      By Abu Talha

      27 Feb 2025 04:06 PM

      Was this review helpful to you?

      or

      "A masterfully crafted psychological thriller that grips you from the first page and refuses to let go.An absolute page-turner that delves deep into the darkest corners of the human mind, delivering an unforgettable, spine-chilling experience."

      By Rahman Karjai

      04 Oct 2024 06:44 PM

      Was this review helpful to you?

      or

      মাশা-আল্লাহ। বইটি আমি পড়েছি। খুব ভালো একটা বই। কায়েস সামী ভাইয়ের বই গুলো সত্যি অসাধারণ। ভাইয়ের বইটি পড়তে পারেন আপনিও। কায়েস সামী ভাইয়ের জন্য অনেক অনেক শুভকামনা রইল

      By 880****171

      23 Sep 2024 10:54 PM

      Was this review helpful to you?

      or

      বইটা অসাধারণ ছিল। প্রথম থেকে শেষ পর্যন্ত ধরে রেখেছিল বইটা। শেষ না করা অব্দি শান্তি কাজ করে নাই৷ তবে শেষের চমক টার জন্য কোন ভাবেই প্রস্তুত ছিলাম না। এটা আসলেই একটা ধাক্কার মতো ছিল আমার কাছে। শেষ পর্যন্ত না যাওয়া পর্যন্ত পাঠক এই গল্পের আসল মজাই বুঝতে পারবে না।

      By Pronay Roy

      02 Oct 2024 05:36 PM

      Was this review helpful to you?

      or

      বইয়ের প্রত্যেকটা পৃষ্ঠায় পৃষ্ঠায় টুইস্ট আছে । ধরুন আপনি এতক্ষণ যা ভেবেছেন আপনাকে ভুল প্রমাণ করে দিয়ে সেটা নতুন দিক উন্মোচন করবে, লেখক কয়েস সামি আপনাকে অসংখ্য ধন্যবাদ । ভেবেছিলাম এই বইয়ের প্রথম পাঠক হিসেবে আপনার একটা সাইন পাবো যাই হোক বইটা পড়ার সময় নিজের উপর হাসতে বাধ্য হয়েছি কারণ মনে হচ্ছিল আমার থিংকিং নিয়ে কেউ খেলা করছে

    •  

    Recently Viewed


    Great offers, Direct to your inbox and stay one step ahead.
    • You can pay using


    JOIN US

    icon Download App

    Rokomari.com is now one of the leading e-commerce organizations in Bangladesh. It is indeed the biggest online bookshop or bookstore in Bangladesh that helps you save time and money. You can buy books online with a few clicks or a convenient phone call. With breathtaking discounts and offers you can buy anything from Bangla Upannash or English story books to academic, research or competitive exam books. Superfast cash on delivery service brings the products at your doorstep. Our customer support, return and replacement policies will surely add extra confidence in your online shopping experience. Happy Shopping with Rokomari.com!