
User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
বইটি না কেনার জন্যই উৎসাহিত করছি। কারন, এখানে সাজেশন এর প্রায় সব প্রশ্ন বিগত সালের প্রশ্নপত্র থেকেই কপি করে দেওয়া হইছে, কিন্তু সেটা এমন ভাবে দেওয়া হইছে পড়তেও অন্য বইয়ের সহায়তা দরকার হবে ( উদাহরণ : প্রশ্ন:- নিচের কোনটা সঠিক? শুধুমাত্র উত্তর দেওয়া আছে, কোনো অপশন নেই। যেটা পড়ে মনে রাখবে কিভাবে? এই রকম অনেক প্রশ্ন। পাশাপাশি অনক প্রশ্ন দেওয়া আছে : নিচের কোনটা হবে? শুধু উত্তর দেওয়া: এইসব প্রশ্ন আগামাথা কিছুই বোঝায় না। হয়তো আমি ভালো ভাবে বোঝাতে পারি নি। কেনার আগে কেউ কিনেছে কিনা তার সাথে যোগাযোগ করে দেখে শুনে কেনার অনুরোধ রইল
Was this review helpful to you?
or
বইটি তেমন ভালো না। এখানে বাংলা,ইংরেজি, সাধারণ জ্ঞান অংশের বেসিক কিছু বিষয়বস্তু আলোচনা করে তারপরে সাজেশন প্রশ্ন যুক্ত করা যেতো। অনন্য বইয়ের সাথে তাল মিলিয়ে বেসিক বিষয় আলোচনা না করায় বইটা পড়তে বিরক্তি আসে। তাছাড়া বইটির সাজেশন অংশের ফন্টগুলো অনেক ছোট যাতে করে চোখের উপর চাপ পড়ে৷ তবে গনিত অংশের জন্য বইটা গ্রহনযোগ্য। তারপরেও আমি মনে করি বইটাতে বেসিক সংযুক্ত করা উচিত ছিল। তা না করার করণে বইটি আমি আমার তেমন একটা উপকারে আসবে না বলে মনে হয়৷ সাজেশন অংশ যেভাবে দিয়েছে বেসিক ব্যতত মনে হচ্ছে এটা আমি বই না কিনে অনলাইন থেকে দেখতে পারতাম। তবে বইটা প্রশ্ন ব্যাংকের মতো। শুধু প্রশ্নের দিক ঠিক আছে। যাইহোক পরিশেষে বলবো বইটিতে বেসিক যৃক্ত করা উচিত।




