
User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
শারহু উসুলিস সুন্নাহ ইমাম আহমাদ ইবনু হাম্বলের ছেলে আব্দুল্লাহর দিকে মানসুব একটি সংক্ষিপ্ত আকীদার মতন "উসুলুস সুন্নাহ" এর শরাহ।(উসুলুস সুন্নাহ আর কিতাবুস সুন্নাহ দু'টো কি আলাদা?) এটির সনদ নিয়ে যথেষ্ট আলাপ আলোচনা হয়ে থাকে। আল ফিকহুল আকবার এর সনদ নিয়েও আলাপ আলোচনা হতে থাকে। সনদের দিক দিয়ে আল ফিকহুল আকবার যতটা শক্তিশালী উসুলুস সুন্নাহ ততটা শক্তিশালী না। কিন্তু সনদের জাকেরীনরা সনদ বলতে নিজেদের সম্পদ বোঝে হয়তো। তাই নিজেরটা মানে আর পরেরটা মানে না। উসুলুস সুন্নাহর শরাহর অনুবাদটি পড়লাম। তাকদীরের মাসআলায় কয়েকটা ভাগ করে একটা ভাগকে আশআরীদের বিপরীতে দাঁড় করিয়ে তাদেরকে আহলুস সুন্নাহ থেকে খারেজ করা হয়েছে। মতনে না।শরাহর মধ্যে। স্বপ্নে আল্লাহকে দেখতে পাওয়ার আলোচনায় বলা হয়েছে স্বপ্নে আল্লাহকে দেখা সম্ভব। যখন বলা হয় আবু হানীফা এত বার আল্লাহকে দেখেছে তখন একটা দল এটা অস্বীকার করে গলা শুকায়।ঐ দলটাই আবার বলে আল্লাহর আকার আকৃতি না থাকলে আবু হানীফা কিভাবে দেখলো? ডাবল স্ট্যান্ডার্ড। বইয়ের কথা বলি নি।পোলাপানের কথা বলেছি। ঈমান বাসীত নাকি মুরাক্কাব? বাড়ে কমে কি না এই বিষয়ে আলোচনায় দেখানো হয়েছে মুরজিয়াতুল ফুকাহাদের বক্তব্য আহলুস সুন্নাহর বক্তব্যের কাছাকাছি। কিন্তু আবু হানীফারে তো আহলুস সুন্নাহর অন্তর্ভুক্ত করা যাবে না? তাই বলা হলো, আহলুস সুন্নাহ তারাই যারা কুরআন ও সুন্নাহর সাথে শব্দ ও অর্থ একদিক দিয়েও বিরোধিতা করবে না। কিন্তু মুরজিয়াতুল ফুকাহাদের বক্তব্যে আহলুস সুন্নাহর সাথে শব্দগত ভিন্নতা এসে গেছে। যদিও অর্থগত ভিন্নতা নেই। কিন্তু যেহেতু হানাফিদের সাথে এটার সম্পর্ক আছে তাই জোর করে তাদের এখতেলাফকে আমরা শাব্দিক মতভিন্নতা না বলে হাকীকী এখতেলাফই বলবো। সব মিলিয়ে, শারহু উসুলিস সুন্নাহ বইটি পড়ে আমি ইলমের তেমন কোনও খোরাক পাই নি। এর বিপরীতে শরহুল আকীদাতিল ওয়াসিতিয়্যাহ পড়ে আমি কিছু ইলমী খোরাক পেয়েছিলাম।যদিও ফাহাদ ভাইয়ের বইটায় আমি কয়েক জায়গায় দাগটাগও দিয়েছিলাম।তবে কিছু বিষয় খুব ভালো লেগেছিলো। যেমন, মাশিয়্যাত ও ইরাদা।আলোচনা সুন্দর ছিলো শরহুল আকীদাতিল ওয়াসিতিয়্যাহয়। 🖋️ জহির বিন আইয়ুব ০৭/১২/২০২৫ রবিবার
Was this review helpful to you?
or
নতুন করে কিছু বলার নাই, ইমাম আহমাদ ইবনে হানবাল এর বই, এইসব মাস্টারপিস এর কোনো তুলনা হয়না 😭🫶
Was this review helpful to you?
or
অত্যন্ত গুরুত্বপূর্ণ, সুন্দর এবং উপকারী বই। ইমাম আহমাদের বই সংগ্রহে রাখা মানে রত্ন রাখা। বইটার ব্যাখ্যাকারও সৌদি আরবের অনেক বড় আলেম। অনুবাদ সুন্দর ও সাবলীল হয়েছে। মূলত প্রকাশনী হিসেবে বিলিভার্স অলওয়েজ বেস্ট। ❤️❤️❤️




