User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
এই বইটিতে প্রচুর পরিমাণে ভুল রয়েছে কনফিউশন রয়েছে ,যার ফলে শিক্ষার্থীদের ব্যাপক ক্ষতি হতে পারে। যেমন একটি উদাহরণ দেই, ISCM এর পূর্ণরূপ কি? international supply chain management? নাকি Internal Supply Chain Management? কোনটি সঠিক? একই অধ্যায় যদি একটি এভরিবিয়েশনের একাধিক পূর্ণরূপ দেখানো থাকে তাহলে কোনটি সঠিক বলে শিক্ষার্থীরা বুঝে নিবে?! আরেকটি উদাহরণ দেই: OEM মানে কি বা পূর্ণরূপ কি?! পুরো বইয়ের কোথাও এত গুরুত্বপূর্ণ বিষয়টি পূর্ণরূপ পেলাম না। তবে বারবার OEM OEM লেখা আছে। এখন শিক্ষার্থীদের যদি গুগল করে এই লেখকের লেখা বিভিন্ন কনফিউশন দূর করে সময় নষ্ট করতে হয়, তাহলে কিভাবে হল!? এছাড়াও সহজ সরল বিষয়গুলোকে এতটাই জটিল ভাষায় উপস্থাপন করা হয়েছে যে অনেকেরই বোধগম্য নয়। লেখক মহোদয়গণকে এ বিষয়গুলো সংশোধনের জন্য অনুরোধ জানাচ্ছি। প্রাঞ্চলতা বজায় রেখে পাঠ্যবই লেখা উচিত যার ফলে শিক্ষার্থীরা আনন্দ নিয়ে ও বুঝে পরতে পারবে।