
User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
I like the book. It’s really enjoyable. Happy reading!
Was this review helpful to you?
or
লিটল মাস্টার নিয়ে আমার প্রত্যাশা আকাশচুম্বী। বইটা পড়ার অপেক্ষায় খালি। লেখক দারুণ কিছু উপর দিচ্ছেন পাঠককে এটা নিশ্চিত। পাঠকরা পড়ে নিরাশ হবে না।
Was this review helpful to you?
or
একটা প্রবাদ আছে কষ্ট করলে কেষ্ট মেলে ঠিক তেমন এই বইয়ের পেছনে লেখক যে কঠোর প্রচেষ্টা চালিয়েছেন তার ফল নিশ্চয় তিনি উত্তম কিছু। যা ইতিহাস দাগ কেটে যাবে ইনশাআল্লাহ্।
Was this review helpful to you?
or
এই বইয়ের লেখার পিছনের কথা শুনেছি। আশা করি বইটি পাঠকের আশা পূরণ করবে।
Was this review helpful to you?
or
অঞ্জন হাসান পবনের প্রথম বইটা পড়েছি, দারুন কিছুর অপেক্ষায় রইলাম। শুভকামনা লেখকের জন্য
Was this review helpful to you?
or
বইটি এখনো ছাপা না হলেও এই বইটি সম্পর্কে আমি অনেক শুনেছি। জেনেছি অনেকটাই। বইটি শেষ করতে লেখক তাঁর জীবনের তিনটি বছরকে দূর্বিসহ ভাবে কাটিয়েছেন। কখনো পাহাড়ে, কখনো জঙ্গলে, কখনো ঢাকায় আবার কখনো এখানে সেখানে। রাতের পর রাত ঘুমোননি। গাদা গাদা বই, জার্নাল এসব ঘাটাঘাটি করেছেন। খাওয়া-দাওয়া ঠিকমতো না করে অসুস্থ হয়ে পড়ে থেকেছেন অনেকবার। পাহাড়ি রাস্তা থেকে পড়ে গিয়ে কোমরের ফ্রাকচারের মতো কঠিনতম সময় পার করেছেন। হতাশ হয়েছেন। কিন্তু থেমে যাননি। আবার উঠে দাঁড়িয়েছেন। কারন তিনি মনে করেন পাহাড় থেকে সমুদ্র পর্যন্ত জীবন। তাই হয়তো তাঁর মধ্যে জীবনীশক্তি এত বেশি। বইটি লিখতে গিয়ে তিনি বিভিন্ন চরিত্রের ঘোরে থেকেছেন। লেখকেরা তো বোধহয় এমনই তাইনা? পাগল পাগল! বন্ধুতার সুবাদে তাঁর এই লেখার জার্নিটার পাগলামি, অসুস্থতা, বিক্ষিপ্ততা ও হতাশা থেকে উঠে দাঁড়ানোর গল্প জানা হয়েছে। যারা ম্রো'দের জীবন, তাঁদের সংস্কৃতি, লোকবিশ্বাস ও দুঃখদূর্দশা মেশানো একটা বিয়োগাত্মক প্রেমকাহিনী পড়তে আগ্রহ প্রকাশ করেন। অবশ্যই বইটি পড়ার অনুরোধ রইলো।
Was this review helpful to you?
or
যদিও বইটি এখনো প্রকাশিত হয় নি, কিন্তু বইটি লেখার পিছনের লেখকের অক্লান্ত পরিশ্রমের কথা আমি জানি। ম্রো'দের সংস্কৃতি, লোকবিশ্বাস, আচার-আচরণ, মোট কথা ম্রো'দের আদি থেকে অন্ত সব কিছুই লেখক ফুটিয়ে তুলেছেন এই বইয়ে। এজন্য লেখককে রাতের পর রাত পাহাড়ে জুমঘরে কাঠাতে হয়েছে। মিশতে হয়েছে পাহাড়ি আদিবাসী ম্রো দের সাথে। মোট কথা এই বইটি আপনাকে নিরাশ করবে না। ❤️
হে আমার মেয়ে ড. শায়খ আলী তানতাবী রাহ.
কুরআনের শব্দাবলি - লেভেল ১ জোবায়ের আল মাহমুদ
শামায়েলে তিরমিজি [নবিজি এমন ছিলেন] (দুই খণ্ড) ইমাম আবু ঈসা মুহাম্মদ ইবনে ঈসা আত তিরমিযী (রহঃ)
কুরআনের শব্দাবলি - লেভেল ২ জোবায়ের আল মাহমুদ
তাফসীরে তাওযীহুল কুরআন - তৃতীয় খণ্ড (شيخ الاسلام مفتي محمد تقي عثماني) শাইখুল ইসলাম মুফতী মুহাম্মাদ তাকী উসমানী 



