
User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
great book
Was this review helpful to you?
or
আশীব ফেরদৌস অংকন, আপনি এককথায় সেরা লিখেন!!!
Was this review helpful to you?
or
masha Allah,,,,amon lekhoni ai somoy khub proiujin , jazakallahu khair
Was this review helpful to you?
or
Good one, a little bit controversial topic but very fun & suspenseful to read!!
Was this review helpful to you?
or
I loved it. The way he wrote the story is pretty good. Would recommend it
Was this review helpful to you?
or
বিশেষ কিছু বই কিংবা লেখা আমাদের জীবনে এক গভীর প্রভাব ফেলে।আজ হয়তো এই বইটি পড়ে সেই প্রভাবের উপলব্ধি হলো। "আবার কান্তার"! বর্তমান সময়ের সবচেয়ে কন্ট্রোভার্শিয়াল বইয়ের মধ্যে একটি।বইটির প্রচ্ছদ প্রকাশ পাওয়ার পর থেকে লেখককে অসম্ভব প্রশ্নের তোপের মধ্যে পড়তে হয়েছিলো।বইয়ের কান্তার এর "র" এর নিচের ফোটার মাঝে এলজিবিটি সাইন থাকার কারনে।উনি তখন এতো কন্ট্রোভার্সির বিরুদ্ধে শুধু একটা কথাই বলেছেন" এই বই আমার জিহাদ" মেডিক্যাল থ্রিলার বলতে আমরা সাধারণত বুঝি অনেক মেডিক্যাল টার্মস থাকবে,আমরা অনেক কিছু ধরতে পারবো না-অন্তত আমি এমনটাই ভাবতাম।তো যাহোক আমার এই বদ্ধমূল ধারণা ভাঙে লেখকের ২য় বই কান্তার পড়ার পর।যেহেতু আমি উনার বইয়ের পুরোনো পাঠক সেহেতু এতটা বিশ্বাস আমার ছিলো যে এই বই আমকে অন্তত ডিসএপয়েন্ট করবে না। বইটির প্লট মূলত সূদুর প্রাচীনকাল থেকে ভেবে আসা একটা মানসিক ব্যাধি সম্পর্কে যাকে কিছু বিকারগ্রস্ত লোকজন প্রাকৃতিক মানসিকতা ভেবে সেইটা ছড়িয়ে দিচ্ছে।"সমকামিতা "!যেই গুরুতর পাপ যা সকল ধর্মে নিষিদ্ধ। যেই পাপকে কিছু তথাকথিত সভ্য দেশ লিগালাইজড করছে।সমাজের ভেতর এই পাপ এই অভিশাপ কি চরম ভাবে ছড়িয়ে গিয়েছে-তার ই কথা বলা হয়েছে এই বই এ।ফিউদর দস্তয়েভস্কির একটা কথা আছে যে"শয়তান আমাদের প্রমাণ করতে চায় পাপ কখনোই ভয়ানক নয় বরং তা মানবিক।" আমাদের সমাজের এমন কিছু মুখোশধারী শয়তান উপস্থিত।যারা এই পাপকে সঠিক প্রমাণ করতে চরম চেষ্টা করে যাচ্ছে। মানুষের আচরণের একটা কঠিন প্রবৃত্তি হলো তাদের জন্য যেইটা নিষেধ এককথায় স্বভাববিরুদ্ধ ওই জিনিসটাকে নরমালাইজ করার জন্য তারা কঠিন যুক্তি খুঁজে বেড়ায়,একদম হামলে পড়ে ওই জিনিসটাকে সঠিক দেখানোর জন্য।এমনকি এরা সৃষ্টিকর্তার দেয়া নিয়মকে প্রশ্নবিদ্ধ করে এইসব চরম পাপের বিরুদ্ধে যুক্তি দাড় করাচ্ছে!এগুলো এখন এতো বেশি স্বাভাবিক হয়ে গিয়েছে,আর এই স্বাভাবিকতা সমাজকে কোন পর্যায়ে নিয়ে যেতে পারে এই সম্পর্কে চিন্তা করলেও গা হিম হয়ে আসে। "সমকামিতা" নামক মানসিক ব্যাধি আমাদের সমাজকে সাপের মতো কুড়ে কুড়ে খাচ্ছে।শুধু আমাদের সমাজ বললে ভুল হবে পুরো দুনিয়াকেই।এই সাপের প্রধান খাবার হলো সভ্য দুনিয়ার ধ্বংসস্তুপ।আর এই সাপের বিষাক্ততার গল্প যেনো এখনকার প্রজন্ম জানতে পারে এবং সেই সাপের বিষাক্ততা বিলীন করতে তারা কঠিন কার্বোলিক এসিড তৈরি করতে পারে—সেই গল্পটাই বলা হয়েছে এই আবার কান্তার বই এ। আসিফ হোসেন—গোয়েন্দা আর মেডিক্যাল স্টুডেন্ট এর এই কম্বিনেশন টা আমার বরাবরই ভীষণ পছন্দের। আর এই চরিত্রের সেন্স অফ হিউমর অবর্ননীয়। সমাজের এইসব অন্ধকার পাপ,অভিশাপ নিয়ে কোনো লেখক বলতে চায় না,বলার সাহস করে না।কিন্তু এই লেখক যেভাবে এই স্পর্শকাতর বিষকে বইয়ের মাধ্যমে তুলে ধরেছেন তার জন্য হ্যাটস অফ।রংধনু আকাশেই সুন্দর,মাটি কিংবা সমাজে নয়—তারই সুন্দর, সঠিক এবং নিখুঁত ব্যাখ্যা আছে এই বইটিতে। এই বইয়ের কাহিনিই হলো প্লট টুইস্ট।টুইস্ট গুলো দেখে আসলেই মনে হবে এই নশ্বর পৃথিবীকে আমরা খুব কম জানি,খুব কম!এমন আসিফ হোসেন ঘরে ঘরে জন্মাক যারা সমাজের এই অন্ধকার গুলোকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে পারবে।
Was this review helpful to you?
or
আশিব ভাই এর সকল বই পড়েছি বাট কান্তার সিরিজ অন্যরকম যারা থ্রিলার পছন্দ করেন তারা বই টা পড়তে পারেন
Was this review helpful to you?
or
দারুণ একটা গল্প
Was this review helpful to you?
or
বইয়ের নামঃ আবার কান্তার লেখকঃ আশীব ফেরদৌস অংকন পৃষ্ঠাঃ ১২৮ রেটিংঃ ৯.৫/১০ পাঠ্য প্রতিক্রিয়াঃ ' আবার কান্তার ' এক কথায় একটি অনবদ্য গল্প। পড়তে পড়তে হাড় হিম হয়ে আসে। ইতিহাস,ধর্ম, সমাজ আর সমাজের ঘটে যাওয়া ঘটনার মিশ্রণ 'আবার কান্তার' । সমাজে ভাইরাস এর মত ছড়িয়ে যাওয়া এক ব্যাধি সমকামিতা যা চোখের অগোচরে এক বিস্তীর্ণ জাল তৈরি করছে। ১২৮ পৃষ্ঠার এই বইয়ে টার্ন এন্ড টুইস্টরা যেন চমকে দেয়ার জন্য অপেক্ষা করে ছিল। বই পড়তে পড়তে মনে হয়েছে ঘটনা গুলো চোখের সামনেই ঘটে যাচ্ছে। আমাদের আশেপাশের অনেক ঘটনাই উঠে এসেছে। বইয়ের বিষয়বস্তুর একটা ইঙ্গিত বইয়ের কভারেই থাকে। অনেকেই অনেক জল্পনা কল্পনা করেছে তাদের উচিত বইটা আগে একবার পড়া। সত্যিকার অর্থে লেখকের জায়গা থেকে এটা উনার জিহাদ। " পাপ তখনই হবে যখন আপনার সে কাজটার উপর পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে।"
ফিতরা- টাকা, নাকি খাদ্যদ্রব্য? বিভ্রান্তি নিরসন ব্রাদার রাহুল হুসাইন (রুহুল আমিন)
Matador smoothy premium ball Pen 6Pcs - Black Ink
Noah Electric Kettle - 1.8 Liter Noah
বাঙলানামা জুলাই সংখ্যা (৪র্থ সংখ্যা, জুলাই ২০২৫) সেন্টার ফর বেঙ্গল স্টাডিজ
Dove Conditioner Intense Repair 170 ml - SKU - 69551411 



