
User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
অধিকাংশ মুসলমান জানেন যে, ইসলাম একটি বিশ্বজনীন জীবন ব্যবস্থা যা সমগ্র মানবজাতির জন্য মনোনীত করা হয়েছে। আল্লাহ্ সমগ্র বিশ্বজগতের স্রষ্টা ও প্রতিপালক। মানবজাতির কাছে তার বাণী পৌঁছানোর দায়িত্বে তিনি মুসলমানদের নিয়োজিত করেছেন। এ মহান দায়িত্ব পালনে ক্ষেত্রে অর্থাৎ একজন অমুসলিমের কাছে ইসলামের বাণী পৌঁছানোর ব্যাপারে ইসলামের ইতিবাচক দিকগুলো সামনে নিয়ে আসাই যথেষ্ট হতে পারে না। অধিকাংশ অমুসলিম ইসলামের যথার্থ সত্য বিষয়গুলোর সাথে একমত পোষণ করে নিতে পারে না। এর কারণ হলো, ইসলাম সম্পর্কে তাদের মনের গভীরে কিছু প্রশ্ন জেগে আছে যার উত্তর তারা পায় নি। অত্র গ্রন্থে ড. জাকির নায়েক পর্যাপ্ত যুক্তি ও তথ্য-উপাত্তের ভিত্তিতে দেখিয়েছেন, প্রকৃতপক্ষে অমুসলিমরা ইসলাম সম্পর্কে যা ধারণা করে তা সম্পূর্ণ ভুল ধারণা। ইসলাম সম্পর্কে তাদের ধারণা অত্যন্ত সীমিত, তা ভুল হোক বা শুদ্ধ হোক এবং যে উৎস থেকেই তা গৃহীত হোক না কেন। এখন তাদের এ ভুল সংশোধনের দায়িত্ব আমরা যারা মুসলমান আছি তাদের, আমরা যারা কুরআনকে বহন করছি তাদের। আমাদের অর্পিত দায়িত্ব আমরা সঠিকভাবে পালন করছি না বিধায় পৃথিবীর অধিকাংশ মানুষ ইসলামের সৌন্দর্য থেকে বঞ্চিত রয়ে যাচ্ছে, ইসলামের সুবাস তারা গ্রহণ করতে পারছে না। এ থেকে পরিত্রাণের লক্ষ্যে এবং আমাদের উপর যে মহান দায়িত্ব তা সঠিকভাবে পালনের সুবিধার্তে ড. জাকির নায়েক তার দাওয়াতী কাজের অভিজ্ঞতার ভিত্তিতে যে ৪০ টি প্রশ্ন নির্ধারণ করেছেন, যা সাধারণভাবে অমুসলিম-অমুসলিম নির্বিশেষে সকলের মনে খটকা জাগায় এবং তিনি উক্ত প্রশ্নগুলোর উত্তরও যুক্তি প্রমাণ ও কার্যকর উদাহরণ সহ অত্রে গ্রন্থে প্রদান করেছেন। সকল মুসলমানেরই উচিত অত্র গ্রন্থটি সংগ্রহ করা এবং প্রশ্ন-উত্তরগুলো মুখস্থ করা বা মনে রাখার চেষ্টা করা এবং সেগুলো প্রচার করা, এভাবেই সকলের ভুল ধারণাসমূহ আস্তে আস্তে দূর হবে, ইনশাআল্লাহ্ এবং ইসলাম তার আপন সৌন্দর্য মেলে ধরতে পারবে, ইনশাআল্লাহ্।
ঘরে বসে Spoken English মুনজেরিন শহীদ
Military Grade Tactical Carbon Fiber Touch Screen Enable Hand Gloves For Bike Heavy Duty Full Finger Protective Sports Gloves Anti Slip Breathable And Water Resistant
হোয়েন দ্য লায়ন ফিডস উইলবার স্মিথ
Vocabulary Winner স্বপ্নবৃক্ষ পাবলিকেশন্স
Handboss FH-HB021 Laptop, Desktop, TAB, Mobile Cleaner 



