User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
📖 বই রিভিউ 📖 উপন্যাস: বাঘবিধবা 📖লেখক: সামশাদ সুলতানা খানম 📖 প্রকাশনী: শব্দশৈলী 📖 প্রকাশকাল: বইমেলা ২০২৫ 📖 পৃষ্ঠা সংখ্যা: ১৮৪ 📖 হার্ড কভার 📖 আমার রেটিং: ৩.৭/৫ 📖 বইয়ের মূল কাহিনীতে যাওয়ার আগে অথবা রিভিউ দেওয়ার আগে একটু আলগা প্যাচাল দিয়ে নেই। সামশাদের এই উপন্যাসের নামকরণের মাঝে লুকিয়ে আছে আমাদের স্কুল জীবনে পড়া নামকরণের সার্থকতার ব্যাপারটা। খুবই পরিষ্কার এখানে সুন্দরবনকে ঘিরে কাহিনী গড়ে উঠেছে। সুন্দরবনকে নিয়ে সবসময়ই আমার আলাদা একটা অনুভূতি কাজ করে। জীবনে আমার প্রথম সুন্দরবন দেখা ৮৪ অথবা ৮৫ সালের দিকে যখন আমার বাবার সরকারি চাকরির সূত্রে বসতি ছিল সাতক্ষীরার কালীগঞ্জে। তখনকার স্মৃতি খুব একটা পরিষ্কার না। কিন্তু আবহাওয়া এবং পরিবেশ জনিত ব্যাপারগুলো এখনো কিছু কিছু মনে আছে। 📖 আমি প্রথমবার সুন্দরবন যাই ২০১০ সালে। এরপর পরের বছর ২০১১ সালে আবার যাই। এবার উপলক্ষ্য ছিল রাস মেলা। প্রথমবার ছিল ভরা বর্ষা এবং পরেরবার ছিল শীতের সময়। একটা বিষয়ে আমার এলার্জি বরাবরই আছে এবং সেটা হচ্ছে সুন্দরবন এ যাওয়া আসার যে খরচটা লাগে অনেকে সেটাকে বাহুল্য মনে করে। তারা সেটাকে তুলনা দেয় নেপাল ঘুরে আসার সাথে। এই শ্রেণীর মানুষ আমার দুই চোখের বিষ। কারণ সুন্দরবন সব সময়েই আমার কাছে বিশেষ কিছু। সুতরাং সুন্দরবনের ব্যাপারে আমি এই তুলনায় যেতে রাজি না। 📖 এবার আসি বাঘবিধবাতে। বরাবরের মতই সামশাদ ভিন্ন একটা বিষয়ের অবতারণা করেছে এই বছরের নতুন উপন্যাসে। লাইলী,বাঘবিধবা'র মূল চরিত্র। লাইলীকে কেন্দ্র করেই গড়ে উঠেছে পুরো গল্পটা। যেই জনপদকে ঘিরে বাঘবিধবার কাহিনী গড়ে উঠেছে, তাদের চারিদিকেই অনিশ্চয়তার হাতছানি। বনবিবি, দক্ষিণরায়, শাহ জঙ্গুলী, এদের ঘিরে যে মিথ সুন্দরবন গড়ে উঠেছে তাদের উপর অন্তহীন বিশ্বাস নিয়েই এই জনপদের অধিবাসীরা নিজেদের জীবনের অনিশ্চয়তার ব্যাপারে প্রলেপ দেওয়ার চেষ্টা করে। কখনোবা সেটা সমাজচ্যুতির মত ঘটনা পর্যন্ত গড়িয়ে যায়। এই সুযোগে বিলাই মোশাররফের মত বনদস্যুরা প্রকৃতির ভারসাম্য নষ্ট করে প্রকৃতির এই রক্ষাকবচ কে ধ্বংস করে চলছে। 📖 বনজীবীদের জীবনের যে দ্বন্দ্ব, টাননপোড়ন, অনিশ্চয়তার হাতছানি, জীবনের প্রয়োজনে সেটাকেই তারা নিয়তি মেনে নিয়েছে। কিন্তু এর মাঝেও কেউ কেউ হঠাৎ জেগে ওঠার চেষ্টা করে। কেউবা অল্পতেই আবার নুয়ে পড়ে। আবার একদমই হাতেগোনা কেউ কেউ লাইলির মত বুক চিতিয়ে দাঁড়িয়ে যায় যেখানে হারানোর কিছুই নেই। সুন্দরবনের বনজীবীদের এই অনিশ্চিত জীবন যাপনের যে প্রতিচ্ছবি সামশাদ তুলে ধরেছে, সেটা আমার দেখা সাম্প্রতিককালের উপন্যাস গুলোর মধ্যে বিরল। এখানে কেউ প্রতিবাদী, কেউ স্বাপ্নিক, কেউ লোভী, কেউবা চতুর। কিন্তু দিনশেষে সকল লক্ষ্য একটাই, যে কোন মূল্যে জীবন যুদ্ধে বেঁচে থাকতে হবে। 📖 সুন্দরবনকে আমরা বলি আমাদের রক্ষাকবচ যেটা প্রকৃতির বিশাল উপহার। আমরা হয়তো পর্যটক হিসেবে মাঝেমধ্যে সুন্দরবনে যাই। কিন্তু যারা এখানকার আদি অধিবাসী, তাদের জীবনের যে সংগ্রাম এবং কিভাবে একজন সহজ সরল মানুষের নিয়তি জীবন যুদ্ধের প্রয়োজনে সমাজের অগ্নি চক্ষু উপেক্ষা করে সম্পূর্ণ বদলে যায় সে ব্যাপারটা প্রকটভাবে বাঘবিধবার মাঝে ফুটে উঠেছে। লাইলীর মা রাবেয়ার যে আমূল পরিবর্তন সেখানেই পাঠকের সামনে চিত্রটা পরিষ্কার হয়ে যায় যে এটাই জীবনের রুড় বাস্তবতা। এক্ষেত্রে লাইলির দাদি হাফসা বেগমের বিষয়টাও আমাকে চরমভাবে নাড়া দিয়েছে। স্বাভাবিক দৃষ্টিতে উনি কুটনি একজন মহিলা। কিন্তু আসলেই কি তাই! হয়তোবা নিজের সব মায়া মমতাকে মাটি চাপা দিয়ে মেয়ে হওয়া সত্ত্বেও পদে পদে মেয়েদের দোষত্রুটি ধরতে পটু হাফসা বেগমেরও রয়েছে কোন অজানা কাহিনী যেটা হয়তো তাকে বর্তমানের রূপে রূপান্তরিত করেছে। মুরাদ এবং লাইলীর সম্পর্ক সম্বন্ধে জানার পরেও মুরাদের বোনেরা যেভাবে চিরাচরিত সেই পারিবারিক কুটচাল চেলেছে, নিয়তির গন্তব্যে সেটার ফলাফলও তারা পেয়ে যায়। 📖 ঘটনাগুলো খুব সাবলীল গতিতে এগিয়েছে। এক্ষেত্রে লেখকের মুন্সিয়ানা বরাবরের মতোই আমাকে মুগ্ধ করেছে। কিন্তু যে বিষয়টা নিয়ে আমার উপলব্ধি, বনের আবহের গা ছমছম করা বিষয়টার তীব্রতার কিছুটা অভাব আমি এখানে পাঠাও হিসেবে বোধ করেছি। পাঠকদের জন্য আমার পরামর্শ, বিশেষ করে যারা আমাদের পরবর্তী প্রজন্মের, সুন্দরবনের গভীরে যে জীবন যাত্রাটা চলমান আছে, সেই জগতের সাথে পরিচিত হওয়ার জন্য বাসবিধবা পড়তেই হবে। লেখক প্রথমেই বলে নিয়েছেন এখানে আঞ্চলিক ভাষা পরিহার করে আমাদের প্রচলিত তথ্যভাষা ব্যবহার করা হয়েছে। এবং সেটাও পাঠকদের জন্য আমি মনে করি সহজ বোধ্য হবে। 📖 সামশাদ, একজন গুণবদ্ধ পাঠক হিসেবে আমার দাবি, আগামীতে লেখাগুলোকে আরও বড় পরিসরে আনতে হবে। যদিও কর্পোরেট লাইফ লিড করে ব্যাপারটা অনেক কঠিন, তারপরেও যেহেতু সেই বাধাটা পেরিয়ে আমাদেরকে প্রতিবছর বই উপহার দিয়ে যাচ্ছো, সুতরাং এই দাবিটা করতেই পারি।
Was this review helpful to you?
or
বইটি পড়ে সবচেয়ে বেশি যা মনে দাগ কেটেছে তা হলো—প্রাকৃতিক দুর্যোগ ও বন্যপ্রাণীর পাশাপাশি এই নারীদের লড়তে হয় সামাজিক কুসংস্কার ও দৃষ্টিভঙ্গির বিরুদ্ধে। একজন নারী যখন তার স্বামীকে বাঘের আক্রমণে হারান, তখন তিনি শুধু স্বামী-হারা নন, সমাজের চোখেও হয়ে ওঠেন ‘অশুভ’ বা ‘অপয়া’। এই অন্যায় ও বৈষম্যমূলক আচরণ গভীরভাবে নাড়া দেয়।
Was this review helpful to you?
or
I wanted to take a moment to express my deep appreciation for this exemplary writing. It is not only insightful and thought-provoking but also beautifully crafted, msking a lasting impact on readers like me. Best wishes for বাঘবিধবা!
Was this review helpful to you?
or
সুন্দরবন এর নাম শুনলেই প্রথমেই চোখে ভেসে উঠে রয়েল বেঙ্গল টাইগার,সুন্দরীগাছ,কেওড়া,গোলপাতাসহ জৈব বৈচিত্রে ভরপুর এক বনের নাম। এই বনে শুধু পশুপাখি,গাছপালা নয় সেই সাথে বসবাসকরে একটি জনগোষ্টি। এই জনগোষ্টির জীবনযাপন কত যে বৈচিত্রপূর্ন,তা সাধারন মানুষের পক্ষে অনেকটাই অজানা। এই জনগোষ্টি প্রতিনিয়ত জীবনের সাথে,সমাজের সাথে যুদ্ধ করে জীবন চালাচ্ছে। সুন্দরবনের এই জনগোষ্টির একটি অংশ হচ্ছে নারী ও বিধবা নারী। পুরুষতান্ত্রিক এই সমাজে নানা প্রতিকুলতা,পারিবারিক,সামাজিক কুসংস্কারের মধ্যে দিয়ে সুন্দরবনের নারীরা কিভাবে জীবন যুদ্ধে নিজেদের কে মানিয়ে নিচ্ছে,তা লেখিকা খুব সুন্দরভাবে "বাঘ বিধবা" উপন্যাসে তুলে ধরেছেন।উপন্যাসটি না পড়লে কখনো হয়তো জানতেই পারতাম না এইভাবেও মানুষ বেচেঁ থাকে। যারা সুন্দরবনের এই অবহেলিত জনগোষ্টির জীবন যুদ্ধের কথা জানতে চান,তারা সামশাদ সুলতানা খানমের "বাঘ বিধবা" উপন্যাসটি পড়তে পারেন। অসংখ্য ধন্যবাদ লেখিকা সামশাদ সুলতানা খানমকে চমৎকার একটি উপন্যাস উপহার দেয়ার জন্য।
Was this review helpful to you?
or
সামশাদ সুলতানা খানম র বাঘবিধবা উপন্যাসটি যখন আমি পড়ছিলাম তখন পুরো ঘটনা আমার চোখে ভেসে উঠছে। লেখিকা র লেখনী তে উপন্যাস এর ঘটনাদি জীবন্ত হয়ে ফুটেছে।আমাদের সমাজের কুসমংকার, মেয়েদের প্রতি অবহেলা এই উপন্যাসে দেখা গিয়েছে, সুন্দরবনের জীবনকাল, চোরাচালানওচোরাচালানকারীদের ভয়াবহ আচরণ প্রকাশ পেয়েছে। বাঘবিধবাদের চরমদুঃখ ও শারীরিক, মানুষিক কসটো আমাকে খুব দুঃখ দিয়েছে।বিলাই মোশারফ ওতার সাথী দের কঠিন শাস্তি লেখিকা তার উপন্যাসে লিখলে ভালো হত কারণ খারাপ লোকের শাস্তি আমরা দেখতে চাই। লেখা পড়া পর আমার নিজে র মনে হয়েছে আমি সুন্দরবনে আছি,এখানে লেখিকার লেখার সাথকতা।সবাই বইটি পড়ুন আর সুন্দরবন ও বাঘবিধবােদর জীবনকে জানুন।বইটি শব্দশৈলী তে পাওয়া যাবে। লেখিকার সাহসী লেখনী র জন্য অনেক ধন্যবাদ ও শুভকামনা।
Was this review helpful to you?
or
I am very impressed with the book "Baghbidhoba". Especially the author has skillfully highlighted the supernatural aspect of the story in this book. When Laili feels the presence of a tiger before each death, it was really extraordinary. I have read the previous two books by this author. His writing is undoubtedly extraordinary. However, this book is completely different from the previous two books. I think this supernatural aspect along with the sad story of Laili's life in the story has given this book a different dimension. I have read several supernatural stories by this author on Facebook. She is always a master in this subject. I am waiting for more such books from her in the future. In addition, the quality of the book's cover design and printing are noteworthy. This book's cover design and printing quality are excellent. Lastly, I hope the author and this work continue to succeed.
Was this review helpful to you?
or
সামশাদ সুলতানা খানমের তৃতীয় উপন্যাস "বাঘবিধবা" প্রধান চরিত্র লাইলির জীবন কাহিনিতে উঠে এসেছে সুন্দরবনের কোলঘেষে সমাজের যে নিন্ম আয় এবং সামাজিক ভাবে অবহেলিত যে সব জনবসতিদের জীবন চিত্র। জীবনের মায়া ত্যাগ করে বনের হিংস্র জন্তু, নদীর কুমির, বিভিন্ন সময় প্রাকৃতিকভাবে আঘাত হানা সিডর, জলোচ্ছ্বাস এর সাথে বুক চিতিয়ে বেঁচে থাকার যে লড়াই তাদের নিয়ে আসলে বইটি। যাদের কাছে পরিপূর্ণ সভ্যতার আলো পৌছাতে যে আর্থসামাজিক দায়বদ্ধতা তা থেকে তারা বঞ্চিত। আর বঞ্চিত বলেই তারা নানান রকম লোকো কুসংস্কার এর উপর বিশ্বাস রেখে জীবন কাটিয়ে দিচ্ছে আজও। কারণ, স্বাস্থ্যসেবা পৌছানোর পথটা আজও তাদের জন্য স্মুথ নয়। লেখিকা তার বাঘ বিধবা উপন্যাসে সুনিপুণভাবে ফুটিয়ে তুলতে পেরেছেন তার শব্দ অলঙ্কারে বাস্তবেই সুন্দরবন উপকূলের মানুষ, নারীদের জীবন চিত্র কেমন। আমি মনে করি লেখিকা হিসাবে তিনি সে সব জনপদ নিয়ে কাজ করার তাগিদে সামাজিক দায়বদ্ধতার যায়গা থেকে এতো সুন্দর একটি উপন্যাস আমাদের উপহার দিয়েছেন। তাদের নিয়ে আমাদেরও যেনো ভাবনার কিছুটা হলেও উদ্রেক ঘটে। আমি বিশ্বাস করি, মানুষকে চিন্তার জগত অনাযের দ্বারা প্রভাবিত হয়। মানুষ ভাবতে পারে আসলে তারও কিছু দায়বদ্ধতা আছে। আমি লেখিকার এমন গভীর চিন্তার এই শিল্পকর্ম সাহিত্যকে স্যালুট জানাই। উনার সকল সাহিত্যকর্ম বাংলা সাহিত্য জগতের মান উজ্জ্বলতার প্রতীক হোক। শুভকামনা সামশাদ সুলতানা খানম ও তার বাঘবিধবার জন্য। কিশোর বয়স থেকে শুরু করে সকলে বইটি পড়ুন এবং জানুন আপনাদের সুন্দরবন সম্পর্কে। সেখানকার উপকথা, জনপদ সম্পর্কে।
Was this review helpful to you?
or
"বাঘ বিধবা" উপন্যাসটি সামশাদ সুলতানা খানমের তৃতীয় সাহিত্যকর্ম, যা তাঁর লেখক হিসেবে পরিপক্কতা এবং গভীর মানবিক বোধের পরিচয় দেয়। তাঁর প্রথম দুটি উপন্যাস, "অলকানন্দা" এবং "মেরু প্রভা", পাঠক হিসেবে আমাকে তাঁর ভাষার সৌকর্য এবং চরিত্রগুলির অন্তর্নিহিত আবেগের প্রতি আকৃষ্ট করেছিল। "বাঘ বিধবা" পড়ে আমি সেই একই অনুভূতি পেয়েছি, তবে এবারের গল্পটি আরও বেশি শক্তিশালী এবং হৃদয়স্পর্শী। উপন্যাসের নায়িকা লাইলির জীবন সংগ্রাম এবং তার পরিবারের ইতিহাস পাঠককে গভীরভাবে নাড়া দেয়। সুন্দরবনের পটভূমিতে লেখক মানব জীবনের দুঃখ, সংগ্রাম, এবং আশার এক অপূর্ব সমন্বয় ঘটিয়েছেন। লাইলির স্বামীর মৃত্যু এবং তার পরবর্তী জীবনযুদ্ধের কাহিনী শুধু একটি ব্যক্তিগত গল্পই নয়, বরং এটি সমাজের বৃহত্তর প্রেক্ষাপটে নারীজীবনের সংগ্রামকেও প্রতিফলিত করে। লেখকের ভাষা এতটাই প্রাঞ্জল এবং আবেগময় যে, পাঠক সহজেই লাইলির চরিত্রের সঙ্গে একাত্মতা অনুভব করে। বইটির কভার ডিজাইন এবং মুদ্রণ মানও প্রশংসার দাবিদার। উন্নত মানের অফসেট পেপারে মুদ্রিত এই বইটি হাতে নেওয়ার অনুভূতিই আলাদা। বর্তমান বাজার মূল্যে বইটির দাম সাশ্রয়ী, বিশেষ করে ২৫% কমিশনের সুবিধা থাকায় এটি আরও বেশি পাঠকের কাছে পৌঁছানোর সুযোগ পাবে। সামশাদ সুলতানা খানমের লেখনী শৈলী এবং গল্প বলার দক্ষতা সত্যিই প্রশংসনীয়। "বাঘ বিধবা" উপন্যাসটি রকমারীর বেস্ট অ্যাওয়ার্ড ২০২৫-এ স্থান পেয়েছে, যা তাঁর প্রতিভার স্বীকৃতি। বইটির সাফল্য কামনা করি, এবং আশা করি এটি সমাজের বিভিন্ন স্তরে আলোচনা ও প্রভাব ফেলবে। লেখক, প্রকাশক, এবং পরিবেশক সকলের জন্য শুভকামনা। বইটি যেন সমাজ ও রাষ্ট্রের পরিবর্তনের একটি শক্তিশালী হাতিয়ার হয়ে ওঠে, সেই কামনা করি। বৈষম্যমুক্ত সমাজ গঠনে এই ধরনের সাহিত্যকর্মের ভূমিকা অপরিসীম।
Was this review helpful to you?
or
I read the book Baghvidhaba. I liked it very much. Everyone should read the book. The author has beautifully and realistically portrayed the tragic life story of Baghvidhaba. It's really worth reading. Hats off to author for this wonderful writing!
Was this review helpful to you?
or
সামশাদ সুলতানা খানমের নতুন বই "বাঘবিধবা" পড়লাম। বইটি সত্যিই অসাধারণ! আমি টানা পড়েছি।পড়ার সময় কোন ব্রেক নিতেও ইচ্ছে করছিলো না।জাস্ট মন্ত্রমুগ্ধের মতো পড়েছি। কি যে অসাধারণ লেখনী। সত্যি বলতে এই বাঘবিধবা সম্পর্কে আমার কোন ধারণাই ছিলো না। বইটি পড়ে অনেক কিছু জানলাম। পড়তে পড়তে কখন যেন নিজেকে হারিয়ে ফেলেছিলাম। আমি সবাইকে এই বইটি পড়তে উৎসাহিত করছি।বাংলাদেশ থেকেও কিন্তু অনেকেই আমরা এই বাঘবিধবাদের সম্পর্কে জানিনা। বইটি সবার পড়া উচিত এবং একই সাথে সরকার, সমাজকর্মীসহ সকলের উচিত এই বাঘবিধবাদের সাহায্যে এগিয়ে আসা।
Was this review helpful to you?
or
"বাধবিধবা" শব্দটি হয়তো আমাদের শহুরে জীবন একদম নতুন।কিন্তু খুলনা অঞ্চলের সুন্দরবন এলাকার লোকজনদের কাছে বিশেষ করে অত্র অঞ্চলের মহিলাদের কাছে এই শব্দটি একটা বিভীষিকাময় শব্দ! সুন্দরবন এলাকায় যারা শিকার,মধুর সন্ধান বা বনের গভীরে নদীতে মাছ ধরতে গিয়ে বাঘের আক্রমণে মারা যান, তাদের স্ত্রীদের কপালে জুটে এই "বাঘবিধবা" অপবাদ।আর এই অপবাদ নিয়েই এসব স্বামীহারা মহিলাদের আমৃত্যু কঠিন সংগ্রাম আর চরম লাঞ্চনার মধ্য দিয়ে জীবন অতিবাহিত করতে হয়।এসব অবহেলিত এবং নিস্পেষিত মহিলাদের জীবনকে সুন্দর করে উপস্থাপন করেছেন স্বনামধন্য লেখিকা সামশাদ সুলতানা খানম তাঁর "বাঘবিধবা" বইটিতে।বইটি নিছক গল্পেরই বই নয়, এই বইটি পড়ে অনেক বিষয়ে জ্ঞান অর্জন করাও যাবে, অনেক বিষয় সম্পর্কে জানা যাবে। আমি পারসোনালি বলতে পারি যে, যতক্ষন পড়েছি, একটা ঘোরের মধ্যে ছিলাম। কখনও কস্টে বুক ফেটে গিয়েছে , কখনও চোখ দিয়ে দু-এক ফোঁটা জল গড়িয়ে পড়েছে।আমি সত্যিই খুব মুগ্ধ হয়েছি বইটি পড়ে। এবারের বইমেলাতে অন্যতম শ্রেষ্ঠ বই হতে যাচ্ছে এই বইটি। নি:সন্দেহে হাইলি রিকমেন্ডেট বই এই "বাঘবিধবা"।
Was this review helpful to you?
or
Samshad Sultana Aapu has an unique gift! She can read readers’ minds. She masterfully plays with characters, drawing readers into her writing. বাঘবিধবা is among her best works. Wishing her continued success as a writer!