User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
#প্রেমোদ্দীপক #পাঠ_অনুভূতি ♦এক নজরেঃ •উপন্যাসের নামঃ প্রেমোদ্দীপক •লেখকঃ আফিয়া খোন্দকার আপ্পিতা •ধরনঃ রোমান্টিক, মনস্তাত্ত্বিক •প্রকাশনীঃ গ্রন্থরাজ্য •প্রচ্ছদঃ মোঃ সাদিতউজজামান •মুদ্রিত মূল্যঃ ৭৮০ •পৃষ্ঠা সংখ্যাঃ ৩৯৯ •প্রকাশকালঃ মার্চ ২০২৫ লেখনীতেঃ রিফায়াত হাসান সাকিব এই পৃথিবীতে আমি কোনো কিছু থেকে সামান্য বিশেষ সুখ, শান্তি অনুভব করলেও তা মনে রেখে দিয়ে বড্ড আলগোছে তুলে ধরে রাখি । প্রেমোদ্দীপক যখন ফেসবুকে গল্প হিসেবে ছিল, তখন তা আমি এমন একটা সময়ে পড়েছিলাম যখন আমি ফেসবুকে গল্প পড়া তখন বন্ধ করে দিয়েছিলাম । সেই সময়ে পড়তে গিয়ে আমি যে মায়ায় জড়িয়ে গিয়েছিলাম এই লেখাটার সাথে । আমি খুব করে চেয়েছিলাম যেন এটা কখনও বই হিসেবে ভবিষ্যতে আসুক । অবশেষে এলো । যেদিন পড়তে গিয়ে আমার মনে ভালো লাগা এবং এক ধরনের অদ্ভুত সুখ সুখ মুহূর্ত এসেছিল তা এখন ভাবতে গেলে স্মৃতিচারণের মতো অদ্ভুত মনে হয় । মনে হয় যেন স্নিগ্ধতা ছড়িয়ে গিয়েছে পৃথিবীতে । ♦নামকরণঃ মনের মাঝে কারো জন্য ধীরে ধীরে প্রেম গড়ে ওঠা মুহূর্থগুলোকে ভীষণ বিশেষায়িত করা অনুভব বলে মনে হয় । মনে হয় যেন কারো মধ্যে অনুভূতি তৈরি হচ্ছে কারো জন্য । কারো জন্য প্রেম নামক অদ্ভুত এক নেশায় পৃথিবীতে ভালোবাসা নেমে আসছে । এই উপন্যাস ভালোবাসায় আবেগতাড়িত ভেসে যাওয়া এক আখ্যান । যেখানে প্রেমোদ্দীপক হয়ে প্রেমকে নিয়ে আবেগতাড়িত হয়ে যাওয়ার মুহূর্তগুলো ভেসে আসে যেন । ♦ফ্ল্যাপে লেখাঃ আমার চিত্ত যখন ভেসেছে বিষাদের স্রোতে তখন তুমি এলে বসন্ত হয়ে কোকিল ডাকা ফাগুনের প্রথম সাঁঝে তুমি নীল কাগজে মুড়িয়ে নিলে আমায় । আমি যখন বিষাদ যাতনায় নিজেকে সঁপেছি ওই দরিয়ায়, তখন তুমিই এসে আমার একাকীত্বের বন্দনায় দিলে ঠোকর ঝড়ের রাতে ঢাল হয়ে, কাঁধের কোণে হাতটি রেখে অধিকারে হাত বাড়িয়ে বক্ষডোরে আগলে নিলে । নিষ্প্রভ মনকে মোলায়েম ছুঁয়ে জানালে, আর তো তুমি একা নও, এই তো আমি এসে গেছি । মরতে বসা আমাকে বাঁচতে শেখালে, আমার অভিনয়ের হাসিতে প্রাণ জুড়ালে । আমাকে করালে জীবনের প্রমোদবিহার, জীবনের সংজ্ঞাতে আমি কেবল অভীক নামটাই পেলাম । তোমার হাতটি ধরে উঠে দাঁড়ালাম, রাঙালাম তোমার দেয়া বাসন্তী প্রেমের রঙে... তুমি, আমি থেকে প্রেমোদ্দীপকে আমরা হলাম । ♦প্রচ্ছদঃ এই পৃথিবীতে প্রেম ভালোবাসার সাথে বসন্তের এক গভীর সংযোগ আছে । এই পৃথিবীতে অনুভূতিকে কোথাও যেন বিশেষায়িত করার জন্যেই পৃথিবীতে ঋতুগুলোর বর্ণনার ব্যাখ্যা আসে । বসন্তের এই প্রকৃতি ভেসে যাওয়া আবেগের সাথে প্রেমের যেন গভীর এক সম্পর্ক ভেসে থাকে । এই অদ্ভুত সৌন্দর্যমাখা রং, গাছ, পাখি এবং নীরব নিস্তব্ধ হয়ে আলগোছে বসে থেকে কারো জন্য অপেক্ষা করে থাকা আসন যেন কোথাও জীবনে কারো সাথে জড়িত হয়ে পড়ার শুরু এবং সংযোগটা ফুটিয়ে তুলে । অসাধারণ সুন্দর একটা প্রচ্ছদ ছিল এটি । ♦পাঠ অনুভূতিঃ এই উপন্যাসের পটভূমি মূলত ফেসবুকের মূল বিষয়টি গল্পটির সাথে ধাঁচ রেখে । ঠিক সেভাবেই গল্পটা বয়ে গিয়েছে পুরোটা জুড়ে । উপন্যাসের পটভূমিতে প্রেম এসেছে, ভালোবাসা এসেছে । এসেছে অদ্ভুত এক কষ্টের স্মৃতি । এছাড়াও উপন্যাসের পটভূমিতে ভীষণ অতীত এর মনস্তাত্ত্বিক আবেগ ভেসে এসেছে । যেভাবে পটভূমির প্রেক্ষাপটে এক মনস্তাত্ত্বিক চিন্তা এবং ধীরে ধীরে তা দৃশ্যপটে কিভাবে ভেসে বেড়িয়েছে বর্ণনা করেছে তা বেশ ভালো চেষ্টা ছিল । উপন্যাস ঠিক সেভাবেই যেন বয়ে যাওয়ার এক ধরনের চেষ্টা করানো হয়েছে । তবে এক জলছাপ শেষে অন্য জলছাপে উপন্যাস বর্ণনা করার ধাঁচ এবং সংযোগে কিছুটা সময় দেয়া যেতে পারতো । যা উপন্যাসে সামান্য ভাবে ভারসাম্য নষ্ট করেছে । এই উপন্যাসে আবহ সৃষ্টির জায়গাতে তেমন কিছু করার ছিল না যদিও । কারণ উপন্যাসটি সেভাবেই বর্ণনা করা হয়েছে । সেখানে সেভাবে বর্ণনা করাই ভালো ছিল । •যা ভালো লেগেছেঃ উপন্যাসের মনস্তাত্ত্বিক দিক । এবং ভালোবাসা, সামাজিক ও পারিবারিক মেলবন্ধনে জীবনে এগিয়ে যাওয়ার চেষ্টা বেশ ভালো লেগেছে । উপন্যাসে বেশ কিছু কবিতা এবং গানের ব্যবহার হয়েছে । যা অসাধারণ ভাবে ফুটিয়ে তুলে দৃশ্যপট অনুযায়ী ব্যাখ্যা করা হয়েছে । ♦চরিত্র বিশ্লেষণঃ •তাহিয়াঃ এই চরিত্রটি নিয়ে পড়তে গিয়ে বারবার থমকে গিয়েছি । যাহোক উপন্যাসে তাহিয়া চরিত্রটা যেভাবে এসেছে তা খুবই গভীর এবং অসাধারণ ছিল । এই চরিত্রটির মনস্তাত্ত্বিক বিষয়গুলো বেশ ভালো ছিল । একটা অতীতের ছাপ জীবনে এসে পড়ে যায় । অদ্ভুত সুন্দর নাচতে পারা মেয়েটির জীবনে কেমন একটা ধোঁয়াশা । কখন যে কী করে ফেলে তা কেউ জানে না । •অভীকঃ ফেসবুকে যেদিন আমি গল্পটা পড়েছিলাম । আমি এই চরিত্রটির জন্য মুগ্ধ হয়েছিলাম । আমি জানি না কেনো, আমার মনের অনুভূতি তখনের চেয়ে এখন কতটা গভীর এবং সংযোগ পূর্ণ হয়েছে । অভীক চরিত্রটির বুদ্ধিমত্তা, যত্ন চারদিকে খেয়াল রাখা বেশ প্রশংসা করার মতো । ধীরস্থির ভাবে কাজ করার এক চেষ্টা আছে । ভালোবাসার মানুষটির প্রতি যত্ন, ধৈর্য তাকে অসাধারণ করে ফুটিয়ে তুলতে চায় । কিন্তু পৃথিবীতে একটা ব্যাপারে আসলে এড়িয়ে যাওয়া বলতে নেই । পুরুষ অহংবোধের অদ্ভুত ধ্যান এবং চিন্তা এই চরিত্রটির কিছু কিছু কাজে ভীষণ নিজেকে মন থেকে এবং কাজের আবহ থেকে ছোট করে দিয়েছে । এই পৃথিবীতে বাহ্যিক ভালোবাসার চেয়েও মানসিক ভাবে ভালোবাসার যত্নের একটা গুরুত্ব আছে । যেখানে অভীক চরিত্রটির প্রভাব বেশ অস্বস্তিজনক ছিল । সেখানে তার চরিত্রগত দ্যোতনা তাকে অদ্ভুতুড়ে করে তুলে । •অন্যান্য চরিত্ররাঃ এছাড়াও এই উপন্যাসে বেশ অনেকগুলো চরিত্র আছে । নীলিমা একজন অসাধারণ নারী । যে প্রতিটি সম্পর্ককে সম্মান দিতে জানে । তুহিন এর মতো হাস্যরস এবং দুষ্টুমিষ্টি স্বভাবের ভাই কিংবা মনের মাঝে কষ্ট নিয়ে ঘুরতে থাকা মাহমুদা এই উপন্যাসে বেশ প্রভাব ফেলে । এছাড়াও ছোট চরিত্রে রিনা কিংবা রেজাউল বেশ দারুণ ছিলেন । তবে মীরা এর মতো বন্ধুত্বপূর্ণ স্বভাবের এবং বেশ দারুণ একটা চরিত্রের আরেকটু উপস্থিতি বেশ ভালো লাগা দিতে পারতো । ♦বই সম্পর্কিত ব্যাখ্যাঃ সত্যি বলতে দ্বিধা নেই, আমি এই গল্পটা ফেসবুকে যখন পড়েছিলাম । তখন এই বইটা পড়ার আগ পর্যন্ত আমি শুধু উপন্যাসের মূখ্য প্রেক্ষাপটটা খেয়ালে ছিল । বাকিটুকুর কিছু কিছু অংশ বোধহয় ভুলে গিয়েছিলাম । বিভিন্ন দৃশ্যপটের অন্যরকম করে সংলাপ ধারণ এবং ফুটিয়ে তোলা এবং কিছু কিছু জায়গায় বোধহয় পরিবর্তন এসেছে । তা বেশ ভালো । কিছু কিছু জায়গায় আমি থমকে গিয়েছি । বারবার মনে হয়েছে ফেসবুকে বোধহয় এটা ছিল না । কিছু কিছু দৃশ্য না থাকলেও বোধহয় পারতো । যাহোক একটা অসাধারণ ফেসবুক গল্পের বই হিসেবে আসা দেখতে ভালো লাগে বেশ । তবে আরেকটু গুছিয়ে সুন্দর কাজ হয়ে এলে অনুভূতির দিক থেকে বিশেষ হয়ে থাকা অনুভূতিগুলো ভালো লাগতো । ♦প্রকাশনী এবং লেখকঃ •প্রকাশনীঃ গ্রন্থরাজ্য এর বইয়ের বাঁধাই এবং প্রচ্ছদ সবসময়ই বেশ ভালোভাবে ফুটিয়ে তোলা হয় । অদ্ভুত সুন্দর ভাবে বইগুলো ধরতে তখন তৃপ্তি বোধ হয় । ভালোলাগা বেড়ে যায় যখন প্রচ্ছদটা সুন্দর ভাবে ফুটিয়ে তোলা হয়েছে তা দেখতে পাওয়া যায় । তবে তাদের বই এর আগে যতগুলো পড়েছি এই বইটা পড়তে গিয়ে আমি অবাক হয়ে অনুভব করেছি আগেও কী এরকম কিছু ছিল! এত পরিমাণ বানান ভুল এবং টাইপিং মিস্টেক হয়েছে যে কোথাও কোথাও আমি খুবই অস্বস্তিতে পড়েছি । কোথাও কোথাও বাক্য এবং সংলাপ ধারণ পুরোপুরি শেষ না হয়েই অন্য বাক্য শুরু করা হয়েছে । কোথাও একই চরিত্রের নাম দুইবার উচ্চারণ করে বাক্য ব্যবহার করা হয়েছে । এগুলো আরো গুছিয়ে করা যেতে পারতো বলে মনে হয় । •লেখকঃ লেখক আফিয়া খোন্দকার আপ্পিতা এর লেখা ফেসবুকে বা বই হিসেবে পড়া এই ‘প্রেমোদ্দীপক’ ছিল একমাত্র লেখা । প্রেমোদ্দীপক তার চতুর্থ উপন্যাস । বইটা পড়তে গিয়ে আমার যা মনে হয়েছে, ফেসবুকের লেখা কোনো গল্প যখন বই হয়ে উপন্যাস হিসেবে আসবে তখন একটু সময় নিয়ে সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করা জরুরি । এই উপন্যাসে তা করার চেষ্টা করা হলেও কিছু কিছু জায়গায় ত্রুটি রয়ে গিয়েছে । সেগুলো ঠিক থাকলে এই অসাধারণ গল্পটা দারুণ একটি উপন্যাস হতে পারতো । ♦রেটিংঃ ৩.৭/৫
Was this review helpful to you?
or
sondor💓🥰
Was this review helpful to you?
or
সুন্দর একটি বই
Was this review helpful to you?
or
বইটা ভালো লেগেছে।লেখকের জন্য শুভকামনা রইল।