User login

Sing In with your email

Email Address
Password
Forgot Password?

Not Account Yet? Create Your Free Account

Send

Recipients:
Message:

Share to your friends

Copy link:

    Our Price:

    Regular Price:

    Shipping:Tk. 50

    • Size:
    • Color:
    QTY:

    প্রিয় ,

    সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
    মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?

    Please Login to Continue!

    Our User Product Reviews

    Share your query and ideas with us!

    Customer Reviews

      By Tazia Rehana

      03 Apr 2025 07:39 PM

      Was this review helpful to you?

      or

      This book is well written, concise, easy to follow, informative and good for all levels of training and for those already qualified. am a sucker for these type of books, I enjoy reading them in my spare time and find it so very interesting. The You know Who part was really enjoyable

      By Titlee Kakon

      03 Apr 2025 07:32 PM

      Was this review helpful to you?

      or

      Dr. Maliha Tabassum is a genuine author who always performs in depth research before taking on any topic for writing. Firensic Psychiatry series in our country is almost new dimension to explore. More strength to her! Personal Rating: 8/10

      By Lili Sultana

      03 Apr 2025 05:16 PM

      Was this review helpful to you?

      or

      Personal rating: 7.5/10

      By Ahmed Abrar

      03 Apr 2025 05:12 PM

      Was this review helpful to you?

      or

      Maliha apu's signature is her fiction. Miss the ficions. But the non fiction about criminal minds are so spectacular and full of notions. I hope apu continues this series simultaneously with thriller fictions!

      By Razia Munni

      03 Apr 2025 05:03 PM

      Was this review helpful to you?

      or

      মালিহা আপুর বইয়ের সাথে পরিচয় জিগোলো উপন্যাস পড়ে। ২০২৪ সালে আপু নিজের জীবনের ঘটনা অবলম্বন করে একটা নন ফিকশন লিখেছিল। আমি নিজেও মানসিক নির্যাতনের স্বীকার হয়েছি বিবাহিত জীবনে। বইটার প্রতিটি কেস স্টাডির সাথে রিলেট করতে পেরেছি। প্রতিনিয়ত এমন শারীরিক, মানসিকসহ নানা নির্যাতনের শিকার হয়ে নিজেকে মানসিক ভারসাম্যহীন মনে হতো। কেউ কথা বললেও কোনো সাড়া দিতাম না। খাওয়া-দাওয়াও একপ্রকার বন্ধ হয়ে গেছিল। সারা দেহে নির্যাতনের ভয়াবহতার অসংখ্য চিহ্ন ছিল। বছর দশক আগের কথা,সে কথা মনে হতে গা কেঁপে ওঠে। । তবে ছোট পুঁজি নিয়ে নিজের ব্যাবস শুরু করি ২০১৮ সাল থেকে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে নতুন জীবন দিয়েছে। বই পড়ার শখটাও বাঁচিয়ে রেখেছে। আল্লাহ আপুর কলমের ধার বাড়িয়ে দিক। আমিন।

      By Rehan Ashraf

      03 Apr 2025 04:52 PM

      Was this review helpful to you?

      or

      এই বইয়ের তথ্য আমার কাছে এসেছে "অপরাধবিজ্ঞান" নিয়ে বই গুগলে খুঁজতে যাওয়ার সময়। এলবার্ট ফিশকে নিয়ে আমার ভাগ্নির একটা এসাইনমেন্ট ছিল। দারুণ উপকৃত হয়েছি বইটি থেকে। হিটলারের মতো একনায়ক আর শেখ হাসিনার মনোজগৎ সম্পর্কেও অনেক কিছু জানলাম। এটা ছিল বোনাস। বইটি হাইলি রেকমেন্ডেড। পার্সোনাল রেটিং : ৮/১০

      By gmj****com

      28 Mar 2025 07:57 PM

      Was this review helpful to you?

      or

      এমন সুন্দর বই আগামীতে আরো চাই আপু

      By Sumon St

      28 Mar 2025 07:44 PM

      Was this review helpful to you?

      or

      এবারের বইটা অনেক বেশি ভালো ছিলো

      By Ahmed Shahriar Nayan

      26 Mar 2025 12:44 AM

      Was this review helpful to you?

      or

      আমি ছোটবেলা থেকেই সাইকোলজিকাল থ্রিলারের ফ্যান। কিন্তু আমাদের দেশে ক্রাইম রিলেটেড বিষয়গুলোর মেডিকেল ব্যাখ্যা সবসময় গাঁজাখুরি মনে হতো। যেন দায়সারা ভাবে ভুলিয়ে রাখা হয়েছে পাঠকদের। বাংলাদেশে অপরাধবিজ্ঞান এবং চিকিৎসাবিজ্ঞান নিয়ে ধারাবাহিক সিরিজ লেখা একটি সাহসী উদ্যোগ। ডা মালিহা ম্যাডামকে সাধুবাদ জানাই। বইটা পড়ার পর মনে হচ্ছে,নিজেই নিজের এনালাইসিস করতে পারবো। ফরেনসিক সাইকিয়াট্রি সিরিজের আরো বই আপুর থেকে চাই। পার্সোনাল রেটিং- ৯/১০

      By Md. Saklain Murshed

      21 Mar 2025 01:04 AM

      Was this review helpful to you?

      or

      মনোবিশ্লেষণ : সমান্তরালে স্বৈরশাসক এবং স্যাডিজম লেখক : ডা. Maliha Tabassum জনরা : মনোবিজ্ঞান, অপরাধবিজ্ঞান, চিকিৎসাবিজ্ঞান সমন্বয়ে নন-ফিকশন (তবে সব ধরনের পাঠকের জন্য বোধগম্য) প্রকাশনী : অনন্যা প্রকাশনী প্রচ্ছদশিল্পী : নাজমুস সাদাত নাহিদ আমি আসলে নন-ফিকশনের পাঠক নই। বই পড়ি নিতান্ত বিনোদনের নিমিত্তে৷ জ্ঞানার্জন হবে, এই আশা থাকলেও সেটা কোনো ঘটনাকে আবর্তন করে হবে৷ কেউ একজন কাঠখোট্টা ভাষায় লেকচার দিবে, সেটা শুনতে আগ্রহ বোধ করিনা। কিন্তু অনেক দিন পর এই নন ফিকশন পড়ার কারণ বইয়ের লেখক। আমার অত্যন্ত পছন্দের মানুষ ডা: মালিহা তাবাসসুমের ফরেনসিক সাইকিয়াট্রি সিরিজের দ্বিতীয় এই বইটির বিষয়বস্তু মূলত স্যাডিস্ট, হোয়াইট কলার, রেড কলার সাইকোপ্যাথ এবং স্বৈরশাসকের মনোজগতের বিশ্লেষণ সম্পর্কে এক বিস্তারিত এবং ইন্ট্রেস্টিং আলোচনায় সমৃদ্ধ৷ নন-ফিকশন হলেও তাই বোরিং হওয়ার কোনো সুযোগ নেই৷ বইটি প্রথমে বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে লেখা বলে ভেবেছিলাম, কিন্তু পড়ে বুঝলাম এর তত্ত্ব ও বিশ্লেষণ বিশ্বব্যাপী স্বৈরশাসন ও নিপীড়নের প্রকৃতি বোঝার জন্য প্রাসঙ্গিক। বইটির শৈলী ও ভাষা: • মালিহা তাবাসসুমের লেখার শৈলী গভীর তাত্ত্বিক বিশ্লেষণ এবং সহজবোধ্য ভাষার মধ্যে একটি সুন্দর ভারসাম্য বজায় রাখে। তিনি জটিল মনস্তাত্ত্বিক তত্ত্বগুলোকে এমনভাবে উপস্থাপন করেছেন যা সাধারণ পাঠকদের জন্য বোধগম্য। • বইটির ভাষা প্রাঞ্জল এবং প্রাণবন্ত, যা পাঠকদের গভীরভাবে চিন্তা করতে উদ্বুদ্ধ করে। প্রচ্ছদ আর ভূমিকা সম্পর্কে কিছু কথা শেষে বইয়ের ভেতরে ঢোকা যাক৷ প্রচ্ছদ: শুনেছি প্রচ্ছদের আইডিয়াটা লেখিকার নিজের৷ এর জন্য বেশ দৌড়াদৌড়িও করতে হয়েছে। এতেই তার ডেডিকেশন আর ক্রিয়েটিভ আইডিয়ার প্রমাণ পাওয়া যায়৷ বইটির প্রচ্ছদ ডিজাইন খুবই চিন্তা-উদ্দীপক এবং বিষয়বস্তুর সাথে সামঞ্জস্যপূর্ণ। প্রচ্ছদে একটি গাঢ় বা ম্যাট রঙের ব্যাকগ্রাউন্ড ব্যবহার করা হয়েছে, যা বইটির গভীর ও জটিল বিষয়বস্তুর প্রতিফলন করে। প্রচ্ছদে স্বৈরশাসন এবং স্যাডিজমের প্রতীকী উপাদান যেমন শৃঙ্খল, অন্ধকার, বা ক্ষমতার প্রতীকের ব্যবহার পাঠকদের বইয়ের মূল বিষয়ের প্রতি আকর্ষিত করে। ভূমিকা: ভূমিকা অংশে মালিহা তাবাসসুম বইটি লেখার পেছনের উদ্দেশ্য এবং প্রেরণা সম্পর্কে আলোচনা করেছেন। তিনি ব্যাখ্যা করেছেন যে কীভাবে স্বৈরশাসন এবং স্যাডিজমের মধ্যে সম্পর্ক তার মনোযোগ আকর্ষণ করেছে এবং কেন তিনি এই বিষয়টি নিয়ে গবেষণা ও লেখার প্রয়োজনীয়তা অনুভব করেছেন। ভূমিকায় লেখক বইটির কাঠামো এবং প্রতিটি অধ্যায়ের সংক্ষিপ্ত বিবরণ দিয়েছেন, যা পাঠকদের বইয়ের বিষয়বস্তু সম্পর্কে একটি প্রাথমিক ধারণা দেয়। তিনি এটিও উল্লেখ করেছেন যে বইটি শুধুমাত্র তাত্ত্বিক আলোচনায় সীমাবদ্ধ নয়, বরং এটি বাস্তব জীবনের উদাহরণ এবং ঘটনাগুলোকে বিশ্লেষণ করে। ভূমিকা অংশটি লেখকের ব্যক্তিগত অভিজ্ঞতা এবং গবেষণার সাথে যুক্ত, যা পাঠকদের বইটির প্রতি আগ্রহী করে তোলে। লেখক এখানে স্বৈরশাসন এবং নিপীড়নের বিরুদ্ধে তার নিজের অবস্থানও স্পষ্ট করেছেন, যা বইটিকে একটি রাজনৈতিক ও নৈতিক দৃষ্টিকোণ থেকে সমৃদ্ধ করে। এবার বিষয়বস্তুতে আসি৷ • Sadism- A Mental Disorder? Recap of Forensic Psychiatry Series-1 এই টপিকে স্যাডিজমকে একটি মানসিক ব্যাধি হিসেবে বিবেচনা করা হয়েছে এবং ফরেনসিক সাইকিয়াট্রির প্রেক্ষাপটে এর বিশ্লেষণ করা হয়েছে। এটি স্যাডিজমের চিকিৎসা ও গবেষণার গুরুত্ব তুলে ধরে। লেখিকার ফরেন্সিক সাইকিয়াট্রি সিরিজের প্রথম বই (অপরাধের আঁতুড়ঘর) যারা পড়েননি (আমার মতো) তাদের জন্য একটা রিক্যাপ এর ব্যবস্থাও আছে। • Medieval Barbarity: Historical Evolution of Sadism এই টপিকে স্যাডিজমের ঐতিহাসিক বিবর্তন নিয়ে আলোচনা করা হয়েছে। এটি দেখায় যে কীভাবে সময়ের সাথে সাথে স্যাডিজমের ধারণা ও প্রয়োগ পরিবর্তিত হয়েছে। • All Saddists Are Not Psychopaths & Vice Versa এই টপিকে স্যাডিস্ট এবং সাইকোপ্যাথের মধ্যে পার্থক্য নিয়ে আলোচনা করা হয়েছে। এটি উল্লেখ করে যে সব স্যাডিস্ট সাইকোপ্যাথ নয় এবং এর বিপরীতও সত্য। • Megalomaniac: A Complete Outline এই টপিকে মেগালোম্যানিয়ার সম্পূর্ণ রূপরেখা দেওয়া হয়েছে। এটি মেগালোম্যানিয়ার লক্ষণ, কারণ এবং প্রভাব নিয়ে আলোচনা করে। বইয়ের সবচেয়ে হাইলাইটেড বিষয়, বাংলাদেশের পতিত স্বৈরাচারকে "ইউ নো হু" নামে চিহ্নিত করে তার মাঝে ম্যাগালোম্যানিয়া বা ম্যালিগন্যান্ট নার্সিসিজমের যে বৈশিষ্ট্যগুলো বিগত বছরগুলোতে দেখেছি, তার বিশ্লেষণ আছে। তার সেই বিখ্যাত উক্তিগুলোর রেফারেন্সে কিছুটা নস্টালজিক হয়েছি বৈ কি!🥹 • White Collar and Red Collar: Crime or Mental Disorder? এই টপিকে হোয়াইট কলার এবং রেড কলার অপরাধকে মানসিক ব্যাধি হিসেবে বিবেচনা করা হয়েছে কিনা তা নিয়ে আলোচনা করা হয়েছে। এটি অপরাধ এবং মানসিক স্বাস্থ্যের মধ্যে সম্পর্ক অন্বেষণ করে। • Psychoanalysis and Determination of Psychopathology: Albert Fish এই টপিকে আলবার্ট ফিশের সাইকোপ্যাথলজি নির্ধারণের জন্য সাইকোঅ্যানালিসিস ব্যবহার করা হয়েছে। এটি তার অপরাধের মনস্তাত্ত্বিক দিকগুলো বিশ্লেষণ করে। ফ্রাঙ্ক হাওয়ার্ড থেকে আলবার্ট ফিশ! • Psychoanalysis of a Notorious White Collar Criminal in History এই টপিকে একটি কুখ্যাত হোয়াইট কলার অপরাধীর সাইকোঅ্যানালিসিস করা হয়েছে। এটি তার অপরাধের পেছনের মনস্তাত্ত্বিক কারণগুলো অন্বেষণ করে। দ্য এসিড বাথ মার্ডারার, জন জর্জ হাই! • Psychoanalysis & Psychopathology: Determination of a Deadliest Dictator in The World এই টপিকে বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর একনায়কের সাইকোপ্যাথলজি নির্ধারণের জন্য সাইকোঅ্যানালিসিস ব্যবহার করা হয়েছে। এটি তার নিষ্ঠুরতার মনস্তাত্ত্বিক কারণগুলো বিশ্লেষণ করে। নামটা আপনারাই অনুমান করে নিন! • How To Prevent Abuse By White Collar Psychopaths or Criminals এই টপিকে হোয়াইট কলার সাইকোপ্যাথ বা অপরাধীদের দ্বারা নির্যাতন প্রতিরোধের উপায় নিয়ে আলোচনা করা হয়েছে। এটি প্রতিরোধমূলক ব্যবস্থা এবং শিক্ষার গুরুত্ব তুলে ধরে। • How To Heal and Prevent Abuse By Saddists এই টপিকে স্যাডিস্টদের দ্বারা নির্যাতনের শিকার ব্যক্তিদের নিরাময় এবং প্রতিরোধের উপায় নিয়ে আলোচনা করা হয়েছে। এটি নিরাময় প্রক্রিয়া এবং সহায়তা ব্যবস্থার গুরুত্ব তুলে ধরে। • Denoument এই টপিকে বিভিন্ন কেস স্টাডি এবং তাদের ফলাফল নিয়ে আলোচনা করা হয়েছে। এটি সাইকোপ্যাথলজি এবং অপরাধের মধ্যে সম্পর্কের একটি সমাপ্তি প্রদান করে। বইটির গুরুত্ব: • "মনোবিশ্লেষণ: সমান্তরালে স্বৈরশাসন ও স্যাডিজম" বইটি বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে একটি গুরুত্বপূর্ণ সংযোজন। এটি শুধুমাত্র স্বৈরশাসনের রাজনৈতিক দিকই নয়, বরং এর মনস্তাত্ত্বিক প্রভাবগুলোকেও উদ্ঘাটন করে। • বইটি পাঠকদের স্বৈরশাসন এবং নিপীড়নের প্রকৃতি সম্পর্কে গভীরভাবে চিন্তা করতে সাহায্য করে এবং কীভাবে এই সমস্যাগুলো মোকাবেলা করা যায় তা নিয়ে আলোচনা করে। সমালোচনা: • বইটিতে তাত্ত্বিক বিশ্লেষণের পরিমাণ বেশি, যা সাধারণ পাঠকদের জন্য কিছুটা জটিল মনে হতে পারে। • এছাড়াও, বইটি মূলত বাংলাদেশের প্রেক্ষাপটে লেখা হলেও এর তত্ত্বগুলো বিশ্বব্যাপী প্রযোজ্য, যা কিছু পাঠকদের জন্য অতিরিক্ত প্রাসঙ্গিকতা যোগ করতে পারে। সবশেষে, মালিহা তাবাসসুমের "মনোবিশ্লেষণ: সমান্তরালে স্বৈরশাসন ও স্যাডিজম" বইটি একটি গভীর ও চিন্তা-উদ্দীপক গ্রন্থ, যা স্বৈরশাসন এবং নিষ্ঠুরতার মধ্যে সম্পর্ককে উদ্ঘাটন করে। এটি রাজনৈতিক ও মনস্তাত্ত্বিক বিশ্লেষণের একটি অনন্য সংমিশ্রণ উপস্থাপন করে, যা পাঠকদের স্বৈরশাসনের প্রকৃতি এবং এর প্রভাব সম্পর্কে গভীরভাবে বুঝতে সাহায্য করে। বইটি শুধুমাত্র বাংলাদেশের পাঠকদের জন্যই নয়, বরং বিশ্বব্যাপী যারা স্বৈরশাসন ও নিপীড়নের বিরুদ্ধে লড়াই করছেন তাদের জন্যও একটি গুরুত্বপূর্ণ রিসোর্স। আমার মতে মাস্ট-রিড একটা বই৷ বড় হয়ে গেল বেশি, মাফ চাইছি। যারা পুরোটা পড়েছেন, ধন্যবাদ। HIGHLY RECOMMENDED 🌸💙

      By 880****000

      18 Mar 2025 03:53 PM

      Was this review helpful to you?

      or

      💖💖💖

      By kal****com

      13 Mar 2025 08:24 PM

      Was this review helpful to you?

      or

      বইটা পড়ে খুবই রোমাঞ্চিত হয়েছি। লেখিকা এখানে দারুনভাবে মানসতাত্তিক বিষয়গুলো বিশ্লেষণ করেছেন।কেন একজন মানুষ সৈরশাসক হয়, তাদের ব্রেইনে তখন কি কাজ করে। সাদা কালারের অপরাধী কিভাবে লাল কালারের অপরাধী হয়ে ওঠে, মানুষ কিভাবে স্যাডিস্ট ও পার্ভারটেড হয় এবং এর প্রতিকারের উপায় অদ্ভুত মুনশিয়ানার সাথে বিশ্লেষণ করেছেন। যেকোন মানসতাত্তিক বিষয়ে আগ্রহ থাকা মানুষের জন্য বইটা হাইলি রিকমন্ডেড।

      By Sudipta Kumar Das

      12 Mar 2025 12:08 PM

      Was this review helpful to you?

      or

      বই : মনোবিশ্লেষণ : সমান্তরালে স্বৈরশাসক এবং স্যাডিজম ফরেনসিক সাইকিয়াট্রি সিরিজ ২- স্যাডিস্ট, হোয়াইট কলার, রেড কলার সাইকোপ্যাথ এবং স্বৈরশাসকের মনোজগতের বিশ্লেষণ জনরা : নন ফিকশন লেখক : ডা. মালিহা তাবাসসুম প্রকাশনী : অনন্যা প্রকাশনী প্রচ্ছদশিল্পী : নাজমুস সাদাত নাহিদ ফরেনসিক সাইকিয়াট্রি নিয়ে বাংলায় লেখা মানসম্পন্ন বইয়ের সংখ্যা অপ্রতুল। তবে ডা. মালিহা আতাবাসসুম এই ঘাটতি পূরণে এক ধাপ এগিয়ে গেলেন। " মনোবিশ্লেষণ: সমান্তরালে স্বৈরশাসক এবং স্যাডিজম" বইটি শুধু ফরেনসিক সাইক্রিয়াট্রির তথ্যের সমাহার নয়, বরং এটি একজন পাঠকের মানসিক চিন্তার জগত বিচারশক্তিকে প্রশ্নবিদ্ধ করতে সক্ষম। এ বইটির অন্যতম গুরুত্বসূচক দিক হলো এটি শুধুমাত্র নন ফিকশন ধাঁচের নয়; বরং একাডেমিক জ্ঞান ও বাস্তব অভিজ্ঞতার এক অপূর্ব সমন্বয়। লেখক ব্যক্তিত্বের নানা জটিল স্তর, স্যাডিজমের মনস্তাত্ত্বিক বিশ্লেষণ এবং ফরেনসিক সাইকিয়াট্রির আধুনিক দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন। একইসাথে, পার্সোনালিটি ডিসঅর্ডার এবং ডিএসএম-৫ নিয়ে বইটিতে বেশ তথ্যবহুল আলোচনা করা করেছে। ফরেনসিক এবং সাইক্রিয়াট্রি আগ্রহীদের জন্য এটি বেশ সহায়ক হবে। "স্যাডিস্ট" শব্দের উৎপত্তি ও তার বিশ্লেষণ এমনভাবে উপস্থাপন করা হয়েছে যা শুধু পাঠকের কৌতূহলই মেটাবে না, বরং বাস্তব ক্ষেত্রে প্রয়োগযোগ্য জ্ঞানও প্রদান করবে। এছাড়া অ্যামিগডালার এনাটমি ও ফরেনসিক ইম্প্যাক্ট সংক্রান্ত আলোচনা পাঠককে নিউরোসায়েন্স ও ফরেনসিক সাইকিয়াট্রির মধ্যে যোগসূত্র খুঁজে পেতে সাহায্য করবে। স্যাডিস্ট ব্যক্তিদের চরিত্র বৈশিষ্ট্য এবং তাদের দ্বারা ব্যক্তিস্বাধীনতায় হস্তক্ষেপ বিষয়গুলোও খুব সুন্দরভাবে ব্যাখ্যা করা হয়েছে। যা শুধুমাত্র থিওরিটিক্যাল নয়, বরং বাস্তব দৃষ্টান্তেও প্রাসঙ্গিক। "এক ভিলেন" সিনেমার মতো চরিত্র উদাহরণ হিসেবে ব্যবহার বিষয়টিকে করেছে সহজবোধ্য। সাইকোসেক্সুয়াল স্যাডিজম তথা পার্ভার্সনের পার্থক্যটাও ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক। মেগালোম্যানিয়া নিয়ে লেখকের দৃষ্টিভঙ্গি বেশ চমকপ্রদ ছিল। একটা ব্যক্তিগত অভিজ্ঞতা সংযুক্ত করছি, যখন মেগালোম্যানিয়াকের পূর্ণাঙ্গ রূপরেখা অংশ টা পড়ছিলাম ঠিক তখন একটা কথা পেলাম ৫১ পৃষ্ঠার শেষাংশে যে, ম্যালেরিয়া নির্মূলের ওষুধ সেবন করলে পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে মেগালোম্যানিয়ার বৈশিষ্ট্য দেখা দেয়। ফার্মাকোলজি র পৃরতি বিশেষ দুর্বলতা থাকায় এটা নিয়ে শুরু করলাম রিসার্চ! পক্ষান্তরে সিনেস্থেসিয়া বিষয়টি ব্যাখ্যা করা হয়েছে চমৎকার এক বর্ণনায় যা পাঠককে এক নতুন অনুভূতির সাথে পরিচয় করিয়ে দেবে। "সাইকোপ্যাথির বৈশিষ্ট্য সর্বত্রই পাওয়া যাবে না" কথাটাও উল্লেখযোগ্য, কারণ এটি সাইকোপ্যাথি সংক্রান্ত প্রচলিত ভুল ধারণা দূর করতে সহায়ক। Sadistic Personality Disorder সম্পর্কে বিস্তারিত আলোচনা সবার জন্য উপকারী হবে বলে আমার বিশ্বাস। বইটিতে উল্লিখিত পঞ্জি স্কিম আমার খুব পছন্দের টপিক ছিল" এটি পাঠককে আর্থিক প্রতারণা ও সম্পদ সম্পর্কিত ইমোশনাল ইন্টেলিজেন্স সম্পর্কে বোঝার জন্য আকৃষ্ট করবে। ইড, ইগো, সুপারইগো পড়ার সময় প্রতিটা অংশ বিশ্লেষণে আমি অনেক কিছু নতুনভাবে অনুধাবনের স্বাদ পেয়েছি। এবং বইটির সেরা অংশ ছিলো মনোবিশ্লেষণের প্রক্রিয়া তথা হিটলারের সাইকোএনালাইসিস। বইটার যে অংশটায় আমার জানার আরো আগ্রহ থেকে গিয়েছে সেটা হলো "সিনেস্থেসিয়া"। বিষয়টা সম্পর্কে আমার মনে হাজারটা প্রশ্নের ঝড় উঠেছে। কিছু অংশের মেডিকেল টার্মগুলো প্রথম পড়ায় সাধারণ পাঠকের কাছে সামান্য দুর্বোধ্য মনে হতে পারে, তবে প্রতিটা মেডিকেল টার্মের উৎপত্তি এবং ব্যাখ্যা এত সুন্দর করে উপস্থাপন করা হয়েছে যে পাঠকের একঘেয়েমি অনুভব হবে না। আর বইটির কিছু অংশ দুর্বল চিত্তের অধিকারী পাঠকদের জন্য একটু সংবেদনশীল তবে সেই অংশগুলোয় সতর্কতা সংযোজন করায় তা পেয়েছে ভিন্ন মাত্রা। এছাড়া যদি কোনো ভুলত্রুটি আমার চোখ এড়িয়ে গিয়েও থাকে আশা রাখি পরবর্তী সংস্করণে তা পরিমার্জিত হয়ে আসবে। দিনশেষে মালিহা তাবাসসুমের আলঙ্কারিক শব্দচয়ন আমাকে বরাবরই মুগ্ধ করে। এ বইটিও তাঁর ব্যতিক্রম হয়নি। ফরেনসিক সাইকিয়াট্রি, ব্যক্তিত্ব বিশ্লেষণ ও স্যাডিজম নিয়ে যারা জানতে আগ্রহী, তাদের জন্য বইটি এক অনন্য সম্পদ। লেখক নিজস্ব অভিজ্ঞতা ও গবেষণালব্ধ জ্ঞানকে অত্যন্ত সুস্পষ্ট, বাস্তবধর্মী ও আকর্ষণীয়ভাবে উপস্থাপন করেছেন। একাডেমিক ও সাধারণ পাঠক—উভয়ের জন্যই বইটি সমান গুরুত্বপূর্ণ। যারা মানসিক বিকৃতি, অপরাধমূলক আচরণ ও ব্যক্তিত্বের গভীর বিশ্লেষণ নিয়ে পড়তে চান, তাদের অবশ্যই বইটি পড়া উচিত! Happy reading.

      By Sudipta Kumar Das

      12 Mar 2025 01:59 PM

      Was this review helpful to you?

      or

      বই : মনোবিশ্লেষণ : সমান্তরালে স্বৈরশাসক এবং স্যাডিজম ফরেনসিক সাইকিয়াট্রি সিরিজ ২- স্যাডিস্ট, হোয়াইট কলার, রেড কলার সাইকোপ্যাথ এবং স্বৈরশাসকের মনোজগতের বিশ্লেষণ জনরা : নন ফিকশন লেখক : ডা. মালিহা তাবাসসুম প্রকাশনী : অনন্যা প্রকাশনী প্রচ্ছদশিল্পী : নাজমুস সাদাত নাহিদ ফরেনসিক সাইকিয়াট্রি নিয়ে বাংলায় লেখা মানসম্পন্ন বইয়ের সংখ্যা অপ্রতুল। তবে ডা. মালিহা তাবাসসুম এই ঘাটতি পূরণে এক ধাপ এগিয়ে গেলেন। " মনোবিশ্লেষণ: সমান্তরালে স্বৈরশাসক এবং স্যাডিজম" বইটি শুধু ফরেনসিক সাইক্রিয়াট্রির তথ্যের সমাহার নয়, বরং এটি একজন পাঠকের মানসিক চিন্তার জগত বিচারশক্তিকে প্রশ্নবিদ্ধ করতে সক্ষম। এ বইটির অন্যতম গুরুত্বসূচক দিক হলো এটি শুধুমাত্র নন ফিকশন ধাঁচের নয়; বরং একাডেমিক জ্ঞান ও বাস্তব অভিজ্ঞতার এক অপূর্ব সমন্বয়। লেখক ব্যক্তিত্বের নানা জটিল স্তর, স্যাডিজমের মনস্তাত্ত্বিক বিশ্লেষণ এবং ফরেনসিক সাইকিয়াট্রির আধুনিক দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন। একইসাথে, পার্সোনালিটি ডিসঅর্ডার এবং ডিএসএম-৫ নিয়ে বইটিতে বেশ তথ্যবহুল আলোচনা করা করেছে। ফরেনসিক এবং সাইক্রিয়াট্রি আগ্রহীদের জন্য এটি বেশ সহায়ক হবে। "স্যাডিস্ট" শব্দের উৎপত্তি ও তার বিশ্লেষণ এমনভাবে উপস্থাপন করা হয়েছে যা শুধু পাঠকের কৌতূহলই মেটাবে না, বরং বাস্তব ক্ষেত্রে প্রয়োগযোগ্য জ্ঞানও প্রদান করবে। এছাড়া অ্যামিগডালার এনাটমি ও ফরেনসিক ইম্প্যাক্ট সংক্রান্ত আলোচনা পাঠককে নিউরোসায়েন্স ও ফরেনসিক সাইকিয়াট্রির মধ্যে যোগসূত্র খুঁজে পেতে সাহায্য করবে। স্যাডিস্ট ব্যক্তিদের চরিত্র বৈশিষ্ট্য এবং তাদের দ্বারা ব্যক্তিস্বাধীনতায় হস্তক্ষেপ বিষয়গুলোও খুব সুন্দরভাবে ব্যাখ্যা করা হয়েছে। যা শুধুমাত্র থিওরিটিক্যাল নয়, বরং বাস্তব দৃষ্টান্তেও প্রাসঙ্গিক। "এক ভিলেন" সিনেমার মতো চরিত্র উদাহরণ হিসেবে ব্যবহার বিষয়টিকে করেছে সহজবোধ্য। সাইকোসেক্সুয়াল স্যাডিজম তথা পার্ভার্সনের পার্থক্যটাও ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক। মেগালোম্যানিয়া নিয়ে লেখকের দৃষ্টিভঙ্গি বেশ চমকপ্রদ ছিল। একটা ব্যক্তিগত অভিজ্ঞতা সংযুক্ত করছি, যখন মেগালোম্যানিয়াকের পূর্ণাঙ্গ রূপরেখা অংশ টা পড়ছিলাম ঠিক তখন একটা কথা পেলাম ৫১ পৃষ্ঠার শেষাংশে যে, ম্যালেরিয়া নির্মূলের ওষুধ সেবন করলে পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে মেগালোম্যানিয়ার বৈশিষ্ট্য দেখা দেয়। ফার্মাকোলজি র পৃরতি বিশেষ দুর্বলতা থাকায় এটা নিয়ে শুরু করলাম রিসার্চ! পক্ষান্তরে সিনেস্থেসিয়া বিষয়টি ব্যাখ্যা করা হয়েছে চমৎকার এক বর্ণনায় যা পাঠককে এক নতুন অনুভূতির সাথে পরিচয় করিয়ে দেবে। "সাইকোপ্যাথির বৈশিষ্ট্য সর্বত্রই পাওয়া যাবে না" কথাটাও উল্লেখযোগ্য, কারণ এটি সাইকোপ্যাথি সংক্রান্ত প্রচলিত ভুল ধারণা দূর করতে সহায়ক। Sadistic Personality Disorder সম্পর্কে বিস্তারিত আলোচনা সবার জন্য উপকারী হবে বলে আমার বিশ্বাস। বইটিতে উল্লিখিত পঞ্জি স্কিম আমার খুব পছন্দের টপিক ছিল" এটি পাঠককে আর্থিক প্রতারণা ও সম্পদ সম্পর্কিত ইমোশনাল ইন্টেলিজেন্স সম্পর্কে বোঝার জন্য আকৃষ্ট করবে। ইড, ইগো, সুপারইগো পড়ার সময় প্রতিটা অংশ বিশ্লেষণে আমি অনেক কিছু নতুনভাবে অনুধাবনের স্বাদ পেয়েছি। এবং বইটির সেরা অংশ ছিলো মনোবিশ্লেষণের প্রক্রিয়া তথা হিটলারের সাইকোএনালাইসিস। বইটার যে অংশটায় আমার জানার আরো আগ্রহ থেকে গিয়েছে সেটা হলো "সিনেস্থেসিয়া"। বিষয়টা সম্পর্কে আমার মনে হাজারটা প্রশ্নের ঝড় উঠেছে। কিছু অংশের মেডিকেল টার্মগুলো প্রথম পড়ায় সাধারণ পাঠকের কাছে সামান্য দুর্বোধ্য মনে হতে পারে, তবে প্রতিটা মেডিকেল টার্মের উৎপত্তি এবং ব্যাখ্যা এত সুন্দর করে উপস্থাপন করা হয়েছে যে পাঠকের একঘেয়েমি অনুভব হবে না। আর বইটির কিছু অংশ দুর্বল চিত্তের অধিকারী পাঠকদের জন্য একটু সংবেদনশীল তবে সেই অংশগুলোয় সতর্কতা সংযোজন করায় তা পেয়েছে ভিন্ন মাত্রা। এছাড়া যদি কোনো ভুলত্রুটি আমার চোখ এড়িয়ে গিয়েও থাকে আশা রাখি পরবর্তী সংস্করণে তা পরিমার্জিত হয়ে আসবে। দিনশেষে মালিহা তাবাসসুমের আলঙ্কারিক শব্দচয়ন আমাকে বরাবরই মুগ্ধ করে। এ বইটিও তাঁর ব্যতিক্রম হয়নি। ফরেনসিক সাইকিয়াট্রি, ব্যক্তিত্ব বিশ্লেষণ ও স্যাডিজম নিয়ে যারা জানতে আগ্রহী, তাদের জন্য বইটি এক অনন্য সম্পদ। লেখক নিজস্ব অভিজ্ঞতা ও গবেষণালব্ধ জ্ঞানকে অত্যন্ত সুস্পষ্ট, বাস্তবধর্মী ও আকর্ষণীয়ভাবে উপস্থাপন করেছেন। একাডেমিক ও সাধারণ পাঠক—উভয়ের জন্যই বইটি সমান গুরুত্বপূর্ণ। যারা মানসিক বিকৃতি, অপরাধমূলক আচরণ ও ব্যক্তিত্বের গভীর বিশ্লেষণ নিয়ে পড়তে চান, তাদের অবশ্যই বইটি পড়া উচিত! Happy reading.

      By Sreeti

      11 Mar 2025 10:44 PM

      Was this review helpful to you?

      or

      বইটি সহজবোধ্য অথচ একাডেমিক গভীরতায় ভরপুর। ফরেনসিক সাইকিয়াট্রির জটিল বিষয়গুলো বাস্তব জীবনের সাথে মিলিয়ে উপস্থাপন করা হয়েছে। লেখকের শব্দচয়ন ও ভাষাশৈলী এতটা প্রাণবন্ত যে, পাঠক বইয়ের গভীরে নিমগ্ন হতে বাধ্য। কঠিন মনোবৈজ্ঞানিক ধারণাগুলো সহজ ভাষায় ব্যাখ্যা করা হয়েছে, যা পাঠকদের জন্য বিশেষভাবে সহায়ক। মালিহা তাবাসসুমের জন্য আশীর্বাদ রইলো।

    •  

    Recently Viewed


    Great offers, Direct to your inbox and stay one step ahead.
    • You can pay using


    JOIN US

    icon Download App

    Rokomari.com is now one of the leading e-commerce organizations in Bangladesh. It is indeed the biggest online bookshop or bookstore in Bangladesh that helps you save time and money. You can buy books online with a few clicks or a convenient phone call. With breathtaking discounts and offers you can buy anything from Bangla Upannash or English story books to academic, research or competitive exam books. Superfast cash on delivery service brings the products at your doorstep. Our customer support, return and replacement policies will surely add extra confidence in your online shopping experience. Happy Shopping with Rokomari.com!