
User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
বই সম্পর্কে সংক্ষিপ্ত অনুভূতি হচ্ছে, "কাগজেরও প্রাণ আছে। আদীব হুজুরের বুড়ো দেহে যেমন চিরযুবক প্রাণ আছে।তার ছোঁয়া লাগা খসখসে কাগজেও রয়েছে মনপছন্দ প্রাণ।সাথে আছে মনযুর নোমানী রহঃ এর জীবনভর দরদের ছাপ।" দুই বছর আগেও আমি যখন বই পড়তাম তখন শুধু একবার পড়ে আমি কিছু বুঝতাম না। একটি বই প্রথম বার পড়ার দ্বারা আমি শুধু এতটুকুই অনুভব করতে পারতাম, বইটা আসলে গুরুত্বপূর্ণ কি না এবং বইটি দ্বিতীয় বার পড়ার উপযোগী কি না! এর বেশি কিছু বুঝতাম না। তবে আদীব হুজুরের কলমের কালি আমার কাছে কখনও শুকিয়ে গেছে মনে হয় না। সব সময় নতুনই মনে হয়। তা'লিবা''নে ইলমের রাহে মানযিল বইটি এর আগেও কতবার পড়েছি জানি না। আজ আরেকবার পড়তে গিয়ে শুরু থেকেই জানতাম অনুবাদটি আদীব হুজুরের। কিন্তু মাওলানা আব্দুল মালেক সাহেবের ভূমিকাটি পড়ার পর আর মনে ছিলো না অনুবাদকের কথা। শুধু মনে ছিলো,ভূমিকায় কিছু বইয়ের নাম আছে সেগুলো পড়ে ফেলতে হবে। মূল বইয়ের পাঁচ সাত পৃষ্ঠা পড়ে ফেলার পর মনে হলো,অনুবাদটি কি আদীব হুজুর করেছেন? বানানরীতি তো আদীব হুজুরের মনে হচ্ছে না! আজকের মতো করে বইটিকে আর কখনও অনুভব করতে পারি নি। আদীব হুজুরের বাবা আদীব হুজুরের জন্য যেই দোয়াটা করেছিলেন..............! দুটো কথা বই থেকে কোট করছি, "ইলম অতি আত্মমর্যাদাশীল ও গায়রতওয়ালা দৌলত,হৃদয় ও চরিত্রের পবিত্রতা ছাড়া সে কারও সঙ্গে সম্পর্ক স্থাপন করে না। ইলমের কিছু বাক্য যে কেউ মুখস্থ করতে পারে, কিন্তু আলেম তো সে-ই, যার মধ্যে তাফাক্কুহ ফিদ্দীন ও রুসুখ ফিল ইলম রয়েছে। আর এ দুই বৈশিষ্ট্য হৃদয় ও চরিত্রের পবিত্রতা ছাড়া কখনও অর্জন করা যায় না।" "ইমাম গাযালি, ইমাম রাযি রহঃ ও অন্যান্য ওলামায়ে কেরাম আমাদের মাথার তাজ। তাদের ইলমের যাকাত গ্রহণ করেই আমরা আজ এত ধনী। তাদের জ্ঞানের আলো দ্বারাই আমাদের জ্ঞানের জগত আজ আলোকিত। এসবই সত্য। আমরা অবশ্যই তাদের ঋণ স্বীকার করি। কিন্তু আল্লাহ'র দান! তা তো কোনও যুগের সীমানায় আবদ্ধ নয়! সে যুগের গাযালি-রাযি না হোক,অন্তত এখনও পয়দা হতে পারে যামানার রাযি,গাযালি,যামানার কুরতুবী, তহাবী এবং যামানার দেহলবী,কাশ্মীরী। " 🖋️ জহির বিন আইয়ুব ০২/০১/২০২৬ শুক্রবার
Was this review helpful to you?
or
তালেবে আলমের জন্য খুবই উপকারী একটি বই
Was this review helpful to you?
or
❤️❤️
Was this review helpful to you?
or
চমৎকার একটি বই
Was this review helpful to you?
or
Alhamdulillah
Was this review helpful to you?
or
তা’লিবে ইলমের এগিয়ে যাওয়ার জন্য সহায়ক একটি বই!!




