
User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
বইটি পড়তে পড়তে মনে হয়—লেখক পাঠককে বোঝাতে চান না, বরং কুরআনের দিকে ফিরে আসার জন্য আন্তরিকভাবে আহ্বান জানান। যারা ঈমান, বিশ্বাস ও কুরআনের সঙ্গে নিজেদের সম্পর্ক নতুন করে ভাবতে চান, তাদের জন্য এটি একটি সময়োপযোগী ও প্রয়োজনীয় গ্রন্থ। নিঃসন্দেহে বইটি পাঠকের চিন্তা ও বিশ্বাসকে নাড়া দেবে।
Was this review helpful to you?
or
অসাধারণ একটি বই। পড়ে ভালো লেগেছে।
Was this review helpful to you?
or
“আই বিলিভ ইন দ্য কুরআন” কোনো প্রচলিত ধর্মীয় বই নয়; এটি একজন বিশ্বাসীর হৃদয় থেকে উঠে আসা এক আন্তরিক ঘোষণা। এই বই পড়তে পড়তে বারবার মনে হয়েছে—এটি শুধু পড়ার জন্য লেখা হয়নি, বরং ভাবার জন্য, ফিরে তাকানোর জন্য এবং নিজের ঈমানকে নতুন করে যাচাই করার জন্য লেখা। লেখক কুরআনের প্রতি বিশ্বাসকে কেবল তাত্ত্বিক আলোচনায় সীমাবদ্ধ রাখেননি। বরং জীবনের বাস্তবতা, সমাজের টানাপোড়েন, প্রশ্ন ও সংশয়ের ভেতর দিয়ে কুরআনের অবস্থানকে স্পষ্ট ও প্রাঞ্জলভাবে তুলে ধরেছেন। ভাষা সহজ, কিন্তু ভাব গভীর। কোথাও অযথা জটিলতা নেই, আবার কোথাও হালকা কথায় বিষয় এড়িয়ে যাওয়া হয়নি—এই ভারসাম্যই বইটির সবচেয়ে বড় শক্তি। এই বই পড়তে গিয়ে মনে হয়, লেখক পাঠকের সঙ্গে তর্ক করছেন না; বরং পাশে বসে নিঃশব্দে বলছেন— চলো, আমরা আবার কুরআনের কাছে ফিরে যাই। বিশেষ করে যারা বিশ্বাসের পথে থেকেও নানা প্রশ্নে দ্বিধাগ্রস্ত, কিংবা যারা কুরআনকে ভালোবাসেন কিন্তু জীবনে পুরোপুরি ধারণ করতে হিমশিম খান—তাদের জন্য এই বই এক ধরনের মানসিক আশ্রয় হয়ে উঠবে। “আই বিলিভ ইন দ্য কুরআন” হলো বিশ্বাসের ঘোষণা, আত্মসমালোচনার আয়না এবং কুরআনের সঙ্গে নতুন করে সম্পর্ক গড়ে তোলার এক আন্তরিক আহ্বান। একটি প্রয়োজনীয়, সময়োপযোগী ও হৃদয়স্পর্শী গ্রন্থ।
ইসলাম ও পশ্চিমা সভ্যতা (দুই জীবনব্যবস্থার সংঘাত) আব্দুল্লাহ বিন বশির
চলো আল্লাহর জন্য বাঁচি শাইখ মাহমুদ আল হাসানাত
আদর্শ নারীর পাঠশালা মাওলানা যুলফিকার আহমদ নকশবন্দী
জাপান কাহিনি - অষ্টম খণ্ড আশির আহমেদ
Mini Garden Shovel Rake Spade Arrangements Bonsai Tools Wooden Handle Set for Flower Pot Plants - 3 Pcs 



