User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
আমার আরবী ভাষা শেখার সফরে অন্যতম গুরুত্বপূর্ণ বই হল "আরবী ভাষা শিক্ষা" এবং "আরবী ব্যাকরণ শিক্ষা"। বই দুটির ওপর করা কোর্স আমার আরবী ভাষা দক্ষতার একটি মৌলিক ভিত্তি তৈরি করে দিয়েছে। "আরবী ভাষা শিক্ষা" বইয়ে খুব সাবলীলভাবে আরবী ভাষার বহুল ব্যবহৃত শব্দার্থ এবং বাক্যের মৌলিক গঠন উপস্থাপন করা হয়েছে। বিষয়গুলোকে এমনভাবে উপস্থাপন করা হয়েছে যাতে পাঠককে ব্যাকরণের জটিল মারপ্যাঁচের ধারস্ত হতে না হয়। বইয়ের অধ্যায়গুলো প্রাথমিক বাক্য গঠন থেকে শুরু করে ক্রমান্বয়ে যৌগিক বাক্য গঠন এর দিকে চালিত হয়েছে। পাশাপাশি পর্যাপ্ত অনুশীলনের আয়োজন করা হয়েছে। বইটিতে যেভাবে নির্দেশনা দেওয়া হয়েছে পাঠক যদি সেভাবে পড়ে শেষ করেন তাহলে তার আরবী ভাষায় একটি মৌলিক ভিত্তি তৈরি হবে। বইটি শেষ করার পর আরবী ব্যাকরণের মৌলিক বিষয়গুলো জানার জন্য রয়েছে "আরবী ব্যাকরণ শিক্ষা" বই। এতে আরবী ব্যাকরণ এর মূল বিষয়গুলোকে উদাহরণসহ বোঝানো হয়েছে। পাঠক "আরবী ভাষা শিক্ষা" বইটি শেষ করে এই বইটি পড়লে তার জন্য আরবী ব্যাকরণ বোঝা সহজ হয়ে যাবে। মূলত বই দুটি একে অপরের সম্পূরক। তাই পাঠকের উচিত বই দুটিই পর্যায়ক্রমে পড়ে শেষ করা। ফলে এর উপর ভিত্তি করে তার আরবী ভাষায় দক্ষতা অর্জনের পথ সুগম হবে ইনশাআল্লাহ। তবে সেরা ফলাফল পেতে শিক্ষকের তত্ত্বাবধানে পড়ার পরামর্শ রইল। যদিও বইটি এমনভাবে লেখা হয়েছে যেন শিক্ষকের সহায়তা ছাড়াও বইটি বুঝা যায়। বই দুটির ওপর কোর্স করে আমার আরবী ভাষা শেখার আত্মবিশ্বাস তৈরি হয়। তাই আমি আমার ভাইবোনকেও বই দুটি পড়িয়েছি। দ্রষ্টব্য: বই দুটি লেখকের দীর্ঘদিনের পাঠদানের ফসল। আমার সৌভাগ্য হয়েছিল, লেখকের কাছে সরাসরি পড়ার। আমি যখন কোর্স করেছি, তখন বই দুটি শিট আকারে ছিল। বর্তমানে তা আরও সংশোধিত, পরিবর্তিত ও পরিমার্জিত হয়ে দুটি বই আকারে প্রকাশিত হয়েছে।
Was this review helpful to you?
or
কুতুবুল মাসলাম থেকে প্রকাশিত "আরবী ভাষা শিক্ষা" বইটি আরবী ভাষা শিখতে আগ্রহী নতুন শিক্ষার্থীদের জন্য একটি চমৎকার সূচনা হতে পারে। বইটিতে আরবী ভাষার মৌলিক বিষয়গুলো সহজবোধ্য উপায়ে উপস্থাপন করা হয়েছে। নতুনদের জন্য আরবী শব্দভান্ডার এবং সহজ বাক্য গঠনের নিয়মাবলী এতে অন্তর্ভুক্ত আছে, যা আরবী সাহিত্য অধ্যয়নে সাহায্য করবে। যারা আরবী ভাষায় একেবারেই নতুন এবং নিজেদের উদ্যোগে শিখতে চান, তাদের জন্য এই বইটি সহায়ক হতে পারে। বইটির কার্যকারিতা সম্পূর্ণ নির্ভর করবে আপনার অনুশীলনের উপর। আপনার আরবী ভাষা শেখার উদ্দেশ্য কী, তার উপর ভিত্তি করে বইটি আপনার জন্য কার্যকর হবে। আপনি যদি কুরআন বোঝার জন্য বা দৈনন্দিন জীবনে কথা বলার জন্য আরবী শিখতে চান, তাহলে বইটি আপনার ভিত্তিকে মজবুত করতে সাহায্য করবে।