User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
অসাধারণ একটি গ্রন্থ
Was this review helpful to you?
or
মাকতাবাতুল ইসলাম প্রকাশিত কাসাসুল কুরআন গ্রন্থটি চোখ বন্ধ করে সংগ্রহ করা যায়। এই গ্রন্থ সম্পর্কে আমি পরে বিস্তারিত লিখবো ইনশাআল্লাহ।
Was this review helpful to you?
or
মহান আল্লাহ পূর্ববর্তী জাতি-গোষ্ঠীসহ বিভিন্ন সময়কার নানা ঘটনা বর্ণনা করেছেন। এর মধ্য দিয়ে এই উম্মাহকে তাঁর আনুগত্য ও নির্দেশনা মানার ব্যাপারে তাগিদ ও শিক্ষা দিয়েছেন। কুরআনের গল্প-ঘটনা নিয়ে আরবি-উর্দু-বাংলাসহ পৃথিবীর বিভিন্ন ভাষায় নানান রকম বই প্রকাশিত হয়েছে। তবে খুবই দুঃখজনক ব্যাপার হলো, তারগিব-তারহিবের হাদিসের মতো এসব ঘটনার বইয়েও বিশুদ্ধ ঘটনার সাথে সাথে জাল ও অনির্ভরযোগ্য বর্ণনার ছড়াছড়ি। এসব বিষয়কে সামনে রেখে উর্দু ভাষায় কাসাসুল কুরআনের ওপর একটি বিস্তৃত বই রচিত হয়। বইটি লিখেছেন যুগসেরা মুহাক্কিক আল্লামা হিফজুর রহমান সিওহারবি রহ.। তিনি তাঁর আলোচনা ও বর্ণনাগুলো বিশুদ্ধ উৎস থেকে নিয়ে এসেছেন এবং প্রচলিত জাল ও ভুল বর্ণনাগুলোর ব্যাপারে ইনসাফের সঙ্গে কলম ধরেছেন। তাঁর লেখনীতে ফুটে উঠেছে বিশুদ্ধতার ভাঁজ, ইনসাফের কষ্ঠিপাথর আর সূক্ষ্মাতিসূক্ষ্ম বিষয়ের যৌক্তিক পর্যালোচনা। . এ বইটি শুধু উর্দু ভাষায়ই সেরা হিসাবে গ্রহণযোগ্য নয়, বরং আরবি-ফার্সিতেও এর ধরনের বই রচিত হয়নি বলেই জানি। ফলে উপমহাদেশের মুহাক্কিক আলিম, খতিব ও কুরআনের গবেষকদের কাছে এ বইটি মহা রত্ন হিসেবে জনপ্রিয়তা লাভ করে। বইটি আরবি ভাষায় রচিত হলে পৃথিবীব্যাপী সমাদৃত ও পরিচিতি লাভ করত। বিশুদ্ধ অনুবাদ, প্রাঞ্জল ভাষামান, নির্ভুল বানান, ও উন্নত ছাপা-বাঁধাইয়ে প্রকাশ করতে লেখক ও সুবক্তা মাকতাবাতুল ইসলামের প্রকাশক আহমাদ গালিব যারপর-নাই প্রচেষ্টা চালান। . মহান আল্লাহর কৃতজ্ঞতা, বইটির অনুবাদ ও ভাষা-বানান সম্পাদনার ব্যাপারে গালিব ভাই আমার ওপর আস্থার ভার অর্পণ করেন। কাজটি যত্নের সঙ্গে আনজাম দিতে আমি সচেষ্ট ছিলাম। বানা . পরিশেষে বলতে চাচ্ছি, কুরআনপ্রেমী ভাই-বোনেরা, যারা কুরআনকে গভীরভাবে অধ্যয়ন করতে চান তারা অবশ্যই বইটি সংগ্রহ করবেন। আর লেখক, বক্তা ও খতিব সাহেবদের কাছে তো এ বই থাকা অপরিহার্য।