
User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
মারাত্মক ধরণের একটা বই, আমি খুব বাজে ভাবে একাকিত্বে ভুগতাম এই বই পড়ার পর থেকে আমি আর একাকিত্ব একদমই অনুভব করি না৷ রিতু আপু খুব ভালো অনুবাদ করেন। Thank you appi 🥰
Was this review helpful to you?
or
Realistic 📚
Was this review helpful to you?
or
সুন্দর সাবলীল অনুবাদ।
Was this review helpful to you?
or
আমি ভীষণ একা। কোনো সঙ্গী বা সাথী নাই। একাও আমাকে দেখে খুব কাঁদে! সন্ধ্যা হওয়ার সময়ে ঘরে ফেরা পাখিরাও চায় আমি যেন আর একা না থাকি। সে চাওয়া থেকে এই বই পড়া হলো। "The Art of Being Alone"-এর বাংলা অর্থ হলো "একাকী থাকার শিল্প" বা "একাকীত্বের শিল্প"। এটি মূলত একাকীত্বকে নেতিবাচক হিসেবে না দেখে ব্যক্তিগত উন্নতি বৃদ্ধি ও মানসিক শান্তির জন্য এক সুযোগ হিসেবে উপস্থাপন করার ধারণা বোঝায়। বইতে লেখক দেখান যে, একাকীত্ব মানেই নিঃসঙ্গতা নয়, বরং এটি নিজের ভেতরটাকে জানার এবং মানসিক শান্তি খোঁজার একটি শক্তিশালী মাধ্যম। এই বইটা পড়ার মাধ্যমে নিজের ভেতরে থাকা মনের উপলব্ধি অনুভব করতে শিখবেন। কোনো মানুষ যখন নিজ সত্ত্বাকে শুনতে পারে না, তখন সে ভিড়ের মধ্যেও নিজেকে একা মনে করে। কেন নিজেকে আর একা ভাববেন না, একাকিত্ব কি করে পুরোপুরি দূর করবেন তার বিভিন্ন বাস্তবিক উপায় জানার সুযোগ হয়েছে। লেখক নিজ জীবনের বিভিন্ন ঘটনাপ্রবাহ তুলে ধরেছেন পাঠক সমীপে, যাতে করে পাঠক তার মতো করে একাকিত্বের মোকাবিলা করতে শেখে। নতুন উদ্যেমে যেন কর্ম চাঞ্চল্য ফিরে পেয়ে নিজেকে সমৃদ্ধ করে নেয়। অনুবাদের মান লাজওয়াব। পড়ার সময় শব্দ, বাক্যের ওপর চোখ বুলিয়ে মাঝেমধ্যেই ভাবলাম, প্রথম অনুবাদ করতে এসে এতো সাবলীল, ঝরঝরে অনুবাদ! মাশাল্লাহ। শিরিন ঋতুর নাম পাঠক মনে অনেকদিন বেঁচে থাকবে, ইনশা'আল্লাহ। আগামীর পথচলা মসৃণ ও সুখময় হোক। বই রিভিউ : দ্য আর্ট অব লিভিং এলোন লেখক : রেণুকা গাভরানী অনুবাদক : Shirin Ritu প্রকাশনায় : প্রিমিয়াম পাবলিকেশন




