
User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
That book is absolutely tremendous. Every reader who loves detective books must read it.
Was this review helpful to you?
or
আমি বরাবরই অয়ন জিমির ভক্ত। তাই এই বই দেখার সাথে সাথেই অর্ডার করেছি। সবার এই বই একবার পড়া উচিত।
Was this review helpful to you?
or
অয়ন-জিমির বান্ধবী ভিক্টোরিয়া। ভিক্টোরিয়ার এক এন্টিক পাগলা খালাম্মা দেড়শো বছরের পুরনো ভিক্টোরিয়ান ধাঁচের একটা বাড়ি খরিদ করেছে। বাড়ির নাম হেল হাউস, অয়নের ভাষায় - 'নরক নিবাস'। তো খালাম্মা হেল হাউসে ওঠার পর থেকেই তার জীবন হেল হয়ে যাওয়া শুরু হয়। দিন নাই, রাত নাই - বাড়ির বিভিন্ন জায়গা থেকে অদ্ভোত আওয়াজ শোনা যায়। ধুপধাপ! ধুপধাপ! ধুপধাপ! শুধু ধুপধাপ শব্দই নয়, নরক নিবাসে রাত-বিরেতে রাজা আর্থারের মূর্তিও জীবন্ত হয়ে ঘুরে বেড়ায়! প্রথমে রিয়া একাই 'ধুপধাপ রহস্য' সমাধানের চেষ্টা করে। কিন্তরিক সে পারে না। পরে বাধ্য হয়ে অয়ন-জিমিকে ডেকে নিয়ে আসে। সবাই তখন বুদ্ধি আর শক্তি খাটায়ে রহস্য ভেদ করে। মানে অয়ন বুদ্ধি খাটায়, জিমি শক্তি খাটায়, আর রিয়া ওদের দুইজনরে খাটায়। অয়ন-জিমি সিরিজ সেবা থেকে প্রথমায় চলে আসার পর, এখন পর্যন্ত এই বইটাই বেস্ট লাগছে। এক শোয়ায় শেষ করার মতো বই। এই হরর হাউস টাইপের মিস্ট্রিগুলা আমার বরাবরই ভালো লাগে। সেই তিন গোয়েন্দা সিরিজের প্রথম বইয়ে টেরর ক্যাসেলের রহস্য থেকে ভালো লাগা শুরু। আগেও অয়ন-জিমি সিরিজে এই টাইপের একাধিক বই বের হইছে, সেইগুলাও যথেষ্ট ভাল ছিল। তবে আমার কাছে 'প্রাসাদবাড়ির রহস্য'র পর 'নরক নিবাস'ই সবচেয়ে বেশি ভাল্লাগছে। কিশোর থ্রিলার হিসেবে রহস্যটা যথেষ্টই জটিল ছিল। চরিত্রের ঘনঘটা ছিল। অয়ন-জিমি সিরিজের নিয়মিত সমস্ত বৈশিষ্ট্য ছিল। যেমন - অয়নের শাণিত বুদ্ধির ঝলকের সাথে ভূতভীতু জিমির চোখের পলকে দু:সাহসী হয়ে ওঠা, জিমি-রিয়ার উপভোগ্য খুনসুটি, রিয়ার কারাতের কারিকুরি - সবই একদম সঠিক মাত্রায় উপস্থিত ছিল। শেষে ফেলুদা স্টাইলে অপরাধীর মুখোশ উন্মোচন ছিল। সব মিলায়ে পারফেক্ট কম্বো। তবে আমার ধারণা, বাড়ির ধুপধাপ রহস্য সমাধানের জন্য অয়ন-জিমির বদলে হিমুকে নিয়ে আসা হইলে আরও ত্বরিত ফল পাওয়া যাইতো। রাতের বেলা ঘুমানোর সময় হিমু দেখতো যে, মাজেদা খালার সদ্যমৃত স্বামী, অর্থাৎ খালুসাহেব খাটের নিচে সম্পুর্ণ নেংটো হয়ে বসে আছেন, আর একটু পরপর ধুপধাপ শব্দ করতেছেন। খালা তখন স্বীকার যাইতেন যে, তিনি 'ভুল করে' খালুর পিঠে মালিশের ওষুধ দুই চামচ খালুকে খাওয়ায় দিছিলেন। ফলে খালুসাহেব পটল তুলেছেন। খালুসাহেব এখন খালার ওপর প্রতিশোধ নেয়ার জন্য নেংটো ভূত হয়ে খাটের নিচে বসে ধুপধাপ শব্দ করতেছেন। মামলা ডিসমিস! যাই হোক, বুড়া বয়সে কিশোর বয়সীদের জন্য লেখা বইটা পড়ে ভাল্লাগছে। পড়ার সময় বয়স বিশ বছর কমে গেছিল। মনে হইতেছিল, আমার বয়স.... থাক! রেটিং: ৪.৫ (৫)
2Ton Air Conditioning Dust Cover Waterproof Folding Ac Cover
এসো চার ভাষায় শব্দে শব্দে কুরআন শিখি অর্থ বুঝে গ্রামারসহ মুফতী মুহাম্মাদ মুযযাম্মিল হক
চার ভাষায় শব্দে শব্দে প্রজ্ঞাময় কুরআন আমপারা মুফতী মুহাম্মাদ মুযযাম্মিল হক
এসো সহজে আরবী ও ইংরেজী শিখি - ৩য় খণ্ড মাওলানা আবু তাহের মেছবাহ
এসো সহজে আরবী ও ইংরেজী শিখি - প্রথম খণ্ড মাওলানা আবু তাহের মেছবাহ 



